West Bengal News Live: উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা, ৩ দিন কম পানীয় জল সরবরাহ হবে

উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা, ৩ দিন কম পানীয় জল সরবরাহ হবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Oct 2021 11:03 PM

প্রেক্ষাপট

আবীর দত্ত, হিন্দোল দে ও কৌশিক গাঁতাইত, কলকাতা: ৮ জেলার বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। এভাবে জল ছাড়া বড় অপরাধ বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা তৃণমূলকে কটাক্ষ...More

West Bengal News Live Updates: উত্তর কলকাতা জুড়ে পানীয় দলের সমস্যা

গোটা উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা। ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচার।