(Source: Poll of Polls)
West Bengal News LIVE: আজ রথযাত্রার ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Update : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE

Background
কলকাতা: কালীগঞ্জে মৃত শিশুর পরিবারকে টাকা দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। আর্থিক সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিল পরিবার। কালীগঞ্জকাণ্ডে FIR-এ নাম থাকা অভিযুক্তদের বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি অভিযোগ। সন্ত্রাসের রাজনীতি নিয়ে বালুরঘাটের সভা থেকে পাল্টা তৃণমূলকে আক্রমণে সুকান্ত। বিজেপিকে পঞ্চাশের নীচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা শুভেন্দুর। দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ! তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে প্রসাদ বিলির ঘোষণা শুভেন্দুর। ধর্ম নিয়ে অসভ্যতা, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে ফের সরব অভিষেক। মিড ডে মিলেও হিন্দু মুসলিম। ১৯৮৪-র পর ২০২৫। রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা। ৪১ বছর পর মহাকাশে দ্বিতীয় ভারতীয়।আমেরিকার এয়ারস্ট্রাইকে পরমাণু প্রকল্পে ক্ষয়ক্ষতির কথা মানল ইরান। আবার চেষ্টা করলে গুঁড়িয়ে দেব। হুঙ্কার ট্রাম্পের।
West Bengal Live: SFI-এর ছাত্র ধর্মঘট
আজ কালীগঞ্জ ব্লকে এসএফআই-এর নদিয়া জেলা শাখার ডাকে ছাত্র ধর্মঘট। সব স্কুল-কলেজ-মাদ্রাসায় ধর্মঘট পালনের আহ্বান বাম ছাত্র সংগঠনের।
Kaliganj News: কালীগঞ্জে বোমায় নিহত বালিকা, নতুন ভাইরাল ফুটেজ প্রকাশ্যে
কালীগঞ্জে বোমায় নিহত বালিকা, নতুন ভাইরাল ফুটেজ প্রকাশ্যে। প্রায় তিন বছর আগের ফুটেজ ভাইরাল । তিন বছর আগের ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে বোমাকাণ্ডে ধৃত আনোয়ার শেখকে হুমকি দিতে। যারা পালিয়েছে, তাদের ৭০ বছরেও ঢুকতে দেব না, ঘরছাড়াদের ভাইরাল ফুটেজে হুমকি আনোয়ারের। পুলিশের সামনেই যা করার করব, হুমকি আনোয়ারের। 'ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া আনোয়ার ছিল হামলাকারীদের মধ্যে'। ভিডিও দেখে জানালেন তামান্নার মা























