West Bengal News LIVE Updates: স্বস্তিতে তন্ময় ভট্টাচার্য, আগাম জামিনের আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টে
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার, সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...
লুঠপাট চালিয়ে বৃদ্ধ দম্পতিকে খুনের পর ঘরে তালা ? পূর্ব বর্ধমানের ভাতারে বন্ধ ঘরে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারে রহস্য। 'খুনের পর কিনে আনা নতুন তালা দরজায় লাগিয়ে দুষ্কৃতীদের চম্পট।' ভাতারে অভিজিৎ-ছবিরাণী যশের মৃত্যুতে এখনও ধোঁয়াশা। দুর্গন্ধে সন্দেহ প্রতিবেশীদের, তালা ভেঙে দেহ উদ্ধার পুলিশের।
আরাবুল ইসলামের সঙ্গে প়ঞ্চায়েত অফিসে যাওয়ার জন্য় বাড়িতে হামলা। সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন আরাবুল ইসলামের অনুগামীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ফের প্রকাশ্য়ে এল আরাবুল ইসলাম এবং সওকত মোল্লার কোন্দল।
স্বস্তিতে তন্ময় ভট্টাচার্য। মহিলা সাংবাদিককে হেনস্থার মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত সিপিএম নেতা। সেই আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। অক্টোবরে বরানগরের সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। সেই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময়। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন।
অক্টোবরে কলকাতায় এসে, বঙ্গ বিজেপিকে ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু সেই টার্গেটে পৌঁছতে ডাহা ফেল করেছে বঙ্গ নেতৃত্ব। এই প্রেক্ষাপটেই রাস্তায় দাঁড়িয়ে সদস্য সংগ্রহ করতে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়দের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
কলকাতার রাস্তায় বিজেপির নেতা-কর্মীদরা এভাবেই দলীয় সদস্যপদ গ্রহণের আর্জি জানাচ্ছেন।
কলকাতা দখল নিয়ে বাংলাদেশের মৌলবাদীদের অলীক আস্ফালন! গুরুত্বই দিচ্ছেন না মুক্তিযোদ্ধারা
ধর্মতলায় ধর্নায় অনুমতি আদায়ে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক সংগঠন। আর জি কর-কাণ্ডে চার্জশিটে ব্যর্থ সিবিআই, ফের ধর্নার প্রস্তুতি । প্রাক বড়দিন, বর্ষবরণের কারণ দেখিয়ে ধর্মতলায় ধর্নায় 'না' পুলিশের । পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক সংগঠনের । ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসকদের। মামলা দায়েরের অনুমতি, আগামীকাল হাইকোর্টে শুনানির সম্ভাবনা। ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় আন্দোলনের প্রস্তুতি চিকিৎসকদের।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ফিরহাদ, মুখ খুললেন মেয়ে । উর্দুতে বলা বক্তব্যের ভুল ব্যাখ্যার দাবি মেয়ে প্রিয়দর্শিনীর। বিতর্কিত মন্তব্যে দলের হুঁশিয়ারি, ব্যাখ্যা ববি-কন্যার।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও আসানসোলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়াদের তাণ্ডবের অভিযোগ। আসানসোলের হীরাপুর থানা এলাকার ঘটনা
লাঠি হাতে ৪০-৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের বেধড়ক মারধরের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। জমি দখলের উদ্দেশ্যে হামলা, দাবি স্থানীয়দের
ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল । হীরাপুর থানায় লিখিত অভিযোগ স্থানীয়দের। আসানসোল উত্তরের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ স্থানীয়রা। ঘটনার কথা কার্যত স্বীকার করে দ্রুত গ্রেফতারের আশ্বাস মন্ত্রীর।
তোলাবাজ তৃণমূল কাউন্সিলর ? ৫০ লক্ষ টাকা না দেওয়ায় মেরে প্রোমোটােরের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হামলার ২ দিন পার, এখনও অধরা বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। রবিবার হামলা, ২ দিন পরেও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের খোঁজ পাচ্ছে না পুলিশ ! আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের বাড়িতে সোমবার রাতে গেল পুলিশ। কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি, দাবি পুলিশের। অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে ২৪ ঘণ্টা সময় দিয়ে নোটিস লাগাল পুলিশ। বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ২৪ ঘণ্টার মধ্যে থানায় তলব। রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিত অভিযোগ কিশোর হালদার ও তাঁর স্ত্রী দেবশ্রী হালদারের। রাজ্য পুলিশের ডিজির কাছে পৌঁছে দেওয়া হয়েছে ভিডিও, দাবি আক্রান্ত দম্পতির। প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর, মাথায় বড় হাত, চরম আতঙ্কে পরিবার। প্রাণহানির আশঙ্কা পরিবারের, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে ই-মেল । ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, ২ দিন পরেও গ্রেফতার মাত্র ২ জন !
হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে শুনানি শেষ, রায়দান স্থগিত। পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৃতীয় বেঞ্চে ৫জনের জামিনের শুনানি। 'এরা এখনও প্রভাবশালী, তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত চলছে'। প্রভাবশালী তত্ত্বে পার্থ-সহ ৫জনের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের।
মানবাধিকার রক্ষায় অকুতোভয়, রবীন্দ্র ঘোষের কাছে কার্তিক মহারাজ । মৌলবাদীদের রক্তচক্ষুর মুখেও শিরদাঁড়া সোজা রেখে মানবাধিকারে জন্য লড়াই। প্রাণের ঝুঁকি নিয়েও বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসীর জন্য লড়াই আইনজীবীর।
বারাসাত কলেজে উত্তেজনা। SFI-কে কলেজে ঢুকতে বাধা TMCP-র। কলেজের গেট বন্ধ, বাইরে তুমুল উত্তেজনা। কলেজের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা SFI সমর্থকদের। গেট বন্ধ করে স্লোগান TMCP সমর্থকদের।
এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার 'কালীঘাটের কাকু'। প্রেসিডেন্সি জেল থেকে 'শোন অ্যারেস্ট' দেখাল সিবিআই। জেল থেকে আদালতে ভার্চুয়ালি সুজয়কৃষ্ণ ভদ্রের হাজিরা । নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন, সিবিআইয়ের হাতে গ্রেফতার । সিবিআই গ্রেফতার দেখাতেই জামিনের আবেদন আইনজীবীর । হেফাজতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন সিবিআইয়ের।
প্রেক্ষাপট
ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে রেল রোকো ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির অনুমতি দিল না হাইকোর্ট। ২০ ডিসেম্বরের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একদিনের জন্যও এই ধরনের কর্মসূচিতে অনুমতি দেওয়া যায় না, মন্তব্য করেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। আদালতের নির্দেশ না মানলে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও আসানসোলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়াদের তাণ্ডবের অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল। আসানসোলের হীরাপুর থানা ঘটনা। লাঠি হাতে ৪০-৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের বেধড়ক মারধরের অভিযোগ। জমি দখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ। হীরাপুর থানায় লিখিত অভিযোগ স্থানীয়দের। আসানসোল উত্তরের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ স্থানীয়রা। ঘটনার কথা কার্যত স্বীকার করেছেন মন্ত্রী। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস
অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ। বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছেন স্যালুট তিরঙ্গার সদস্যরা। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রেক্ষিতে, এখানে সে দেশের নাগরকিদের পরিষেবা দেওয়া চলবে না বলে দাবি আন্দোলনকারীদের
ফের ভারতের বিরুদ্ধে বিষোদগার। এবার সরব হলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল। 'পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের লাভ বই ক্ষতি নেই। কেউ স্থায়ী শত্রু বা বন্ধু হয় না। পাকিস্তান, চিন কিংবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ভারত এসে আমাদের পায়ে পড়বে', হুঁশিয়ারির সুরে মন্তব্য বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হকের
বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দু। ভোলা জেলার তাজুমুদ্দিন উপজেলায় দক্ষিণ খাসেরহাট বাজারে ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে। টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ীর। অভিযোগ এক্স হ্যান্ডলে রি-পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামে ওই ব্যক্তিকে গতকাল বসিরহাট থেকে পাকড়াও করা হয়। অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয় পত্র, জাল পাসপোর্ট, নথি তৈরি করে দিত একটি চক্র। ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য় মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্য়ক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -