West Bengal Live Updates: রাজ্যপালের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হচ্ছে, খবর সূত্রের

West Bengal Live Update : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর সবার আগে...

ABP Ananda Last Updated: 12 Feb 2023 11:34 PM
West Bengal News Live Updates:কাঁথিতে নাড্ডা, ত্রিপুরায় শুভেন্দু

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জে পি নাড্ডা যখন রামনগরে সভা করলেন, তখন ত্রিপুরায় নির্বাচনী সভায় ব্যস্ত রইলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে তৃণমূল কটাক্ষ করলেও, সুকান্ত মজুমদার বলছেন, সভায় না থাকলেও, শুভেন্দু অধিকারী তো আমাদের সঙ্গেই আছেন।

WB News Live Updates: রাজ্যপালের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হচ্ছে, সূত্রের খবর

রাজ্যপালের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হচ্ছে, সূত্রের খবর। রাজ্য়পালের প্রিন্সিপ্যাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হচ্ছে, সূত্রের খবর। নন্দিনী চক্রবর্তীর জায়গায় আনা হবে নতুন কাউকে, সূত্রের খবর। রাজ্যপাল নতুন টিম তৈরি করতে চাইছেন, সেই কারণেই সরানো হচ্ছে, সূত্রের খবর

West Bengal News Live Updates: শূন্য়স্থানে নিয়োগ-বিজ্ঞপ্তি

হাইকোর্টের নির্দেশে বাতিল শিক্ষাকর্মীদের শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা ১ হাজার ৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে, জানিয়েছে কমিশন। 

WB News Live Updates: জেলা আদালতের মালখানায় বাজেয়াপ্ত গাঁজার মধ্যে থেকেই মিলল হ্যান্ড গ্রেনেড

কোচবিহার জেলা আদালতের মালখানায় বাজেয়াপ্ত গাঁজার মধ্যে থেকেই মিলল হ্যান্ড গ্রেনেড! সেনার ব্যবহারের গ্রেনেড আদালতের মালখানায় এল কী করে? গাঁজার আড়ালে কি গ্রেনেড পাচার হচ্ছিল? উঠছে প্রশ্ন। আজ গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে সেনা। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।  

West Bengal News Live Updates: কোচবিহারে নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের

কোচবিহারে বিএসএফের গুলিতে তরুণের মৃত্য়ু, নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে সন্ধে ৬ পর্যন্ত নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করবে তৃণমূল।

WB News Live Updates: তাণ্ডবের পর কাবু দাঁতাল

প্রায় ২৪ ঘণ্টা তাণ্ডবের পর অবশেষে পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা গেল মত্ত হাতিকে। গতকাল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে দলছুট দাঁতালটি ঢুকে পড়ে হুগলির আরামবাগে। দিনভর সেখানে তাণ্ডব চালানোর পর আজ সকালে পাশের জেলা পূর্ব বর্ধমানে ঢুকেও দাপাদাপি করে সে। হাতির হামলায় আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আরামবাগের দুই বাসিন্দা।

West Bengal News Live Updates: অনুব্রতে বিস্ফোরক কাজল!

জেলে বসেই কি সংগঠন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল? অনুব্রত-ঘনিষ্ঠ সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর প্রসঙ্গ টেনে বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কাজল শেখ। জেলা তৃণমূলের কোর কমিটির এই সদস্যের মন্তব্য, হয়ত বিকাশ রায়চৌধুরীর সঙ্গে ফোনে অনুব্রত মণ্ডলের কথাবার্তা হচ্ছে! আর এ নিয়েই শুরু হয়েছে তরজা। 

WB News Live Updates: সোমে কর্মবিরতি

১৭ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। এরইমধ্যে, শুক্রবার থেকে অনশন শুরু করেছেন ৪ আন্দোলনকারী। সরকারের ওপর চাপ বাড়াতে কাল ফের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

West Bengal News Live Updates: 'পাচারের টাকা টালির চালে'

কয়লা, গরু পাচারের টাকা লুকিয়ে আছে টালির চালে। চাকরির কোটি কোটি চুরি করেছে হাওয়াই চটি, নাম না করে মমতাকে আক্রমণ নাড্ডার। 

WB News Live Updates: পূর্বস্থলীর সভা থেকে টিএমসি-র নতুন অর্থ বললেন জে পি নাড্ডা

পূর্বস্থলীর সভা থেকে টিএমসি-র নতুন অর্থ বললেন জে পি নাড্ডা। বাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। 'মহিলাদের উপর অত্যাচারে বাংলা দেশে চতুর্থ স্থানে'

West Bengal News Live Updates: 'মোদি জমানার কড়াকড়িতে বর্ডারে গরু পাচার বন্ধ হয়ে গেছে', অভিষেককে পাল্টা

'মোদি জমানার কড়াকড়িতে বর্ডারে গরু পাচার বন্ধ হয়ে গেছে। গরুর টাকা অ্যাকাউন্টে পৌঁছচ্ছে না, লাভটা বাড়িতে পৌঁছচ্ছে না', রামনগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের

WB News Live Updates: নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের ওপর অত্যাচারের অভিযোগ

নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের ওপর অত্যাচারের অভিযোগ। আবাসিকদের নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ। প্রতিবাদে বাঁকুড়ার বিষ্ণুপুরে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর। যাবতীয় অভিযোগ অস্বীকার নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের

West Bengal News Live Updates: নিকাশীর কাজ করতে গিয়ে সোনারপুরের মিশন পল্লিতে ভেঙে পড়ল ১৯টি বাড়ির পাঁচিল

নিকাশীর কাজ করতে গিয়ে সোনারপুরের মিশন পল্লিতে ভেঙে পড়ল ১৯টি বাড়ির পাঁচিল। কোথাও পাঁচিলের নীচে নেই মাটি, কোথাও তৈরি হয়েছে বড়সড় গর্ত। কোথাও হেলে পড়েছে দেওয়ালের একাংশ। দায় এড়িয়ে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। কেএমডিএ-র তরফে দ্রুত ব্যবস্থা না নিলে কাজ বন্ধের হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের

WB News Live Updates: নিজের সংসদীয় এলাকায় ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

নিজের সংসদীয় এলাকায় ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। রাস্তা সংস্কারের দাবিতে বাগদার আউলডাঙায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের জেরে গাড়ি থেকে নেমে জাহাজ প্রতিমন্ত্রীর আশ্বাস। এমপি ল্যাডের টাকা বন্ধ থাকায় রাস্তা সারাই হয়নি বলে দাবি। রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয় পঞ্চায়েতকেও নিশানা

West Bengal News Live Updates: বাংলায় এসে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ নাড্ডার

বাংলায় এসে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ নাড্ডার। 'মোদি সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে, তৃণমূল নেতারা চুরি করছে। মোদি সরকার খাবার পাঠাচ্ছে, তৃণমূল দুর্নীতি করে বাজারে বিক্রি করছে'। 

WB News Live Updates: বাংলায় এসে মুখ্যমন্ত্রীকে বাংলাতেই আক্রমণ জে পি নাড্ডার

বাংলায় এসে মুখ্যমন্ত্রীকে বাংলাতেই আক্রমণ জে পি নাড্ডার। 'টালির চালে লুকিয়ে কয়লা-গরু পাচারের টাকা', পূর্বস্থলীর সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতির। মমতাকে নির্মমতা বলে কটাক্ষ। সিন্ডিকেট, তোলাবাজির খেলা শেষ হবে, স্লোগান তুললেন নাড্ডা। নাড্ডার ভাষণে উঠে এল কার্টুনকাণ্ডের প্রসঙ্গও

West Bengal News Live Updates: জেলে বসেই বীরভূমে দল চালাচ্ছেন অনুব্রত?

জেলে বসেই বীরভূমে দল চালাচ্ছেন অনুব্রত? প্রশ্ন তুলে বিস্ফোরক খোদ তৃণমূল নেতা কাজল শেখ। বিস্ফোরক তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। 'জেলা কমিটির বৈঠকের আগে কোর বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর বক্তব্য, অনুব্রত মণ্ডলের কথায় দল চলছে'। 

WB News Live Updates: মায়ের বদলে ছেলে আর দাদার বদলে বোন পড়াচ্ছেন বানারহাটের স্কুলে !

ডুয়ার্সের গয়েরকাটায় শিক্ষাক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ উঠল। মায়ের বদলে ছেলে আর দাদার বদলে বোন পড়াচ্ছেন স্কুলে। 
জলপাইগুড়ির বানারহাট ব্লকের পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পার্শ্ব শিক্ষিকা মণি পাল বসুর পরিবর্তে চাকরি করছেন তাঁর ছেলে প্রীতম বসু। একই স্কুলে দাদা সুদীপ্তকুমার দে-র জায়গায় পড়াচ্ছেন তাঁর বোন রূপা দে। মা ও দাদার অসুস্থতার কারণে, স্কুল পরিদর্শকের অনুমতি নিয়েই তাঁরা পড়াচ্ছেন বলে দাবি করেছেন প্রীতম বসু ও রূপা দে। স্কুলের তথ্য
বাইরে বলবেন না বলে জবাব এড়িয়েছেন প্রধান শিক্ষিকা সঞ্চালি গঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায়। ফোনে যোগাযোগ করলেও, সাড়া মেলেনি এসআই-এর। বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন ডিআই প্রাইমারি লক্ষ্যমোহন রায়। 

West Bengal News Live Updates: পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্যের ইস্তফা মালদার বামনগোলায়

পঞ্চায়েত ভোটের মুখে, মালদার বামনগোলায় পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্য ইস্তফা দিলেন। যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলেরই ২ পঞ্চায়েত সদস্যকে মারধর ও এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ তুলে পদত্যাগ করেন তৃণমূল নেতা-নেত্রীরা। বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত সদস্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে
বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে দাবি করেছেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। বিজেপির কটাক্ষ, কাটমানির ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা। গোষ্ঠী কোন্দলের কথা কার্যত স্বীকার করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।


 

WB News Live Updates: ভাটপাড়ায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

ভাটপাড়ায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মাঠ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। পাশেই উদ্ধার সেভেন এমএম পিস্তল। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ।

West Bengal News Live Updates: 'বাংলায় পরিবর্তন হবেই' : নাড্ডা

'ভারতীয় জনতা পার্টি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। বাংলায় পরিবর্তন হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় জঙ্গলরাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজকে বিদায় দেবে বাংলার মানুষই।' পূর্বস্থলীর সভায় সুর চড়ালেন জে পি নাড্ডা।

WB News Live Updates: চাকরির দাবিতে ৭০০ দিনে পড়ল এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন

চাকরির দাবিতে ৭০০ দিনে পড়ল এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন। গাঁধীমূর্তির পাদদেশে চলছে অবস্থান বিক্ষোভ। ফাঁকা ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে কালো পোশাক পরে চলছে প্রতিবাদ।

West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীর ঘোষণামতো আজ জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন। পুলিশি পাহারায় আজ শান্তিনিকেতন থেকে কলকাতায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্য সেনকে নিয়ে প্রায় ৮টি গাড়ির কনভয় এদিন রওনা হয়। সড়ক পথে কলকাতায় আসছেন তিনি। ১৭ ফেব্রুয়ারি ফিরবেন শান্তিনিকেতনে। নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে অমর্ত্য সেন দাবি করেন, এর আগে বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর সম্পর্কে বিশ্ব হিন্দু পরিষদের আক্রোশের কথা জানতে পারেন। গত
৩০ জানুয়ারি, বিশ্বভারতীর জমি-বিতর্কে বীরভূমে গিয়ে অমর্ত্য সেনকে জমির নথি দেওয়ার পাশাপাশি, জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: কোচবিহারে আদালতের মালখানায় রাখা গাঁজার প্যাকেট থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড

পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটের মধ্যে রাখা ছিল গ্রেনেড। সেই প্যাকেট রাখা হয়েছিল কোচবিহার আদালতের মালখানায়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। দিনতিনেক আগে জানা যায়, আদালতের মালখানায় রাখা সেই গাঁজার প্যাকেটের মধ্যে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড। তড়িঘড়ি জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে আনা হয়। তারা এসে গ্রেনেড নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি। গাঁজার প্যাকেটে করে পাচার হচ্ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। 


 

West Bengal News Live Updates: গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ এসএসসির

হাইকোর্টের নির্দেশে বাতিল ১৯১১ জন শিক্ষাকর্মীর চাকরি। শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ এসএসসির। ১৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ। ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ। 'যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে তালিকা'। ওয়েটিং লিস্টেও অযোগ্য চাকরিপ্রার্থী থাকার সম্ভাবনা, জানিয়েছে এসএসসি।


 

WB News Live Updates: কলকাতা বিমানবন্দরে মুখোমুখি শুভেন্দু-কল্যাণ, সৌজন্য বিনিময় দুই রাজনৈতিক প্রতিপক্ষের

কলকাতা বিমানবন্দরে মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা যাওয়ার সময়, হঠাৎই লাউঞ্জে দেখা হল তৃণমূল সাংসদ ও বিরোধী দলনেতার। সৌজন্য বিনিময় করলেন দুই রাজনৈতিক প্রতিপক্ষ। 


 

West Bengal News Live Updates: মনজিৎ সিং গ্রেওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি তলব ইডি-র

বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি তলব করল ইডি। সুনির্দিষ্ট ৭টি নথি-সহ, আগামী ১৫ ফেব্রুয়ারি, সকাল ১১টায় তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে উপস্থিত হতে বলা হয়েছে। এই আবহেই ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের পাশে দাঁড়িয়েছে গুরুদ্বারাগুলি। অব্যাহত রাজনৈতিক তরজাও।

WB News Live Updates: ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগে আসানসোলের লালগঞ্জে তুলকালাম

ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগে আসানসোলের লালগঞ্জে তুলকালাম। অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে হামলা, পুলিশের সামনেই ভাঙচুর। চিকিৎসকের বাড়ির সামনে ছাত্রীর মৃতদেহ রেখে বিক্ষোভ। সর্দি-জ্বর নিয়ে চিকিৎসা করাতে এলে টাইফয়েডের ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ। এরপরই শারীরিক অবস্থার অবনতি হয় একাদশ শ্রেণির ছাত্রী শুক্লা মণ্ডলের। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে গতকাল মৃত্যু হয় শুক্লার। এরপরই আজ সকালে মৃতার দেহ নিয়ে চিকিৎসকের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা।

West Bengal News Live Updates: মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রিসর্টে হামলা, কাঠগড়ায় তৃণমূল নেতার ভাই

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রিসর্টে চাঁদার জুলুম। মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রিসর্টে হামলা, কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সন্ধেয় রহড়ার বন্দিপুরের ওই রিসর্টে তৃণমূলের খড়দা ব্লক সভাপতির ভাইয়ের নেতৃত্বে জনা চল্লিশ যুবক তাণ্ডব চালায়। রিসর্ট মালিকের দাবি, চাঁদার জুলুম নতুন ঘটনা নয়, এর আগেও ঘটেছে। রাতেই রহড়া থানায় অভিযোগ দায়ের হয়। এই নিয়ে তৃণমূল ব্লক সভাপতি বা তাঁর ভাইয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিজেপির কটাক্ষ, তোলা না পাওয়ায় হামলা চালানো হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। 

WB News Live Updates: উত্তরবঙ্গ থেকেই রাজ্য়ভাগ নিয়ে বিজেপির উদ্দেশে কড়া বার্তা অভিষেকের

উত্তরবঙ্গ থেকেই রাজ্য়ভাগ নিয়ে বিজেপির উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্য় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে অবস্থান স্পষ্ট করার চ্য়ালেঞ্জ ছোড়েন তিনি। তাঁর মুখে শোনা গেছে বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও! যদিও বিজেপি নেতৃত্ব এসবে গুরুত্ব দিতে নারাজ।

West Bengal News Live Updates: আগামী ২৪ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত পালিত হবে 'ট্রামযাত্রা ২০২৩'

উপলক্ষ, কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি। আগামী ২৪ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত পালিত হবে 'ট্রামযাত্রা ২০২৩'।  WBTC-র সহযোগিতায় অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন ও ট্রামযাত্রা সংগঠন। 

WB News Live Updates: মাথাভাঙায় বিএসএফের গুলিতে রাজবংশীর মৃত্যু, মোদি-শাহ-নিশীথকে আক্রমণ অভিষেকের

মাথাভাঙায় বিএসএফের গুলিতে রাজবংশীর মৃত্যু। একযোগে মোদি-শাহ-নিশীথকে আক্রমণ অভিষেকের।

West Bengal News Live Updates: চাকরি-হারা ১৯১১জনের তালিকায় বাঁকুড়া-কোচবিহারের তৃণমূল নেতা

কারচুপি করে নিয়োগ। চাকরি-হারা ১৯১১জনের তালিকায় বাঁকুড়া-কোচবিহারের তৃণমূল নেতা। একটি প্রশ্নের উত্তর দিয়েই নাম মেধাতালিকার প্রথম দশে। 

প্রেক্ষাপট

কলকাতা : অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে বিবাদে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কতৃপক্ষ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) দাবি করেছেন, বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন অর্মত্য সেন। এই নিয়ে তিনবার বিশ্বভারতীর পক্ষ থেকে অর্মত্য সেনকে চিঠি দেওয়া হয়েছে এবং যৌথ ভাবে জমি জরিপের প্রস্তাবও দেওয়া হয়েছে।


জমি বিতর্কের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন  । দিল্লির লোকজন তাঁকে পছন্দ করেন না বলে আগেই অভিযোগ করেছিলেন। দিল্লির উপকার করতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে এ বার অভিযোগ তুললেন তিনি। ওই জমি যে তাঁদের, তা-ও একবার স্পষ্ট ভাবে জানিয়ে দেন অমর্ত্য সেন।


স্ত্রীর দেহ আগলে স্বামী। গতকাল পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এলাকায় সার্ভে করতে আসেন হাওড়ার জগাছা থানার অন্তর্গত নন্দীপাড়া এলাকায়।  তুষার চক্রবর্তীর(৭৫) বাড়িতে দরজা নক করতে গিয়ে দুর্গন্ধ পান।দরজা কেউ খোলেনি।খবর দেওয়া হয় পুলিশে।জগাছা থানার পুলিশ এসে দরজা খুলে দেখেন তুষার বাবু ঘরে বসে রয়েছেন।মেঝেতে পড়ে রয়েছে তার স্ত্রী তপতি দেবীর(৬৭) পচা গলা দেহ।


'বিজেপির বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে মানুষের জবাব দেওয়ার সমাবেশ'। 'বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ'। 'এবার আসতে এক মাস দেরি হয়েছে, সবার কাছে ক্ষমা চাইছি'। 'শুধু ভোট চাইতে এখানে আসিনি'। 'আমাদের ভুলত্রুটির কারণে '১৯ ও '২১-এ মানুষ মুখ ফিরিয়েছিলেন'। 'তবে এই সমাবেশ পালাবদলের সমাবেশ'। 'মানুষ তৃণমূলকে চায়, কাল থেকে সবার বাড়ি যান'। মাথাভাঙার সমাবেশ থেকে তৃণমূল নেতাদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 


আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধিত পাঁচ ব্যাক্তির নাম আরিফ মন্ডল, রঞ্জিত সাধুখান, অপূর্ব রায়, অমর রায় , নীলরতন বিশ্বাস । পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে   গোপালনগর থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই  পাঁচ দুষ্কৃতী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.