WB News Live: মমতার সরকারের পদযাত্রা ঘিরে তোপ বাম-বিজেপির, দিলীপের মঞ্চ থেকে মহিলাকে নামিয়ে মার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
খড়গপুরে (Kharagpur) দিলীপের মঞ্চে ধুন্ধুমার। চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মারের অভিযোগ। আর এই ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূলের হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। এদিন জয়প্রকাশ মজুমদার বলেন,' এই ঘটনার দুটো দিক আছে।এক হচ্ছে, দিলীপ বাবুর সঙ্গে যারা ঘুরছে, এর আগেও এমন অভিযোগ এসেছে। যে তাঁরা, কেন্দ্রীয় সরকার কিংবা অন্য জায়গায়, চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। সেগুলির তদন্ত হওয়া দরকার। আবার উল্টো দিকে, হঠাৎ কারোর উপর আইন হাতে তুলে নেওয়া, এই প্রবণতাও বন্ধ করা দরকার। কারণ এই প্রবণতা তৈরি করছে বিজেপি এবং সিপিএম। কারও কোনও অভিযোগ থাকলে, আমরা মনে করি, সে দলেরই হোক না কেন, পুলিশের কাছে কমপ্লেন করা উচিত।এবং পুলিশকে ছেড়ে দেওয়া উঠিত। তারা দায়িত্ব নিয়ে তদন্ত করবে। যেমন একদিকে নিজের হাতে আইন তুলে নেওয়াটা কিছুতেই সমর্থন করতে পারি না। এবং উল্টোদিকে বিজেপি, মুখোশ পরে সাধু সাজছে,সেটাও আজকে প্রমাণিত হচ্ছে, যে তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা সাধারণের সঙ্গে মিশে প্রতারণা করেছেন।'
হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শেষ রক্ষা হল না। ১৭ দিন পর মৃত্যু হল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা চন্দ্রকোনার ভেরবাজারের নার্সিং পড়ুয়া ছাত্রীর।বৃহস্পতিবার গভীর রাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রকোনার নার্সিং পড়ুয়া ছাত্রী তিথি দোলইয়ের।
খড়গপুরে দিলীপ ঘোষের মঞ্চেই ‘প্রতারক’! চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মারের অভিযোগ।খড়গপুরের গোলবাজারে রেলে বিজেপির শ্রমিক সংগঠনের সভায় এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড়। মালদা থেকে আসা একজনকে প্রতারক বলে অভিযোগ সংগঠনেরই একাংশের।
অনুষ্ঠানে চলাকালীনই মঞ্চ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারের অভিযোগ। মারধরের পরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন বিজেপিরই শ্রমিক সংগঠনের কর্মীরা। প্রতারণার অভিযোগ নিয়ে মুখে কুলুপ বিজেপির শ্রমিক সংগঠনের নেতাদের। 'কিছু জানার থাকলে সংগঠনের নেতাদের জিজ্ঞেস করুন', মন্তব্য দিলীপ ঘোষের।
ফের সংঘাতের পরিবেশ কলকাতা হাইকোর্ট। এ বার বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Manth) বিরুদ্ধে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন (Bar Assocition)। বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদল করার আবেদন জানানো হল। রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের একাধিক মামলা বিচারপতি মান্থা স্থগিত রাখছেন এবং তদন্তকারীদের কড়া পদক্ষেপ করতে বারণ করছেন বলে অভিযোগ বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন।
সুকান্তকে নিয়ে অনুপম ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সৌগত রায় । মূলত, 'ব্যক্তিত্বহীন' বলে খোদ রাজ্য সভাপতি সুকান্তকেই আক্রমণ করেন বিজেপি নেতা অনুপম হাজরা । এদিন সৌগত রায় বলেন, 'আমি বলব যে, আগে ঢুকেছে, পরে ঢুকেছে, নতুন ঢুকেছে। এরা সবাই মিলে এবার ঝগড়া করে মরবে। সুতরাং এটাই হবার ছিল, এটাই হচ্ছে। অনুপম হাজরা তো সেদিন তৃণমূল থেকে গেল। বিজেপিকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না।'
আজ থেকে ই- গৃহ নকশা চালু করছে হাওড়া পুরসভা। সাংবাদিক বৈঠকে এই ডিজিটাল পরিষেবা চালু করার কথা ঘোষনা করেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানান দীর্ঘ দিনের কষ্টসাধ্য চেষ্টার পরে তাঁরা এই পরিষেবা চালু করছেন। এই পরিষেবার মাধ্যমে হাওড়াবাসী তাঁর বাড়িতে বসে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রস্তাবিত বাড়ির নকশার জন্য আবেদন করতে পারবেন। এতে নির্দিষ্ট পদ্ধতিতে প্রয়োজনীয় কাজগপত্র জমা দেওয়া যাবে। জমা দেওয়ার পরে ওই নির্দিষ্ট ঠিকানাতে পুরসভার বাস্তুকার পৌঁছে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখবেন। এরপরে সব তথ্য ও কাগজপত্র সঠিক হলে ১৪ দিনের মধ্যে যে কেউ তাঁর বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় পৌর নিগমের অনুমদিত নকশা পেয়ে যাবেন। তার নির্মাণ কাজ শুরু করতে পারবেন। চেয়ারম্যান আরও জানান www.obpsudma.wb.gov. in এই ওয়েবসাইটের মাধ্যমে বাড়ির ই গৃহ নকশার আবেদন করা সম্ভব হবে।
এদিন মহম্মদ সেলিম বলেন,' এরা নয় ছয় করেছে টাকা। আমরা বারবার বলেছি লিস্ট দিন। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আলাদা ধারা আছে। আমাদের ঐতিহ্যের অংশ। যে দুর্গাপুজোর মডেল ছিল স্বনির্ভর, স্বতন্ত্র, আজকে আরএসএস যেটাকে গোটা ধর্মটাকে রাজনীতির মিশ্রন করে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। টানেল ভিউ। মমতা নিজেও তাই করছেন। যেখানে সব ফুল এসে তাঁর পায়ে পড়ুক। আরএসএস তাঁকে বলে দিয়েছিল দুর্গা তিনি। আর তিনি সেই দুর্গার রোল প্লে করছেন।'
মুখ্যমন্ত্রী বলেন, ‘হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যেই ধর্মাবলম্বীই হই না কেন, আমাদের জাত একটাই, উৎসব। একতাই আমাদের একমাত্র জাত। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। বিশ্বাস করি মানবধর্মে। তাই মানবিকতার সঙ্গে কোনও আপস নয়। ঐক্য এবং মানবিকতাই আমাদের শক্তি এবং সম্পদ। আমি বলি ধর্ম যার নিজের নিজের, উৎসব সকলের।'
‘প্রাথমিক শিক্ষা পর্ষদের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। অভিযোগ শোনার জন্য নতুন সেল খোলা হয়েছে, এটা ভাল, প্রাথমিক নিয়ে মামলা চলাকালীন মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
বাংলার দুর্গাপুজোয় (Durga Puja 2022) ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী-ের উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়েছেন ইউনেসকো-র (UNESCO) প্রতিনিধিরাও। ইতিমধ্যেই তাঁদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এহেন পরিস্থিতিতেই মমতার এই পদযাত্রাকে নিয়ে কটাক্ষ করে টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, 'বাংলার দুর্নীতি এবং স্ক্যান্ডাল থেকে নজর ঘোরাতেই আজকে এই পদযাত্রা। বাঙালিরা বুদ্ধিমান তাঁরা সব বোঝেন।'
ইউনেসকো-র প্রতিনিধিদের সম্বর্ধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার দুর্গাপুজোয় ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেসকোর প্রতিনিধিরাও।
এবার শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার খড়্গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মালঞ্চর সুষমা পল্লী এলাকায় দেওয়ালে ইলেকট্রিক পোস্ট-সহ বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টারে দেখা যায়।
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতার রাস্তায়। রেড রোডে পৌঁছেছে মিছিলের সামনে অংশ। এদিন অনুষ্ঠানে উপস্থিত রয়েছে ইউনেস্কোর প্রতিনিধিরাও।
আশঙ্কা ছিল প্রবল বৃষ্টির। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা শুরুর আগে তুমুল বৃষ্টিতে ভাসে শহর। মিছিল শুরু হতেই মেঘ-বৃষ্টি উধাও। মিছিল শুরুর আগে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা যাচ্ছে রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠেছেন সবাই।
ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী, রাস্তায় নামলেন বিশিষ্টরা
"আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল,'' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বৃষ্টিস্নাত কলকাতায় উৎসবের আমেজ।
জমজমাট পুজোর আমেজ, শোভাযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী
জোড়াসাঁকো থেকে শুরু হল মিছিল। একেবারে সামনের সারিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন একাধিক তারকা।
জেলবন্দি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার বোলপুরের শিবপুর মৌজায় গীতবিতান প্রকল্পে পোস্টার। অভিযোগ, শিল্পের নামে জমি অধিগ্রহণ হলেও সেখানে শিল্প হয়নি। জমিদাতাদের দেওয়া হয়নি সঠিক ক্ষতিপূরণ। উল্টে জমিদাতা কৃষকদের মাদক-মামলায় ফাঁসিয়ে অনুব্রত জেলও খাটান বলে অভিযোগ। গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি থাকাকালীন তাঁর বিরুদ্ধে ফের আন্দোলনে নেমেছেন গীতবিতান প্রকল্পে জমিদাতা কৃষকরা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। ‘দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্ব বলে দাবি করছেন। সত্যিটা হল, এই স্বীকৃতির নেপথ্যে মমতার কোনও ভূমিকা নেই। স্বীকৃতি মিলেছে মোদি সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রচেষ্টায়।’ ট্যুইট করে দাবি বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর।
বর্ধমান শহরে সিপিএমের আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার ৪৬ বাম নেতা-কর্মী। গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগে আজ জেলাজুড়ে মিছিল-পথসভার ডাক। বামেদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগে পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।
‘দুর্গাপুজো এক আবেগ, যা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের সঙ্ঘবদ্ধ করে, শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। ইউনেস্কোকে ধন্যবাদ দুর্গাপুজোকে প্রবাহমান ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায়।’ ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য পদযাত্রা। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে।
আসানসোল থেকে রওনা দিয়ে কলকাতায় পৌঁছলেন অনুব্রত। সল্টলেকের এমপি এমএলএ আদালতে পেশ বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে। ২০১০-এ মঙ্গলকোটে বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রতর। সেই মামলায় হাজিরা দিতেই বিধাননগর আদালতে পেশ অনুব্রতকে।
অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজত। নির্দেশ আসানসোল সিবিআই আদালতের।
রাতের কলকাতায় ফের গতির বলি ২। দুরন্ত গতির স্কুটারের ধাক্কা গাছে। স্কুটারে থাকা ৩ যুবক গুরুতর আহত। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২ জনের মৃত্যু।
প্রাণে বেঁচেছে স্কুটারের সবথেকে পিছনে বসে থাকা যুবক। ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিল কিনা, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
হাওড়া পুরএলাকায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। ডেঙ্গি রুখতে চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে পুরসভা। এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর সিদ্ধান্ত।
জেলে বসে পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর। ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট’, আসানসোল জেল থেকে বেরোনোর সময় বললেন অনুব্রত। কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার নির্দেশ বীরভূম তৃণমূলের সভাপতির।
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও।
মুর্শিদাবাদের বহরমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন। আজ ভোর ৫টা নাগাদ বহরমপুরের জলট্যাঙ্ক মোড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় ফায়ার অ্যালার্ম বাজতে শোনেন স্থানীয় বাসিন্দারা। জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন তাঁরা। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় মিনিট পনেরোর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
শাসক ও বিরোধী দলের নেতাদের সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। এবার তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে মামলার প্রেক্ষিতে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বসতভিটের জমি নিয়ে তদন্তের নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রা ঘিরে তত্পর কলকাতা পুলিশ। এর জন্য আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে উত্তর কলকাতায় যেতে ধরতে হবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে কোনও পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। শিয়ালদাগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। আজ রেড রোড ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে।
গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামে ১৬২টি রেজিস্টার্ড সম্পত্তি ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, গতকাল অনুব্রতর হিসাবরক্ষক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে তল্লাশিতে মিলেছে বেশ কিছু সম্পত্তির নথি। বেনামে কেনা এই সম্পত্তি আসলে অনুব্রতর কি না, সেগুলি গরুপাচারের টাকায় কেনা হয়েছিল কি না, সেটাই আপাতত সিবিআইয়ের নজরে।
'কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফূর্তি করুন। বোম্বাগড়ের রাজার মতো হয়ে থাকতে চান মুখ্যমন্ত্রী', কটাক্ষ দিলীপ ঘোষের।
সিবিআইয়ের নজরে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের সম্পত্তি। বুধবার তাঁর সম্পত্তির খোঁজে মহিষবাথানের বিলাসবহুল আবাসনে হানা দিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। মাস্টার-কি আনিয়ে ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়।
খারিজ হল যে কোনও শর্তে জামিনের আবেদন। ফের পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা। সেজন্য কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে অন্য দিকে। থাকছে কড়া নিরাপত্তাও। এমনটাই কলকাতা পুলিশ সূত্রের খবর।
ফর্টিস হাসপাতালের সামনের রাস্তা বেহাল। বড় বড় গর্তে জমে রয়েছে জল। হাসপাতালে যেতে-আসতে দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী থেকে চিকিত্সকদের। কলকাতা পুরসভা সূত্রে খবর, রাস্তা সারানোর জন্য ৭ সেপ্টেম্বর KMDA সহ বিভিন্ন দফতরকে নিয়ে হবে বৈঠক।
অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বুধবার তাঁর বাড়িতে তল্লাশি চলে, মণীশ কোঠারির অফিসেও যান গোয়েন্দারা। সূত্রের দাবি, মণীশ কোঠারির বাড়ি থেকে সাতটি সম্পত্তির নথি পাওয়া গিয়েছে।
দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার ইউনেস্কো-কে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা।
প্রেক্ষাপট
বামেদের চোর ধরো, জেল ভরো অভিযান ঘিরে রণক্ষেত্র বর্ধমান (Bardhaman)। ব্যাপক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ।
কোথায় গেল গরুপাচারের (Cow Smuggling Case) কোটি কোটি টাকা? বোলপুরে একের পর এক অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা। নথি বাজেয়াপ্ত। অনুব্রতর (Anubrata Mondal) পরিবার থেকে সায়গল, বিদ্যুৎ গায়েন। বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতায় অন্তত দেড়শো কোটির ১৬২টি সম্পত্তি চিহ্নিত করল সিবিআই।
আসানসোল জেল থেকে আজ কলকাতায় আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। ২০১০-এ মঙ্গলকোটে বিস্ফোরণের মামলায় আজ বিধাননগর আদালতে পেশ।
খারিজ জামিনের আর্জি, ফের ১৪দিনের জেল হেফাজতে পার্থ (Partha Chatterjee)। জেলে থাকতে হবে অর্পিতাকেও (Arpita Mukherjee)। কোর্টে এসে নয়, শুনানি হবে ভার্চুয়ালি।
এসএসসিকাণ্ডে (SSC Scam) মিডলম্যান প্রসন্নর আরও সম্পত্তির হদিশ। নিউটাউনের পর মহিষবাথানে বিলাসবহুল আবাসনে সিবিআই হানা। ফ্ল্যাটে তল্লাশি।
পরিবারের সম্পত্তি-বৃদ্ধির অভিযোগে মামলা, চ্যালেঞ্জ করে পাল্টা আক্রমণে মমতা। কালীঘাটের বাড়ির জমি নিয়ে মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ।
জুনের কাছে এমনভাবে ক্ষমা চাইতে হবে, যেন জুন আমাকে জানায়। লুঠেরা বলে আক্রমণ করায় মন্ত্রিসভার বৈঠকেই শ্রীকান্তকে ভর্ত্সনা মুখ্যমন্ত্রীর। লুঠেরা বলে মিমি, নুসরতদের তোপ। শোকজের পরেই সুরক্ষা কমল শ্রীকান্তর। ভাইরাল-বিতর্কের মধ্যেই বাড়িতে ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা। শ্রীকান্তর পর এবার বিস্ফোরক পঃ মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ।
'যা ঠিক মনে করেছি, তাই বলেছি।' দলীয় নেতাদের রোষের মুখেও ঘনিষ্ঠমহলে বললেন অনড় জহর সরকার।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদের সেটিং তত্ত্ব, পাল্টা জবাব মমতার (Mamata Banerjee)। 'আমি সেটিং করতে যাই না, আমার কাছে আসে সেটিং করতে', তোপ মমতার।
দুর্গাপুজোকে (Durga Puja) ইউনেস্কোর স্বীকৃতি। ধন্যবাদ জানাতে দুপুর ২টোয় জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত মিছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -