WB News Live Updates: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা থেকে গ্রেফতার

Get the latest West Bengal News and Live Updates: দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দহন। স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল সরকার। ২ মে শুরু, স্কুল খুলবে ১৬ জুন। সরকারের পথে ২ মে থেকেই গরমের ছুটি এগিয়ে আনছে আইসিএসই।

abp ananda Last Updated: 28 Apr 2022 11:25 PM
WB News Live Updates: ঋণের আবেদন মঞ্জুর না করায়, দক্ষিণ ২৪ পরগনায় কৃষি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে মারধর

ঋণের আবেদন মঞ্জুর না করায়, দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ রায়পুরে কৃষি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে মারধর। ম্যানেজারকে গালিগালাজের অভিযোগ উঠল দুই সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজনের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

WB News Live Updates: কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির বাকযুদ্ধ চরমে

কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির বাকযুদ্ধ চরমে। "১৬ সালের একটা উপনির্বাচন, লোকসভা, আমি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন একজনকে আমরা বা আমি সেদিন দলের প্রার্থী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেছিলাম, একটা ভুলের মাসুল, সারা জেলার মানুষকে আজ ভুগতে হচ্ছে। একটা গোখরো সাপকে বিশ্বাস করা যায়। তাঁকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়া যায়। কিন্তু যার জন্য সুপারিশ করেছিলাম, তাঁকে আজ আর বিশ্বাস করা যায় না।" কোচবিহার জেলার তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের।

WB News Live Updates: ঝাড়গ্রামের বিনপুর ও বাঁকুড়ার তালডাংরায় মাওবাদীদের নামে পোস্টার

ঝাড়গ্রামের বিনপুর ও বাঁকুড়ার তালডাংরায় মাওবাদীদের নামে পড়ল পোস্টার। বিনপুরের পোস্টারে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয় দুই তৃণমূল নেতাকে।

WB News Live Updates: পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক

তোলাবাজদের দৌরাত্ম্যের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক। আরও নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিলেন শ্যামল মণ্ডল।

WB News Live Updates: মেডিক্যাল কলেজের একাংশে পানীয় জলের সমস্যা

অসহ্য গরমের মধ্যে মেডিক্যাল কলেজের একাংশে পানীয় জলের সমস্যা। মিলছে না পানীয় জল, অভিযোগ রোগীর পরিবারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।

WB News Live Updates: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার। হিংসায় উস্কানির অভিযোগে তমলুক থেকে গ্রেফতার ফরিদ ওরফে লিটু। তমলুক থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।

WB News Live Updates: আগামী সপ্তাহেই বৈঠকে বসছে উচ্চশিক্ষা দফতর

দুর্নীতি রোধে কলেজে ভর্তিতে এবার কেন্দ্রীয় অনলাইন? সূত্রের খবর, কেন্দ্রীয় অনলাইনে মিলল নবান্নের সবুজ সঙ্কেত। 

WB News Live Updates: তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় বিষ্ময় প্রকাশ হাইকোর্টের

‘প্রথম চার্জশিটে অনেকের নাম দিয়ে, দ্বিতীয় চার্জশিটে বাদ?’ তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় বিষ্ময় প্রকাশ হাইকোর্টের। নিরপেক্ষ তদন্ত করছে না রাজ্য পুলিশ, অভিযোগ মামলাকারীর।

WB News Live Updates: আরও কয়েকদিন থাকবে গরম

আরও ২ থেকে ৩দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। দু’এক জায়গায় নামমাত্র বৃষ্টি হলেও বদল হবে না তাপমাত্রার।

WB News Live Updates: রাজ্যে স্বাস্থ্য অধিকর্তা বদলি

স্বাস্থ্য অধিকর্তা বদলি। উত্তরকন্যার ওএসডি করে পাঠানো হল অজয় চক্রবর্তীকে। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী।

WB News Live Updates: দুর্নীতির অভিযোগে গ্রেফতার দমকলের বনগাঁ ফায়ার স্টেশন অফিসার।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার দমকলের বনগাঁ ফায়ার স্টেশন অফিসার। দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার ফায়ার স্টেশন অফিসার দেবাশিস হালদার। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ।

WB News Live Updates: মেডিক্যাল কলেজের একাংশে বিদ্যুৎ বিভ্রাট

অসহ্য গরমের মধ্যে মেডিক্যাল কলেজের একাংশে বিদ্যুৎ বিভ্রাট। মেডিক্যাল কলেজের নিউ বয়েজ হস্টেলে বিদ্যুৎ বিভ্রাট। কাজ করছে না লিফট, একাধিক রুমে নেই বিদ্যুৎ, অভিযোগ পড়ুয়াদের।
সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।

WB News Live Updates: ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য একাধিক পদক্ষেপ রাজ্যের

ইউক্রেন ফেরত পড়ুয়াদের দিয়ে একাধিক সিদ্ধান্ত রাজ্য সরকারের।

WB News Live Updates: বাবুলের শপথগ্রহণ-বিতর্কে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ

বাবুলের শপথগ্রহণ-বিতর্কে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ। বিধায়ক পদে বাবুলের শপথগ্রহণের অনুমোদন না মেলায় ক্ষুব্ধ অধ্যক্ষ।

WB News Live Updates: আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে পুর ও নগরোন্নয়ন দফতর এবং রাজ্যপালকে চিঠি

আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে পুর ও নগরোন্নয়ন দফতর এবং রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী। পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠানো চিঠিতে বিজেপি কাউন্সিলর জানিয়েছেন, পুর আইন অনুসারে সর্বাধিক ৬০ দিন কেটে গেলেও মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যান নির্বাচন করা হয়নি। যা আইনবিরুদ্ধ।

WB News Live Updates: নবান্নে মুখ্যমন্ত্রী-সৌরভ বৈঠক

কিছুক্ষণের মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিসিসিআই সভাপতি। সূত্রের খবর,  আইপিএলের ম্যাচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বোর্ড সভাপতি। করোনাকালে এই প্রথম ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ

WB News Live Updates: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এ প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত কেন্দ্রীয় ও রাজ্যের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রথম। ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনমিক গ্রোথ বিভাগে বিশ্বে ১৪তম স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষক এবং পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: পুরুলিয়ায় ক্যামেরায় পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি

পুরুলিয়ার সিমনি বিটের জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি। আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটির অবস্থান নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা।

West Bengal News Live Updates: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’। নন্দন ২ প্রেক্ষাগৃহে দীর্ঘক্ষণ স্ক্রিন অন্ধকার হয়ে থাকার অভিযোগ। জাতীয় সঙ্গীত চলাকালীন দীর্ঘক্ষণ কোনও শব্দ শোনা যায়নি বলে অভিযোগ।

WB News Live Updates: পাটশিল্প নিয়ে আন্দোলনে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন

পাটশিল্প নিয়ে ৪ মে আন্দোলনে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন, ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।

West Bengal News Live Updates: নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূলেরই বিধায়ক!

তোলাবাজ-দৌরাত্ম্যের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক। আরও নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিলেন শ্যামল মণ্ডল। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, হুমকি দিচ্ছে সমাজ বিরোধীরা। শাসক দলের বিধায়কের নিরাপত্তাহীনতা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল।

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিস্ফোরণ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিস্ফোরণ। উড়ে যায় বাড়ির চাল। বিস্ফোরণের ঘটনায় ৩ জন জখম হয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ফুচকা তৈরির সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।

West Bengal News Live Updates: জলাভূমি ভরাট ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বোলপুরে

বোলপুরে অবৈধভাবে জলাভূমি ভরাটের অভিযোগে প্রোমোটার-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ। সকালে পুরসভার কর্মীরা কাজ বন্ধ করতে গেলে প্রোমোটারের লোকজন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। যদিও অভিযুক্তের দাবি, অবৈধভাবে জলাভূমি ভরাট করা হচ্ছিল না।

WB News Live Updates: আসানসোলে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে রাজ্যপালকে চিঠি জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী-র

আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে পুর ও নগরোন্নয়ন দফতর এবং রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠানো চিঠিতে বিজেপি কাউন্সিলর জানিয়েছেন, পুর আইন অনুসারে সর্বাধিক ৬০ দিন কেটে গেলেও মেয়র পারিষদ এবং বরো চেয়ারম্যান নির্বাচন করা হয়নি। যা আইনবিরুদ্ধ বলে বিজেপি কাউন্সিলরের দাবি। তাঁর অভিযোগ, এর ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পুর নাগরিকরা। অভিযোগ অস্বীকার তৃণমূল পরিচালিত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের। বিজেপি বাড়ি বসেই মানুষের সমস্যা জানতে পেরে যাচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি। 

West Bengal News Live Updates: শিলিগুড়ি পুরসভা এলাকায় নিরাপত্তারক্ষী ‘খুন’

শিলিগুড়ি পুরসভা এলাকায় নিরাপত্তারক্ষী ‘খুন’। বহুতলের নিরাপত্তারক্ষীকে ছুরি দিয়ে কুপিয়ে ‘খুন’। রিকশচালকের সঙ্গে বচসার জেরে খুনের অভিযোগ। ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীর মৃত্যু। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পরিবহণ ব্যবস্থায়

বেড়েছে জ্বালানির দাম। কিন্তু বাস ভাড়া বাড়েনি। ফলে চূড়ান্ত সমস্যায় বাস মালিকরা। দুর্গাপুরে রোটেশনের ভিত্তিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, বাস কমায় বেড়েছে অটো-টোটোর দাপট। নাজেহাল যাত্রীরা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: ফরাক্কায় ব্যাঙ্ক ডাকাতি, গ্রেফতার আরও ৫

ফরাক্কায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় আরও ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হল ৩০ লক্ষ টাকা। ধৃত পাঁচজনই বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দা। গত ১৩ এপ্রিল ভর দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি হয় ফরাক্কার এক বেসরকারি ব্যাঙ্কে। সেদিনই তিন জনকে গ্রেফতার করে প্রায় ৫৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

WB News Live Updates: বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীকে ফেরাল নির্যাতিতার পরিবার

বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীকে ফেরাল নির্যাতিতার পরিবার। ‘আপনারা যেমন এসেছেন, তেমন চলে যান, রাজনীতি চাই না’, বিরোধী দলনেতাকে জানিয়ে দিল নির্যাতিতার পরিবার।

West Bengal News Live Updates: জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদী-আতঙ্ক

বনধ এবং একের পর এক পোস্টারে জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদী-আতঙ্ক। বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। বিরোধীরা অবশ্য মাওবাদী-ইস্যুতে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি।

WB News Live Updates: তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে পোস্টার

এবার তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার। আজ ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকার একাধিক জায়গায় পোস্টার মেলে। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক স্থানীয় নেতার নামে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই কোনও কোনও পোস্টারে অভিযোগ তোলা হয়েছে, মূল স্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজ নিয়ে দুর্নীতি চলছে। বিনপুরে মাওবাদীদের হুঁশিয়ারি পোস্টার নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live Updates: ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদী-আতঙ্ক

বনধ এবং একের পর এক পোস্টারে জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদী-আতঙ্ক। বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। বিরোধীরা অবশ্য মাওবাদী-ইস্যুতে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি।

WB News Live Updates: কেন্দ্রকে লেখা অর্জুন সিংহের চিঠি প্রকাশ্যে

পাটের দাম নিয়ে বিতর্কের মধ্যেই এবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা তাঁর চিঠি প্রকাশ্যে আনলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ১৯ এপ্রিল পীযূষ গোয়েলকে লেখা ওই চিঠিতে পাটশিল্পের শ্রমিকদের এই অবস্থা থেকে বের করতে আনতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী অপারগ কি না , তা সাতদিনের মধ্যে জানানোর অনুরোধ করেন। জনপ্রতিনিধি হিসেবে দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে সাধারণ মানুষের পাশে থাকার ধর্ম পালনের ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। পাশাপাশি, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপি সাংসদ অভিযোগ করেন, এই পরিস্থিতিতে পাটের অতিরিক্ত মূল্য নির্ধারণ করে কেন্দ্র রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে বলে দাবি করে বাংলার পাটশিল্পের সঙ্গে জড়িত শ্রমিক ও কৃষকদের ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার। কেন্দ্রকে লেখা চিঠিতে উল্লেখ বিজেপি সাংসদের।

West Bengal News Live Updates: বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ

বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে বোলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি পুকুরকে অবৈধভাবে ভরাট করছেন স্থানীয় বাসিন্দা উত্তম দাস। এই নিয়ে বেশ কয়েকবার বোলপুর পুরসভায় অভিযোগ জানানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, এরপরেও আজ সকালে পুকুর ভরাট চলছিল। খবর পেয়ে সেখানে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পুকুর ভরাট বন্ধ করে দেয় পুরসভা। অভিযুক্ত দাবি করেন, তাঁর কাছে বৈধ কাগজ রয়েছে। সরকারি নিয়ম মেনেই কাজ চলছিল। পরে এই ঘটনায় অভিযুক্ত-সহ কয়েকজনকে আটক করে বোলপুর থানার পুলিশ। 

WB News Live Updates: তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের

পাটশিল্পের উন্নতি চাইলে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেননি মুখ্যমন্ত্রী? তৃণমূল কেন রাস্তায় নামেনি? অর্জুন সিংহ প্রশ্ন তুলেছেন। তার সমাধান করা উচিত। পাটশিল্প নিয়ে অর্জুন সিংহের সাংবাদিক বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে উল্টে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: কবে হবে ৫ পুরসভার ভোট?

মে মাসেই শেষ হচ্ছে রাজ্যের পাঁচটি পুরসভার মেয়াদ। সূত্রের খবর, কবে এই পুরসভাগুলিতে ভোট করাতে চায় রাজ্য, তা জানতে চেয়ে চিঠি দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।

WB News Live Updates: রঘুনাথপুর থানার আইসি-র বিরুদ্ধে হামলার অভিযোগ

তাঁর বাড়িতে দুষ্কৃতীদের দিয়ে হামলা চালিয়েছেন রঘুনাথপুরের আইসি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রঘুনাথপুরের শহর যুব তৃণমূল সভাপতি। যদিও তা মানতে নারাজ আইসি। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: সিইএসসি-র বিরুদ্ধে গোপনে বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগ শুভেন্দু অধিকারীর

সিইএসসি-র বিরুদ্ধে গোপনে বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। ‘নিঃশব্দে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে সিইএসসি। কলকাতার ৩২ লক্ষ গ্রাহককে জানানোর প্রয়োজন মনে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আশীর্বাদেই এই একচ্ছত্র মনোভাব। যেন ধরেই নিচ্ছে গ্রাহকরা মেনে নেবে’, ট্যুইট বিরোধী দলনেতার।

WB News Live Updates: ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯ হাজার ৫৯ টাকা

২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯ হাজার ৫৯ টাকা। ই-কমার্স সাইটে প্রতারণার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। অভিযোগকারিণীর দাবি, মঙ্গলবার ই-কমার্স সাইটে তিনি ২৮৫ টাকার একটি জুতো অর্ডার দেন। অভিযোগ, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইনে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরেই তিন দফায় অভিযোগকারিণীর অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার ৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বারুইপুর পুলিশ জেলার তরফে জেলাজুড়ে সাইবার সচেতনতা অভিযান চলাকালীনই এই ঘটনা।

West Bengal News Live Updates: পার্টি অফিসে তালা ঝোলালেন তৃণমূল কর্মীদেরই একাংশ

দলের বুথ সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে পার্টি অফিসে তালা ঝোলালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত নেতার। তবে ব্লক নেতৃত্বের দাবি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: বিজেপিতে ফিরছেন অর্জুন সিংহ?

পাটের দাম বিতর্কে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ! এই মর্মে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিও দেবেন। এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ও জুট কমিশনারের ভূমিকায় ক্ষুব্ধ অর্জুন। তবে কি তিনি বিজেপি ছাড়তে পারেন? ফিরতে পারেন তৃণমূলে? অর্জুনকে নিয়ে জল্পনা তুঙ্গে। চলছে রাজনৈতিক তরজাও।

West Bengal News Live Updates: সেক্টর ফাইভে দুর্ঘটনা

সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে বেপরোয়া গাড়ি উল্টে দুর্ঘটনা। গুরুতর জখম গাড়ির চালক। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ডিভাইডারে ধাক্কা মারায় গাড়ির চাকা ভেঙে যায়। গাড়ি থেকে প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়েন চালক। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বাজেয়াপ্ত করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

WB News Live Updates: তৃণমূলকে তোপ দাগলেন রাজু বিস্ত

তৃণমূলের আমলে রাজ্যে বেকারত্ব চরমে পৌঁছেছে। চাকরির দাবিতে উত্তরবঙ্গেও পথে নামবেন বেকার যুবকরা। বাগডোগরা বিমানবন্দরে এমনই দাবি করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তথ্য না জেনেই কথা বলেন সাংসদ, পাল্টা জবাব তৃণমূলের।

West Bengal News Live Updates: বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি

বাংলায় জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন। এই দাবিতে শুক্রবার প্রথমে রাষ্ট্রপতি এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছে বিজেপি প্রভাবিত দিল্লির আইনজীবীদের এক সংগঠন। সঙ্গে থাকবে বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হওয়া ৩০টি পরিবারের সদস্যরা। যদিও এই কর্মসূচিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল।

WB News Live Updates: বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

রামপুরহাটকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। বুধবারের বৈঠকে এ নিয়ে সুর চড়িয়ে বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব এসেছে বিরোধী শিবির থেকেও।

West Bengal News Live Updates: পুলিশের ভূমিকায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর

রামপুরহাট হত্যাকাণ্ড থেকে হাঁসখালিতে গণধর্ষণ, খুনের মামলা। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। এই দু’টি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই প্রশ্নও তোলেন, যে পুলিশের গাফিলতির জন্য সরকার কেন ভুগবে? বিরোধীদের গলায় এ নিয়ে শোনা গেছে পাল্টা কটাক্ষের সুর।

প্রেক্ষাপট

দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দহন। স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল সরকার। ২ মে শুরু ছুটি, স্কুল খুলবে ১৬ জুন।


সরকারের পথে স্কুলে ২ মে থেকেই গরমের ছুটি এগিয়ে আনছে আইসিএসই। শুরু হবে অনলাইন ক্লাস। চলবে দশম-দ্বাদশের পরীক্ষা। 


তীব্র গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা বদলের সম্ভাবনা। মে-র শুরুতে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 


নিঃশব্দে কি বিদ্যুতের মাসুল বাড়াল সিইএসসি? সরকারের আশীর্বাদ! অভিযোগ তুলে কটাক্ষ শুভেন্দুর। মাসল বৃদ্ধি হয়নি, পাল্টা দাবি সিইএসসির। 


বেলাগাম পেট্রোল-ডিজেল। ভ্যাট না কমানোয় প্রধানমন্ত্রীর নিশানায় বাংলা-সহ ৭ অবিজেপি রাজ্য।


পেট্রোল-ডিজেলে ১৭ লক্ষ কোটির লাভ কেন্দ্রের। কেন রাজ্যের ৯৭ হাজার কোটি বকেয়া? ভ্যাট নিয়ে পাল্টা আক্রমণে মমতা।


বিজেপির অস্বস্তি বাড়িয়ে পাটের দাম নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণে অর্জুন। দ্বারস্থ হচ্ছেন মমতার। ফের আন্দোলনের হুঁশিয়ারি।


বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে? জল্পনা বাড়ালেন অর্জুন।


বাঁকুড়ায় শুভেন্দুকে ফেরাল নির্যাতিতার পরিবার।


হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।


রামপুরহাটকাণ্ডেও পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। ভুলের খেসারত দিতে হচ্ছে বলে আক্রমণ।


এবার শালবনিতে মাওবাদীদের নামে পোস্টার। মাও পোস্টারের নেপথ্যে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী। আসলের সঙ্গে নকল মাওবাদীদেরও চেনে প্রশাসন, কটাক্ষ বিজেপির। 


২১ মে থেকে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ৩১ মে পর্যন্ত। ৫ মে থেকে ২০ মে পর্যন্ত পাড়ায় সমাধান ক্যাম্প। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 


বিধায়ক হিসেবে বাবুলের শপথে সংঘাত। রাজভবনের অনুমোদনের অপেক্ষা। দায়বদ্ধতা মনে করালেন অধ্যক্ষ। কিছু বিষয়ে জবাব মেলেনি, পাল্টা রাজ্যপাল। 


শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। জুনে ফল প্রকাশের সম্ভাবনা। 
করোনাকালে মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ বিবেচনার ব্যবস্থা, জানাল সংসদ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.