West Bengal News :' আলিপুরের ক্রিমিনাল কোর্টের জন্য বরাদ্দ হয়েছে ৪৫ কোটি টাকা', ঋষি অরবিন্দের মূর্তি উন্মোচনে বার্তা মুখ্যমন্ত্রীর
এক ক্লিকেই জেলা জেলার খবর
আমি তৃণমূলের লোক। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বায়রনের অবশ্য দাবি, তিনি তৃণমূল নন, তৃণমূলী। কংগ্রেসে ছিলেন, আছেন এবং থাকবেন।
বেহালায় জেমস লং সরণিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। অফিস থেকে ব্যবসায়ী উমেশ সিংহের ঝুলন্ত দেহ উদ্ধার। বেহালায় টেলিমেডিসিনের ব্যবসায়ীর রহস্যমৃত্যু
আত্মহত্যা, না অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ।
কয়লা পাচারকাণ্ডে এবার বীরভূমের সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
'সামাজিক স্টেটাস নষ্ট হচ্ছে। আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে', বিচারককে বললেন অর্পিতা মুখোপাধ্যায়
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি, তাও 'অপা'র 'প্রেম'! ভার্চুয়াল শুনানিতেই ইশারায় ইশারায় কথা পার্থ-অর্পিতার!
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল-যোগে অভিনেতা বনিকে ফের ইডির জিজ্ঞাসাবাদ। প্রায় আড়াই ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ।
নিয়োগে বেলাগাম দুর্নীতি, এবার চাকরি গেল টিএমসিপি নেতার স্ত্রীর! উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে স্কুলের গ্রুপ সি কর্মী স্বর্ণালী মণ্ডল, গ্রুপ সি চাকরি বাতিলের তালিকায় ৭৩২ নম্বরে স্বর্ণালী মণ্ডলের নাম। স্বামী টিএমসিপি নেতা, বাবা সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।
এসএসসি-র গ্রুপ সি নিয়োগে বেলাগাম দুর্নীতি! শূন্য পেয়েও সার্ভারে ৫৮! শূন্য পেয়েও সার্ভারে ৫৮! ২ পেয়েও সার্ভারে নম্বর বদলে ৫৬! ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বরে দেদার কারচুপি, এসএসসি-র প্রকাশিত তালিকায় স্পষ্ট নম্বরে কারচুপি করে নিয়োগ-দুর্নীতি
বাম আমলে কোনও বেআইনি নিয়োগ হয়নি। চাকরি খাবেন কী করে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে পাল্টা আক্রমণে সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
ইডি-র হেফাজতে থাকা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের ফোন নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 'শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে', বিস্ফোরক ইঙ্গিত শুভেন্দুর।
'অনুব্রতর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা হবে, যথা সময়ে জানানো হবে। মানিক ভট্টাচার্য বিধায়ক, দলের কোনও পদে নেই', মন্তব্য ব্রাত্য বসুর
নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাকরি বাতিল, আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী। 'প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায় রায়ে সংশোধনের কথা বলেছিলেন। বিচারপতি সংশোধনের কথা বলেছিলেন, চাকরি বাতিলের কথা বলেননি', বললেন মুখ্যমন্ত্রী।
'কিছু কিছ মামলায় ভাবছি নিজেই আদালতে গিয়ে প্লিড করব। কোনও পয়সা না নিয়েই আদালতে গিয়ে প্লিড করব', বললেন মুখ্যমন্ত্রী।
' আলিপুরের ক্রিমিনাল কোর্টের জন্য বরাদ্দ হয়েছে ৪৫ কোটি টাকা', আলিপুর কোর্টে ঋষি অরবিন্দের মূর্তি উন্মোচনে বার্তা মুখ্যমন্ত্রীর।
সল্টলেক সেক্টর ফাইভে বিএসএনএলের কেবল স্টোরে আগুন। ধোঁয়ায় ঢেকেছে আকাশ, এলাকায় আতঙ্ক। আশপাশের বিল্ডিং থেকে নামিয়ে আনা হচ্ছে কর্মীদের
নিয়োগ-দুর্নীতি ও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্ত্রী ফিরহাদ হাকিম। 'টাকার বিনিময়ে চাকরি, আমাদের সবার কাছে লজ্জার। এই পার্থদাকে আমি চিনতাম না, এই পার্থদা আমার কাছে নতুন', মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের
অবশেষে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল-শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের। দুর্নীতির অভিযোগে গ্রেফতার, অবশেষে দল থেকে বহিষ্কৃত কুন্তল-শান্তনু।
আদালতের নির্দেশে চাকরি গিয়েছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের রাজবল্লভপুর হাইস্কুলের গ্রুপ সি কর্মী স্বর্ণালি
মণ্ডলের। স্বর্ণালির স্বামী তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা, বাবা সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। গ্রুপ সি চাকরি-বাতিলের তালিকায় স্বর্ণালির নাম রয়েছে ৭৩২ নম্বরে। এসএসসি পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিল মেয়ে, জানিয়েছে স্বর্ণালির পরিবার। আদালতের নির্দেশ মানতে তারা বাধ্য বলে জানিয়েছে
স্কুল কর্তৃপক্ষ।
পঞ্চায়েত ভোটের আগে ইন্দাসের বিজেপি বিধায়কের নামে নিখোঁজ পোস্টার পড়ল বাঁকুড়ার পাত্রসায়রের পাণ্ডুয়া বাজার এলাকায়। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়কের অভিযোগ, পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে শাসকশিবিরের দাবি, সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে এই পোস্টার দিয়েছে।
শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার প্রথম মাধ্যমিক পরীক্ষায় না বসেই উচ্চ মাধ্যমিক দিলেন ৮ লক্ষ। সংসদ জানিয়েছে, পরীক্ষা কার্যত নির্বিঘ্নেই হয়েছে।
ডাবল সেঞ্চুরি আগেই হয়েছে। এবার আড়াইশো পার করল
মুরগির মাংসের দাম। গড়িয়াহাটে কাটা মুরগির দাম প্রায় ৩০০ ছুঁইছুঁই। বিয়ের মরশুমে মুরগির মাংসের দাম চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তের।
ডাবল সেঞ্চুরি আগেই হয়েছে। এবার আড়াইশো পার করল
মুরগির মাংসের দাম। গড়িয়াহাটে কাটা মুরগির দাম প্রায় ৩০০ ছুঁইছুঁই। বিয়ের মরশুমে মুরগির মাংসের দাম চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তের।
' নন্দীগ্রামের আন্দোলন কোনও নির্দিষ্ট নেতা-নেত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল জনগণের। তৃণমূল এই এলাকা, শহিদ দিবস দখল করার চেষ্টা করেছিল। সিপিএমকে সাফ করেছি, এবার পিসি-ভাইপোকেও গ্যারাজ করব। আগামী বছর ভাইপো ভিতরে থাকবে। ' গোকুলনগরে নন্দীগ্রাম দিবস পালন করে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। কয়লা পাচার মামলার অন্যতম চক্রী অনুপ মাজির থেকে 'প্রোটেকশন মানি' নেওয়ার অভিযোগ। 'প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির'। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম: সূত্রো
উপাচার্য নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য। মেয়াদ শেষ হওয়ার পর, রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের কোনও ক্ষমতা রাজ্য সরকারের নেই, নির্দেশে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মূলত ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই আজ এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ED। ইডি-র নির্দেশ দিল্লির সদর দফতরে হাজিরা তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারির। অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায় যে, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই সূত্রেই আজ মণীশকে ও আগামীকাল সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে গতবছরের নভেম্বরে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিনেতা বনি সেনগুপ্তকে আজ দ্বিতীয়বার তলব করেছে ইডি। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে আসতে বলা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ নিয়ে অভিনেতা বনি সেনগুপ্তকে দু’ দফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।
ফের বাড়ছে মুরগির মাংসের দাম। গড়িয়াহাট বাজারে কাটা মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকায়। আজ কলকাতায় গোটা মুরগির পাইকারি দর ১৬০ টাকা। গত একমাসে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। জোগান কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
গ্রেফতারির প্রতিবাদে আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি মান্থা।
আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।
নিয়োগ-দুর্নীতি ও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্ত্রী ফিরহাদ হাকিম। 'টাকার বিনিময়ে চাকরি, আমাদের সবার কাছে লজ্জার'।
'এই পার্থদাকে আমি চিনতাম না, এই পার্থদা আমার কাছে নতুন'। 'স্বপ্নেও ভাবতে পারিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে'। 'কারও অধিকার হরণ করে চাকরি দেওয়া অন্যায়, পাপ' । মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ED। আজ দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায় যে, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়।
