West Bengal News Live Updates: ফের রাস্তায় শিক্ষকরা, হাজরা মোড়ে বিক্ষোভ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 Dec 2023 03:11 PM
West Bengal News Live: ফের রাস্তায় শিক্ষকরা, হাজরা মোড়ে বিক্ষোভ

ফের রাস্তায় শিক্ষকরা, হাজরা মোড়ে বিক্ষোভ। ৫ বছর বেতন না পাওয়ার অভিযোগে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট শিক্ষকদের বিক্ষোভ। হাজরায় জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিলে উদ্যোগী শিক্ষকরা। তার আগেই আন্দোলনারীদের রাস্তা আটকাল পুলিশ।

WB News Live: এবার বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

এবার বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। '১৯৯৮-তে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যর নিয়োগ বেআইনি ছিল', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় হলফনামা দিয়ে জানাল ইউজিসি। যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষদের বেআইনি নিয়োগ-সহ বিভিন্ন অভিযোগে দায়ের মামলায় হলফনামার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

West Bengal News Live: বানারহাটের সভায় কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

বানারহাটের সভায় কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই প্রাপ্য টাকা আদায়ে আমি দিল্লি যাচ্ছি। ১৮, ১৯, ২০ তারিখের মধ্যে  প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি। আবাস যোজনার টাকা, গ্রামীণ রাস্তা তৈরির কাজের টাকা দিচ্ছে না বিজেপি সরকার। জিএসটি-র নাম করে সব ট্যাক্স নিয়ে যাচ্ছে, রাজ্যের টাকা দিচ্ছে না।

WB News Live: সাংসদ পদ খারিজের নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র

সুপ্রিম কোর্টের দ্বারস্থ বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদ পদ খারিজের নির্দেশ নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ মহুয়া মৈত্র। এথিক্স কমিটির সুপারিশ ও লোকসভায় প্রস্তাব পাশ করে তাঁর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সঠিক নয়, আবেদনে উল্লেখ মহুয়ার।

West Bengal News Live: 'কালীঘাটের কাকু'-কে দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক

'কালীঘাটের কাকু'-কে দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে এলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হাসপাতালে ইডি আধিকারিক। এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে রাখা হয়েছিল আইসিসিইউ-এর দরজায়।

WB News Live: সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক, X হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক, X হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর।

West Bengal News Live: জলপাইগুড়ির বানারহাটে মুখ্যমন্ত্রী, একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্য়মন্ত্রী

জলপাইগুড়ির বানারহাটে মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পের শিলান্যাস ও পাট্টা বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত উত্তরবঙ্গের চা-বলয়ের শ্রমিক, আদিবাসী ও নেপালিদের মধ্যে পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। এরপরই শিলিগুড়ি রওনা দেবেন। সেখানে আগামীকাল মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচি রয়েছে। 

WB News Live: মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর

মন্ত্রীর পায়ে ধরে কাতর আর্জির পরেও শেষরক্ষা হল না।  মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর।  চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিল ও শাস্তির দাবি জানিয়েছে মৃত সুপ্রিয়া রায়ের পরিবার। চিকিৎসার গাফিলতির অভিযোগ আগে অস্বীকার করলেও, এ নিয়ে তোলপাড় শুরু হওয়ায় তদন্তে অভিযোগ প্রমাণ হলে, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত। 

West Bengal News Live: বসিরহাটের পর আমডাঙা, ফের চলল গুলি

বসিরহাটের পর আমডাঙা। ফের চলল গুলি। এবার জমি ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, তার আগেই বাড়ির ভিতর ঢুকে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। আমডাঙার সিকিরা গ্রামের জমি ব্যবসায়ী শেখ ফরিদ হাসানের দাবি, তিনি তৃণমূল করতেন। এখন জমি কেনাবেচার সঙ্গে যুক্ত। ব্যবসায়ীর অভিযোগ, গতকাল রাত পৌনে ১২টা বাড়ি ফেরার পর, তিনি গুলির আওয়াজ পান। তাঁর দাবি, সকালে দেখা যায়, গাড়ির পিছনে গুলির দাগ। গুলির একটি খোলও উদ্ধার হয়েছে বলে ব্যবসায়ীর দাবি। যদিও পুলিশ জানিয়েছে, গুলি চলার দাবি খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা লাগু ছিল অস্থায়ী ব্যবস্থা, রায় সুপ্রিম কোর্টের। গত ৫ সেপ্টেম্বর এ নিয়ে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। 

West Bengal News Live: 'শিশুমৃত্য়ুর নেপথ্য়ে অন্য়তম কারণ, মায়ের অপুষ্টি এবং শিশুর স্বল্প ওজন', জানালেন মেডিক্য়াল কলেজের প্রিন্সিপাল

'মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে শিশুমৃত্য়ুর নেপথ্য়ে অন্য়তম কারণ, মায়ের অপুষ্টি এবং শিশুর স্বল্প ওজন', এমনই দাবি করলেন, মেডিক্য়াল কলেজের প্রিন্সিপাল। তাঁর দাবি, অনেক প্রসূতিরই বয়স ১৮ বছরের নীচে। তাঁদের অপুষ্টির কারণেই অন্তঃসত্ত্বা অবস্থায়, ৫-৬ মাসে সদ্য়োজাতর জন্ম হয়েছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। শিশুমৃত্য়ুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বা চিকিৎসকের অভাবের অভিযোগ মানতে চাননি প্রিন্সিপাল। গত শনিবার হাসপাতালে যান স্বাস্থ্য় দফতরের আধিকারিকরা, কথা বলেন মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে।

WB News Live: এবার পাথরপ্রতিমায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ!

কুলতলির পাশাপাশি এবার পাথরপ্রতিমায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ! বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়াল। নদীর চরের নরম মাটিতে দেখ যাচ্ছে বাঘের পায়ের ছাপ। পুলিশ ও বন দফতরের পক্ষ থেকে এলাকায় টহলদারি চলছে। এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ। তবে বন দফতরের অনুমান, বাঘটি ফের জঙ্গলে ফিরে গিয়েছে।

West Bengal News Live: ফাঁদে পা দেয়নি বাঘ, এখনও আতঙ্ক মৈপীঠে

বাঘ ধরতে পাতা হয়েছিল খাঁচা। কিন্তু সেই ফাঁদে পা দেননি দক্ষিণরায়। খাঁচার আশপাশে অবশ্য মিলেছে তাঁর পায়ের ছাপ। এই নিয়ে কুলতলির মৈপীঠে ছড়িয়েছে আতঙ্ক। রাতের ঘুম উড়েছে গৌড়ের চক গ্রামের বাসিন্দাদের। দিনরাত এক করে তার খোঁজ চালাচ্ছেন বন দফতরের কর্মীরা।

WB News Live: কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ১৫ ডিগ্রিতে

কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ১৫ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব কাটিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনী। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে এমন তাপমাত্রা বজায় থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

West Bengal News Live: আজ খুলবে চাকরি 'জট'? ১০০২ তম দিনে শেষ হবে আন্দোলন?

আজ খুলবে চাকরি 'জট'? ১০০২ তম দিনে শেষ হবে আন্দোলন? আজ  চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। নিয়োগ দিতে সরকার প্রস্তুত বলে মন্তব্যও করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। যদিও এক বছরের প্যানেলের আয়ু ফুরোলে কারও ক্ষমতা নেই মেয়াদ বাড়ানোর, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর জলঘোলা শুরু হয়েছে। রাজনৈতিক মহল থেকেই এই নিয়ে উঠে আসছে বক্তব্যের পাল্টা বক্তব্য। 

WB News Live: ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলাজুড়ে ৬ দিনে পড়ল আয়কর তল্লাশি

ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলাজুড়ে ৬ দিনে পড়ল আয়কর তল্লাশি। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের অফিস ও গুদাম থেকে উদ্ধার পাহাড় প্রমাণ নোট গোনার পালা চলছে। ইতিমধ্যেই টাকার অঙ্ক ৩৫১ কোটি ছাড়িয়েছে। এক দফায় আয়কর হানায় এটাই এখনও পর্যন্ত সবথেকে বেশি টাকা উদ্ধার। কালো টাকার খোঁজে কলকাতাতেও চলছে তল্লাশি। টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে একযোগে তোপ দেগেছে বিজেপি। যদিও কংগ্রেসের বক্তব্য, এর সঙ্গে দলের কোনও যোগ নেই।

West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার 'গাফিলতিতে' মৃত্যু কিশোরীর

মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার 'গাফিলতিতে' মৃত্যু কিশোরীর। অ্যাপেনডিক্স অপারেশনের জন্য শুক্রবার সন্ধেয় ১৩ বছরের কিশোরীকে হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় টেস্ট করানো হয়নি বলে অভিযোগ পরিবারের। শুক্রবারের পর শনিবার ফের অস্ত্রোপচার করা হয়, দাবি কিশোরীর পরিবারের। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কিশোরীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মেয়েকে বাঁচাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার পা ধরেছিলেন কিশোরীর বাবা। শেষ রক্ষা হল না, রাত ৯.৪৫-এ মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু কিশোরীর। রুটিন চেকআপ করেই ভর্তি করা হয়েছিল, দাবি মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপারের।

