West Bengal News Live: উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা, ৩ দিন কম পানীয় জল সরবরাহ হবে
উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা, ৩ দিন কম পানীয় জল সরবরাহ হবে।
গোটা উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা। ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচার।
বাঁকুড়ার লালবাজার এলাকায় ভুয়ো নিয়োগপত্র ও ভুয়ো আই কার্ড দিয়ে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। পুলিশ আটক করল এক জনকে ।
জলপাইগুড়ি মূর্তির রাস্তায় পর্যটকদের গাড়ি আটকাল দলছুট হাতি। ফের হাতির সাথে সেল্ফি ও ছবি তুলতে গাড়ি নিয়ে হাতির কাছে ছুটে গেল উৎসাহিত পর্যটক।
বিধান নগর বিধানসভা কেন্দ্রের ক্লাব সহ প্রায় আড়াইশোটি দুর্গাপুজো উদ্যোক্তাদের হাতে মাস্ক, স্যানিটাইজার এবং শাড়ি তুলে দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
প্রবল বৃষ্টিতে জমেছিল জল। আর সেই জল থেকেই উদ্ধার মৃতদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের। জানাযায় ঘাটালের ইরপালা জয়কুণ্ডু এলাকায়। তপন পাত্র (৫৬) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ।
বৃষ্টি কমেছে। কিন্তু জমা জলের হাত থেকে নিস্তার মেলেনি হুগলির বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। বহু মানুষ ঘরছাড়া। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।
বৃষ্টি কমলেও জল যন্ত্রণার ছবিতে বদল নেই হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে। কৃষিজমি, রাস্তা থেকে বসতবাড়ি সর্বত্র জল থইথই। ব্যপক ক্ষতি কৃষিকাজেও।
গান্ধীজির জন্মজয়ন্তীতে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন মাত্রা পেল। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে রাজ্যপালের ট্যুইট, মুখ্যমন্ত্রীর উচিত ভয় ও হিংসা দমন করা। রাজ্যপালের ট্যুইটকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আমলই দিতে রাজি নয় শাসক দল।
নদিয়ার শান্তিপুরে উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে ৩২ বছরের ব্রজকিশোর গোস্বামীকে।
টানা বৃষ্টিতে প্রতিমা নির্মাণে বিস্তর ক্ষতি। সময়ে কীভাবে কাজ শেষ করবেন, বুঝে উঠতে পারছেন না দুর্গাপুরের প্রতিমা শিল্পীরা। উনুন জ্বালিয়ে চলছে প্রতিমা শুকোনোর কাজ। চিন্তায় পুজো উদ্যোক্তারাও।
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ত্রিপলের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সরকারি ত্রিপল তৃণমূলের পার্টি অফিসে মজুত থাকলেও আজ দুপুর ১টা পর্যন্ত তা তাঁদের দেওয়া হয়নি।
দামোদরের জলে ভাসল, হুগলির শস্যগোলা হিসেবে পরিচিত তারকেশ্বর। চারটি পঞ্চায়েত এলাকার চার হাজার মানুষ জলবন্দি। চারটি পঞ্চায়েত এলাকার চার হাজার মানুষ জলবন্দি। তৃণমূলের ব্লক সভাপতি-সহ কয়েকজন গ্রামবাসীকে উদ্ধার করে এনডিআরএফ।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জল নামা শুরু হতেই ছড়াচ্ছে সর্দি, কাশি, পেটের রোগ। একইসঙ্গে বাড়ছে সাপে কামড়ানো রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন তৃণমূল নেত্রী। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জয়ী সব ওয়ার্ডে। ১০ বছর আগে ভবানীপুরে নিজের গড়া ব্যবধানের রেকর্ড ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে ভবানীপুরে জয়ী তৃণমূলনেত্রী।
‘সারা বাংলা আজ ভবানীপুরের দিকে তাকিয়েছিল। বাংলা আঘাত পেয়েছিল, একটা আসনে আমরা হেরেছিলাম বলে। অনেক চক্রান্ত হয়েছিল, কোর্টে মামলা চলছে। সেই চক্রান্তের জবাব দিয়েছেন ভবানীপুরের মানুষ’, জয়ের পর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গিপুরে ৪৮ হাজার ১৪১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জঙ্গিপুরে তৃণমূলের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৬৬.২১ শতাংশ। জঙ্গিপুরে বিজেপির এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ২৫.৫৮ শতাংশ।
ভবানীপুরে ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরে বিপুল ভোটে জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৬ হাজার ৩৮৮ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গেলেন মমতা। ২০২১-এর বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডেও এগিয়ে তৃণমূলনেত্রী।
ভবানীপুরে ৫২,০১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলনেত্রী। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস।
পারিবারিক বিবাদে রক্তারক্তিকাণ্ড মালদার গোরক্ষা গ্রামে। সংঘর্ষে মৃত্যু হল বছর ৩৫-এর এক যুবকের। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, অভিযুক্তের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। থমথমে এলাকায় বসেছে পুলিশ পিকেট।
ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানালেন অখিলেশ যাদব। তিনি লিখেছেন, ‘মমতাদির জয়ই সত্যের জয়।’
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জল নামা শুরু হতেই ছড়াচ্ছে সর্দি, কাশি, পেটের রোগ। একইসঙ্গে বাড়ছে সাপে কামড়ানো রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। জল নামার পর সেইসব এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার। যে সমস্ত এলাকা এখনও জলমগ্ন, সেখানে নৌকা করে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওষুধের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারও মজুত করা হয়েছে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।
ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হলেন খোদ মদন মিত্র।
ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পদক্ষেপ নিতে রাজ্যকে নির্দেশ নির্বাচন কমিশনের। হিংসা রুখতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। বাংলাকে বদনামের চেষ্টা, পাল্টা ফিরহাদ।
ভবানীপুরে গণনার শুরু থেকেই লিড মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্রমেই বাড়ছে ব্যবধান। কালীঘাটে উড়ছে সবুজ আবির। করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি।
ভোটের ফল প্রকাশের পর বিজয় উৎসবে ‘না’। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন।
ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা।
ভবানীপুর কেন্দ্রে অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের দত্তাবাদে দলনেত্রীর ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
ভবানীপুরে ২৭,৫০২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম রাউন্ডের গণনায় ৩১,০৩৩টি ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সপ্তম রাউন্ডে পেলেন ৫,৭১৯টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস সপ্তম রাউন্ডের গণনায় পেলেন ৫২৭টি ভোট।
গণনার শুরু থেকেই ৩ কেন্দ্রে ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল। বেলা গড়ালেও হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় ফাঁকা। দেখা নেই নেতা-কর্মীদের।
ভবানীপুরে ২৩ হাজারের বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। চতুর্থ রাউন্ডের গণনায় ১৬ হাজার ৩৯৭টি ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল চতুর্থ রাউন্ডে পেলেন ৩ হাজার ৯৬২টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস চতুর্থ রাউন্ডের গণনায় পেলেন ৩১৫টি ভোট।
ভবানীপুরে ১২,৪৩৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃতীয় রাউন্ডের গণনায় ৯,৯৭৪টি ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল তৃতীয় রাউন্ডে পেলেন ৩,৮২৮টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস তৃতীয় রাউন্ডের গণনায় পেলেন ২৫০টি ভোট।
ভবানীপুরে ৬,১৪৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃতীয় রাউন্ডের গণনায় ৯,৯৭৪ টি ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল তৃতীয় রাউন্ডে পেলেন ৩,৮২৮ টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস তৃতীয় রাউন্ডের গণনায় পেলেন ২৫০ টি ভোট।
দ্বিতীয় রাউন্ডের গণনায় ৫,৩৩৩ ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল দ্বিতীয় রাউন্ডে পেলেন ২,৯৫৬ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস দ্বিতীয় রাউন্ডের গণনায় পেলেন ১৩২ ভোট।
ভবানীপুরে গণনার প্রথম ধাপে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্ত থাকুন, পঞ্চাশ হাজারের উপর মার্জিন হবে, জানালেন ফিরহাদ হাকিম। কালীঘাটে উড়ছে সবুজ আবির।
মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। বাম প্রার্থী জানে আলম মিয়া। জঙ্গিপুরে ২৬ রাউন্ড গণনা হবে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ।
ভবানীপুরের ফল ঘোষণার আগে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। হিংসা রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দিন, আর্জি বিজেপি প্রার্থীর।
ভবানীপুরে ২,৪০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম বলয়ে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয়ে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।
ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে এখন প্রথম রাউন্ডের গণনা চলছে। ভবানীপুরে মোট ২১ রাউন্ড গণনা হবে। জঙ্গিপুরে ১,৩০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
উপনির্বাচনের পর পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। এতদিন করেননি, করোনাকালে কেন বারবার ভোট? পাল্টা প্রশ্ন বিজেপির।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। ভবানীপুরের ফলপ্রকাশের আগে চিঠি বিজেপি প্রার্থীর। ‘ফল প্রকাশের পর হিংসা রুখতে ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকে নির্দেশ দিন। প্রয়োজনীয় সবরকম পদক্ষেপের জন্য কঠোর নির্দেশ দিন। ২ মে-র পর রাজ্যজুড়ে তৃণমূলের হিংসা দেখেছে গোটা দেশ। ৩ অক্টোবরের পর এমন হিংসা আর দেখতে চাই না’, উল্লেখ চিঠিতে।
ভবানীপুর সহ ৩ কেন্দ্রে গণনা চলছে। ভবানীপুরে মোট ২১ রাউন্ড গণনা হবে। জঙ্গিপুরে মোট ২৬ রাউন্ড গণনা হবে। সামশেরগঞ্জে মোট ২৪ রাউন্ড গণনা হবে।
ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমাল দুর্গাপুর ব্যারাজ। সেচ দফতর সূত্রে খবর, আজ সকালে ১ লক্ষ ১২ হাজার ১০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সেচ দফতর।
আর কয়েকঘণ্টার অপেক্ষা। ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। সকাল ৮টা থেকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুরু হয়ে গেল ভোট গণনা। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ভবানীপুরে ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ।
আর কয়েকঘণ্টার অপেক্ষা। ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। সকাল ৮টা থেকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুরু হয়ে গেল ভোট গণনা। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ভবানীপুরে ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ।
সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও বামেদের মোদাস্সর হোসেন। সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ।
মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। বাম প্রার্থী জানে আলম মিয়া। জঙ্গিপুরে ২৬ রাউন্ড গণনা হবে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ।
পুজোর মুখে পরপর চারদিন জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ পয়সা করে। আজ কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম হল ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ৯৩ টাকা ৮৭ পয়সা হয়েছে ডিজেলের দাম। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। তবে আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বাড়ছে।
নিশীথ প্রামাণিকের ছেড়ে যাওয়া দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চায় বিজেপি। জেলার ৬ জন বিধায়কের ওপর মণ্ডল ভিত্তিক দায়িত্ব দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার খড়দাতেও প্রার্থী ইস্যুতে তরজায় জড়িয়েছে দুই দল।
ভবানীপুরে ৫০ থেকে ৭০ হাজার মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ফিরহাদ হাকিমের। জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপিও। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে কি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তৃণমূল? জানা যাবে আজ।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। জানা যাবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলও। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে গণনাকেন্দ্র।
জলাধারের ছাড়া জল ও অতিবৃষ্টির ধাক্কায় রাজ্যের পাঁচ লক্ষ মানুষ পড়েছেন বিপদে। আট জেলায় লক্ষাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে নিজেদের মতো করে লড়াই চালাচ্ছে ভিটেহারারা।
প্রেক্ষাপট
আবীর দত্ত, হিন্দোল দে ও কৌশিক গাঁতাইত, কলকাতা: ৮ জেলার বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। এভাবে জল ছাড়া বড় অপরাধ বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যকে জানিয়েই জল ছাড়ার দাবি ডিভিসি-র।
‘ম্যান মেড বন্যা’র পর এবার, ‘বিগ ক্রাইম’, রাজ্যের আট জেলায় বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘যেভাবে জল ছাড়া হয়েছে, এটা বিগ ক্রাইম। একসঙ্গে কত জল ছাড়া হয়েছে, যা জীবনে হয়নি এবং আগে হয়েছে কিনা আমি জানি না। ম্যান মেড ফ্লাড আগে বলতাম আমি। সেদিন অনেকে আমাকে সমালোচনা করতেন। এটা ম্যান মেড ফ্লাড।’
পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘প্রতিটি বাঁধ বা ব্যারাজের জল ধারনের একটা সীমা থাকে। তার থেকে জল বেড়ে গেলে, সেই ব্যারাজকে জল ছাড়তে হয়। না হলে ব্যারেজ ভেঙে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।’
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির আরামবাগ-সহ আট জেলার বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকায় যান মুখ্যমন্ত্রী। এদিন বেলা ১২টায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির পুরশুড়া, খানাকুল, আরামবাগ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। মাঝে হুগলির আরামবাগে নেমে কালীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতি সম্পর্কে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট নেন।
এরপর প্লাবিত এলাকায় দাঁড়িয়েই ডিভিসি-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইতে হতে পারে। কারণ বছরে যদি চার বার করে জল আসে। সব টাকা জলে চলে যাচ্ছে। একবার সারছে, তারপর ভাঙছে। চাষ করছে ভেসে যাচ্ছে এটা কেন হবে?’
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি ‘এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার। প্রি-মনসুন যে কাজ হয়, এবার সেই কাজ মাননীয়া মুখ্যমন্ত্রী করতে দেননি। কারণ, তাঁকে লক্ষ্মীর ভান্ডারের জন্য খরচ করতে হবে। রাজ্যর যে বেহাল অবস্থা, বাঁধগুলির সে অবস্থা, অতিবর্ষণ হয়েছে দুর্বল বাঁধ ভেঙেছে। এর সঙ্গে ডিভিসি-র কোনও সম্পর্ক নেই।’
এদিকে, দামোদর ভ্যালি কর্পোরেশনের দাবি, জল ছাড়ার কথা তারা আগেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল। ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রাজ্যকে তথ্য পাঠানো হয়েছিল বলে দাবি করেছে ডিভিসি কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, জলাধার থেকে কত জল ছাড়া হবে তার সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। এতে কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা রয়েছেন। কখন কত জল ছাড়া হবে, এই কমিটিই সেই সিদ্ধান্ত নেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -