WB News LIVE Blog:কাল জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট
বাইক নিয়ে পুজো মণ্ডপে ঢোকা নিয়ে বিবাদ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুজো উদ্যোক্তাকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। একজনকে গ্রেফতার করেছে পুলিশ
গতকাল মাল নদীতে বিপর্যয়ের সময় উপস্থিত ছিলেন সিভিল ডিভেন্সের মাত্র ৮ জন সদস্য। জানালেন তাঁদেরই একজন। যদিও পুলিশ সুপারের দাবি, পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে কালকের কার্নিভাল বাতিল করল জলপাইগুড়ি জেলা প্রশাসন।
বিজয়া দশমী পেরিয়ে একাদশী। কিন্তু উত্সবপ্রিয় বাঙালি এখনও মণ্ডপমুখী। একাদশীতেও ঠাকুর দেখার ভিড়। ভিড়ের ছবি দেখে বোঝা দায় আজ একাদশী। রাত যত বাড়ছে ততই পারদ চড়ছে ভিড়োমিটারের। ৮ অক্টোবর পুজো কার্নিভালের আগে মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের।
চন্দননগরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ধারাল অস্ত্র দিয়ে কোপ। কোপ মারার অভিযোগ ব্যাঙ্কেরই সহকর্মীর বিরুদ্ধে
কর্মসংস্থান নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। বিজয়া উপলক্ষ্যে, বিজেপির রাজ্য দফতরে বিলি করা হল, চপ-মুড়ি-ঘুগনি। পাল্টা, বিজেপির আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল। আর, তৃণমূল-বিজেপি দু’দলকেই কটাক্ষ করেছে সিপিএম।
আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হন ডোনা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত।
আহতদের দেখতে হাসপাতালে গিয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। দুর্ঘটনাস্থলও ঘুরে দেখেন তিনি।
মালবাজারে হড়পা বানে মৃত ৮, এখনও নিখোঁজ অনেকে। কাল মালবাজারে যাচ্ছে বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চায় বিজেপির প্রতিনিধি দল
গতকাল মাল নদীতে বিপর্যয়ের সময় উপস্থিত ছিলেন সিভিল ডিভেন্সের মাত্র ৮ জন সদস্য। জানালেন তাঁদেরই একজন। যদিও পুলিশ সুপারের দাবি, পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে কালকের কার্নিভাল বাতিল করল জলপাইগুড়ি জেলা প্রশাসন।
কাল জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল। মালবাজারে বিসর্জনে বিপর্যয়, কাল বাতিল জলপাইগুড়ির পুজো কার্নিভাল । জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিলের কথা ঘোষণা জেলা প্রশাসনের। জেলার সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত, জানালেন জেলাশাসক
হড়পা বান কাণ্ডে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর
জলপাইগুড়িতে হড়পা বানে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লিখেছেন, জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুর্ভাগ্যজনকভাবে হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সকালে নদীর বিভিন্ন অংশে তল্লাশি শুরু হয়। তল্লাশি অভিযানে নামল এনডিআরএফ।
৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক পুলিশের। আলিপুর বডিগার্ড লাইনস্-এ পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।
আরামবাগের দিঘির ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ। সংঘর্ষের মৃত্যু এক কিশোরের। পিটিয়ে খুনের অভিযোগে এলাকায় উত্তেজনা। তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে মৃত্যুর ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। মালবাজারের ক্যালটেক্স মোড়ে মৃতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, আগেও মাল নদীতে হড়পা বান হওয়া সত্ত্বেও প্রশাসন কোনও সতর্কতা নেয়নি। উদ্ধারের সময় প্রশাসনের সহায়তা মেলেনি বলেও তাঁদের অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
বিজয়া দশমীর রাতে পৃথক দুটি অশান্তির ঘটনায় প্রাণ গেল দু’জনের। হুগলির আরামবাগে বিসর্জন বিবাদে খুনের অভিযোগ উঠেছে এক নাবালককে! নদিয়ার নাকাশিপাড়ায় সামান্য বিবাদে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে।
বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই দেহটি নজরে পড়ে। পশ্চিম বন্দর থানা দেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে মৃত্যুর ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। মালবাজারের ক্যালটেক্স মোড়ে মৃতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, আগেও মাল নদীতে হড়পা বান হওয়া সত্ত্বেও প্রশাসন কোনও সতর্কতা নেয়নি। উদ্ধারের সময় প্রশাসনের সহায়তা মেলেনি বলেও তাঁদের অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
যে কোনও নদীর ঘাটে বিসর্জনের সময় নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হয়। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, বিসর্জনের ঘাটে নৌকার ব্যবস্থা রাখতে হয়। রাখতে হয় পর্যাপ্ত সংখ্যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়া লাইফ জ্যাকেট রাখতে হয়। মাইকে চালাতে হয় নিরন্তর প্রচার। গাইডলাইনের ব্যানার রাখতে হয় ঘাটে। বারাণসীতে যেমন বিসর্জনের জায়গা তার দিয়ে ঘেরা থাকে, তেমনই ঘিরে রাখতে হয় নদীর ওই অংশ। জলপাইগুড়ির ক্ষেত্রে এই গাইডলাইন মানা হয়নি বলে অভিযোগ।
মানিকচকের পর এবার ভাঙনের কবলে মালদার কলিয়াচক। কালিয়াচকের ৩ নম্বর ব্লকের বাড়লালপুর গ্রামে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে ভাঙন। গ্রামের মন্দিরের একাংশ ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে। ইতিমধ্যে জেলার সেচ দফতরের আধিকারিকরা ভাঙন এলাকা পরিদর্শন করে গেছেন। আতঙ্কে গ্রামের অনেক বাসিন্দাই নিরাপদ দূরত্বে সরে গেছেন।
SSC-র নবম-দশমের চাকরিপ্রার্থীদের অবস্থান ৫৭১ দিনে পড়ল। গান্ধীমূর্তির কাছে চলছে এই অবস্থান। পুজো কেটে গেলেও তাঁদের কোনও সুরাহা হল না। আজও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন কোনও কোনও চাকরিপ্রার্থী। তাঁদের প্রশ্ন, কবে তাঁরা বাড়ি ফিরতে পারবেন? কবে সমস্যার সমাধান হবে।
আজ সকালে আহতদের সঙ্গে দেখা করতে আসেন জন বার্লা, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। আসেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা
দশমীর বিসর্জনের সময় বচসার জেরে এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একটি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটেছে শোভাবাজারের কাছে প্রসন্নকুমার ঘাটে। ওই পুলিশ কনস্টেবলের দাবি, পাথুরিয়াঘাটার এক পুজো কমিটি ঘাটে বিসর্জনের নিয়ম ভেঙে প্রতিমা বিসর্জন দিতে যায়। প্রতিবাদ করলে ওই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জলপাইগুড়িকাণ্ডে ট্যুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইটে লেখেন, জলপাইগুড়িকাণ্ডের পর ১২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনক যে, মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর এই ইসুতে এখনও নিদ্রায়। কতজন নিখোঁজ, তা এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীকে অনুরোধ, তিনি জলপাইগুড়ি জেলা প্রশাসনকে নির্দেশ দিন যাতে, নিখোঁজদের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।
পুজোর শহরে ফের বেপরোয়া বাস। দশমীর রাতে শিয়ালদায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ২ তরুণী সহ ৩ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ সূত্রে খবর, 46 নম্বর রুটের একটি বাস অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে পরপর ৬ জনকে ধাক্কা মারে। মৃত্যু হয় ৩ জনের। আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ বাস চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে। আহতদের পরিবারের অভিযোগ, আহতদের নিয়ে এক সরকারি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়েছে তাঁদের। এনআরএস হাসপাতাল থেকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। আত্মীয়দের অভিযোগ, এসএসকেএম হাসপাতালে তাঁদের বলা হয় চিকিত্সক নেই। যদিও এই অভিযোগ নিয়ে হাসপাতালের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরে অবশ্য আহতদের এসএসকেএমে ভর্তি নেওয়া হয়। সেখান থেকে আত্মীয়রা আহতদের নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে।
বিসর্জনের ঘাটে জমায়েত কয়েক হাজার মানুষের। বিপর্যয় মোকাবিলা কর্মী মাত্র ৮। বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন।
জলপাইগুড়ির মাল নদীতে দুর্ঘটনা নিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর। ‘দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুর্ভাগ্যজনকভাবে হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে’। ‘এই কঠিন সময়ে তাঁদের পরিবারকে সমবেদনা জানাই’। ‘মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জনের চিকিত্সা চলছে’। ‘৭০ জনকে উদ্ধার করা হয়েছে’। ‘নিখোঁজের কোনও খবর নেই, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে’ আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য, ট্যুইট মুখ্যমন্ত্রীর।
বিসর্জনে জল বাড়াতে শুকনো নদীখাতে বোল্ডার ফেলে দেওয়া হয় অস্থায়ী বাঁধ। হড়পা বানের তাণ্ডব কি সেই কারণেই? মাসকয়েক আগেই একই জায়গায় হয়ে যাওয়া হড়পা বান থেকে কি কোনও শিক্ষাই নেয়নি স্থানীয় প্রশাসন? উঠছে প্রশ্ন।
মালবাজারে নদীতে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যুর পর উঠছে বেশ কিছু প্রশ্ন। বিসর্জনের ঘাটে কয়েক হাজার মানুষ, সিভিল ডিফেন্স কর্মী মাত্র ৮ জন কেন? নৌকা ছিল না, পর্যাপ্ত সরঞ্জাম না রেখে সিভিল ডিফেন্স কর্মীদের হাতে শুধু দড়ি কেন? আগেও এলাকায় দেখা দিয়েছে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন? উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও কেন নেওয়া হয়নি পর্যাপ্ত প্রস্তুতি? নদীখাতে বোল্ডার ফেলে বিসর্জনের জন্য অস্থায়ী বাঁধ তৈরির অনুমতি কীভাবে মিলল? নদীখাতে কেন রাখা হয়নি পর্যাপ্ত আলোর ব্যবস্থা?
বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই দেহটি নজরে পড়ে। পশ্চিম বন্দর থানা দেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
পুজোর শহরে ফের বেপরোয়া বাস। দশমীর রাতে শিয়ালদায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। আহত হয়েছেন আরও চারজন। পুলিশ সূত্রে খবর, 46 নম্বর রুটের একটি বাস অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে পরপর ৫ জনকে ধাক্কা মারে। মৃত্যু হয় এক তরুণীর। আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ বাস চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরে পেটকাটি দুর্গার বিসর্জন দেখতে ভাগিরথীর দুপারে বহু মানুষের জমায়েত। রীতি হল, নৌকায় গঙ্গাবক্ষে প্রতিমাকে ঘুরিয়ে তারপর বিসর্জন হয়। সেই বিসর্জন দেখতেই ভিড় করেন অসংখ্য দর্শক। সদরঘাটে সকালেই শুরু হয়েছে এই নিরঞ্জন পর্ব।
জলপাইগুড়ির মাল নদীতে গতকাল প্রতিমা বিসর্জনের সময় ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থলে। সিভিল ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। বিপর্যয় যখন ঘটে, তখন যদি সিভিল ডিফেন্সের আরও কর্মী থাকতেন, তাহলে দ্রুত উদ্ধারকাজ করা যেত বলে তাঁর দাবি।
জলপাইগুড়ির মাল নদীতে গতকাল প্রতিমা বিসর্জনের সময় ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থলে। সিভিল ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। বিপর্যয় যখন ঘটে, বিসর্জনের সময় বিসর্জন হড়পা বান যখন আসে তখন ঘটনাস্থলে ৮ জন কর্মী ছিলেন সিভিল ডিফেন্সের। হাজার খানেক মানুষকে সরানোর ক্ষেত্রে অসুবিধে হয়।
প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে।আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি।
পুজো শেষ। এবার বিদায়ের পালা। উমা চললেন কৈলাসে। বিদায় বেলায় দেবীবরণে সামিল হলেন রাজনীতিকরাও। তবে উত্সবের শেষ লগ্নে সরকারকে খোঁচা দিলেন বিজেপি বিধায়ক। পাল্টা উত্তর দিয়েছে শাসকদল।
চোখের নিমেষে ভাসিয়ে নিয়ে গেল হড়পা বান। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মালবাজারের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট PMO-র। ট্যুইট করেছেন বিরোধী দলনেতাও। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ও স্থানীয় তৃণমূল বিধায়ক। দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বামেরাও।
প্রেক্ষাপট
কলকাতা: প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ হড়পা বান। মালবাজারের (Malbazar) মাল নদীতে ভেসে গিয়ে মৃত ৮। নিখোঁজ আরও অনেকে।
মুর্শিদাবাদের (Murshidabad) সাটুইয়ে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে জলে পড়ে ডুবে মৃত ২। সামশেরগঞ্জে (Samserganj) নৌকা থেকে জলে পড়ে মৃত এক।
লক্ষ্মীপুজোতেও জেলেই থাকতে হবে পার্থ (Partha Chatterjee), কল্যাণময়, শান্তিপ্রসাদকে। নিয়োগ দুর্নীতি মামলায় তিনজনেরই ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত।
বিধানসভায় পিএসি কমিটি বিজেপিকে দেওয়া হয়নি বলে সংসদীয় কমিটিতে বাদ তৃণমূল। সংসদ বিষয়ক মন্ত্রীকে উদ্ধৃত করে অভিযোগ সুদীপের। বাংলায় গণতন্ত্র লুন্ঠিত, পাল্টা লকেট।
মণ্ডপে মণ্ডপে দেবীবরণের পর সিঁদুর খেলা। প্রতিমা নিরঞ্জনের পর মাকে বিদায়। আনন্দ উচ্ছ্বাসের মাঝেই বিষণ্ণতার সুর।
হাজরা পার্কে উমাবরণ ঋতুপর্ণার। বালিগঞ্জে ধুনুচি নাচ পাওলির। মল্লিকবাড়িতে সিঁদুরখেলায় কোয়েল, বেহালায় অপরাজিতা। রাজাডাঙা নব উদয়ে শ্রাবন্তী, জুন মালিয়া।
ইজেডসিসিতে সিঁদুর খেলায় মাতলেন অগ্নিমিত্রা। আরামবাগে দেবীবরণ অপরূপার, দক্ষিণেশ্বরে সিঁদুরখেলা লকেটের, শ্রীরামপুরে বিসর্জনে পা মেলালেন কল্যাণ-প্রবীর ঘোষাল।
আরব সাগরের তীরেও বিষাদের সুর। নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় রানি-কাজল-তনুশ্রী। লোখাণ্ডওয়ালায় অভিজিতের পুজোয় দেবীবরণের পর সিঁদুরখেলা। দিল্লিতেও মাকে বিদায়।
রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
বিসর্জনে বিশৃঙ্খলা। বাবুঘাটে পুরসভার পে লোডারের ব্রেক ফেল করে বিপত্তি। দাঁড়িয়ে থাকা দর্শকদের ধাক্কা, আহত শিশু। চালককে মারধর।
চিকুনগুনিয়ায় আক্রান্ত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। দেখতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত স্থিতিশীল সৌরভ-পত্নী, জানালেন চিকিৎসকেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -