WB News Live Updates: নিয়োগে-দুর্নীতি মামলায় এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর
এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি ছিল। সেটি চলাকালীন তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। স্ত্রীকে চপারের কোপ মেরে বাড়ির অদূরে গিয়ে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী স্বামী। ঘটনায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার, আনন্দ পুর থানার টুকুরিয়া পাট এলাকায়।
কোন্নগর পুরসভার চেয়ারম্যানের গাড়ি গঙ্গায় ভাসছে। লঞ্চে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে কোন্নগর ফেরিঘাটে। সেখান থেকে উদ্ধার করা হবে।
মিছিল থেকে ‘চোর চোর’ স্লোগান, হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার অশোকনগর। আদিবাসী সংগঠনের মিছিল থেকে স্লোগান ঘিরে উত্তপ্ত এলাকা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ।
টেট নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের তলব করেছে ইডি। সব নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। আগামী সপ্তাহে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
গল্ফগ্রিন থানার পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, সার্জেন্ট সাসপেন্ড। দীপঙ্কর সাহার মৃত্যুতে গল্ফগ্রিন থানার সার্জেন্ট, কনস্টেবল সাসপেন্ড। প্রথমে ক্লোজ, পরে সাসপেন্ড গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাঙ্গ, কনস্টেবল তৈমুর আলি। নিষ্ক্রিয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল।
জ্বালানির খরচ, মেরামতির জন্য খরচ, কর্মীদের বেতন। সব মিলিয়ে যা খরচ সেটুকুও উঠছে না বাস চালিয়ে। ফলে বাধ্য হয়েই বাস তুলে নিল খোদ সরকারি সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। গত এক মাসে বাঁকুড়া ডিপো থেকে ধাপে ধাপে সাতটি সরকারি বাস তুলে নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ব্লক স্বাস্থ্য দফতরের তরফে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পর্যাপ্ত চিকিত্সক না থাকায়, হাসপাতালের জরুরি ও অভ্যন্তরীণ পরিষেবা বন্ধ করে দিতে হচ্ছে। পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাঁশগড় গ্রামীন হাসপাতালের ঘটনা।
আগামীকাল, বৃহস্পতিবারই রাখিপূর্ণিমা। এদিন বনগাঁ পুরসভার পক্ষ থেকে বাংলাদেশের এক সাংসদের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাখি তুলে দেওয়া হয়। উপহার হিসেবে পাঠানো হয়েছে মিষ্টিও।
'এটা হিমশৈল-র চূড়ামাত্র', নিয়োগ-দুর্নীতিতে সিবিআই-র প্রথম গ্রেফতারে বিস্ফোরক শুভেন্দু
হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা-অশোক সাহার। কীভাবে নিয়োগে দুর্নীতি? নেপথ্যে কাদের কাদের হাত? চাকরি বিক্রির কোটি কোটি টাকা কোথায় গেল? এসএসসির ২ প্রাক্তন কর্তাকে জেরা করে জানতে চাইবে সিবিআই।
সাত সকালে দমদমে, তৃণমূল কাউন্সিলরের নামে চাকরি বিক্রির অভিযোগে পড়ল পোস্টার! কিন্তু পোস্টার দিল কারা? জানা যায়নি। নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র দেখছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।>>
পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। যাদবপুর থানা থেকে গল্ফগ্রিন থানা পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল।
নিয়োগে-দুর্নীতি মামলায় এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার। শান্তি প্রসাদ সিন্হা, অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির জালে পার্থ-অর্পিতা। সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিন্হা
এবং ৪ নম্বরে অশোক সাহার নাম। শান্তিপ্রসাদ-অশোক সাহার বাড়িতে গিয়ে একাধিকবার সিবিআই তল্লাশি করেছে। তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা।
পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক পদ থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরাল বিজেপি। তাঁর জায়গায় পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল। সুনীলের নাম ঘোষণা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বর্তমানে উত্তরপ্রদেশে বিজেপির সংগঠনের দায়িত্বে সুনীল বনশল।
একলাফে সম্পত্তি বৃদ্ধির ঘটনায় তৃণমূল নেতাদের সঙ্গে বিরোধী নেতারাও স্ক্যানারে। তৃণমূলের ১৯ হেভিওয়েটের সঙ্গে বাম-কংগ্রেস-বিজেপি নেতারাও কোর্টের স্ক্যানারে। তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর সঙ্গে কোর্টের স্ক্যানারে অধীর, সূর্যকান্ত, কান্তি গঙ্গোপাধ্যায়। কোর্টের স্ক্যানারে অশোক ভট্টাচার্য, নেপাল মাহাতো, মইনুল হক, আবু হেনা, রামচন্দ্র ডোম, দেবেশ দাস, বংশগোপাল চৌধুরী। ২০১৭ সালের ২টি মামলায় তৃণমূল নেতাদের সঙ্গে বিরোধীদেরও নাম।
‘আমি এক কথার ছেলে, যা বলব, তাই করব। ২ বছরের মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে’, নোদাখালিতে জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি সিআইডির। বাজেয়াপ্ত নগদ ৫ লক্ষ টাকা ও একটি স্করপিও গাড়ি। এই গাড়িতেই ২১ জুলাই ৭৫ লক্ষ টাকা কলকাতা থেকে নিয়ে যান ইরফান।
সিবিআইয়ের ডেডলাইন পার, হাজিরা দিলেন না অনুব্রত। এবার কি আদালতের দ্বারস্থ হবে সিবিআই? গরুপাচার মামলায় দশবার তলবে ১ বার হাজিরা অনুব্রতর। বারবার শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর।
সূত্রের খবর, সিবিআইয়ের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন অনুব্রত। অসুস্থতাকে ঢাল করে ফের সময় চাইলেন। আইনজীবী মারফৎ সিবিআইকে চিঠি বীরভূম তৃণমূলের জেলা সভাপতির। সূত্রের খবর, চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন অনুব্রত। সেই প্রেসক্রিপশন দিল্লিতে পাঠাল সিবিআই।
অনুব্রতর চিকিৎসা-বিতর্কের মধ্যেই ‘উধাও’ বোলপুর হাসপাতালের সুপার। সুপারের কোয়ার্টারে তালা। রয়েছে গাড়ি, খোঁজ নেই সুপারের। সুপার বুদ্ধদেব মুর্মুর নামে বিস্ফোরক চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন বলে দাবি ওই চিকিৎসকের।
‘নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি। আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি। রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়। এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা। অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তির পরিমাণ কত?। বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে। সাংবাদিক বৈঠকে বললেন ফিরহাদ।
সামনেই পঞ্চায়েত ভোট। ফের তৃণমূলকে হুমকি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও। যদিও, বিতর্কের মধ্যেও মন্তব্যে অনড় ওন্দার বিজেপি বিধায়ক।
খাল কাটাই হয়নি! অথচ ১০০ দিনের প্রকল্পের সাফল্যের ফলক বসিয়ে দেওয়া হয়েছে! এই অভিযোগেই হইচই চলছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তৃণমূল পরিচালিত বৃন্দাবনচক পঞ্চায়েতে। কেন্দ্রীয় দলের জেলা সফরের মধ্যে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল।
সিবিআইয়ের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন অনুব্রত। অসুস্থতাকে ঢাল করে ফের সময় চাইলেন অনুব্রত। আইনজীবী মারফৎ সিবিআইকে চিঠি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন অনুব্রত। পাঠিয়েছেন এসএসকেএমের প্রেসক্রিপশন ও বোলপুরের চিকিৎসকের প্রেসক্রিপশন। ‘অনুব্রতর প্রেসক্রিপশন দিল্লিতে পাঠাল সিবিআই’। দিল্লিতে লিগাল সেলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই।
অনুব্রতকে কি সময় দেবে সিবিআই? নবমের পর দশম সমনে ২৪ ঘণ্টাও সময় নেয়নি সিবিআই। এরপর সিবিআইয়ের কী পদক্ষেপ
হাওড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যুত্ বণ্টন সংস্থার আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল বিদ্যুত্ দফতর। আজ বেলা সাড়ে ১২টার মধ্যে ওই রিপোর্ট দিতে বলা হয়েছে। গতকাল হাওড়ার জগত্বল্লভপুরে ওই ঘটনা ঘটে। বাড়ির বাইরে ল্যাম্পপোস্টের খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুত্বস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সপ্তম শ্রেণির ছাত্রীর। সূত্রের খবর, সোমবারই সব জেলার বিদ্যুত্ দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলেন বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস। ঝড়জলের প্রেক্ষিতে সতর্ক করে দেন আধিকারিকদের। তারপরও এই ঘটনা ঘটায় রিপোর্ট তলব করল বিদ্যুত্ দফতর।
ছুটিতে থাকাকালীনই অনুব্রতর বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলেন বোলপুর হাসপাতালের সুপার? শনিবার থেকে ছুটিতে আছেন সুপার বুদ্ধদেব মুর্মু। ৬ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত ছুটিতে আছেন সুপার বুদ্ধদেব মুর্মু। দাবি দায়িত্বপ্রাপ্ত সুপার দিব্যেন্দু দত্তর। ছুটিতে থাকাকালীন নির্দেশ দিতে পারেন সুপার? উঠছে প্রশ্ন।
গরু পাচার মামলায় সিবিআইয়ের তলব পেয়েও আজ হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরার জন্য ২ সপ্তাহ সময় চাইলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সূত্রের খবর, শারীরিক অবস্থার কারণ দেখিয়েই সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল। চিঠির সঙ্গে তাঁর চিকিত্সা সংক্রান্ত নথিও অনুব্রত জমা দিয়েছেন বলে সূত্রের খবর।
ঝাড়খণ্ডের গ্রেফতার হওয়া বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি সিআইডির। বাজেয়াপ্ত নগদ ৫ লক্ষ টাকা ও একটি স্করপিও গাড়ি। এই গাড়িতেই ২১ জুলাই ৭৫ লক্ষ টাকা কলকাতা থেকে নিয়ে যান ইরফান: সূত্র
মালদার এক গ্রামে সালিশি সভা চলাকালীন শ্যুটআউটের অভিযোগ। গতকাল রাতে ওই ঘটনা ঘটেছে পুরাতন মালদার মালদা থানা এলাকায়। এক বধূর আপত্তিকর ছবি তোলার অভিযোগে সালিশি সভা বসেছিল অভিযুক্তকে নিয়ে। সভা বসান স্থানীয় বাসিন্দারা। সভা চলাকালীন দু’পক্ষের মধ্যে বিবাদ বেধে যায়। অভিযোগ, আচমকাই গুলি চালায় অভিযুক্ত যুবক। ১ জন গুলিতে আহত হয়েছেন। যুবকের সঙ্গীদের ছুরির আঘাতে আরও ২ জন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন।
বৃষ্টিভেজা রাস্তায় ব্রেক কষতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছোট গাড়ি। ই এম বাইপাসে কালিকাপুর মোড়ের কাছে আজ ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির গতি নির্ধারিত মাত্রার বেশি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আজও হাজিরা এড়ালে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী? এবার কি আদালতের দ্বারস্থ হবে সিবিআই? গরুপাচার মামলায় দশবার তলবে ১ বার হাজিরা অনুব্রতর। বারবার শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। আদালতে যাবে সিবিআই নাকি ফের তলব অনুব্রতকে? নাকি বাড়ি গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা? সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর
লেক গার্ডেন্স উড়ালপুলের ওপর থেকে এক মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। লেক গার্ডেন্স স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে গিয়ে পড়েন তিনি। রবীন্দ্র সরোবর থানার পুলিশ ৩৬ বছরের ওই মহিলাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেছে।
ওড়িশা উপকূলের নিম্নচাপ শক্তিশালী হলেও তা ঘুরে যাচ্ছে ছত্তীসগঢ়ের দিকে। এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
চলতি বছরের ডিসেম্বরেই বাংলায় সরকার পড়তে পারে। ২০২৪-এ ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করবে বিজেপি সরকার। ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। দিবাস্বপ্ন দেখছে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
CBI-এর হাজিরা এড়াতে কি জোর করে বেড রেস্ট লিখিয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল? অনুব্রতর পাশাপাশি হাসপাতালের সুপারের চাপেই কি সাদা কাগজে অনুব্রতকে বেড রেস্ট লিখে দেন চিকিত্সক? বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিত্সকর চন্দ্রনাথ অধিকারীর বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। এবিপি আনন্দে চিকিত্সকের দাবি, বাড়িতে গেলে ১৪ দিনের বেড রেস্ট লিখে দিতে বলেন অনুব্রত মণ্ডল। উনি তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? ওঁর বাড়িতে গিয়েছি, হাসপাতাল হলে আলাদা বিষয় ছিল। চিকিত্সকের দাবি, বোলপুরে থাকি বলেই বেড রেস্ট লিখতে বাধ্য হয়েছি। তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন, তাই ফেলতে পারিনি, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি।
প্রেক্ষাপট
অনুব্রতর (Anubrata Mondal) কথাতেই সাদা কাগজে বেড রেস্ট লিখতে বাধ্য হয়েছিলেন সরকারি চিকিৎসক?
হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত (Anubrata Mondal)। বিস্ফোরক চিকিৎসক। হাসপাতালের বদলে সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি যাওয়ার দাবি।
অনুব্রত (Anubrata Mondal) প্রভাবশালী, উনি বললে না লিখে কি পারি? চাপের অভিযোগ তুলে মুখ খুললেন বেডরেস্ট লেখা চিকিৎসক।
প্রশাসনের নির্দেশেই অনুব্রতর বাড়িতে যান চিকিৎসক। দাবি সুপারের। অভিযোগ প্রমাণ করতে হবে, বলছে তৃণমূল। সবাই মুখ খুলবে, খোঁচা বিরোধীদের।
১০ বার সমনে হাজিরা মাত্র ১ বার। গরুপাচারকাণ্ডে আজ ফের অনুব্রতকে সিবিআই (CBI) সমন। বাড়িতে নোটিস পেতেই গেলেন বেডরেস্টে।
অনুব্রতের গরহাজিরার মধ্যেই কলকাতায় সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর।
এবার তৃণমূল (TMC) সরকারের পতনের দিনক্ষণও ঠিক করে দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। দিবাস্বপ্ন দেখুন, পাল্টা তৃণমূল (TMC)।
টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ। ভগবানগোলায় (Bhagabangola) তৃণমূল (TMC) বিধায়কের বাড়িতেই দলীয় কর্মীদের তাণ্ডব। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ইদ্রিশ।
মাদক কারবারীদের সঙ্গে পুলিশের আঁতাঁতের অভিযোগে বিস্ফোরক আমডাঙার (Amdanga) তৃণমূল বিধায়ক (TMC MLA)।
তোলাবাজির মামলায় লালবাজারের (Lalbazar) নোটিসে এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর। ছুটিতে আছি বলে জানালেন ইমেলে। ফের সমনের প্রস্তুতি পুলিশের।
বাঁশদ্রোণীর (Bansdroni) জিমে ১৯ বছরের কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু। জিম করার সময় বুকে ব্যথা, হাসপাতালে মৃত ঘোষণা। নজরদারি নিয়ে প্রশ্ন পরিবারের।
ফের হাওড়ায় (Howrah) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বাড়ির কাছে খোলা তারে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু, অভিযোগ পরিবারের।
বীরভূমের (Birbhum) মল্লারপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, অটোর চালক, ৮ মহিলা যাত্রী-সহ ৯জনেরই মৃত্যু। জাতীয় সড়কে অটোকে পিষে দিল সরকারি বাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -