West Bengal News Live: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, চন্দননগরে চলছে প্রতিমা নিরঞ্জন
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
ডিওয়াই চন্দ্রচূড়ের পর সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। হাজির প্রধানমন্ত্রী।
পুজো শেষ, বিষাদের মধ্যে এবার বিদায় জানানোর পালা। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শুরু চন্দননগরে। বাগবাজারে সিঁদুরখেলা।
কার্যত নিঃশব্দে রাজ্য সাধারণ সম্পাদক পদে প্রত্যাবর্তন হল কুণাল ঘোষের। লোকসভা ভোটের মধ্য়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাওয়ার পর, কুণাল ঘোষকে রাজ্য় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। যদিও তখন কুণাল ঘোষ দাবি করেন, পদগুলো তিনি আগে ছেড়ে দিয়েছিলেন। এবার কার্যত নিঃশব্দে সেই পদে প্রত্য়াবর্তন হল তাঁর। সোমবার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে কুণাল ঘোষের নামের নীচে লেখা সাধারণ সম্পাদক।
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী
সিঁদুরখেলায় মেতে উঠেছে চন্দননগর
চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে
মেদিনীপুর ও মালদায় ট্যাবের টাকা না পাওয়া নিয়ে পড়ুয়াদের বিস্তর অভিযোগ। এবার এই ২ জেলার মোট ৭ জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। আর প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে প্রধান শিক্ষকদের সংগঠন।
উস্কানিমূলক ভাষণের অভিযোগে এবার শুভেনদুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল।সেন্সরের দাবি। ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে তো তৃণমূল, পাল্টা বিজেপি।
দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি!
আল কায়দা-যোগসূত্রে খোঁজে বাংলার ৩ জায়গায় NIA অভিযান
সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশনের শোকজ, আজ রাত ৮টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতির জবাব তলব
৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র
৩ মেয়ের বিবাহের জন্য গতকাল আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র
মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন --
'৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে', উল্লেখ বিজ্ঞাপনে
অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন, প্রতিক্রিয়া জাদুকর পি সি সরকার জুনিয়রের
৩ মেয়ের সম্মতি রয়েছে, জানালেন জাদুকর পি সি সরকার জুনিয়র
আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ
ঝামেলা মেটাতে টাকা চাওয়ার অভিযোগ, সরানো হল বিতর্কিত OC-কে
আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ
হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য
এবার আসানসোলের সরকারি স্কুলে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ
আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডের পর শিয়ালদহ আদালতে আজ থেকে শুরু মামলার বিচার প্রক্রিয়া। প্রথম সাক্ষ্য নির্য়াতিতার বাবার। সাক্ষ্য দেবেন চিকিৎসকের পারিবারিক বন্ধুও।
'টাকা নিয়ে ঘুরছে বিজেপি, আটকে রেখে কেড়ে নেবেন'
লকেট, লক্ষ্মণ ঘোড়ুইয়ের নাম করে আক্রমণে অরূপ চক্রবর্তী
তালডাংরা উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট কেনার চেষ্টার অভিযোগ
প্রেক্ষাপট
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডের পর শিয়ালদহ আদালতে আজ থেকে শুরু মামলার বিচার প্রক্রিয়া। প্রথম সাক্ষ্য নির্য়াতিতার বাবার।
কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেন্সর করা হোক শুভেন্দুকে, কমিশনে অভিযোগ তৃণমূলের। বিভেদের রাজনীতি করছে ওরাই, পাল্টা শমীক।
উপ নির্বাচনের আগে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের। বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্বচ্ছ নির্বাচন হলে ৬টি কেন্দ্রেই হারবে শাসক দল, পাল্টা বিজেপি।
এবার বনগাঁয় চলল গুলি। গুলিবিদ্ধ ১ ব্যবসায়ী। জখম ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। অতীতে ব্যবসায়ীর বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ। এলাকা দখলের লড়াই, দাবি পুলিশের।
ফের দুষ্কৃতী দৌরাত্ম্য বেলঘরিয়ায়। ছিনতাইয়ে বাধা পাওয়ায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। খড়দার পথে উধাও দুষ্কৃতীরা। ব্যস্ত বাজারে গুলি চালনার অভিযোগ ঘিরে আতঙ্ক।
১২ ঘণ্টা পেরোলেও 'গুলি'কাণ্ডে ধরা পড়েনি কেউ। ঘটনার সঙ্গে জড়িত সবে জেল থেকে বেরনো দাগী দুষ্কৃতী, দাবি পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ! মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, দাবি গ্রামবাসীদের। গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। চরম শাস্তির দাবি মৃতের পরিবারের।
সোশাল মিডিয়ায় রীতিমতো পেজ খুলে রমরমিয়ে শিশুপাচার। আবেদনকারীদের সঙ্গে টাকার ডিল হত হোয়াটস্যআপে। হাওড়ায় আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -