West Bengal Live : বালিগঞ্জ, গড়িয়াহাটের পর এবার বড়বাজার, ফের যকের ধন ! বান্ডিল বান্ডিল নোটের হদিশ
West Bengal Live Update : জেলা থেকে জেলার খবর সবার আগে।
ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটের উপরে জবাবি ভাষণে আপত্তি নবান্নের। বাংলা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যে আপত্তি রাজ্যের। প্রেস বিজ্ঞপ্তি জারি করে প্রতিবাদ রাজ্য সরকারের। জিএসটি ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে আপত্তি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তিনটি বক্তব্য নিয়ে আপত্তি রাজ্য সরকারের।
বিরোধী দলনেতাকে বলতে চাইব, কোনও তথ্য থাকলে, সৎ সাহস থাকলে, প্রকাশ করুন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। শুভেন্দুকে পাল্টা সুমন কাঞ্জিলালের।
আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক সুমন কাঞ্জিলালকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক।
বিরোধী দল নয়, এবার দুর্গাপুর পুরসভায় মিশন নির্মল বাংলা প্রকল্পে কর্মী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেন খোদ প্রশাসক মণ্ডলীর এক সদস্য। দুর্নীতির অভিযোগে সরব হওয়ায়, বোর্ড মিটিং-এ ওই সদস্যকে অপমান করার অভিযোগ পুরসভার এক স্থায়ী ও এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। শুরু রাজনৈতিক চাপানউতোর। নিয়োগে দুর্নীতি হয়েছে কি না খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন।
স্কুলে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার জেঠিয়া থানার পুলিশ। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দল কোনএভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। সত্য়ি প্রমাণিত হলে কঠোর শাস্তি পাক অভিযুক্ত, প্রতিক্রিয়া তৃণমূলের।
পথসভার মঞ্চ ভেঙে দেওয়া ও সিপিএম কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার কলুপাড়া এলাকা। তৃণমূলের আক্রমণে অন্তত ১২ জন দলীয় কর্মী জখম হয়েছেন বলে দাবি সিপিএমের। প্রতিবাদে বাদু রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
বীরভূমে মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। বোমস্কোয়াডে খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবারই মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সুজ্জাউদ্দিন শেখ ও তাঁর ২ ছেলে সহ ৬জনকে গ্রেফতার করে।
ভাষণে 'কেন্দ্রের বঞ্চনা', রাজ্যপালের মেয়াদ নিয়ে শঙ্কায় চিরঞ্জিত। 'এই চলতে থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করবেন সন্দেহ আছে', 'বেশিদিন রাখবে কিনা শঙ্কায় আছি, মেয়াদ ছোট করতে পারে', রাজ্যপালের মেয়াদ নিয়ে সন্দেহ বারাসাতের তৃণমূল বিধায়ক-অভিনেতার।
ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের বার্তা, বিতর্কের মুখে নির্দেশ প্রত্যাহার। নির্দেশিকা জারির চার দিনের মধ্যেই প্রত্যাহার করল কেন্দ্রীয় প্রাণিকল্যাণ বোর্ড। সমালোচনার মুখে শেষপর্যন্ত গরুকে আলিঙ্গনের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র। ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবসের নির্দেশ প্রত্যাহার কেন্দ্রীয় প্রাণিকল্যাণ বোর্ডের।
দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা গ্রেফতার, কন্ট্রোল কমিশন চান মদন ! 'আরও কঠোর হতে হবে দলকে, অবিলম্বে তৈরি করতে হবে কন্ট্রোল কমিশন', দুর্নীতি বন্ধে কন্ট্রোল কমিশনের পরামর্শ কামারহাটির তৃণমূল বিধায়কের ।
নিয়োগে কারচুপিতে হাজারেরও বেশি চাকরি-হারা, কালো দিন, মানলেন শিক্ষামন্ত্রী, কালো দিন বলে মেনেও মধ্যপ্রদেশে দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণে ব্রাত্য। এখানে তো মধ্যপ্রদেশের মতো একের পর এক খুন হননি, মন্তব্য শিক্ষামন্ত্রীর
এবার বড়বাজারে বান্ডিল বান্ডিল নোটের হদিশ। কলকাতা পুলিশের অভিযান, কয়েক লক্ষের হদিশ। হাওয়ালা চক্রের লক্ষ লক্ষ টাকা বলে সন্দেহ পুলিশের । বালিগঞ্জ, গড়িয়াহাটের পর এবার বড়বাজার, ফের যকের ধন !
