West Bengal News Live : অ্যাডিনো ভাইরাসে সরকারি হাসপাতালে ১ মাসে মৃত্যু হয়েছে ১২ জনের, বিবৃতি রাজ্য সরকারের
West Bengal News : এক নজরে আজকের শিরোনাম ।
রাজ্যে শিশুমৃত্যু নিয়ে বিবৃতি রাজ্য সরকারের। 'রাজ্যে অ্যাডিনো ভাইরাসে সরকারি হাসপাতালে ১ মাসে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃত ১২ শিশুর মধ্যে ৮ জনের ছিল কোমর্বিডিটি। শ্বাসকষ্টজনিত অসুখে গত ১ মাসে আক্রান্ত ৫ হাজার ২১৩ জন শিশু। ১২১টি হাসপাতালে প্রস্তুত রয়েছে ৫ হাজার বেড। অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রয়েছেন ৬০০ শিশুরোগ বিশেষজ্ঞ। তৈরি রাখা হয়েছে ২৫০০ এসএনসিইউ, ৬৫৪টি পেডিয়াট্রিক আইসিইউ, ১২০টি পিকু। ভাইরাল সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণ ক্রমশ কমছে রাজ্যে। আতঙ্কিত হওয়ার কারণ নেই', বিবৃতি দিয়ে জানাল রাজ্য সরকার।
রাজভবনে ফের রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠক। সোম ও মঙ্গলবারের পর আজ ফের ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন আনন্দ বোস। গত ২ দফা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ইস্তফা গ্রহণ করলেন রাজ্যপাল।
বি সি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। এবার মৃত্যু হল দেগঙ্গার ৯ মাসের শিশুর। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রবিবার থেকে ভর্তি ছিল শিশুটি। ১৫ দিন ধরে অসুস্থ ছিল শিশুটি। আগেও বি সি রায় হাসপাতালে আনা হলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বারাসাত হাসপাতালে ৪ দিন ভর্তি থাকার পর রেফার করা হয় বি সি রায় হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ। ২৪ ঘণ্টায় বি সি রায় ও মেডিক্যালেই মৃত্যু ৬ শিশুর।
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্য়ে এল তৃণমূলের ঘরোয়া কোন্দল। বোলপুরের রূপপুরে তৃণমূলের প্রাক্তন প্রধান ও স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে মারামারি। একজনের মাথা ফেটে যায়। দলীয় নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের প্রাক্তন প্রধান। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
উত্তরবঙ্গ, জঙ্গলমহল কিম্বা রাঢ়বঙ্গের চিকিৎসার পরিকাঠামো খুবই দুর্বল। এই কারণেই রেফার হচ্ছে। আরও একবার রাজ্য সরকারের অপদার্থতা প্রমাণিত হল। রাজ্য়ে ভয়ঙ্কর অ্য়াডিনো পরিস্থিতির মধ্যেই শাসকদলকে নিশানা বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কো মর্বিডিটিতে বাড়ছে শিশুমৃত্যু, দাবি স্বাস্থ্যসচিবের।
২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের শূন্য পদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৭ এপ্রিলের মধ্যে মেধার ভিত্তিতে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
চিটফান্ড মামলায় ফের সক্রিয় ইডি। পিনকন এবং টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলায়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আজ একযোগে ১০ জায়গায় তল্লাশি চালালেন ইডির অফিসাররা। কলকাতা থেকে জেলায় এই তল্লাশি অভিযান চালানো হয়।
ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির জামিন মামলায় হাইকোর্টের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। পুলিশকে মারতে বলা হয়েছে, সেই প্রমাণ কোথায়? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। সাক্ষীরা তেমনটাই জানিয়েছেন, আদালতে বললেন রাজ্য সরকারের আইনজীবী। কাল ফের এই মামলার শুনানি।
বেড, আইসিইউয়ের জন্য হাহাকারের মধ্যেই সরকারি কেন্দ্রে টেস্ট কিটের সঙ্কট। নেই টেস্ট কিট, ১ সপ্তাহ ধরে ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো পরীক্ষা বন্ধ। অ্যাডিনো পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। 'টেস্ট কিট সরবরাহের জন্য সংস্থাকে জানানো হলেও, এখনও মেলেনি', টেন্ডার প্রক্রিয়া চালু করার দাবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষের।
রাজ্যে অ্য়াডিনো-উদ্বেগের মধ্য়েই পরপর শিশুমৃত্যুতে লাগামছাড়া আতঙ্ক। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কলকাতা মেডিক্যাল কলেজ ও বি সি রায় শিশু হাসপাতালে ৪ শিশুর মৃত্য়ু হয়েছে।
সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও নবম -দশমের ৯৫২ শিক্ষকের অস্বস্তি বহাল। 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ওপর কোন স্থগিতাদেশ নয়। দুই সিঙ্গল বেঞ্চের দুটি অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোন প্রয়োজন মনে করছে না আদালত', জানাল ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হল সিঙ্গল বেঞ্চে।
পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারিতে উত্তপ্ত কোচবিহার। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায়, পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতে দেড় কেজি সোনা, ৫০ লক্ষ টাকার হদিশ। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিন্হার বাড়ি থেকে দেড় কেজি সোনার হদিশ
সন্তোষ। অন্য একজনের নামে সন্তোষপুরের ফ্ল্যাট কেনার অভিযোগ ।
আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো, ২ মাসে ৪৫ শিশুর মৃত্যু। বিসি রায় হাসপাতালে অ্যাডিনো আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু। একদিনে বিসি রায় হাসপাতালে অ্যাডিনো আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু।
কলকাতা পুরসভার উদ্য়োগে আগামীকাল শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে আরতি বন্দনা নামের এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। আগামীকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তাই আজ অনুষ্ঠানের মহড়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
পঞ্চায়েত ভোট ঘোষণার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি। '৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণা করা যাবে না। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট ঘোষণা করতে পারবে না', অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলায় নির্দেশ হাইকোর্টের।
দমদমের নাগেরবাজারে বহুতলে বিধ্বংসী আগুন। নাগেরবাজারে ডায়মন্ড সিটির ১৬ তলায় আগুন । দুপুর ৩টে নাগাদ আগুন লাগে নাগেরবাজারের বহুতলে।
মহামান্য আদালত রিপোর্ট চেয়েছে। আশা করব দিনহাটায় পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।
নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
আগামী শুক্রবার দুপুর ১২ টায় ফের শুনানি। এফআইআর করতে গেলেও নেওয়া হয়নি, আদালতে সওয়াল বিজেপির আইনজীবীর।
শিশু মৃত্যুর ক্ষেত্রে তথ্য গোপন করছে সরকার। অভিযোগ অধীর চৌধুরীর।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজেও দুই শিশুর মৃত্যু । একমাস ও ৫ মাস বয়সী দুই শিশুরই অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ছিল। অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ছিল বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের সুপার
ফের পাঁচ দফা দাবিতে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ি ঘেরাও । অবস্থান বিক্ষোভে বসল তৃণমূলের শ্রমিক সংগঠন । তৃণমূল শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে অবস্থান । কেন বাজেটে চা বাগান নিয়ে একটি শব্দ বলা হয়নি? প্রশ্ন আন্দোলনকারীদের
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজেও দুই শিশুর মৃত্যু । একমাস ও ৫ মাস বয়সী দুই শিশুরই অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ছিল। অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ছিল বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের সুপার
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু
১ মার্চ পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে
পিনকন ও টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলায় কলকাতা ও হাওড়ায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, মোট ১০টি জায়গায় চলছে তল্লাশি। অভিযানে চালাচ্ছেন ৫০-৬০ ইডি আধিকারিক। এর মধ্যে রয়েছে আলিপুরের বর্ধমান রোডে এক আইনজীবী ও সাদার্ন অ্যাভিনিউয়ের কেয়াতলা রোডে এক ব্যক্তির বাড়ি। পিনকন সংস্থার মালিকদের বাড়ি, অফিস এবং কয়েকজন আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। একইসঙ্গে টাওয়ার গ্রুপের মালিক রামেন্দু চট্টোপাধ্যায়ের হাওড়ার জগাছার বাড়িতেও হানা দিয়েছে ইডি।
বকেয়া DA-র দাবিতে, শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ৩৪ দিনে পড়ল। অনশনের আজ ২০ দিন।
নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। শুক্রবারের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী FIR করতে গেলেও নেওয়া হয়নি। হামলাকারীদের গ্রেফতার না করে ৪০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
' যাঁরা অনেক পান, তাঁদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। না পোষালে ছেড়ে দিন। কেন্দ্রের সরকার যখন অনেক টাকা দিচ্ছে, তখন ওখানে গিয়ে যোগ দিন না। DA আন্দোলনকারীদের কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মাল্টি ন্যাশনালের কোনও বাবু নই আমি, মানুষের করের টাকায় মাইনে হয়। ' বকেয়া ডিএ দাবি নিয়ে বললেন ফিরহাদ
অ্যাডিনো-আতঙ্কের মধ্যে বাড়ছে শিশুমৃত্যু। বি সি রায় শিশু
হাসপাতালে গেলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য
শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও হাসপাতালের রোগী কল্য়াণ সমিচির সদস্য স্বপন সমাদ্দার।
আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। ল্যান্সডাউনে ইউনাইটেড মিশনারি ফর গার্লস স্কুলে গিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। ১ মার্চ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে।
' গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। সারা দেশে অর্থনীতি গতিশীল, মানুষের হাতে টাকা আছে। কিন্তু তৃণমূল এখানে মানুষকে ভিখারি করে রেখেছে। ' LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
অ্যাডিনো-আতঙ্কের মাঝে ফের বি সি রায় শিশু হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হল।
অ্যাডিনো আক্রান্ত হয়ে ফের এক শিশুর মৃত্যু হল। তা নিয়েই গতকাল রাতে উত্তপ্ত হয়ে উঠল বি সি রায় শিশু হাসপাতাল।
সর্দি-কাশি-জ্বর থাকায় অশোকনগরের আড়াই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মৃত্যু হয় শিশুর।
মাসের শুরুতেই বড় ধাক্কা। তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা। ৭ মাস পর দাম বাড়ল রান্নার গ্যাসের। একইসঙ্গে বেড়েছে হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও।
বারাসাতের পর এবার বনগাঁ। ফের পুর-এলাকায় দিনে-দুপুরে পুকুর ভরাটের অভিযোগে সরব হলেন উপ পুরপ্রধান। বনগাঁ পুরসভার তৃণমূলের উপ পুরপ্রধান জ্যোৎস্না আঢ্যর অভিযোগ, ১৬ নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে নির্মাণকাজ চলছিল। যদিও পুকুর ভরাটের কথা মানতে নারাজ তাঁরই দলের স্থানীয় কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়ার।
ডায়মন্ড হারবারে অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। মৃতের নাম অহল্যা সর্দার। তিনি ডায়মন্ড হারবার পুর-এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে গ্রেফতার হলেন মহিলার প্রেমিক, ডায়মন্ড হারবার মহকুমা আদালতের ল’ ক্লার্ক রব্বানি শেখ।
প্রেক্ষাপট
আজকের শিরোনাম ( Headlines )
১। অ্যাডিনো ( Adenovirus ) আক্রান্ত হয়ে বিসি রায় হাসপাতালে এবার অশোকনগরের শিশুর মৃত্যু ( Child Death )। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ।
২। বাড়ছে অ্য়াডিনো-আতঙ্ক। আইসিইউয়ের ( ICU ) জন্য হাহাকার। একই বেডে ভর্তি একাধিক।
৩। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার ক্লিনিক। সুপারের অনুমতি ছাড়া রেফার নয়, অ্যাডভাইসরি স্বাস্থ্য দফতরের। ৫ হাসপাতালে শিশু চিকিৎসার হাব।
৪। তীব্র সমালোচনার মুখেও রাজ্যপাল নিয়ে আরও আক্রমণে মদন।
৫। লাগাতার মদনের নিশানায় রাজ্যপাল। ভিন্নসুর ব্রাত্যর। বললেন, ' আশা করি অতীতের পুনরাবৃত্তি হবে না। হিংসা মানে তো সাম্প্রদায়িক হিংসার কথাও হতে পারে '
৬। রাজভবনের শর্তেই রাজ্যে উপাচার্য নিয়োগ। ৬ উপাচার্যের ইস্তফার পর ৩ মাসের মেয়াদবৃদ্ধি। সার্চ কমিটিতে ফিরছে ইউজিসির প্রতিনিধি, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।
৭। প্রোডাকশন ওয়ারেন্ট জারির পরেও কেন কার্যকর নয়? গরুপাচার মামলায় কেষ্টর গরহাজিরায় প্রশ্ন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের। ১ সপ্তাহে ইডির জবাব তলব।
৮। কুন্তল-গোপালের মুখে ওঠা বিভাস অধিকারীকে নিয়ে শিয়ালদার ফ্ল্যাটে ইডির তল্লাশি, কয়েক ঘণ্টা জিজ্ঞসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য। ২০২১ পর্যন্ত গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠিয়েছেন কুন্তল ঘোষ। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে দাবি সিবিআইয়ের।
৯। শীঘ্রই সামনেই আসবে কুন্তল-বর্ণিত রহস্যময়ী নারী? গোপাল দলপতি বললেন, হৈমন্ত্রী খুব শীঘ্রই সামনে আসবে, সব প্রশ্নের জবাব দেবে।
১০। বকেয়া ডিএ নিয়ে আন্দোলন, কটাক্ষের সুরে আক্রমণে ফিরহাদ। বললেন,' যাঁদের কাছে কিছু নেই, তাঁদের দেওয়াটা আমাদের কাছে কর্তব্য হওয়া উচিত। না পোষালে ছেড়ে দিন না। '
১১। আন্দোলনকারীদের কটাক্ষ ফিরহাদের। ডিএ অধিকার, কারও দয়া নয়, আক্রমণে বিকাশ। সরকারি কর্মীদের ন্যায্য দাবি। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা বিজেপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -