West Bengal News Live Updates: আর জি করের পর দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্য়াল কলেজ, এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের তোলপাড় রাজ্য
WB News Live Updates: সব জেলার প্রতি মুহুর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
দুর্গাপুরে এবার ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এবার সহপাঠী গ্রেফতার। দফায় দফায় জিজ্ঞাসাবাদ, ভূমিকা সন্দেহজনক হওয়ায় পাকড়াও।
ঠিক কী হয়েছিল শুক্রবারের সেই রাতে? নির্যাতিতার সহপাঠীর সঙ্গে এক ধৃতকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্তদের পোশাক সংগ্রহ।
পুলিশ নয়, সিবিআই চান নির্যাতিতার বাবা। তদন্তের নামে থানায় থানায় ঘোরানোর অভিযোগ।
রাত ১টা ৫-এ জানতে পেরেই যায় পুলিশ। সাড়ে ৩টে নাগাদ হাসপাতালের অভিযোগ। তদন্তে গাফিলতির অভিযোগ উড়িয়ে পরিবারকে আশ্বাস পুলিশের।
বাংলায় ডাক্তারি পড়তে আসা ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুরে এলেন বালেশ্বরের বিজেপি সাংসদ। বালেশ্বরের ঘটনার সময় উনি কোথায় ছিলেন? পাল্টা তৃণমূলের।
দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ। নারী সুরক্ষার দাবিতে করুণাময়ীতে লঙ্কার গুঁড়ো বিলি বিজেপির।
দুর্গাপুরে বিজেপির ধর্নায় অনুমতি নিয়ে আইনত ব্যবস্থা নিতে হবে পুলিশকেই। জানিয়ে দিল হাইকোর্ট। হাসপাতালে অনুপ্রবেশ নয়, নিশ্চিতে পুলিশকে নির্দেশ।
আনন্দপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী গ্রেফতার। ১০দিনের পুলিশ হেফাজত। অভিযুক্তের পোশাকের ফরেন্সিক পরীক্ষা চান তদন্তকারীরা।
অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ, ঘাটালের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। প্রতারণায় ছাড় নয়, বার্তা নেতৃত্বের। তৃণমূল মানেই চোর, কটাক্ষ বিজেপির।
গরিবদের ঝুপড়ি ভেঙে বহুতল। বহিরাগতে ভরছে ভবানীপুর। ভার্চুয়াল বার্তায় নেতা-কর্মীদের সতর্ক করলেন তৃণমূলনেত্রী।
সৌগত, তাপসের পরে রথীন, চিরঞ্জিত, মানস, নারায়ণ। ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম টানতে মরিয়া তৃণমূল। যাকে প্রতীক, তিনিই প্রার্থী, কড়া বার্তা বক্সীর।
দলের বার্তাই সার। জেলা সভাপতি কান্দির বিধায়ককেই ভোটের পরে এবার বাংলাদেশে পাঠানোর হুমকি হুমায়ুনের। গণতন্ত্রে জবাব দেবে জনগণই, পাল্টা অপূর্ব।
নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপির সাংসদ-বিধায়ক। কেস ডায়েরি চাইল হাইকোর্ট। এনআইএ-তদন্তের যোগ্য মনে হলে রিপোর্ট, জানাল রাজ্য।
SLST চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা। অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বরের বিরোধিতায় মিছিল, ধর্মতলায় আটকাল পুলিশ।
জল নিয়ে বিক্ষোভ। কুলটিতে ভেস্তে গেল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। স্থানীয়দের বিক্ষোভের মুখে ফিরতে হল আধিকারিকদের।
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুতে এগরায় ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে রোষের মুখে পুলিশ কর্মী। পাল্টা অভিযোগ পরিবারের।
তৃণমূলের বিজয়া সম্মিলনীর প্রস্তুতি সভা চলাকালীন ভাঙড়ে বোমাবাজি। আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে উদ্ধার তাজা বোমা।
দুর্যোগ বিধ্বস্ত পাহাড়ে গিয়ে নিহতদের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। গেলেন বিধ্বস্ত মিরিকেও। কাল উত্তরবঙ্গের পুনর্গঠন নিয়ে বৈঠক।
কেউ শুধু ফটো শ্যুটে আসে, একবার ত্রাণ দিয়েই পালিয়ে যায়। দার্জিলিং গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। যেতেই ফাঁকা পাহাড়, পাল্টা শুভেন্দু।
ভোটের মুখে টোটোর রেজিস্ট্রেশন, টাকা তোলার ফন্দি সরকারের। আক্রমণে শুভেন্দু। যানজট এড়ানোর উদ্যোগকে বানচাল করার চেষ্টা, পাল্টা পরিবহণমন্ত্রী।
WB News Live: CESC-র নাম করে শহরে অভিনব কায়দায় প্রতারণা, বিল আপডেট করার নাম করে প্রায় এক লক্ষ টাকার প্রতারণা
CESC-র নাম করে শহরে অভিনব কায়দায় প্রতারণা। বিল আপডেট করার নাম করে প্রায় এক লক্ষ টাকার প্রতারণা। UPI খোলার নির্দেশ আসে কলকাতার পুরসভার অবসরপ্রাপ্ত আধিকারিকের ফোনে। রানা রায়চৌধুরী নামে ওই ব্যক্তি UPI খুলতেই টাকা খোয়ান। অভিযোগ, ফোনের রিমোট অ্যাকসেস নিয়ে টাকা লোপাট করেছে দুষ্কৃতীরা। আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্তে লালবাজারের গোয়েন্দা শাখা।
West Bengal News Live: ফের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের একাংশের
ফের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের একাংশের। করুণাময়ী থেকে হেঁটে SSC দফতরে স্মারকলিপি। 'অযোগ্যদের তালিকা থাকলে বাকিরা যোগ্য নয় কেন?' 'যেসব চাকরিহারারা পরীক্ষায় পাশ করবেন না, তাঁদের দায়িত্ব কে নেবে?' প্রশ্ন তুলে এসএসসি ভবনে চাকরিহারাদের একাংশ। নভেম্বরের গোড়ায় বেরোতে পারে এসএসসির ফল। ফলপ্রকাশের আগে ফের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি।






