'নন্দীগ্রামের আন্দোলন কোনও নির্দিষ্ট নেতানেত্রীর আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল জনগণের'। 'তৃণমূল এই এলাকা, শহিদ দিবস দখল করার চেষ্টা করেছিল'। 'সিপিএমকে সাফ করেছি, এবার পিসি-ভাইপোকেও গ্যারাজ করব' । 'আগামী বছর ভাইপো ভিতরে থাকবে'। গোকুলনগরে শহিদ দিবস পালন করে হুঙ্কার শুভেন্দুর
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন সম্পত্তির কথা সামনে আসছে। বাংলো, বাড়ি, ফ্ল্য়াট, ধাবা কী নেই সেই তালিকায়! তৃণমূল নেতার এলাকারই এক রেস্তোরাঁ মালিকের অভিযোগ, তাঁর ব্য়বসা যাতে না চলে, সেজন্য় স্বাস্থ্য় দফতরের লোকজনকে দিয়ে অভিযান চালাতেন শান্তনু।
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৪৮ জন শিশুর।
দুর্নীতির কালো টাকাতেই বিপুল সম্পত্তি? কুন্তলের থেকে নগদে কোটিরও বেশি নিয়েছিলেন শান্তনু। প্রভাবশালী তত্ত্বে কোর্টে বিস্ফোরক দাবি ইডির।
দুর্নীতির কালো টাকাতেই বিপুল সম্পত্তি? কুন্তলের থেকে নগদে কোটিরও বেশি নিয়েছিলেন শান্তনু। প্রভাবশালী তত্ত্বে কোর্টে বিস্ফোরক দাবি ইডির।
১০০-২০০ নয়, ৩৫o কোটির নিয়োগ দুর্নীতি? কেলেঙ্কারি দেখে এভারেস্টকেও মনে হচ্ছে অযোধ্যা পাহাড়! কোর্টে বিস্ফোরক ইডি। ২৪ মার্চ পর্যন্ত হেফাজতে শান্তনু।
প্রেক্ষাপট
আজকের শিরোনাম ( Headlines )
- ১০০-২০০ নয়, ৩৫o কোটির নিয়োগ দুর্নীতি? কেলেঙ্কারি দেখে এভারেস্টকেও মনে হচ্ছে অযোধ্যা পাহাড়! কোর্টে বিস্ফোরক ইডি ( ED )। ২৪ মার্চ পর্যন্ত হেফাজতে শান্তনু ( Shantanu Banerjee ) ।
- শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি ফোন সোনার খনি! আরও অনেক প্রভাবশালী জড়িত। কেস ডায়েরিতে এমন এমন নাম, দেখলে চমকে যাবেন। সওয়াল ইডির আইনজীবীর। শান্তনুর ফোন 'সোনার খনি'!
- মোবাইলেই আছে সব তথ্য। কার্যত শান্তনু-ইডির এক সুর।
- দুর্নীতির কালো টাকাতেই বিপুল সম্পত্তি? কুন্তলের থেকে নগদে কোটিরও বেশি নিয়েছিলেন শান্তনু। প্রভাবশালী তত্ত্বে কোর্টে বিস্ফোরক দাবি ইডির।
- কয়েক বছরে বিপুল সম্পত্তির মালিক। গ্রেফতারির পরে কুন্তলের ঘাড়েই দায় ঠেললেন শান্তনু।
- বছরে ৬ লক্ষ টাকা আয় থেকে রকেট গতিতে ধনকুবের! কোথায় কোথায় ছড়়িয়ে শান্তনুর সম্পত্তির সাম্রাজ্য? রেজিস্ট্রি অফিসের কাছে তথ্য চাইল ইডি।
- গ্রেফতারির পর শান্তনুর বিরুদ্ধে সরব দলেরই নেতা। '১৮-র পঞ্চায়েতে পছন্দের প্রার্থীকে জেতাতে সন্ত্রাসের অভিযোগ।
- ০ পেয়েও ৫৮, ২ পেয়েও ৫৬। ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বরে কারচুপি। গ্রুপ সি-র নিয়োগে দেদার দুর্নীতি কবুল কমিশনের।
- কুন্তল-যোগে আজ ফের অভিনেতা বনি সেনগুপ্তকে ইডির তলব।
- ফের স্কুলে চাকরি চুরিতে শাসক-যোগ। বাঁকুড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোর নাম চাকরিচ্যুতদের তালিকায়। বিজ্ঞপ্তি প্রকাশের পর উধাও!
- আজ নন্দীগ্রাম দিবস। শাসক-বিরোধী সংঘাতের মধ্যেই বিজেপিকে প্রথমে ২ ঘণ্টার শান্তিপূর্ণ মিছিলে হাইকোর্টের অনুমতি। তারপরে কর্মসূচি পালন করতে পারবে তৃণমূল।
- নাটক বন্ধ না করলে বোমা মেরে ডিএ-র মঞ্চ ওড়ানোর হুমকি পোস্টার। থানায় অভিযোগ দায়ের আন্দোলনকারীদের।
- সাগরদিঘিতে জোটের কাছে ধাক্কা। পঞ্চায়েতের আগ ঘর গোছাতে চায় তৃণমূল।
- রণকৌশল নিয়ে শুক্রবার মমতা-অভিষেকের উপস্থিতিতে কালীঘাটে বৈঠক।
- কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের হার, ৮ বছর পরে জয়ী সিটু। ১৫টির মধ্যে ১০টিতেই জয়। খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির।
- সংসদে একলা চলো নীতি তৃণমূলের। কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকে সিপিএম, আরজেডি, জেডিইউ সহ ১৬ বিরোধী দল। নেই তৃণমূল।
- উদ্বেগ বাড়িয়ে শ্বাসকষ্টজনিত অসুখ, অ্যাডিনো ভাইরাসে বাড়ছে শিশু মৃত্যু। এবার ডেথ অডিট করবে সরকার। টেস্টের খরচেও রাশ টানার ভাবনা।
- আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক ( Higher Secondary ) । শিয়ালদা মেন লাইনে কমবে বাতিল ট্রেনের সংখ্যা। সময়েই রেল চলার আশ্বাস। ২০ মার্চ পর্যন্ত চলবে লাইনের কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -