West Bengal News Live: কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জনবহুল এলাকায় আতঙ্ক
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে
কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ
বিস্ফোরণে ঝলসে অন্তত ৩ জনের মৃত্যু
বিস্ফোরণস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল
বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক
টালিগঞ্জে টেকনিসিয়ান-পরিচালকদের সংঘাত তুঙ্গে। আজ থেকে কর্মবিরতিতে পরিচালকরা।
এবারের বাজেট আসলে মরীচিকা: অভিষেক বন্দ্যোপাধ্যায়
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান
ন্যূনতম ভাতা বাড়ানো-সহ বিভিন্ন দাবিতে অভিযান
ব্যারিকেড করে মিছিল আটকে দিল পুলিশ
আশা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা
আর জি কর কাণ্ডে়র শুনানিতে ধাক্কা রাজ্যের। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণই করল না হাইকোর্ট।
৯০ শতাংশের বেশি জায়গায় কাজ চলছে, দাবি FCTWAEI-এর সভাপতি স্বরূপ বিশ্বাসের।
অভিবাসী ভারতীয়দের পায়ে শিকল পরিয়ে, হাতকড়া বেঁধে দেশে ফেরত পাঠানোর ছবিতে প্রতিবাদ কলকাতায়
নিউ মার্কেট থেকে চৌরঙ্গিতে মার্কিন দূতাবাস পর্যন্ত প্রতিবদ মিছিল কংগ্রেসের
গতকাল এই নিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদ ও যুব কংগ্রেসের সদস্য সমর্থকরা
আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা আরও কিছুটা বাড়ল
টালিগঞ্জে শ্যুটিং নিয়ে অচলাবস্থা অব্যাহত
টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, ফ্লোরে নেই পরিচালকরা
সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের
শ্যুটিংয়ের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রীরা চলে আসেন
স্টুডিওয় চলে আসেন মেকআপ আর্টিস্টরাও
সকাল ১০টা বেজে গেলেও এখনও পর্যন্ত পরিচালকদের দেখা মেলেনি
আর জি কর কাণ্ডে় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট
সোমে মাধ্যমিক। বহু পরীক্ষার্থীর এখনও হাতে পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। দুশ্চিন্তায় বহু পড়ুয়া।
যাদের গাফিলতি, সেই স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষার্থীপিছু ১০ হাজার টাকা করে দিতে নির্দেশ হাইকোর্টের।
কত দ্রুত কাটবে অ্যাডমিট বিভ্রাট? সেদিকে তাকিয়ে বহু মাধ্যমিক পরীক্ষার্থী
বাংলায় ঠিক কতদূর জাল বিছিয়েছে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লা বাংলা? তার সন্ধান পেতে এবার অসম পুলিশের জালে ধরা পড়া ১২ জঙ্গির মধ্যে ৪ ABT জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল বেঙ্গল STF। ধৃত আব্বাস আলি, মিনারুল শেখ, শাদ রাডি ও নুর ইসলামদের আড়ালে আসল মাথা কে? হদিশ পেতে জেরা করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।
সঞ্জয়ের ফাঁসি চায় রাজ্য ও সিবিআই। কার মামলা গ্রহণ করবে হাইকোর্ট? আজ রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক।
বিধায়কের পর এবার আমডাঙা থানার IC-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে সরব হলেন তৃণমূলের জন প্রতিনিধিরা। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে IC-র অপসারণও চেয়েছেন তাঁরা। অন্যদিকে, মাটি থেকে মাদক, বেআইনি কাজে রুখতে IC-র ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি ও সিপিএম পরিচালিত মরিচা গ্রাম পঞ্চায়েতের প্রধান।
অষ্টম BGBS-এ ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। বাণিজ্য সম্মেলনের শেষদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
টালিগঞ্জে টেকনিসিয়ান-পরিচালকদের সংঘাত তুঙ্গে। আজ থেকে কর্মবিরতিতে ডিরেক্টররা।
প্রেক্ষাপট
টালিগঞ্জে টেকনিসিয়ান-পরিচালকদের সংঘাত তুঙ্গে। আজ থেকে কর্মবিরতিতে ডিরেক্টররা।
BGBS-এ ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। বাণিজ্য সম্মেলনের শেষদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
অশোকনগরে খুব তাড়াতাড়ি তেল উত্তোলন করে বাণিজ্যিকভাবে কাজে লাগাবে ওনজিসি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে ১ টাকায় ১৫ একর জমি দিয়েছে রাজ্য। BGBS-এর সমাপ্তিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বাংলা ভাগাভাগির রাজনীতি করে না। শিল্পের জন্য নিরাপদ জায়গা। বিভিন্ন ক্ষেত্রে নতুন মউ স্বাক্ষর। বাংলায় প্রচুর প্রকল্ল হবে। দারুণভাবে সফল অষ্টম BGBS। বললেন মুখ্যমন্ত্রী।
BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বীরভূমে দেউচা-পাচামিতে খনন কাজ শুরু। কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশন।
কংগ্রেসের মডেল ফ্যামিলি ফার্স্ট, আমাদের নেশন ফার্স্ট। ২০১৪-র পর থেকে বিকাশের মডেল দেখছে দেশ। রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর।
সঞ্জয়ের ফাঁসি চায় রাজ্য ও সিবিআই। কার মামলা গ্রহণ করবে হাইকোর্ট? আজ রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক।
এবার হাইকোর্টের নজরদারিতে চলবে আর জি করে দুর্নীতি মামলার বিচার। নির্দেশ বিচারপতির। ন্যায়বিচার দ্রুত করতে গেলে, ন্যায়বিচার নাও হতে পারে। মন্তব্য হাইকোর্টের।
২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ। ময়দানে তুলকালাম। যোগ্য-অযোগ্যদের পৃথক তালিকার দাবি। কালীঘাট অভিযানের আগেই আটকাল পুলিশ।
কল্যাণী এইমসে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা খারিজ। মামলাকারীর ভূমিকায় সন্দেহ হাইকোর্টের। মামলাকারীর ঘাড়ে বনদুক রেখে কেউ পিছন থেকে চালাচ্ছে, মন্তব্য প্রধান বিচারপতির।
ট্যাটুর সূত্রে কাটা মুণ্ড রহস্যের কিনারা। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের সম্পর্ক থাকার কথা জানতে পেরে নৃশংস খুন, দাবি পুলিশের।
নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে গ্রেফতার আরও ১। রিষড়ায় আত্মীয়ের বাড়ি থেকে পাকড়াও। এখনও অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ।
আবার মালদা। একের পর এক খুন, হামলার পর এবার বোমা বিস্ফোরণ। রতুয়ায় বোমা ফেটে জখম দুই নাবালক। মালদা মেডিক্যালে ভর্তি।
ছুটি ও বেতন নিয়ে বিবাদের জের। ছুরি নিয়ে সহকর্মীদের কোপ নিউটাউনের কারিগরি ভবনের কর্মীর। গ্রেফতার অভিযুক্ত।
গড়বেতায় অগ্নিকাণ্ড। রান্নার গ্যাসের দোকানে হঠাৎ আগুন। সিলিন্ডার বিস্ফোরণ।
ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার আরও ১। এবার জালে নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্না। ছেলের বাড়ি থেকে পাকড়াও।
সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা। গার্ডেনরিচে পুলিশ ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। ধৃত ৩। কৃষ্ণনগরে দুই ক্লাবের সংঘর্ষে তুলকালাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -