WB News Live Updates: ব্যাঙ্কক যাওয়ার পথে অভিষেকের শ্যালিকাকে ‘বাধা’

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 10 Sep 2022 11:40 PM
West Bengal News Live: ব্যাঙ্কক যাওয়ার পথে অভিষেকের শ্যালিকাকে ‘বাধা’

ব্যাঙ্কক যাওয়ার পথে অভিষেকের শ্যালিকাকে ‘বাধা’ব্যাঙ্কক যাওয়ার সময় বিমানবন্দরে মেনকা গম্ভীরকে বাধা। কলকাতা বিমানবন্দরেই অভিষেকের শ্যালিকাকে বাধা। আড়াই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রাখা হয় মেনকা গম্ভীরকে: সূত্র। সামনের সপ্তাহে হাজিরার জন্য বিমানবন্দরেই মেনকা গম্ভীরকে ইডির নোটিস: সূত্র। 

WB News Live: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ১৭ কোটি ৩২ লক্ষের হদিশ!

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ১৭ কোটি ৩২ লক্ষের হদিশ!

West Bengal News Live: এসএসসি, কয়লা থেকে গরু, পরপর দুর্নীতির তদন্তে সিবিআই, আক্রমণে তৃণমূল বিধায়ক

এসএসসি, কয়লা থেকে গরু, পরপর দুর্নীতির তদন্তে সিবিআই, আক্রমণে তৃণমূল বিধায়ক

WB News Live: শেষ টাকা গোনার প্রক্রিয়া, বাইরে আনা হল মেশিন 

শেষ টাকা গোনার প্রক্রিয়া, বাইরে আনা হল মেশিন 

West Bengal News Live: কোথা থেকে এল বিপুল পরিমাণে কালো টাকা? বাড়ছে রহস্য।

কোথা থেকে এল বিপুল পরিমাণে কালো টাকা? বাড়ছে রহস্য। 

WB News Live: গার্ডেনরিচে প্লাস্টিকে মোড়ে টাকার পাহাড় গুনতে দিন পার!

সকাল থেকে সন্ধে--গার্ডেনরিচে প্লাস্টিকে মোড়ে টাকার পাহাড় গুনতে দিন পার! কোথা থেকে এল বিপুল পরিমাণে কালো টাকা? বাড়ছে রহস্য। 

West Bengal News Live: ইডি রেড করে বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ফিরহাদের

ইডি রেড করে বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ফিরহাদের

WB News Live: ২ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকার নোটে বান্ডিল বান্ডিল টাকার হদিশ!

২ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকার নোটে বান্ডিল বান্ডিল টাকার হদিশ!

West Bengal News Live: অধরা মূল অভিযুক্ত ব্যবসায়ী আমির খান, ৩টি ফোনই সুইচড অফ!

অধরা মূল অভিযুক্ত ব্যবসায়ী আমির খান, ৩টি ফোনই সুইচড অফ!

WB News Live: ব্যবসায়ীর ঘরে আর কত কোটি? গুনতে এল একের পর এক টাকার মেশিন

ব্যবসায়ীর ঘরে আর কত কোটি? গুনতে এল একের পর এক টাকার মেশিন

West Bengal News Live: ব্যবসায়ীর বাড়ির দোতলায় খাটের নিচে থরে থরে টাকার বান্ডিল!

ব্যবসায়ীর বাড়ির দোতলায় খাটের নিচে থরে থরে টাকার বান্ডিল!

WB News Live: ১০ ঘণ্টা পার, আরও কয়েক কোটি পাওয়ার অনুমান ইডির: সূত্র

১০ ঘণ্টা পার, আরও কয়েক কোটি পাওয়ার অনুমান ইডির: সূত্র

West Bengal News Live: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ১৮ কোটির বেশি টাকার হদিশ!

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ১৮ কোটির বেশি টাকার হদিশ! খাটের নিচে টাকার পাহাড়, কালো টাকার রহস্য কী? 

WB News Live: খাটের নিচে টাকার পাহাড়, কালো টাকার রহস্য কী? 

খাটের নিচে টাকার পাহাড়, কালো টাকার রহস্য কী? 

West Bengal News Live: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ১৭ কোটির বেশি টাকার হদিশ!

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ১৭ কোটির বেশি টাকার হদিশ!

WB News Live: গার্ডেনরিচে খাটের তলা থেকেই মিলল ১৬ কোটি টাকা!

গার্ডেনরিচে খাটের তলা থেকেই মিলল ১৬ কোটি টাকা!

West Bengal News Live: গার্ডেনরিচে খাটের তলা থেকেই মিলল সাড়ে ১৫ কোটি টাকা!

গার্ডেনরিচে খাটের তলা থেকেই মিলল সাড়ে ১৫ কোটি টাকা!

WB News Live: পার্থ-অর্পিতার পরে ফের কলকাতায় টাকার পাহাড়!

পার্থ-অর্পিতার পরে ফের কলকাতায় টাকার পাহাড়! গার্ডেনরিচে ইডির অভিযান, ব্যবসায়ীর বাড়ির খাটের নীচে কোটি কোটি টাকার হদিশ! 

West Bengal News Live: ৯ ঘণ্টা পার, আরও কয়েক কোটি পাওয়ার অনুমান ইডির: সূত্র

৯ ঘণ্টা পার, আরও কয়েক কোটি পাওয়ার অনুমান ইডির: সূত্র 

WB News Live: বাগদায় উদ্ধার আড়াই কেজি সোনা

বাগদায় উদ্ধার আড়াই কেজি সোনা! বিএসএফের অভিযানে উদ্ধার ১ কোটি টাকার সোনা! উদ্ধার ২১টি সোনার বিস্কুট, ওজন ২ কেজি ৪৫০ গ্রাম সোনা

West Bengal News Live: টাকার পাহাড় নিয়ে যেতে এল ১০টি ট্রাঙ্ক ভর্তি ট্রাক!

টাকার পাহাড় নিয়ে যেতে এল ১০টি ট্রাঙ্ক ভর্তি ট্রাক!

WB News Live: ৮ ঘণ্টায় গার্ডেনরিচে ১২ কোটির হদিশ, লুকিয়ে আর কত?

 ৮ ঘণ্টায় গার্ডেনরিচে ১২ কোটির হদিশ, লুকিয়ে আর কত?

West Bengal News Live: আমতার মৃত প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের ভাই আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড়

হাওড়ার আমতার মৃত প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের ভাই আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড়। সলমন খানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে সিআইডি ও পুলিশ। বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। 

WB News Live: সাদামাটা বাড়ির আড়ালে কোটি কোটি ‘কালো’ টাকার কারবার!

সাদামাটা বাড়ির আড়ালে কোটি কোটি ‘কালো’ টাকার কারবার!

West Bengal News Live: মোবাইল গেমিং অ্যাপে কীভাবে ফাঁদ পেতেছিল প্রতারকরা?

মোবাইল গেমিং অ্যাপে কীভাবে ফাঁদ পেতেছিল প্রতারকরা? অভিযোগ, প্রতিদিন ৩-৪ হাজার টাকা জেতার অফার দেওয়া হত অ্যাপ ব্যবহারকারীদের। অনলাইন লটারির মাধ্যমে খেলায় টাকা জেতানোর নামে প্রতারণার ফাঁদ পাতা হয়। শুরুতে কমিশনের ভিত্তিতে পুরস্কার দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে প্রতারকরা। কমিশনের টাকা সরাসরি ব্যাঙ্কে ঢুকে যাচ্ছিল। এরপর ফাঁদে পা দিয়ে অ্যাপ ব্যবহারকারীরা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা মাত্রই টাকা তোলার অপশন বন্ধ করে দিয়ে সার্ভারের সব অ্যাডমিন ও অ্যাপ্লিকেশন ডিটেল মুছে দেওয়া হয়। এভাবে প্রায় ৬৫-৭০ কোটি টাকা বাজার তোলা হয়েছে বলে অভিযোগ। 

WB News Live: ফের কলকাতায় টাকার পাহাড়, এবার গার্ডেনরিচে যকের ধন!

ফের কলকাতায় টাকার পাহাড়, এবার গার্ডেনরিচে যকের ধন!

West Bengal News Live: ইডি-র  অভিযানে উদ্ধার কোটি কোটি টাকা

ইডি-র  অভিযানে খাস কলকাতার বুক থেকে উদ্ধার কোটি কোটি টাকা  ! পার্থ-অর্পিতাকাণ্ডের পর ফের কলকাতায় টাকার পাহাড়ের হদিশ, খবর ইডি সূত্রে! মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে  গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র অভিযানে এখনও পর্যন্ত উদ্ধার ৭ কোটি টাকা, বলছে সূত্র। ব্যবসায়ীর বাড়ির দোতলার ঘরে একটি খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ৫০০ ও ২ হাজারের বান্ডিল বান্ডিল নোট।


 

WB News Live: ইডি-র হানায় উদ্ধার ৫ কোটি টাকা গার্ডেনরিচে

ইডি-র হানায় উদ্ধার ৫ কোটি টাকা গার্ডেনরিচে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা । গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ইডি সূত্রে।

West Bengal News Live: দামোদরের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে নেমে মৃত্যু ছাত্রের

সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় ছাত্র স্নান করতে নেমে ডুবে যায় এক ছাত্র।  ছয় ছাত্র আজ সকাল সাতটা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে নামে তিন জন, তাদের মধ্যে বি-টেক তৃতীয় বর্ষের ছাত্র শুভম সান্তম রাজু তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে দুই ছাত্র, তলিয়ে যায় শুভম নটা নাগাদ। সাড়ে দশটা নাগাদ দেহ উদ্ধার করে এলাকার স্থানীয় বাসিন্দা ও বড়জোড়া থানার উদ্ধার বাহিনী ।  মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

WB News Live: আনিসের ভাইয়ের বাড়িতে আমতার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র

নিহত ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাই সলমন খানের ওপর হামলার অভিযোগ। খবর পেয়ে এদিন আনিসের ভাইয়ের বাড়িতে যান আমতার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। 

West Bengal News Live: আনিসের ভাইয়ের উপর হামলায় প্রতিক্রিয়া তৃণমূলের

হাওড়ায় নিহত ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাইকে ধারাল অস্ত্রের কোপ, খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় নিজের বাড়িতেই আক্রান্ত হন বছর ২৪-র সলমন খান। গুরুতর জখম আনিসের ভাই হাসপাতালে চিকিৎধীন। আনিসের মৃত্যুতে বিচার চেয়ে সরব হওয়াতেই হামলা বলে অভিযোগ।  'হামলার সঙ্গে যোগ নেই',দাবি তৃণমূলের। 

WB News Live: বাগুইআটিকাণ্ডে মেসেজের কথা অস্বীকার মূল অভিযুক্ত-র

বাগুইআটিকাণ্ডে খুনের কথা কবুল করলেও মুক্তিপণ চেয়ে মেসেজ অথবা হুমকি মেসেজের কথা অস্বীকার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর। খবর সিআইডি সূত্রে। গতকাল গভীর রাত পর্যন্ত সত্যেন্দ্রকে জেরা করেন সিআইডি-র গোয়েন্দারা। সূত্রের খবর, জেরায় সত্যেন্দ্রর দাবি, ৫০ হাজার টাকা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রতারক বলে অপমান করত অতনু, সেই আক্রোশেই খুন। মেসেজ পাঠানো বা ৫০ হাজার টাকার জন্য খুনের দাবি আদৌ সঠিক কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

West Bengal News Live: গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী

গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন দুই মহিলা অফিসারও। চলছে তল্লাশি।

WB News Live: শহরজুড়ে ইডি-র তল্লাশি

শহরজুড়ে ইডি-র তল্লাশি। সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডি-র ৩টি দল। পার্ক স্ট্রিট থানা এলাকায় ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি আধিকারিকরা। 

West Bengal News Live: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কবে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা

১৯ জন তৃণমূল নেতার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিরোধীদের ৩০ নেতার বিরুদ্ধে মামলাতেও স্থগিতাদেশ। সেপ্টেম্বরের শেষে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা।

WB News Live: দুর্নীতি মামলায় আদালতে কী দাবি করল সিবিআই

শুধুমাত্র পরিকল্পনা করেই দুর্নীতি নয়, সেইসঙ্গে দুর্নীতি ঢাকার জন্য এবং প্রমাণ নষ্টের জন্যও পরিকল্পনা করা হয়েছে। দুর্নীতি মামলায় আদালতে দাবি করল সিবিআই। শান্তিপ্রসাদ সিন্হাকে ৮ দিনের সিবিআই হেফাজত ও মিডলম্যান প্রসন্ন রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। 

West Bengal News Live: স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দিতে হবে ডেটা রুমের নিয়ন্ত্রণ

CRPF প্রত্যাহার করে, স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দিতে হবে ডেটা রুমের নিয়ন্ত্রণ। সিবিআইকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ১৮ মে এসএসসির ডেটা রুম থেকে তথ্য লোপাটের আশঙ্কায় আদালতে যান মামলাকারীরা। তারই ভিত্তিতে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেয় আদালত।

WB News Live: সত্যের জয়, বললেন অনুব্রত

গরু পাচার মামলায় (Cattle Scam) চূড়ান্ত অস্বস্তির মধ্যেই মঙ্গলকোট অশান্তি মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তথ্য প্রমাণের অভাবে নির্দোষ প্রমাণিত মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ-সহ সব অভিযুক্ত। সত্যের জয়, বললেন অনুব্রত।  

West Bengal News Live: আনিস খানের ভাইয়ের উপর হামলা

হাওড়ায় আনিস খানের ভাইয়ের উপর হামলা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে অভিযোগ। 

প্রেক্ষাপট

গরু পাচার মামলায় (Cattle Scam) চূড়ান্ত অস্বস্তির মধ্যেই মঙ্গলকোট অশান্তি মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তথ্য প্রমাণের অভাবে নির্দোষ প্রমাণিত মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ-সহ সব অভিযুক্ত। সত্যের জয়, বললেন অনুব্রত।  


গরুপাচার মামলাতেও বেকসুর প্রমাণিত হব, কনফিডেন্ট বীরভূমের তৃণমূল সভাপতি। নিজেকে বীর ভাবছেন, তিহাড় জেলে যেতে হবে। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আগে নিজে তদন্তের মুখোমুখি হোন, পাল্টা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। 


 একের পর এক সিম বদল করেও হল না শেষরক্ষা। বাংলা ছেড়ে পালানোর ঠিক আগের মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরে একেবারে নাটকীয়ভাবে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। বাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের ২ সপ্তাহ পর গ্রেফতার করল বিধাননগর কমিশনারেট। 


শেষ কয়েক দিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমেই গা ঢাকা দিয়েছিলেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র।সেখান থেকে বেরিয়ে মুম্বই যাওয়ার জন্য একটি ট্রাভেল এজেন্সির অফিসে টিকিট কাটতে যান। ফোন অন করতেই গ্রেফতার। ধৃতের ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ। 


নিহত অতনুর বাড়িতে গেলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পুলিশের কড়া সমালোচনা। সিবিআই তদন্ত চাওয়া উচিত পরিবারের, দাবি শুভেন্দু অধিকারীর। পুলিশ চাইলেই ভাল তদন্ত, মন্তব্য সৌগত রায়ের।


CRPF প্রত্যাহার করে, স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দিতে হবে ডেটা রুমের নিয়ন্ত্রণ। সিবিআইকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ১৮ মে এসএসসির ডেটা রুম থেকে তথ্য লোপাটের আশঙ্কায় আদালতে যান মামলাকারীরা। তারই ভিত্তিতে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেয় আদালত।


শুধুমাত্র পরিকল্পনা করেই দুর্নীতি নয়, সেইসঙ্গে দুর্নীতি ঢাকার জন্য এবং প্রমাণ নষ্টের জন্যও পরিকল্পনা করা হয়েছে। দুর্নীতি মামলায় আদালতে দাবি করল সিবিআই। শান্তিপ্রসাদ সিন্হাকে ৮ দিনের সিবিআই হেফাজত ও মিডলম্যান প্রসন্ন রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। 


১৯ জন তৃণমূল নেতার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিরোধীদের ৩০ নেতার বিরুদ্ধে মামলাতেও স্থগিতাদেশ। সেপ্টেম্বরের শেষে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা।


টিটাগড়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে। গ্রেফতার ১। বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বিজেপির। পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল নেতৃত্বেরও। তৃণমূল কাউন্সিলরের ভাই পরিচয়ে ধর্ষণ, খুনের হুমকি। অভিযোগ নির্যাতিতার। অপরাধ করলে শাস্তি, পাল্টা ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 


শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু অব্যাহত। কসবার উত্তর পূর্বাচল রোডে মৃত্যু এক ব্যক্তির। ডেঙ্গি সংক্রমণের পর মৃত্যু, স্বীকার পুরসভার স্বাস্থ্য বিভাগের।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.