West Bengal News Live Updates : সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দুই খুন, এলাকায় প্রবল উত্তেজনা
West Bengal News and Live Updates : জেলা থেকে শহর, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঠাঁই হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে। জেল সূত্রে খবর, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে। জ্যোতিপ্রিয় নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সূত্রে খবর, আদালতের নির্দেশে মন্ত্রীকে বাড়ির খাবারই দেওয়া হচ্ছে। জেল কর্তৃপক্ষের দাবি, সাধারণ বন্দিদের মতোই জেলে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রয়াত বাঁকুড়া লোকসভার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া (Basudeb Acharia Demise)। বেলা দেড়টা নাগাদ বাঁকুড়া জেলা সিপিএম নেতৃত্বের কাছে তাঁর মৃত্যু সংবাদ আসে। দীর্ঘদিন বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসারত ছিলেন।
এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি। লোকসভা ভোটের আগে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে। তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল কল্লোল খানকে। লোকসভা ভোটের আগে তৃণমূলের সংগঠনে ঝাঁকুনি। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদ থেকে সরানো হল শাওনি সিংহ রায়কে। শাওনি সিংহ রায়কে করা হল তৃণমূলের রাজ্য সম্পাদক। বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হল অপূর্ব সরকারকে। রাজ্য সম্পাদক করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রাখল তৃণমূল। জেলার সংগঠনের দায়িত্ব দেওয়া হল তৃণমূলের কোর কমিটিকে।
উৎসবের মরশুমে তিন জেলায় ৬ জনের মৃত্যু হল। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার চারাতলায় পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, বনগাঁ মহিলা থানার IC অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে বাইক। ৩ বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি। আহত IC ও তাঁর গাড়ি চালক হাসপাতালে ভর্তি। অন্য দিকে, হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে বেপরোয়া গতিতে ছুটছিল বাইক। নিয়ন্ত্রণ হারানোয় গাড়িতে ধাক্কা লাগে। দুই আরোহীর মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। এদিন সকালে কলকাতার বেলগাছিয়ায় লার্নার বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক দোকানদারের। আহত হন আরও ৪ জন। পুলিশ সূত্রে খবর, পরেশনাথ মন্দিরের দিক থেকে এসে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে যায় গাড়ি। ঘটনাস্থলেই দোকানদারের মৃত্যু হয়। গাড়িতে ছিলেন বাবা ও ছেলে। তাঁদের আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ।
মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় কালীপুজোর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাড়ি, ধানের গোলা ও মুরগির ঘর। স্থানীয় সূত্রে খবর, চরমথুরা এলাকায় এলাকায় রবিন মণ্ডলের বাড়িতে মজুত করা ছিল প্রচুর পাটকাঠি। কোনওভাবে তাতে আগুন লেগে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। ধানের গোলা, মুরগির ঘরও পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে।
জোড়া খুনের ঘটনায় অগ্নিগর্ভ জয়নগর। তৃণমূল নেতা খুনের পরই গ্রাম ঘিরে হামলা। একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। ঘণ্টা চারেক ধরে চলে তাণ্ডব, দাবি গ্রামবাসীদের। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ।
উৎসবের মরশুমেও ভোট-পরবর্তী হিংসা অব্য়াহত। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে আইএসএফ সমর্থকরদের দুটি দোকানে আগুন ও একটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত দোকানগুলিতে তৃণমূলের পতাকাও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আইএসএফ সমর্থকদের দাবি, বছর চল্লিশ ধরে এখানে ব্যবসা করলেও, দোকানঘরগুলি দখল করে তৃণমূল। পঞ্চায়েত ভোটের পর ওই দোকানগুলি পুনর্দখল করে আইএসএফ সমর্থকরা ফের ব্যবসা শুরু করেন। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে দুটি দোকানে আগুন ও একটি দোকান ভাঙচুর করা হয়। হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল।
জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঠাঁই হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে। জেল সূত্রে খবর, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে। জ্যোতিপ্রিয় নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সূত্রে খবর, আদালতের নির্দেশে মন্ত্রীকে বাড়ির খাবারই দেওয়া হচ্ছে। জেল কর্তৃপক্ষের দাবি, সাধারণ বন্দিদের মতোই জেলে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দুই খুন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে মারার অভিযোগ। মৃত সইফুদ্দিন লস্কর তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। সইফুদ্দিনের স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। ভোরে বাড়ির কাছেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে বেধড়ক মার, মৃত্যু হামলাকারীর। অপর এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারাপীঠে কালীপুজোর পরের দিনও পুজো দিতে ভক্তদের ভিড়। সকালে মঙ্গলারতি হয়। এরপর নিত্যদিনের মতোই ভোগ নিবেদন। তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি। দেবীও নিরাশ করেননি। মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে তারাপীঠ সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
আপ শালিমার পুরী এক্সপ্রেসে আগুন আতঙ্ক। সোমবার সকাল পৌনে দশটা নাগাদ আন্দুল স্টেশন পার হয়ে ট্রেনটি যখন সরস্বতী নদীর উপর দিয়ে ১৭ নম্বর রেল ব্রিজ দিকে যাছিল সেই সময় ট্রেন থেকে ধোয়া বের হতে দেখেন যাত্রীরা। সেই সময় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের জেনারেল কোচের তৃতীয় বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং রেল কর্মীরা। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। চাকার ব্রেকের ঘর্ষণের কারণেই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান । ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা । আধ ঘন্টা পর ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেয়।
কালীপুজোর পরের দিন বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক দোকানদারের। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, লার্নার বোর্ড টাঙানো গাড়ি পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে দোকানে ঢুকে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানদারের। গাড়ির চালককে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রতিবাদে রাস্তা আটকে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
রেশন থেকে শিক্ষা, দুর্নীতি ইস্যুতে নাম না করে তৃণমূলকে নিশানা শিশির অধিকারীর। 'পশ্চিমবঙ্গ এখন অন্ধকারে ডুবে গেছে, যেদিকেই তাকাই না কেন সব শেষ। চাল-ডাল থেকে শুরু করে শুধুই চুরি। বাজে কারবার শেষ হোক বাংলায়', দুর্নীতি ইস্যুতে নাম না করে তৃণমূলকে আক্রমণ কাঁথির সাংসদের।
কালী মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে দুই ক্লাবের বিবাদে ধুন্ধুমার। দুর্গাপুরের বেনাচিতিতে কালী মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে বিবাদ। ইটবৃষ্টি, বাঁশ-লাঠি নিয়ে একে-অন্যকে মারধর। ইটের ঘায়ে জখম এক পুলিশকর্মী সহ কয়েকজন। এরপর ঘটনাস্থলে গিয়ে ধরপাকড় শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। দু’পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।
সাতসকালে পঞ্চসায়র এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হল। বাঘাযতীন থেকে গড়িয়া যাওয়ার রেললাইনের ধারে প্লাস্টিক ও তোয়ালে মোড়ানো শিশুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় পঞ্চসায়র থানার পুলিশ। খবর দেওয়া হয় যাদবপুর জিআরপি-কেও। কীভাবে শিশুর দেহ এখানে এল খতিয়ে দেখা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। মৃত সইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষকৃতীরা। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল অঞ্চল সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজনৈতিক কারণ? নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে খুন খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
কোথা থেকে প্যাকেট প্যাকেট রেশনের আটা পেলেন? এই প্রশ্নে রবিবার নিরুত্তরই থাকলেন নদিয়ার তাহেরপুরে রেশনের সামগ্রী পাচারে ধৃত প্রশান্ত পাল। যদিও ধৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী নির্দোষ। রেশনের প্যাকেট প্যাকেট আটা কেনা হয়েছিল গ্রাহকদের থেকেই। সম্পূর্ণ ভিন্ন দাবি স্থানীয় বাসিন্দাদের।
শরীর অত্যন্ত খারাপ। মৃত্যুশয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে। রবিবার বললেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। আবার জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করে ED-র আইনজীবী কমান্ড হাসপাতালের রিপোর্ট বন্ধ খামে পেশ করেন। সূত্রের খবর, যেখানে লেখা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞাকে আমল না দিয়ে কালীপুজোর রাতে নির্ধারিত সময়ের পরেও দাপিয়ে বেড়াল শব্দ দানব। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে দেদার পুড়ল বাজি। উচ্ছৃঙ্খল আচরণের জন্য গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ৯ কেজি শব্দবাজি। এছাড়াও রাতে দমদমের মতিঝিলে আগুন লাগে এক বহুতলে। শিলিগুড়ির একটি বাজার এলাকায় আগুন লাগে। ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি দোকান।
রীতি মেনে কালীপুজোর দিন, মা কালীকে মহালক্ষ্মীরূপে পুজো করা হল কালীঘাটে। সকাল থেকেই কালীঘাট মন্দিরে ছিল ভক্তদের ঢল। কালীপুজো উপলক্ষ্যে গভীর রাত পর্যন্ত খোলা ছিল মন্দির। মন্দির চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
প্রেক্ষাপট
৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী-মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকই (Jyotipriyo Mullick)। জেরায় স্বীকার মন্ত্রীর। রেশন দুর্নীতি মামলা (Ration Distribution Scam) নিয়ে কোর্টে বিস্ফোরক ইডি।
প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, রিপোর্ট কমান্ড হাসপাতালের। ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে বালু।
কোথা থেকে পেলেন এত প্যাকেট আটা ? কোথায় ছিল পাচারের ছক ? প্রশ্নে মুখে কুলুপ অভিযুক্ত প্রশান্ত পালের। আটা কেনা হয়েছিল গ্রাহকদের থেকেই, পাল্টা দাবি ধৃতের স্ত্রী-র। অস্বীকার স্থানীয়দের।
কেন্দ্রের সমান হারে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ডিএ (DA) বেড়ে ৪৬ শতাংশ। তুলনা টেনে সোশাল মিডিয়ায় রাজ্যের সমালোচনা শুভেন্দুর। যোগীরাজ্যের কি বকেয়া আছে কেন্দ্রের কাছে? প্রশ্ন তৃণমূলের।
নির্ধারিত সময়ের পরেও দেদার পুড়ল বাজি (Crackers)। উচ্ছৃঙ্খল আচরণের জন্য গ্রেফতার ২২। বাজেয়াপ্ত সাড়ে ৯ কেজি শব্দবাজি। দমদম, শিলিগুড়ির ২ জায়গায় আগুন।
আলোয় ভাসল তিলোত্তমা। রাত নামতেই আকাশ জুড়ে রোশনাই। লেক কালীবাড়ি থেকে ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালীবাড়ি, মন্দিরে মন্দিরে বিশেষ পুজো। বেলুড়ে রীতি মেনে শক্তি আরাধনা সুরে সুরে।
কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ফাটাকেষ্টর পুজো থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটি, বারাসাত, মধ্যমগ্রামের নজরকাড়া পুজো। রাস্তার ভিড়-জ্যাম এড়িয়ে পুজো দেখুন আকাশপথে।
দীপান্বিতা অমাবস্যায় মহালক্ষ্মীর বন্দনা। কালীঘাটে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের পুজো। কালীপুজোয় লক্ষ্মীপুজোর চল ঘরে ঘরে। উৎসবে মাতল মানুষ।
বাড়ির পুজোয় ব্যস্ত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, একা হাতেই সামলালেন সব দিক। স্তোত্রপাঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কলকাতার নজরকাড়া পুজোরা পেল আলোক আনন্দ সম্মান। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলির মতো জেলার নজরকাড়া পুজোরাও পেল পুরস্কার।
নয়ে নয়। দেশকে দীপাবলির উপহার রোহিত-বিরাটদের। ১৬০ রানের ব্যবধানে চূর্ণ নেদারল্যান্ডস। বিশ্বকাপে টানা ম্যাচ জেতায় রেকর্ড ভারতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -