West Bengal News Live Updates: 'উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী', শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 12 Dec 2023 02:52 PM
WB News LIVE Updates: উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের একটি মার্বেলের গুদামে আজ সকালে আগুন

উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের একটি মার্বেলের গুদামে আজ সকালে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ওই গুদাম, অভিযোগ স্থানীয় কাউন্সিলরের। আগুনের পাশাপাশি প্রশ্ন উঠেছে ওই গুদাম কীভাবে তৈরি হল, তা নিয়ে।

West Bengal News LIVE Updates: 'মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন?' কারণ জানালেন শুভেন্দু

'উত্তরবঙ্গ অবহেলার শিকার, উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন? বেড়াতে আসেন, আর ভোটের আগে মিথ্যা কথা বলতে আসেন', শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB News LIVE Updates:মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী, মন্তব্য শুভেন্দুর

উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এখানকার মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী, মন্তব্য শুভেন্দুর।

West Bengal News LIVE Updates:হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্য়া

হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্য়া। অন্য়ত্র সরতে আপত্তি জানিয়েছেন ব্য়বসায়ীদের একাংশ। পাশাপাশি, ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। এনিয়ে KMRCL ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। 

Mamata Banerjee: 'এ বছর ১২ লক্ষ ২৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে', উত্তরবঙ্গে জানালেন মমতা

'৮ হাজার ৭৭৬টি স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদের সাইকেল দেওয়ার কাজ শুরু হল, এ বছর ১২ লক্ষ ২৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে', শিলিগুড়ি থেকে জানিয়ে দিলেন মমতা

West Bengal News LIVE Updates: মুরারিপুকুরে একটি গোডাউনে বিধ্বংসী আগুন

মুরারিপুকুরে একটি গোডাউনে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৫টি ইঞ্জিনের। আগুন নেভাতে পৌঁছচ্ছে দমকলের আরও ইঞ্জিন 

WB News LIVE Updates: তৃণমূল নেতাকে গাছে পিঠ মোড়া দিয়ে বাঁধার হুমকি দিলেন বিজেপি নেতা

বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গাছে পিঠ মোড়া দিয়ে বাঁধার হুমকি দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া সীমা পাণ্ডে শর্মার স্বামী অভিজিৎ শর্মার বিরুদ্ধে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, রবিবার রাতে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে প্রণব ঘোষ এবং তন্ময় বিশ্বাস নামে ২ বিজেপি কর্মীর উপর অতর্কিতে হামলা করেন অভিজিৎ শর্মা। ঘটনার প্রতিবাদে সোমবার কলমবাগান বাজার এলাকায় বনগাঁ-বাগদা রাজ্য় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোখ কর্মসূচি থেকে বনগাঁ থানা ঘেরাওয়েরও ডাক দিয়েছেন দেবদাস মণ্ডল। যদিও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।  

West Bengal News LIVE Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ প্রথম চার্জশিট জমা পড়ল ইডি-র

রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ প্রথম চার্জশিট জমা পড়ল ইডি-র। ইডির বিশেষ আদালতে রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমানের নামে চার্জশিট জমা ইডি-র।

WB News LIVE Updates: ভুয়ো টিকিটে কলকাতা থেকে আইজল যাওয়ার সময় গ্রেফতার এক যাত্রী

ভুয়ো টিকিটে কলকাতা থেকে আইজল যাওয়ার সময় গ্রেপ্তার এক যাত্রী। গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে আইজল যাচ্ছিল  এইচ লালমালসাওমা নামে শিলং এর এক যাত্রী যখনই ইন্ডিগো কাউন্টারে টিকিট নিয়ে যান তখনই ইন্ডিগো কর্তৃপক্ষের গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় পরবর্তীতে তারা খতিয়ে দেখে ভুয়ো টিকিট নিয়ে তিনি বিমান ধরার জন্য এসেছেন।

West Bengal News LIVE Updates: নৌকায় নালা-পরিদর্শন

নৌকায় চড়ে টালি নালা পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম। টালি নালার ড্রেজিং কেমন হয়েছে, কেমন চলছে ফেন্সিংয়ের কাজ, তা ঘুরে দেখলেন কলকাতার মেয়র। পাশাপাশি, নালার দুধারে দখলদারি নিয়েও সরব হয়েছেন তিনি। 

WB News LIVE Updates: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল। 'তাঁকে বেশিদিন আইসিসিইউতে রাখার পরিকল্পনা নেই। পরিস্থিতি বুঝে কালীঘাটের কাকুকে স্থানান্তরিত করা হবে', জানালেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান দীপঙ্কর মুখোপাধ্য়ায়। পরিস্থিতির দিকে নজর রাখছে ইডি

West Bengal News LIVE Updates: ভাঙড়ে ফের উদ্ধার বোমা

ভাঙড়ে ফের উদ্ধার বোমা। কাশীপুর থানার সোনপুর বাজার সংলগ্ন এলাকা থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোনপুর বাজার সংলগ্ন এলাকায় একটি পরিত্য়ক্ত জায়গায় বস্তায় রাখা বোমাগুলো উদ্ধার করে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে বা কারা কোন উদ্দেশ্য়ে বোমাগুলো রেখেছিল? খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। বোমা উদ্ধারের পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

WB News LIVE Updates: শীতের দাপুটে ব্য়াটিং, কলকাতা ও জেলায় জেলায় অনেকটাই নেমেছে তাপমাত্রা

শীতের দাপুটে ব্য়াটিং। কলকাতা ও জেলায় জেলায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। পারদের পতনে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।  জলপাইগুড়ির তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি। কোচবিহারের তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে। বাঁকুড়া ও বিষণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে আজকের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিঘার তাপমাত্রা ১২.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ১০.৬ ডিগ্রি, বোলপুরে ১১.৬ ডিগ্রি, আসানসোলে ১২.৭ ডিগ্রি, হাওড়ায় ১৩ ডিগ্রি ও কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে আজও ১৫ ডিগ্রির ঘরে। কলকাতার তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে. আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে। আগামী ২দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। খুব হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্য়ে উত্তরবঙ্গের দার্জিলিং ও উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

West Bengal News LIVE Updates: আজ একই দিনে শিলিগুড়িতে কর্মসূচি মমতা- শুভেন্দুর

রাজ্য় রাজনীতিতে হাইভোল্টেজ মঙ্গলবার। আজ একই দিনে শিলিগুড়িতে কর্মসূচি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর। দুপুর ১২টায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই সভা থেকে জমির পাট্টা, বিভিন্ন সরকারি ভাতার সার্টিফিকেট বিলি করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। অন্য়দিকে, দুপুর সাড়ে ১২টায় শিলিগুড়ির কাশ্মীর কলোণীর কা়ঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউস হলে দলের উত্তরের উত্তরণের খোঁজে শীর্ষক আলোচনা সভায় যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

WB News LIVE Updates: জমি-জটে নাইসেড!

একদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। অথচ এ রাজ্যেই দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সংক্রামক রোগ নির্ণয়ের কেন্দ্রীয় প্রকল্প। জমি-জটে আটকে রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরির কাজ, অভিযোগ তুলেছেন খোদ নাইসেডের অধিকর্তা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন তিনি। আর এই নিয়ে তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। 

West Bengal News LIVE Updates: 'এক ব্যক্তি, এক পদ'-তরজা

দিদি যদি এক ব্য়ক্তিকে দুটো পদ দেয়, তাহলে কারও কিছু বলার থাকতে পারে না। 'এক ব্য়ক্তি এক পদ', নিয়ে, ফিরহাদ হাকিমের পর এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের তত্ত্ব খারিজ করলেন, দলেরই বর্ষীয়ান সাংসদ ও আইনজীবী, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।

WB News LIVE Updates: 'অধ্যক্ষ' মানিকের নিয়োগও বেআইনি?

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল বেআইনি! এমন দাবি করে, কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল ইউজিসি। ১৯৯৮ সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন মানিক ভট্টাচার্য। তাই এই ইস্য়ুকে কেন্দ্র করে তরজায় জড়িয়ে পড়েছে তৃণমূল ও সিপিএম। তরজার আবহে দু-পক্ষকেই এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে বিজেপি।

West Bengal News LIVE Updates: বিজেপির কৃষক-বিক্ষোভ

কৃষকদের ধান বিক্রিতে ন্যায্যমূল্য না দেওয়ার অভিযোগে সোমবার উত্তর কলকাতা জেলা কিষাণ মোর্চার তরফে খান্না মোড়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করা হল। বিজেপিকে নিশানা করেছেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। 

প্রেক্ষাপট

কলকাতা: ফিরহাদের (Firhad Hakim) পর এবার এক ব্য়ক্তি এক পদ নিয়ে অভিষেকের (Abhishek Banerjee) তত্ত্ব খারিজ কল্যাণের (Kalyan Banerjee)। শ্রীরামপুরের (Shrirumpur) সাংসদের কথায়, সব থিওরি অনুযায়ী চলে না ,বাস্তব দিকটা দেখতে হবে। দিদির সিদ্ধান্তই শেষকথা'। অভিষেক তত্ত্ব 'খারিজ' কল্যাণের।  


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


১০ দিন ধরে ঘুরেও দলীয় কর্মীর জন্য SSKM-এ একটা ICU বেড জোটাতে পারলেন না নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর দাবি, সোমবার বেলা ১২টা নাগাদ, SSKM-এর অধিকর্তা এবং সুপারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু, ৪ ঘণ্টা পরও তাঁর সঙ্গে কেউ দেখা করেননি। এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি SSKM কর্তৃপক্ষের।                                              


বাংলাকে কেন টাকা দেওয়া হচ্ছে না? প্রধানমন্ত্রী সময় দিলে, জানতে চাইব তাঁর কাছে! দিল্লি যাওয়ার আগে জলপাইগুড়ির সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী স্টান্টবাজি করছেন! কেন্দ্রের দেওয়া টাকার হিসাব দিন! পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।                                                           


যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল বেআইনি! এমন দাবি করে, কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল ইউজিসি। ১৯৯৮ সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন মানিক ভট্টাচার্য। তাই এই ইস্যুকে কেন্দ্র করে তরজায় জড়িয়ে পড়েছে তৃণমূল ও সিপিএম। তরজার আবহে দু-পক্ষকেই এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে বিজেপি।                                 


কৃষকদের ধান বিক্রিতে ন্যায্যমূল্য না দেওয়ার অভিযোগে সোমবার উত্তর কলকাতা জেলা কিষাণ মোর্চার তরফে খান্না মোড়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করা হল। বিজেপিকে নিশানা করেছেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.