১৫ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন। আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজ থেকে লাগাতার অনশনে বসলেন তিন জন আন্দোলনকারী।
এবার বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে গেলে মহিলাদের কাটারি নিয়ে বেরোনোর দাওয়াই দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে কর্মিসভায় তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে গেলে বসিয়ে পান সুপারি খাওয়াবেন। তারপর টাকা চাইবেন। না বলতে পারলে, ডাং মারবেন। পাল্টা বিজেপির কটাক্ষ, আসলে তৃণমূল হেরে যাবে বুঝে ভয়ে এসব বলছে।
পঞ্চায়েত ভোটের আগে অশান্ত উত্তর ২৪ পরগনার খড়িবাড়ি। সিপিএমের সভার আগে পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের।
প্রতিবাদে খড়িবাড়িতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সিপিএমের।
গ্রুপ ডি মামলায় এবার সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কার নির্দেশে এই দুর্নীতি ? নাম জানাতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে'।
আবহাওয়ার ভোলবদল। ফের একধাক্কায় পারদ নামল ৪ ডিগ্রি। ১৭-র নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা। জারি কুয়াশার দাপট।
আগের ৬০৯ জন সহ আড়াই হাজারের বেশি চাকরি বাতিল। অবৈধ চাকরিপ্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ। ৩ সপ্তাহের মধ্যে শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের।
বালিগঞ্জের পর গড়িয়াহাটে গাড়ির ডিকিতে কোটি টাকার খোঁজ। ধৃতদের জেরায় উঠে এল এক ব্যবসায়ীর নাম। গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিয়োগ-দু্র্নীতিতে পরতে পরতে 'জালিয়াতি' কুন্তল ঘোষের। টাকা নিয়ে 'পর্ষদের ওয়েবসাইটে' কোয়ালিফায়েড দেখানো হয় চাকরিপ্রার্থীদের। পরে উধাও নাম! নথি এবিপি আনন্দের হাতে।
নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই প্রাথমিক টেটের ফলপ্রকাশ হল। পরীক্ষার ২ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। ৩টের পর ওয়েবসাইটে ফল জানতে পারবেন ৬ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থী।
ওএমআরে কারচুপি। চাকরি গেল এসএসসি গ্রুপ ডি-র ১ হাজার ৯১১ জনের। সুপারিশপত্র প্রত্যাহার করল কমিশন। অবিলম্বে বিজ্ঞপ্তি জারির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই আজ প্রাথমিক টেটের ফলপ্রকাশ। পরীক্ষার ২ মাসের মাথায় ফলপ্রকাশ করছে বোর্ড। ওয়েবসাইটে ফল জানতে পারবেন ৬ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থী।
গ্রুপ-ডি মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশ। অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল কমিশন।
আদালতের পরামর্শ মেনে শিক্ষক বদলির ক্ষেত্রে আজই নতুন গাইডলাইন জারি করতে পারে রাজ্য, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। নতুন নির্দেশিকা আসলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন, শিক্ষা দফতরের আইনজীবীকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
বীরভূমে মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে।
ফের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। রাষ্ট্রপতির অভিভাষণের উপর রাহুলের বক্তৃতাকে সংসদের অন্যতম সেরা বলে ডায়নামিক ইউথ আইকন বলে ট্যুইটে সম্বোধন করলেন আসানসোলের তৃণমূল সাংসদ।
নিয়োগ-দু্র্নীতিতে পরতে পরতে জালিয়াতির অভিযোগ উঠেছে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম।
নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম সাকারিয়া ও সংস্থার অ্যাকাউন্ট্যান্টকে তলব ইডি-র। চলতি সপ্তাহেই ইডি-র দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ। হার্ড ডিস্ক, কম্পিউটার, অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে হবে জিজ্ঞাসাবাদ, খবর ইডি সূত্রে।
গড়িয়াহাটে একটি গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় ধৃতদের জেরায় উঠে এল এক ব্যবসায়ীর নাম। পুলিশ সূত্রে দাবি, এই টাকা ওই ব্যবসায়ীর। কিন্তু, গাড়িতে এত টাকা কেন রাখা হয়েছিল? টাকার উৎসই বা কী? তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
জামার ভেতরে সোনার পেস্ট বানিয়ে পাচারের চেষ্টা৷ কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা বিমানবন্দরে আটক করা হল এক যাত্রীকে। গতকাল রাতে ইন্ডিগোর বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতায় আসেন এক যাত্রী। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে শুল্ক দফতর।
বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট, ফের কোটি টাকার হদিশ। গাড়ির ডিকিতে থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল। কলকাতা পুলিশের এসটিএফের অভিযান, গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় পাকড়াও। গ্রেফতার ২। কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও রহস্য।
কোচবিহারে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন দুই তৃণমূল। বিজেপির উদ্দেশে হাতভাঙার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধমকাচ্ছে চমকাচ্ছে। যদি নির্বাচনে আমাদের কর্মীদের মাথা ফাটাতে আসে, ওদের হাত এমন করে ভাঙব আর জোড়া লাগবে না। দিনহাটায় কর্মীসভায় হুঙ্কার দিলেন উদয়ন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপর ধীরে ধীরে বিদায় নেবে শীত।
কলকাতায় ফের আবহাওয়ার ভোলবদল। গতকালের তুলনায় এক ধাক্কায় আজ প্রায় ৪ ডিগ্রি নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া ছিল কলকাতা।
প্রেক্ষাপট
সকালের শিরোনাম ( Morning Headlines )
- বালিগঞ্জের পর গড়িয়াহাটে ( Gariahat Money Recover ) কুবেরের ধন! গাড়ির ডিকিতে থরে থরে সাজানো ৫০০ টাকার কোটি টাকার হদিশ। ২জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
- ৩টি গাড়়িতে ৯ কোটি, একটি গাড়ি থেকে দেড় কোটির হদিশ ( Money Recover In Kolkata ) , বাকি ২টি গাড়ি কোথায়? কার কাছে যাচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? বালিগঞ্জকাণ্ডে বাড়ছে রহস্য।
- বালিগঞ্জে গজরাজ গ্রুপ থেকে ১ কোটি ৪০ লক্ষের হদিশ। নিজেকে বাঁচাতে ভিজিটর বলে পরিচয় দেন খোদ মালিক বিক্রম শিকারিয়া! চাঞ্চল্যকর দাবি ইডির ( ED ) ।
- ১২ কোটির জমি ৩ কোটি দেখিয়ে কেনা হয়েছিল চক্রবেড়িয়ার গেস্ট হাউস! নেপথ্যে রাজনৈতিক প্রভাবশালী ও মন্ত্রী। দেড় কোটি উদ্ধারে বিস্ফোরক ইডি।
- বালিগঞ্জকাণ্ডে বাড়ি মালিকের তৃণমূল ( TMC ) যোগের অভিযোগ বিজেপির। মমতার ( Mamata Banerjee ) সঙ্গে ভাইয়ের সঙ্গে ছবি দেখিয়ে আক্রমণ।শুভেন্দুর সঙ্গে ছবি দেখিয়ে পাল্টা কার্তিক।
- স্কুলে শিক্ষক থেকে গ্রুপ ডি। চাকরি হারাতে চলেছেন সাড়ে ৩ হাজারেরও বেশি। ওএমআর শিটের ( OMR Sheet ) সঙ্গে সার্ভারের নম্বরের ফারাক, দুর্নীতি কবুল খোদ কমিশনের।
- গ্রুপ ডি পদে চাকরি হারাতে চলেছেন প্রায় ৩ হাজার। আজকের মধ্যেই এসএসসির ( SSC ) হলফনামা তলব। তারপরেই সুপারিশপত্র প্রত্যাহার, জানাল হাইকোর্ট।
- বিচারপতি বসুর মতো দয়ার সাগর নই। নিয়োগ দুর্নীতি মামলায় কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। দুর্নীতিতে অদৃশ্য হাত কার, দেখতে চাই বলে মন্তব্য।
- শিবপুরের বাড়িতে ৯ কোটিরও বেশির হদিশ! হাইকোর্টে হাজিরা দিতেই ইডির হাতে আর্থিক দুর্নীতিতে ২ অভিযুক্ত গ্রেফতার। খারিজ নিম্ম আদালতের রায়।
- পতাকা বিড়ির অফিসে ম্যারাথন আয়কর হানা। মির্জা গালিব স্ট্রিটের অফিসে ৩৬ ঘণ্টা, মুর্শিদাবাদের অফিস-কারখানায় ২৮ঘণ্টার তল্লাশি। প্রচুর নথি বাজেয়াপ্ত।
- ঝালদা পুরসভায় ফের ধাক্কা রাজ্য সরকারের। নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্য়ায়কেই পুনবর্হালের নির্দেশ হাইকোর্টের। মূল মামলা ফিরল সিঙ্গল বেঞ্চে।
- কবে জমির জরিপ? দিনক্ষণ জানতে ফের অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর।
- ভাঙা হচ্ছে বর্ধমান স্টেশনের রেল ওভারব্রিজ। আজও হাওড়া-বর্ধমান কর্ড ও মেন লাইনে বাতিল ২২টি লোকাল ট্রেন। ২১ তারিখ পর্যন্ত চলবে দুর্ভোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -