(Source: Poll of Polls)
West Bengal News LIVE: ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে তুলকালাম, মুর্শিদাবাদের সুতিতে গুলিবিদ্ধ কিশোর !
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা : আজ চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বিকাশ ভবনে SSC চেয়ারম্যানও। বিকাশ ভবনে গেলেন চাকরিহারাদের প্রতিনিধিদল।
ওয়াকফ আইন বাতিলের দাবিতে পার্ক সার্কাসে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। ভাঙা হল পুলিশের ব্যারিকেড, রাস্তা অবরোধ।
রাজপথে ফের গর্জন চাকরিহারাদের। চাকরিহারারাদের করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান । যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারারাদের। চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল চাকরিহারাদের। অবিলম্বে OMR মিরর ইমেজ প্রকাশের দাবি
ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের। যত সময় গড়াচ্ছে এসএসসি দফতরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা। গতকাল সকালের পর রাতে তাঁদের সঙ্গে দেখা করে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে রিলে অনশন চালাচ্ছেন শিক্ষকরা।
হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি পৌঁছলেন বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। দুই গোষ্ঠীর গন্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে এর আগে কাঁথিতে মিছিল করেন বিরোধী দলনেতা।
সরকারি নির্দেশিকাকেও বুড়ো আঙুল দেখিয়ে মালদা মহানন্দার বুকে চলছে দেদার বালি পাচার। নিমেষে ফাঁকা হয়ে আসছে, মালদার ইংরেজবাজারের মহানন্দা নদীর বুক। অবৈধ বালি পাচারের নেপথ্যে এলাকারই তৃণমূল নেতার হাত রয়েছে বলে দাবি স্থানীয়দের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও।
Kasba Incident Live News: বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে
বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।
West Bengal News Live Update: ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে তুলকালাম, মুর্শিদাবাদের সুতিতে গুলিবিদ্ধ কিশোর !
ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে তুলকালাম। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর। সুতির সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই আহত হয়েছে সে। জখম কিশোর বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি।























