West Bengal News Live Updates: আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
একজন দুর্নীতির চেষ্টা করেছে বলে কি আপনারাও দুর্নীতির ছাড়পত্র পেয়ে যাবেন? এসএসসি-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। মূল মামলাকারীরা দুর্নীতি করে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন, পাননি বলে মামলা করেছেন, সওয়াল করেছিল এসএসসি। সেই সওয়ালের প্রেক্ষিতেই এই মন্তব্য বিচারপতি বসাকের । কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন এবং কী ভিত্তিতে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে এসএসসি? প্রশ্ন হাইকোর্টের। এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। এসএসসি কোন মিটিংয়ের মাধ্যমে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল তার বিস্তারিত তথ্য তলব বিচারপতির। 'যদি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়, তবে অনেক যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন', তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে, জনগণের টাকা কেন এভাবে নষ্ট হবে ? প্রশ্ন বিচারপতির
শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতির অভিযোগ কুণাল ঘোষের। অভিযোগের তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কুণালের। 'অমিত শাহের তরফে চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে, সিবিআইয়ের কাছেও পৌঁছেছে চিঠি, জেনেছি সূত্র মারফত', দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত, দাবি কুণাল ঘোষের। সারদা মামলায় বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হোক, করে অবিলম্বে তদন্ত দরকার, দাবি কুণালের। ১৯৬৮-তে কেনা সম্পত্তি, যবে থেকে আমি আয়কর দিই, তখন কুণাল ঘোষ জন্মাননি, মন্তব্য শিশিরের।
রাজ্যের বকেয়া নিয়ে সংসদে ফের সরব সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'যে গ্রামের বিরুদ্ধে অভিযোগ, সেখানে টাকা দেওয়া বন্ধ করা যেতে পারে। তা বলে পুরো রাজ্যকে কেন বঞ্চিত করা হচ্ছে। আমরা দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম', উনি চলে যান, ওঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি, সংসদে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। দেখা করব বলে সময় দিয়েছিলাম, ওঁরা আমার সঙ্গে দেখা করেননি, পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন
দিন ঠিক করার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে কথা বলে নেওয়া উচিত ছিল, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ধাক্কার মধ্যেই ফের থানায় তৃণমূল। চোর লেখা টি শার্ট নিয়ে শুভেন্দুদের বিরুদ্ধে নালিশ। যা হচ্ছে, তাই দেখিয়েছি, পাল্টা বিজেপি।
আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী. ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের
যাঁরা আপনাদের হাতে তৈলমর্দন করবে তাদের পছন্দমত স্কুলে পোস্টিং দেবেন ? জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতির।'মামলাকারী অনেক কিছুই চাইতে পারেন, বলতে পারেন যে তাঁকে বান্ধবীর বাড়ির কাছে পোস্টিং দেওয়া হোক', কিন্তু পোস্টিংয়ের নির্দিষ্ট বিধি কোথায়? প্রশ্ন বিচারপতির। হাওড়ায়, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনায় কাউন্সেলিং হলে পূর্ব মেদিনীপুরে কেন নয় ? প্রশ্ন বিচারপতির। বারবার জিজ্ঞাসা করা হলেও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা রাজ্য কেউই নির্দিষ্ট বিধি দেখাতে পারেনি, মন্তব্য বিচারপতির। মামলাকারীর দাবি, প্রধান শিক্ষকের প্যানেল তৈরি হওয়ার পরে কোনও কাউন্সেলিং হয়নি । তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের বাড়ির কাছে পোস্টিং দেওয়া হয়েছে বলেও দাবি মামলাকারীর। কিছু রাজনৈতিক ব্যক্তি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলেও মামলায় অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের দুটি সার্কেলের সাতজন শিক্ষক আদালতের দ্বারস্থ হন।যদি এখনও কোন শূন্যপদ থাকে তাহলে সেখানে নিয়োগ করা যাবে না, নির্দেশ আদালতের। রাজ্য এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হলফনামা তলব । ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি
গরু পাচার মামলায় অনুব্রতর জামিনের শুনানি ফের স্থগিত। আগামী ২২ জানুয়ারি অনুব্রতর জামিনের মামলার আবেদনের শুনানি। 'এই মামলার সিবিআই যাকে মাস্টারমাইন্ড বলেছে, সেই এনামুল হক আগেই জামিন পেয়েছে।আরেক অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারও জামিন পেয়েছে'। তবু গত ১৭ মাস ধরে গ্রেফতার অনুব্রত মণ্ডল, আদালতে সওয়াল কেষ্টর আইনজীবী মুকুল রোহতগির। দলে নিজের অবস্থানের জন্য জেলায় রাজার মতো ছিলেন অনুব্রত, পাল্টা সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। পুলিশ আধিকারিকদের বদলি, পদপ্রাপ্তি হত তাঁরই নির্দেশে, সওয়াল সিবিআইয়ের আইনজীবীর
রাঙাপানি এলাকায় লোকালয়ে ঢুকে পড়ল একটি হাতি। বনদপ্তরে কর্মীরা পৌঁছে সেই হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেয় তবে হাতিটিকে দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা ঘটনায় চাঞ্চল ছড়ায় এলাকায়।
আপাতত শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। আর কিছুক্ষণের মধ্যে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই ঘূর্ণিঝড় থেকে বাংলার ভাগ্যে মেঘলা আকাশ আর শুধুই বৃষ্টি। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে। দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১ জেলায়।
হাইকোর্টের নির্দেশে নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। আজ ৩০ জনেরও বেশি উপভোক্তাকে নোটিস পাঠিয়ে বিডিও অফিসে ডাকা হয়েছে। অভিযোগ, তাঁরা আবাস যোজনায় দু’ দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বাড়ি তৈরি করেননি। ওই এলাকায় একাধিক সরকারি কর্মচারী, ব্যবসায়ী ও পাকাবাড়ির মালিক প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেয়েছেন বলে অভিযোগ।
বঞ্চনা ও দুর্নীতি ইস্য়ুতে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা অধিবেশন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের বঞ্চনার অভিযোগের জবাব দিতে গিয়ে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বললেন, এরা গরিবের পয়সা লুঠ করেছে। ওদের আধ-ডজন মন্ত্রী জেলে রয়েছে। ওরা ভয় পাচ্ছে, নেতৃত্ব না জেলে চলে যায়! উনি তো শিক্ষামন্ত্রী! আবাস, মনরেগা ইস্য়ুতে মন্তব্য় করছেন কেন? প্রশ্ন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের।
বাংলায় ডেঙ্গির ভয়ঙ্কর দাপট! বছর শেষের আগেই মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষের গণ্ডি। সংক্রমণের নিরিখে সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। দ্বিতীয় স্থানে কলকাতা। আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় মুর্শিদাবাদ। সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
রাতভর বোমবাজিতে তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাতভর তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। পুলিশের সামনেই চলে বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে পৌঁছন সামসেরগঞ্জ থানার ওসি। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের অনুগামীরা গন্ডগোলে জড়িত। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মিগজাউমের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১টি জেলায়। আজ বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। থমকে শীতের আমেজ। তবে শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর, এবার অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। তদন্তের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ১৫দিনের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তে ৪ সদস্যের কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও, এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র।
বাংলার রাজ্য জাতীয় সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই গানকে জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও, এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে সুর চড়িয়েছে বিজেপি।
আজ থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির বলি তারকা সলমন খান। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে নামতেই মিলল উষ্ণ অভ্য়র্থনা। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজারে ভাইজানকে দেখতে এই সাতসকালেও দেখতে ভিড় জমালেন অনুরাগীরা। তাঁদের দিকে হাত নাড়লেন, নমস্কার করলেন সলমন। ভাইজানের জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শিলিগুড়িতে মা ও মেয়ের রহস্যমৃত্য়ু। সুইসাইড নোটে নাম রয়েছে প্রসেনজিৎ রায় নাম একজনের। মৃতার স্বামীর দাবি, এই প্রসেনজিৎ রায় হলেন দার্জিলিংয়ের তৃণমূলের সাধারণ সম্পাদক। পাল্টা, ফাঁসানোর অভিযোগ করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় সিন্ডিকেট দৌরাত্মের অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক! প্রশাসনকে সতর্ক করে বিধায়ক হরেরাম সিংয়ের হুঁশিয়ারি, বিজেপি হোক বা তৃণমূল, কাউকেই জামুড়িয়ায় সিন্ডিকেট চালাতে দেওয়া যাবে না! তৃণমূলের অন্য নেতারা সিন্ডিকেটের সুবিধা পাচ্ছেন বলেই কি সরব হলেন বিধায়ক? পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
প্রেক্ষাপট
কলকাতা: এবছর শান্তিনিকেতনে (Shaniniketan) পৌষ মেলা (Poush Mela) হচ্ছে না। জানিয়ে দিল বিশ্বভারতী (Visva Bharati) কতৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট (Shantiniketan Trrust)। আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মেলা নিয়ে বৈঠক হয়। প্রায় ৩ঘন্টা বৈঠকের পর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মেলা না হওয়ার কারণ হিসাবে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম, মেলা আয়োজন করতে যে সময় লাগে, তা নেই। অনলাইনে স্টল বুকিং করার জন্য IIT খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছিল। তার কোনও উত্তর পাওয়া যায়নি। তাছাড়া, গ্রিন ট্রাইবুনালের তরফেও মেলা নিয়ে কোনও নির্দেশ আসেনি। এই প্রেক্ষাপটে, শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছে ছোট মেলা করা আর্থিকভাবে লাভজনক নয়। কম সময় থাকার জন্য ইলেকট্রিক, পানীয় জল, নিরাপত্তা-সহ বিভিন্ন আয়োজন করা বিশ্বভারতী কতৃপক্ষের পক্ষে করা সম্ভব নয়।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) পর, এবার অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। তদন্তের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ১৫দিনের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তে ৪ সদস্যের কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও, এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র।
বাংলার রাজ্য জাতীয় সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই গানকে জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও, এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে সুর চড়িয়েছে বিজেপি।
শিলিগুড়িতে মা ও মেয়ের রহস্যমৃত্য়ু। সুইসাইড নোটে নাম রয়েছে প্রসেনজিৎ রায় নাম একজনের। মৃতার স্বামীর দাবি, এই প্রসেনজিৎ রায় হলেন দার্জিলিংয়ের তৃণমূলের সাধারণ সম্পাদক। পাল্টা, ফাঁসানোর অভিযোগ করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় সিন্ডিকেট দৌরাত্মের অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক! প্রশাসনকে সতর্ক করে বিধায়ক হরেরাম সিংয়ের হুঁশিয়ারি, বিজেপি হোক বা তৃণমূল, কাউকেই জামুড়িয়ায় সিন্ডিকেট চালাতে দেওয়া যাবে না! তৃণমূলের অন্য নেতারা সিন্ডিকেটের সুবিধা পাচ্ছেন বলেই কি সরব হলেন বিধায়ক? পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -