West Bengal News Live: নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 11 Mar 2022 08:15 PM
WB News Live Updates: ইসলামপুরে হচ্ছে সাইবার ক্রাইম থানা

সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সেখানকার পুলিশ জেলায় চালু হচ্ছে সাইবার ক্রাইম থানা। চলতি মাসেই থানাটি চালু করার ব্যবস্থা হচ্ছে।

West Bengal News Live Updates: উত্তরবঙ্গে ফের গ্রেফতার চোরাশিকারী

উত্তরবঙ্গে ফের গ্রেফতার চোরাশিকারী। এবার চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল ও ঘোষপুকুর বন দফতর।

WB News Live Updates: কে হবেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান?

১৭ বছরের পুরপ্রধান। তবে এবার পুরভোটে দাঁড়াননি দলের নীতি মেনে। পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উত্তরসূরি কে? কাকে দায়িত্ব দেবে দল? জল্পনায় ভাসছে একাধিক নাম। সমান তালে চলছে রাজনৈতিক তরজাও।

West Bengal News Live Updates: যানজটের জ্বালায় নাজেহাল শিলিগুড়িবাসী

দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন শিলিগুড়িবাসী। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী বারবার যানজট সমস্যা সমাধানের কথা বললেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ বিজেপির। সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র। 

WB News Live Updates: উদয়ন গুহর বিরুদ্ধে সরব দলীয় নেতা

কোচবিহারের দিনহাটা পুরসভা তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব হলেন সতীর্থ প্রাক্তন কাউন্সিলর। উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন জয়দীপ ঘোষ। তৃণমূল জেলা নেতৃত্ব যদিও বিষয়টি ভালভাবে নেয়নি। তবে এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে চাড়েনি বিজেপি। 

West Bengal News Live Updates: বাঁকুড়ায় তৃণমূলের হারে জবাব তলব

বাঁকুড়া পুরসভায় তিনটি ওয়ার্ডে হেরেছে তৃণমূল। ওই তিন ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থীরা। কেন দলের হার হল? সংশ্লিষ্ট ওয়ার্ড ও বুথ সভাপতিদের কাছে জবাব চেয়েছেন বাঁকুড়ার তৃণমূলের শহর সভাপতি। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশেই এটি ঘটেছে, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

WB News Live Updates: অফলাইনে পরীক্ষার বিরোধিতায় অশান্তি বিশ্বভারতীতে

অফলাইনে পরীক্ষার বিরোধিতায় অশান্তি বিশ্বভারতীতে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরুর দিনই তা বয়কটের ডাক দিলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে চলল বিক্ষোভ। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের।

West Bengal News Live Updates: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর অভিযোগ খারিজ করল রাজ্য সরকার

খারাপ পারফরম্যান্স তো দূরের কথা! মোদির স্বপ্নের জল জীবন মিশন প্রকল্পে সারা দেশে সবচেয়ে ভাল কাজ হয়েছে বাংলায়। কেন্দ্রীয় রিপোর্ট তুলে ধরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর অভিযোগ খারিজ করল রাজ্য সরকার। তা নিয়ে শুরু হয়েছে তরজা।

WB News Live Updates: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের জেনারেল ম্যানেজারের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় দিল্লি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। অন্য একটি প্রতারণা মামলায় দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ফেরার অভিযুক্তকে।  ২ অভিযুক্তরই ৫ দিনের পুলিশ হেফাজত হয়েছে। 

West Bengal News Live Updates: হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র

হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। তবে ১০ দিন তাঁর কথা বলা বারণ। দেড় মাসের মধ্যে কোনও জনসভা বা জোরে বক্তৃতাও না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

WB News Live Updates: খড় বোঝাই চলন্ত পিক আপ ভ্যানে আগুন

খড় বোঝাই চলন্ত পিক আপ ভ্যানে আগুন। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুরের ইস্কো বাইপাস রোডে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

West Bengal News Live Updates: হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের অভিযোগে আরও ২ জন গ্রেফতার

হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হল। মৃতের সহকর্মী কুন্দন কুমারকে আগেই গ্রেফতার করা হয় বিহার থেকে।

WB News Live Updates: আনিস হত্যা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিট

হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, সেই প্রশ্ন করেন বিচারপতি। আজই আনিস মৃত্যু মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করে সিট ও উত্তর ২৪ পরগনার জেলা জজ।

West Bengal News Live Updates: মদ্যপানের আসরে মৃত্যু যুবকের

মদ্যপানের আসরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এলাকায়। মদ্যপ অবস্থায় মারামারির জের নাকি অন্য কোনও কারণে মৃত্যু? কারণ নিয়ে ধোঁয়াশা। এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live Updates: জামাইয়ের হাতে খুন শাশুড়ি

জামাইয়ের হাতে খুন শাশুড়ি। স্ত্রী-ও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার পর অভিযুক্ত জামাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই খুন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে এসেছে। আহত গৃহবধূ শাহিনা বিবিকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

West Bengal News Live Updates: রাজ্যপালকে চিঠি সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের

সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি দিলেন বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া দুই বিজেপি বিধায়কের।

WB News Live Updates: আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার

কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হুগলির ভদ্রেশ্বরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার। ধৃতের নাম সৌমিত্র মির্দ্দা (৫৭)। সপ্তাহখানেক আগে ওই ব্যাঙ্কের জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিট, বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্টের নাম করে তছরুপ করা হয়। বিষয়টি নজরে আসতে নিজেদের মতো করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাসপেন্ড করা হয় ম্যানেজারকে। ভদ্রেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়। এরপর ভদ্রেশ্বর থানার পুলিশ ওই ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে।

West Bengal News Live Updates: পরিষদীয় দলের সদস্যদের বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি

চার রাজ্যে জয়ের পরই পরিষদীয় দলের সদস্যদের বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি। দল ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় রেখে চলার লক্ষ্যে বৈঠক, জানালেন সুকান্ত মজুমদার।

WB News Live Updates: তাজপুর বন্দর কোনওদিন হবে না, দাবি শুভেন্দুর

‘তাজপুর বন্দর কোনওদিন হবে না। বন্দর তৈরির জন্য কোনও জমি নেই। তাজপুর বন্দরের জন্য ৫,০০০ একর জমি লাগবে। দম থাকলে জমি কিনে দেখান। দেউচা-পাঁচামি নিয়ে আদিবাসীদের সঙ্গে বিজেপি আছে’, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live Updates: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ

নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ। হিমশৈলের চূড়া মাত্র, সময় থাকতে ব্যবস্থা নিন, পর্যবেক্ষণ হাইকোর্টের।

WB News Live Updates: ময়নাগুড়ি পুরসভার পুরপ্রধানের পদ ঘিরে রাজনৈতিক বিতর্ক

নবগঠিত ময়নাগুড়ি পুরসভার পুরপ্রধানের পদ ঘিরে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের চার কাউন্সিলরকে চেয়ারম্যান পদে বসানোর বিরোধিতা করে শহরের একাধিক জায়গায় দেওয়া হয়েছে লিফলেট। শাসকদলের অভিযোগ, পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। বিজেপির দাবি, লিফলেটের নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 

West Bengal News Live Updates: বহরমপুরে বিশেষ বাহিনী তৈরি করছে বিজেপি

বহরমপুরে এবার বিশেষ বাহিনী তৈরি করছে বিজেপি। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় বাহিনী গঠন করা হচ্ছে বলে জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির তো বাহিনী রয়েছেই, কটাক্ষ কংগ্রেসের। গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। 

WB News Live Updates: কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৭৭ লক্ষ জন, জানালেন মুখ্যমন্ত্রী

‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন। খাদ্যসাথী প্রকল্পে ১০ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন। শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটি সাড়ে ৪ লক্ষ স্কলারশিপ। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৭৭ লক্ষ জন,’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে। ‘এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিকল্প আইনি ব্যবস্থা আছে, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত’, বলল আদালত।

WB News Live Updates: শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়, বললেন মুখ্যমন্ত্রী

‘শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়। আর কোনও রাজ্যই সরকারি কর্মচারীদের পেনশন দেয় না’, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র, বললেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়। কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: রাজ্য বাজেটে কী কী জানান হল?

  • ‘লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা'

  • ‘ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়’

  • ‘ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত’

  • ‘সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়’

  • ‘সিএনজি চালিত যানবাহনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব’

  • ‘২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব’

West Bengal News Live Updates: রাজস্ব আদায়. ৩.৭৬ গুণ বেড়েছে

৯০ হাজার কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের থেকে পাই। জিএসটি নিয়ে যাচ্ছে, সেই ভাগ পুরো দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, টাকা দেয় না। তাতে বড় বড় নাম দেয়, কেন্দ্রীয় সরকারের নামে, চিঠি পাঠায়, জানালেন মমতা। 

WB News Live Updates: ‘প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার’

২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান বিজেপির। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান বিজেপি বিধায়কদের। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা।বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। ‘প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার’, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live Updates: বাজেট পড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য

আজ ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ। বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি।
বাজেট অধিবেশনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। ভাষণ চলাকালীন স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। 

WB News Live Updates: নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ

নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ হাইকোর্টের। দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। শিক্ষা দফতর নিযুক্ত এসএসসি-র ৫ সদস্যের কমিটি ও সার্বিক দুর্নীতি অনুসন্ধানে স্থগিতাদেশ। ‘দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র, এখনও সময় আছে, ব্যবস্থা নিন। কেন এসএসসি নিজে এফআইআর করেনি?’ প্রশ্ন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। 

West Bengal News Live Updates: ‘কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না’

‘মাথায় রাখুন, আমরা বিক্রির জন্য নয়, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না। চেম্বারে ঢুকে মামলা প্রভাবিত করার চেষ্টা করছেন আইনজীবী। আমি স্তম্ভিত’, আইনজীবী হরিশ সালভেকে জানালেন বিচারপতি শেখর ববি শরাফ। 

WB News Live Updates: তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ খড়গপুর পুরসভার জয়ী বাম প্রার্থীর

তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ খড়গপুর পুরসভার জয়ী বাম প্রার্থীর। পুরভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে সিপিআইয়ের হয়ে ৪ নম্বর ওয়ার্ডে লড়েন নার্গিস পারভিন। তৃণমূল প্রার্থীকে পাঁচ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। ভোটে জেতার পর এখন তৃণমূলেই ফিরতে চান জয়ী বাম প্রার্থী। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। জয়ী প্রার্থী তৃণমূলে যেতে চাওয়ায় অস্বস্তিতে সিপিআই নেতৃত্ব। এ নিয়ে তৃণমূল ও বামেদের খোঁচা দিয়েছে বিজেপি। 

West Bengal News Live Updates: টিউশন থেকে ফেরার পথে ব্যবসায়ী পুত্রকে অপহরণ

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে টিউশন থেকে ফেরার পথে, ব্যবসায়ী পুত্রকে অপহরণ, লক্ষাধিক টাকার মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ২ অভিযুক্তকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। ক্যানিংয়ে গোপন আস্তানা থেকে উদ্ধার হয়েছে অপহৃত শিশু। বুধবার টিউশন থেকে ফেরার পথে ৭ বছরের ওই শিশুকে অপহরণ করা হয়। বাড়িতে ফোন করে লক্ষাধিক টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। 

WB News Live Updates: আনিস খান মামলায়রিপোর্ট পেশ রিপোর্ট করল সিট

আনিস খান মামলায় আদালতে রিপোর্ট পেশ।  রিপোর্ট পেশ করল সিট এবং জেলা জজ। ২০ পাতার রিপোর্ট পেশ করল সিট। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 

West Bengal News Live Updates: বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্রীকে

বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্রীর আহত হওয়াকে কেন্দ্র করে রানিগঞ্জে উত্তেজনা। ট্রাক্টর ভাঙচুরের চেষ্টা।স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ সাইকেলে চড়ে যাচ্ছিল দুই বোন। বালি বোঝাই ট্রাক্টর সাইকেলে ধাক্কা মারায় পড়ে গিয়ে আহত হয় একজন। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।ওই রাস্তায় বালি বোঝাই লরি চলাচল বন্ধের দাবি জানান তাঁরা। পরে রানিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক্টর চালক পলাতক। 

WB News Live Updates: বাড়ির কাছে কোথাও বা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আর্জি অনুব্রতর

গৃহবন্দি থাকার মতো শারীরিক অবস্থা অনুব্রতর নয়, প্রাথমিকভাবে মনে করছে আদালত। ‘বারবার আদালত কেন হস্তক্ষেপ করবে? তাঁকে তো সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই-এর হাত আদালতে কেন বেঁধে দেবে?', পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্থার। বাড়ির কাছে কোথাও বা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আর্জি অনুব্রতর। ‘সাক্ষ্যগ্রহণের জন্য ডাকলেই অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত’, আদালতে পাল্টা দাবি সিবিআই-এর। 

West Bengal News Live Updates: গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে। ‘এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই, বিকল্প আইনি ব্যবস্থা আছে, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত’। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর আর্জি খারিজ

WB News Live Updates: "এজেন্সিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে ক্ষমতা দখল মোদির"

এজেন্সিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন মোদি। সিবিআই নিরপেক্ষ হলে একই মামলায় আমার জেল অথচ শুভেন্দু ছাড় পায় কী করে? প্রশ্ন তুলে মোদিকে নিশানা ফিরহাদ হাকিমের। 

West Bengal News Live Updates: ট্যুইটে মোদিকে কটাক্ষ তৃণমূলের ভোটকুশলীর

রাজ্যের বিধানসভা ভোটের ফল নিয়ে এই হইচইয়ের মানে মনস্তাত্ত্বিক সুবিধা আদায়। বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোই লক্ষ্য। এই মিথ্যা ব্যাখ্যার চক্করে পড়বেন না। চার রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির ভালো ফলের পর ট্যুইটে মোদিকে কটাক্ষ তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের।

WB News Live Updates: ছাড়া পাচ্ছেন মদন মিত্র

আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মদন মিত্র। এসএসকেএম সূত্রে খবর, সকালে চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রকে আপাতত নরম খাবার ও কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। কাগজে লিখে মনের ভাব প্রকাশ করছেন মদন মিত্র।

West Bengal News Live Updates: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজারের অভিযোগ, ক্রেডিট কার্ড খোয়ানোর কিছুদিন পরেই ব্যাঙ্ক কর্মী পরিচয়ে ফোন করে কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। এরপর অভিযোগকারিণীর কাছে ক্রেডিট কার্ডের ১ লক্ষ ৭২ হাজার ৮৮৪ টাকার বিল আসে। খোঁজ নিয়ে জানা যায়, নয়ডা ও গুরুগ্রামে ব্যবহার করা হয়েছে ওই ক্রেডিট কার্ড। তদন্তে নেমে দিল্লি থেকে জ্ঞানদীপ দীক্ষিত নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: ‘বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোই লক্ষ্য’, টুইট পিকের

‘রাজ্যের বিধানসভা ভোটের ফল নিয়ে এই হইচইয়ের মানে মনস্তাত্ত্বিক সুবিধা আদায়। বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোই লক্ষ্য। এই মিথ্যা ব্যাখ্যার চক্করে পড়বেন না’, মোদিকে ট্যুইটে কটাক্ষ প্রশান্ত কিশোরের। 

West Bengal News Live Updates: বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা

আজ ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ। বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আর্থ-সামাজিক প্রকল্পে জোর দিয়েছেন।

WB News Live Updates: সাড়ে ৩ ঘণ্টা ধরে রেল অবরোধের জেরে ভোগান্তি

হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে সাড়ে ৩ ঘণ্টা ধরে রেল অবরোধের জেরে ভোগান্তি। আটকে পড়ে আপ আরামবাগ লোকাল ও ডাউন তারকেশ্বর লোকাল। অবরোধ তুলতে রেলের তরফে মাইকে আবেদন জানানো হয়। 

West Bengal News Live Updates: বন্যা ত্রাণ কেলেঙ্কারি মামলায় বড় ঘোষণা

স্বস্তি মিলল না সুপ্রিম কোর্টেও। ২০১৭-র বন্যা ত্রাণ কেলেঙ্কারি মামলায় মালদার হরিশ্চন্দ্রপুর বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান, কর্মাধ্যক্ষ ও এক তৃণমূল নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। দুর্গতদের জন্য বরাদ্দ বন্যাত্রাণের ৭৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিন অভিযুক্ত। কলকাতা হাইকোর্ট জামিনের আবেদন নাকচ করে। এরপর সুপ্রিম কোর্টও তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে ২ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল মানেই দুর্নীতি। শাসক শিবিরের দাবি, দল দুর্নীতিকে সমর্থন করে না। 

WB News Live Updates: হাওড়া ব্রিজের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার

ভিনরাজ্যে পাচারের আগে হাওড়া ব্রিজের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল শুল্ক দফতর। আটক ২ পাচারকারী। সূত্রের খবর, বড়বাজার থেকে বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছিল ৩টি সোনার বার। যার ওজন ১ হাজার ৪৯৮ গ্রাম। ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে শুল্ক দফতর।

West Bengal News Live Updates:ভাটপাড়া পুরসভার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

ভাটপাড়া পুরসভার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গত চারমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। নিয়মিত বেতন-সহ একাধিক দাবিতে এদিন সব কাজ বন্ধ রেখে ভাটপাড়া পুরসভার ওয়ার্কশপের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী শ্রমিকরা। ঘটনাস্থলে যাওয়ায় ১০ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন রায়কে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। পুরবোর্ড গঠিত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আশ্বাস জয়ী তৃণমূল প্রার্থীর। 

WB News Live Updates: হাওড়া-গোঘাট শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ

অফিস টাইমে হাওড়া-গোঘাট শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ আরামবাগ লোকাল ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।

West Bengal News Live Updates: ময়নাগুড়ি পুরসভার পুরপ্রধানের পদ ঘিরে রাজনৈতিক বিতর্ক

নবগঠিত ময়নাগুড়ি পুরসভার পুরপ্রধানের পদ ঘিরে রাজনৈতিক বিতর্ক। শহরের বিভিন্ন এলাকায় মিলেছে লিফলেট। লিফলেটে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক ও ৫ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অনন্তদেব অধিকারী-সহ চার নেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা হয়েছে৷ শেষে লেখা, পুরপ্রধানের পদে কোনও কলঙ্কিত মানুষকে যেন বসানো না হয়। প্রচারক হিসেবে লিফলেটে নাম রয়েছে খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি কমল রায়ের। যদিও তাঁর দাবি, গোটাটাই বিরোধীদের ষড়যন্ত্র। থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পাল্টা দাবি বিজেপির।

WB News Live Updates: সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে আগুন নবান্নের কাছে

নবান্নর কাছে আগুন। ভোর ৪টে নাগাদ শিবপুর থানা এলাকার মনসাতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের নীচে ঘুঁটের স্তূপে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। মাসকয়েক আগে একই জায়গায় একটি সরকারি অফিসের পিছনে খড়ের গাদায় আগুন লাগে। 

West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনায়, এবার জল গড়াল আদালতে

বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনায়, এবার জল গড়াল আদালত পর্যন্ত। এখনও পর্যন্ত তদন্ত শুরু করেনি পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ২০১৬ সালেও একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিমানবন্দর থানায় FIR দায়ের করা হয়েছিল। কিন্তু আজও তার তদন্ত করেনি রাজ্য পুলিশ। তাই এবারের ঘটনার প্রকৃত তদন্তে আদালতের হস্তক্ষেপের দাবি তুলেছেন মামলাকারী।

WB News Live Updates: আনিস খানের বাবার সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

বৃহস্পতিবার আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাবার সঙ্গে দেখা করলেন, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি, হাওড়ার পাঁচলায় বিক্ষোভ দেখানোয় গ্রেফতার হয়েছিলেন মীনাক্ষী-সহ ১৬ জন বাম যুব নেতাকর্মী। মঙ্গলবার মুক্তি পান তাঁরা। তবে আন্দোলন চলবে। আনিসের বাবার সঙ্গে দেখা করার পর জানালেন মীনাক্ষী। 

West Bengal News Live Updates: বন্ড নিয়ে ধুন্ধুমার

হিমঘরে বন্ড পাওয়া নিয়ে ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়িতে। হিমঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল চাষিদের বিরুদ্ধে। না জানিয়েই নিয়ম বদল করা হয়েছে, পাল্টা অভিযোগ চাষিদের।

WB News Live Updates: ‘দুর্নীতি’ মামলায় ফের তলব

SLST-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টে হাজিরা দিলেন SSC-র প্রাক্তন উপদেষ্টার চিকিৎসক। মেডিক্যাল সার্টিফিকেট খতিয়ে দেখার পর, শুক্রবার SSC-র প্রাক্তন উপদেষ্টাকে ফের হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি। 

West Bengal News Live Updates: মদনের অস্ত্রোপচার সফল

মদন মিত্রর ভোকাল কর্ডে টিউমার অপারেশন সফল হয়েছে বলে জানালেন চিকিত্সকরা। তবে ১০ দিন কোনও কথা বলতে পারবেন না কামারহাটির তৃণমূল বিধায়ক। আপাতত লিখেই মনের কথা বোঝাচ্ছেন মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ৪-৫দিন তাঁকে ভর্তি থাকতে হবে এসএসকেএমেই। 

প্রেক্ষাপট

কলকাতা: বৃহস্পতিবার (Thursday) আমতায় (Amta) নিহত ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) বাবার সঙ্গে দেখা করলেন, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি, হাওড়ার (Howrah) পাঁচলায় বিক্ষোভ দেখানোয় গ্রেফতার হয়েছিলেন মীনাক্ষী-সহ ১৬ জন বাম যুব নেতাকর্মী। মঙ্গলবার মুক্তি পান তাঁরা। তবে আন্দোলন চলবে। আনিসের বাবার সঙ্গে দেখা করার পর জানালেন মীনাক্ষী। 


বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনায়, এবার জল গড়াল আদালত পর্যন্ত। এখনও পর্যন্ত তদন্ত শুরু করেনি পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ২০১৬ সালেও একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিমানবন্দর থানায় FIR দায়ের করা হয়েছিল। কিন্তু আজও তার তদন্ত করেনি রাজ্য পুলিশ। তাই এবারের ঘটনার প্রকৃত তদন্তে আদালতের হস্তক্ষেপের দাবি তুলেছেন মামলাকারী।


হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার ১। ধৃতের নাম কুন্দন কুমার। পুলিশ সূত্রে খবর, বাপ্পা ভট্টাচার্যকে খুনের পরিকল্পনা করেছিল সে।খুনের নেপথ্যে টাকা পয়সা সংক্রান্তের বিবাদ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে বলে দাবি তদন্তকারীদের। 


SLST-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টে হাজিরা দিলেন SSC-র প্রাক্তন উপদেষ্টার চিকিৎসক। মেডিক্যাল সার্টিফিকেট খতিয়ে দেখার পর, শুক্রবার SSC-র প্রাক্তন উপদেষ্টাকে ফের হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি।                           


মদন মিত্রর ভোকাল কর্ডে টিউমার অপারেশন সফল হয়েছে বলে জানালেন চিকিত্সকরা। তবে ১০ দিন কোনও কথা বলতে পারবেন না কামারহাটির তৃণমূল বিধায়ক। আপাতত লিখেই মনের কথা বোঝাচ্ছেন মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ৪-৫দিন তাঁকে ভর্তি থাকতে হবে এসএসকেএমেই।                                                                           


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.