West Bengal News Live : ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট! কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট!
West Bengal News : এক ক্লিকেই বিভিন্ন জেলার খবর ।
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির ভোটে তৃণমূলের হার। দীর্ঘ ৮ বছর পরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতি গেল সিটুর হাতে।
এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি! প্রাপ্ত নম্বর শূন্য, বাড়িয়ে করা হয়েছে ৫৭, ১ থেকে ৫৮! ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি।
ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে আলু কিনতে হবে রাজ্যকে। এই দাবিতে এবার বিধানসভায় সরব হলেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ দেখালেন আলুর ঝুড়ি মাথায় নিয়ে। তাঁদের দাবি, বাংলায় আলুচাষিদের অবস্থা অত্যন্ত সঙ্কজনক। যদিও তৃণমূলের দাবি, বিজেপি সঠিক তথ্য দিচ্ছে না। জঙ্গল কেটে আবাসন তৈরির অভিযোগেও সরব হন বিজেপি বিধায়করা। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
হুগলির ফুরফুরা শরিফে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। হঠাৎ কেন ফুরফুরায় আগমন তৃণমূল বিধায়কের? উঠেছে সেই প্রশ্নও। ঘটনার নেপথ্য়ে আইএসএফ রয়েছে বলে অভিযোগ সওকতের। মানতে নারাজ ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি।
তৃণমূলে সব্যসাচী-তাপস দ্বৈরথ তুঙ্গে। এবার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের।
ফের পুলিশকে শাসকের শাসানি, এবার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর হুঙ্কার। 'পুলিশকে বুঝতে হবে কারা অফিশিয়াল দল। পুলিশ কী ভাবছে উনিও দল, ইনিও দল? পুলিশ নাবালক নাকি? পুলিশকে সাবালক হতে হবে', মেমারিতে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর।
হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আরও এক শাসক নেতার আত্মীয়। ওএমআর বিকৃত করে চাকরি প্রাপকের তালিকায় নাম তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোর। চাকরি গেল বাঁকুড়ার বিকনা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপো বাপি বাউড়ির
ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট! কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট! কীসের ওএমআর শিট? কীভাবেই বা এল দোকানে? নাম, রোল নম্বর লেখা ওএমআর শিট ঘিরে শোরগোল
আগামীকাল থেকে শিয়ালদা মেন লাইনে বাতিল ট্রেনের সংখ্যা কমবে। কিন্তু ২০ মার্চ পর্যন্ত মেন লাইনে জারি থাকবে ট্রেন বাতিল।
ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট! কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট! কীসের ওএমআর শিট? কীভাবেই বা এল দোকানে? নাম, রোল নম্বর লেখা ওএমআর শিট ঘিরে শোরগোল
মন্ত্রীর ভাই থেকে বিধায়ক পুত্র। পঞ্চায়েত প্রধান থেকে নেতার ছেলে-মেয়ে, এমনকী জামাই! এসএসসির গ্রুপ সি-র চাকরিচ্যুতের তালিকায় স্পষ্ট তৃণমূল-যোগ। বিধানসভার সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা।
নিয়োগে দুর্নীতির দায় কুন্তলের উপরেই চাপিয়ে নির্দোষ বলে দাবি শান্তনুর! বলাগড়েরই যুব তৃণমূল নেতার বিরুদ্ধেই আরেক যুব তৃণমূল নেতার অভিযোগ! 'মাস্টারমাইন্ড কুন্তল, মিথ্যা অভিযোগে ভুলপথে চালনার অভিযোগ ধৃত শান্তনুর
১০০, ২০০ নয়, রাজ্যে স্কুলে নিয়োগে ৩৫০ কোটির দুর্নীতি? নিয়োগ দুর্নীতিতে শান্তনুকে কোর্টে পেশ করে বিস্ফোরক দাবি ইডির
এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি! প্রাপ্ত নম্বর শূন্য, বাড়িয়ে করা হয়েছে ৫৭! প্রাপ্ত নম্বর ১, বাড়িয়ে করা হয়েছে ৫৪! কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ কমিশনের
জয়নগরে সিপিএম-এর প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদারকে মারধরের অভিযোগে হইচই এলাকায়। সন্দেহের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে।
হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আরও এক শাসক নেতার আত্মীয়। ওএমআর বিকৃত করে চাকরি প্রাপকের তালিকায় নাম তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোর। চাকরি গেল বাঁকুড়ার বিকনা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপো বাপি বাউড়ির।
'১৫০ জনকে বেআইনি ভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু' ,'আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছে তাঁদের ৫৫ জনের নাম', 'অবিলম্বে শুভেন্দু সহ এই ৫৫ জনকে তদন্তের আওতায় আনতে হবে',
তালিকা প্রকাশ করে দাবি কুণাল ঘোষের
নিয়োগ দুর্নীতি তদন্তে এবার যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর আত্মীয়দের সম্পত্তির তথ্য চেয়ে পাঠাল ইডি।সূত্রের খবর, শান্তনুর নাম, প্যান এবং আধার নম্বর দিয়ে রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয়েছে। শান্তনু কোনও তথ্য গোপন করছেন কি না তা জানতেই এই উদ্যোগ। ইডি-র দাবি, বাজেয়াপ্ত করা শান্তনুর ২টি মোবাইল ফোন স্ক্যান করে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
পঞ্চায়েত ভোটের আগে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী।
মমতা-অভিষেকের উপস্থিতিতে শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও রণকৌশল ঠিক করতে এই বৈঠকের আয়োজন করেছে তৃণমূল। বৈঠকে হাজির থাকার জন্য ফোন করে নেতা-নেত্রীদের ডাকা হয়েছে।
১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। আজই শুনানির আবেদন গৃহীত হয়েছে। ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনার বর্ষপূর্তি।
বাড়ি, গাড়ি, ফ্ল্য়াট, রিসর্ট, গেস্ট হাউস, ধাবা থেকে বাংলো! বলাগড়, চন্দননগরের পর চুঁচুড়ায় শান্তনুর আরও সম্পত্তির হদিশ!
১২ ঘণ্টায় বিসি রায় হাসপাতালে আরও ৪ শিশুর মৃত্যু। ডেথ সার্টিফিকেটে জ্বর-শ্বাসকষ্টের উল্লেখ। বেসরকারি মতে ২ মাসে রাজ্যে শিশুমৃত্যুর সংখ্যা ১৪৬।
সংসদে একলা চলো নীতি তৃণমূলের। কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকে হাজির সিপিএম, আরজেডি, জেডিইউ সহ ১৬ বিরোধী দল। যোগ দিল না বাংলার শাসক দল।
';নাটক বন্ধ না করলে বোমা মেরে ডিএ-র মঞ্চ ওড়ানোর' হুমকি পোস্টার। থানায় অভিযোগ দায়ের আন্দোলনকারীদের।
শান্তনু ও তাঁর আত্মীয়দের নামে কোথায় কত সম্পত্তি? রেজিস্ট্রি অফিসের কাছে জানতে চাইল ইডি। শান্তনু দুটি ফোনেই মিলেছে নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত তথ্য, দাবি ইডির।
বিদ্যুৎ দফতরের কর্মী থেকে ধনকুবের শান্তনু। অন্তত ২০ কোটির সম্পত্তির হদিশ। তৃণমূলের যুব নেতার আয়ের উৎস কী? জানতে আজ ফের হেফাজতে চাইবে ইডি, খবর সূত্রের।
বিধানসভার অধ্যক্ষর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা । মুকুল রায় বিজেপিতেই, জানিয়েছিলেন স্পিকার । স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা শুভেন্দু অধিকারীর । সুপ্রিমকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার
পঞ্চায়েত ভোটের আগে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী। মমতা-অভিষেকের উপস্থিতিতে শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও রণকৌশল ঠিক করতে এই বৈঠকের আয়োজন করেছে তৃণমূল।
বীরভূমের তারাপীঠের খামেডডা গ্রাম থেকে প্রচুর বোমা উদ্ধার, পুকুরের ধার থেকে উদ্ধার চারটি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা। ঘটনাস্থলে গেছে তারাপীঠ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ
গ্রামের ভিতরে এভাবে বোমা উদ্ধারে এলাকায় আতঙ্ক।
রফিকুর রহমান, মদন মিত্রর পর সিদ্দিকুল্লা চৌধুরী। এবার পুলিশকে একহাত নিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। সিদ্দিকুল্লা বলেন, পুলিশকে বুঝতে হবে কারা অফিশিয়াল দল। পুলিশ কী ভাবছে উনিও দল, ইনিও দল? পুলিশ কী নাবালক নাকি? পুলিশকে সাবালক হতে হবে। এসব ভণ্ডামি শুনব না।
বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্নামঞ্চে রহস্যময় পোস্টার। নাটক বন্ধ না করলে মঞ্চ ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে পোস্টারে। এই নিয়ে ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন DA-আন্দোলনকারীরা। গতকাল সরকারি কর্মীদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম।
সল্টলেকের করুণাময়ীতে দুর্ঘটনা। ফুটপাতে উঠে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড লাগানো বেপরোয়া গাড়ি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ যাত্রীকে নামিয়ে করুণাময়ী যাওয়ার পথে, ৯ নম্বর ট্যাঙ্কের কাছে আইল্যান্ডের ওপর গাড়ি তুলে দেন চালক। সেইসময় গাড়়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যান চালক। গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
শুধু চাকরি বিক্রি নয়, মোটা টাকায় বদলি করাতেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। বদলির স্থানের ভিত্তিতে নির্দিষ্ট ছিল দর। তৃণমূলের যুব নেতার বাড়ি থেকে মিলেছে বদলির সুপারিশের চিঠি, দাবি ইডির।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতার আরও সম্পত্তির হদিশ। ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। চুঁচুড়ার পিপুলপাতি জগুদাস পাড়ায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বিলাসবহুল ফ্ল্যাটের হদিশ মিলল। চুঁচুড়ার জগন্নাথ ঘাটে ছিল প্রমোটিংয়ের পরিকল্পনা।
প্রেক্ষাপট
- আজকের শিরোনাম ( Headlines Today )
- বিদ্যুৎ দফতরের কর্মী। বেতন বছরে ৬ লক্ষ। রিসর্ট, গেস্ট হাউস, ধাবা, বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট। ধনকুবের শান্তনুর ( Shantanu banerjee ) অন্তত ২০ কোটির সম্পত্তির হদিশ। রিমান্ড লেটারে দাবি ইডির।
- প্রোমোটিংয়েও ( Promoting ) টাকা শান্তনুর? চাঞ্চল্যকর দাবি চুঁচুড়ার বাসিন্দার।
- শুধু চাকরি বিক্রি নয়, মোটা টাকায় বদলি করাতেন শান্তনু। বদলির জায়গার ভিত্তিতে নির্দিষ্ট ছিল দর। ধৃত যুব তৃণমূল নেতার ( TMC ) বাড়িতে মিলেছে সুপারিশের চিঠি, দাবি ইডির।
- চাকরি পেতে তৃণমূলের অনেক সদস্যের নথিও নেতাদের কাছে পৌঁছে দিয়েছেন, জেরায় স্বীকার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি ইডির ( ED )। কাদের কাছে পৌঁছেছিল নথি? জানতে চান তদন্তকারীরা।
- নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় বাজেয়াপ্ত টাকা-গয়না-সম্পত্তির মূল্য ১১১ কোটি টাকা। রিমান্ড লেটারে দাবি ইডির।
- চাকরি চোর শাসক দলেরই নেতা! এবার বিধায়ক-কন্যা, পঞ্চায়েত প্রধান থেকে নেতাপুত্র, এমনকী মেয়ে-জামাইও! চাকরিচ্যুতের তালিকায় বাড়ছে তৃণমূল-যোগ।
- চাকরিচ্যুত ছেলে, সরকার ও দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা ( TMC Leader ) ।
- সরকার ইতিবাচক ভূমিকা নিলেই অনশন প্রত্যাহার। রাজভবনে বৈঠক শেষে রাজ্যের কোর্টে বল ঠেললেন ডিএ-আন্দোলনকারীরা।
- 'রাজ্যপালের সম্মানরক্ষায়' অনশন তোলার আবেদন শুভেন্দুর। বাংলাকে অশান্ত করার চেষ্টা, পাল্টা শান্তনু।
- ডিএ-ধর্মঘটের জন্য যাননি শুক্রবার। রবিবার স্কুল খোলায় বাগদায় প্রধান শিক্ষককে শাসানি পঞ্চায়েত সমিতির সভাপতির!
- জেলমুক্তির পর ভাঙড়ে ফিরেই হুঙ্কার নৌশাদের। বললেন, 'পঞ্চায়েত ভোটে শূন্য হয়ে যাবে'
- হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিলি ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে আলুচাষিদের ধস্তাধস্তি
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। - বি সি রায় হাসপাতালে পরপর শিশুমৃত্যু। অ্যাডিনো কাড়ল দক্ষিণেশ্বরের শিশুর প্রাণ। নিউমোনিয়ায় মৃত্যু ৩ শিশুর। বেসরকারি পরিসংখ্যানে ২ মাসে রাজ্যে মৃত্যু ১৪১ জন শিশুর।
- লেম্যান ব্রাদার্সের সমৃতি উস্কে ফের ব্যাঙ্ক বন্ধ মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণার ঝাঁপ বন্ধ আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের। বিশ্বজুড়ে স্টার্ট আপ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ধাক্কার আশঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -