(Source: ECI | ABP NEWS)
West Bengal News LIVE Updates: পাক গুপ্তচরের জাল কলকাতাতেও ? শহরের ৩ জায়গায় তল্লাশি
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস দেখুন...

Background
কলকাতা: শনিবার রাজ্যে আসছেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে এসে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি। এবার অমিত শাহ এসে কী বলেন, সেদিকেই নজর সকলের। যদিও বিজেপির শীর্ষ নেতাদের পরপর বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
আগে অখিল গিরি, আর এবার অনুব্রত মণ্ডল। মহিলাদের নিয়ে কুরুচিকর, কদর্য কথার স্রোত বয়েই চলেছে। কিন্তু এদের কারও বিরুদ্ধেই কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপাতত ক্ষমা চাইতে বলেই থেমে থাকল দল। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েই অখিল গিরির ক্ষেত্রে যেমন সাতখুন মাফ হয়ে গেছিল, অনুব্রতর ক্ষেত্রেও কি ক্ষমাতেই কাজ হয়ে যাবে?
বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।
কদর্যভাষায় বোলপুরের IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? দলের হুঁশিয়ারির ৩৮ মিনিটেই দায়সারা ক্ষমাপ্রার্থনা কেষ্টর। 'নজর ঘোরাতে হুঁশিয়ারি-FIR' বলছে বিজেপি, অবিলম্বে গ্রেফতারির দাবি। জেলে থাকার সময়েও পাশে, এখন কেষ্ট-য় তৃণমূলের 'কষ্ট'? কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস। কেষ্টর ভাইরাল অডিওয় তোলপাড়, অস্বস্তির মুখে দলের কড়া বার্তা
প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে মধ্যমগ্রাম এবং সোদপুর অটো রুটের ইউনিয়নের গন্ডগোল তার জেরে মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ। অভিযোগ, মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে অটো স্ট্যান্ডের অটোচালকরা সোদপুর থেকে আসা অটো গুলোকে দাঁড়াতে দিচ্ছেন না। শুধু সোদপুর থেকে আসা অটো গুলোর পাসেঞ্জারদেরকে মধ্যমগ্রামের বাদামতলা এবং সাজিরহাটের নামিয়ে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে ২ রুটেরই অটো চলাচল বন্ধ।
মুখ্যমন্ত্রীর সিঁদুর মন্তব্য, চুঁচুড়ায় বিক্ষোভে বিজেপির মহিলা কর্মীরা। চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ মিছিল তুলতে গেলে মহিলা পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। পাল্টা মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পড়িয়ে দেয় বিজেপির মহিলা কর্মীরা।
West Bengal News Live Update: পাক গুপ্তচরের জাল কলকাতাতেও ? শহরের ৩ জায়গায় তল্লাশি
পাক গুপ্তচরের জাল কলকাতাতেও ? শহরের ৩ জায়গায় তল্লাশি। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি। কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি NIA-এর। আলিপুর, পার্ক সার্কাস, খিদিরপুরে তল্লাশি, NIA সূত্রে খবর। পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি।
WB News Live: জাল আয়ুর্বেদিক ওষুধের হদিশ মিলল উত্তর ২৪ পরগনায়, গ্রেফতার ১
জাল আয়ুর্বেদিক ওষুধের হদিশ মিলল উত্তর ২৪ পরগনায়, গ্রেফতার ১। চণ্ডীতলা এলাকায় যৌথ অভিযান চালায় বারাসাত জেলা পুলিশ ও আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল। এক ব্যক্তির বাড়ি থেকে বাজেয়াপ্ত প্রায় ২৫ থেকে ৩০ হাজার পেটি জাল আয়ুর্বেদিক ওষুধ । রিলাইফ ফার্মাসিউটিক্যাল নামে একটি আয়ুর্বেদিক ওষুধ সংস্থার ব্র্যান্ড নেম জাল করে নিজের বাড়িতেই ওষুধ তৈরি করে বিক্রি করছিল ধৃত ব্যক্তি, খবর সূত্রের। জাল আয়ুর্বেদিক ওষুধ আর কোথায় কোথায় ছড়িয়েছে? ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।