WB News Live: পুলিশকে হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিছুটি ঘষে দেওয়ার হুমকি

হরিশ্চন্দ্রপুর থানার কিছু অফিসার সিপিএম, বিজেপি ও কংগ্রেসের দালালি করেছেন। প্রকাশ্য সভা থেকে অভিযোগ করল তৃণমূল। দিলেন, গায়ে বিছুটি পাতা ঘষে দেওয়ার হুঁশিয়ারি। বিতর্কে হরিশ্চন্দ্রপুরের দুই তৃণমূল নেতা। শাসকের সুরে না মেলালেই কোপে পড়তে হবে, প্রতিক্রিয়া বিজেপির। কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন প্রাক্তন পুলিশ কর্তা।

West Bengal News Live: মেয়াদ শেষেও হাওড়ায় হয়নি পুরভোট, কেক কেটে প্রতিবাদ বিজেপির

৫ বছর আগে ১০ ডিসেম্বরই হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছিল।  এরপর থেকে পাঁচ পাঁচটা বছর কাটলেও, আর ভোট হয়নি। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে গেছে প্রশাসকমণ্ডলীর হাতে। রবিবার পুরসভার সামনে কেক কেটে অভিনব প্রতিবাদ দেখাল বিজেপি। 

WB News Live: বকেয়া ডিএ পেতে এবার নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ

বকেয়া ডিএ পেতে এবার নবান্নর সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন আন্দোলনকারীরা। জানুয়ারিতে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আহ্বান জানানো হয়েছে চাকরিপ্রার্থীদেরও। 

প্রেক্ষাপট

 


৬ দিন পার, ঝাড়খণ্ড-ওড়িশায় ম্যারাথন আয়কর হানা (Income Tax Raid)। কংগ্রেস সাংসদের অফিস-গুদামে ৩৩০ কোটির বেশি টাকার হদিশ। ৪০টির বেশি মেশিনের সাহায্য়ে চলছে টাকা গোনা।


কংগ্রেস (Congress) সাংসদের অফিস-গুদামে টাকার পাহাড়। ইন্ডিয়া (I.N.D.I.A) জোটকে আক্রমণ অমিত শাহর (Amit Shah)। 'কংগ্রেসের না হয় কারণ আছে চুপ থাকার, তৃণমূল-আরজেডি-জেডিইউ কেন চুপ?', তোপ শাহের।


পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া, পোস্ট জয়রাম রমেশের। 


চাকরির দাবিতে ধর্মতলায় ধর্নায় এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। 'আইনসিদ্ধভাবে নিয়োগ, আর কেউ যেন বিঘ্ন ঘটাতে না পারে', মত কুণাল ঘোষের (Kunal Ghosh)।


প্যানেলের মেয়াদ উত্তীর্ণের পর কিছু করার নেই। আজ শিক্ষামন্ত্রীর (Education Minister) সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠকের আগে খোঁচা কল্যাণের (Kalyan Banerjee)। লোকসভা (Parliament Election) ভোটে টিকিট পেতে উল্টোপাল্টা মন্তব্য, খোঁচা কৌস্তভের।


ডিএ-র (DA Agitation) দাবিতে জানুয়ারিতে সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিলে যোগ দিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আহ্বান। 


ডিএর দাবিতে ডিসেম্বরে চারদিন ধরে নবান্নের (Nabanna) সামনে অবস্থান-বিক্ষোভের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। অশুভশক্তি একজোট হয়েছে, সিপিএম (CPIM)-বিজেপির যৌথ ষড়যন্ত্র, পাল্টা জয়প্রকাশ।


দিল্লি (Delhi) যাত্রার আগে মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে ফের সরব মমতা (Mamata Banerjee)। তাঁর হুঁশিয়ারি, 'হয় টাকা দাও, না হয় গদি ছাড়ো'।


বকেয়ার দাবিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 'প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি, হয়তো পাব', বললেন মমতা।


লোকসভা ভোটের আগে চা শ্রমিকদের (Tea Garden Worker) মাসে দেড় হাজার টাকা মাসিক ভাতা। বাড়ি তৈরিতে জমির পাট্টা সহ ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।


ব্রিগেডে গীতাপাঠের (Gita Recitation) আগে মাহেশে ২ হাজার কণ্ঠে গীতাপাঠ। অনুষ্ঠানে তৃণমূলের মন্ত্রী-সাংসদদের সক্রিয় অংশগ্রহণ। তুঙ্গে আমন্ত্রণ বিতর্কও। পাপ করেছেন, শুদ্ধ হোন, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.