West Bengal News Live :কাল দেবীপক্ষের সূচনা, সপ্তাহ ঘুরলেই দুর্গাপুজো

West Bengal News Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 14 Oct 2023 11:50 PM
Durga Puja 2023: মহালয়ার তর্পণেও লাগল রাজনীতির রং

মহালয়ার তর্পণেও লাগল রাজনীতির রং। নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পন করলেন বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মুখপাত্ররা। পিছিয়ে নেই রাজ্যের শাসক দলের মন্ত্রী-বিধায়করাও। কাঁথিতে সেবাদান কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, শহিদ পরিবারগুলি রয়েছে তাঁর সঙ্গে। দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।

West Bengal Live News: উৎসবের আবহে বিষাদের দীর্ঘশ্বাস

উৎসবের আবহে বিষাদের দীর্ঘশ্বাস! কবে আসবে ঘরের দুর্গতি-নাশিনী? চাকরি নেই, তীব্র হচ্ছে অভাবের কামড়। আরও একটা মহালয়া নিয়োগ চেয়ে পথেই কাটল চাকরিপ্রার্থীদের। SLST চাকরিপ্রার্থী থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থী, সবার একটাই বক্তব্য, তাঁদের জীবনে আর পুজো বলে কিছু নেই। এই উৎসবের মরশুমও যে পথেই কাটবে, সেবিষয়ে নিশ্চিত তাঁরা। জটিলতা কাটিয়ে কবে হবে যোগ্যদের নিয়োগ? সেই প্রশ্নই তুলছেন চাকরিপ্রার্থীরা। 

Durga Puja 2023: কাল দেবীপক্ষের সূচনা, সপ্তাহ ঘুরলেই দুর্গাপুজো

আজ মহালয়া৷ আগামীকাল দেবীপক্ষের সূচনা৷ সপ্তাহ ঘুরলেই মহাপুজো, বাঙালির শ্রেষ্ঠ শারোদৎসব। পিতৃপক্ষ অবসানের পুণ্যতিথিতে গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ঢল৷ পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ জেলাতেও৷

West Bengal Live News: সোদপুরের দক্ষিণপল্লী পুজোর সঙ্গে জড়িয়ে রাজ্যের সেচমন্ত্রী

৭৫ তম বর্ষে এবার সোদপুরের দক্ষিণপল্লী বার্নাসেলের থিম প্যারিসের অপেরা হাউজ। এই পুজোর সঙ্গে জড়িয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।  

WB News Live : ইডির তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য

ED সূত্রে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI-এর কাছে যে বরাত আসত,  সেই অনুযায়ী গম পৌঁছে যেত মিলে। ধৃত বাকিবুর রহমানও যেমন একজন গম মিলের মালিক।  ED সূত্রে দাবি করা হচ্ছে, লিখিতভাবে যত পরিমাণ গমের বরাত দিতেন ডিস্ট্রিবিউটাররা, তার থেকে অনেকটাই কম পরিমাণে গম পাঠানো হত। মোট বরাতের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ গম, সরিয়ে ফেলা হত!! যা পরে খোলা বাজারে বিক্রি করা হয়েছিল। 

West Bengal Live News: পুজোয় নতুন কর্মসূচি নিল তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর

লোকসভা ভোটকে নজরে রেখে জনসংযোগে জোর। পুজোয় নতুন কর্মসূচি নিল তৃণমূল। নাম 'অভিষেকের দূত'। পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা। এনিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

WB News Live : বাকিবুরের এই উত্থানের নেপথ্যে কারণ কী? তদন্তে ED

ডিস্ট্রিবিউটাররা আটার বরাত দিতেন বাকিবুরের গমের মিলে। কিন্তু, গম ভাঙিয়ে সেখান থেকে আটা ফিরত কম পরিমাণে। বাকি আটা খোলা বাজারে বিক্রি করা হত। মূলত এইভাবেই রেশন দুর্নীতি হয়েছিল বলে ED সূত্রে দাবি করা হচ্ছে। একাধিক মিল, হোটেল, রেস্তোরাঁর মালিক। বাকিবুরের এই উত্থানের নেপথ্যে কারণ কী? জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

West Bengal Live News: পুজো উদ্বোধন নিয়ে অভিষেকের নিশানায় অমিত শাহ?

পুজো উদ্বোধন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় অমিত শাহ? 'যারা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁদেরই পুজো উদ্বোধন করতে আসতে হচ্ছে', তৃণমূলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

WB News Live : পার্থকে জেলে গিয়ে জেরা করল CBI

আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল CBI. প্রায় তিনঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, খবর কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। 

West Bengal Live News: ভুয়ো পাসপোর্ট-চক্রের ইস্যুতে কটাক্ষ শমীকের

ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে এবার রাজ্যজুড়ে সিবিআই হানা (CBI Raid)। কলকাতা, উলুবেড়িয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সিকিম-সহ ৫০ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভুয়ো পাসপোর্ট মামলায় ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নামে এফআইআর করা হয়েছে।  পশ্চিমবঙ্গ-সহ উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্যে এই চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে। সব দিক থেকেই এগিয়ে আমরা, কটাক্ষ শমীক ভট্টাচার্যর।

WB News Live : তর্পণে দুর্ঘটনা


তর্পণে দুর্ঘটনা। হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে তলিয়ে গেলেন ৬ জন। কাঁকসায় বৃদ্ধের দেহ উদ্ধার। পানিহাটি-হিন্দমোটরে গঙ্গায় তল্লাশি।

West Bengal Live News: সিবিআইয়ের পাসপোর্ট-হানা

মহালয়াতেও অ্যাকশনে সিবিআই। এবার ভুয়ো পাসপোর্ট মামলায় কলকাতা-সহ ৫০ জায়গায় তল্লাশি। শিলিগুড়িতে পাকড়াও পাসপোর্ট আধিকারিক। 

WB News Live : ফের কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শান্তনুর

কবে ধরা পড়বে মাথা? প্রশ্ন সুজনের। এবার পান্ডারাও জালে পড়বে, দাবি রাহুলের। ফের কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শান্তনুর।  

West Bengal Live News: থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দুর

দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগে থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দু অধিকারীর। মিছিল করে খেজুরি থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ওসি না থাকায় পুলিশ আধিকারিকদের ধমক। 'পুলিশ যা করেছে, তাঁর ফল ভুগতে হবে, সব কিছু রেকর্ড থাকবে। সরকার বিজেপির হবে, আমাদের অধীনে কাজ করতে হবে', থানায় ঢুকে পুলিশকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 

WB News Live : ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে সিবিআই হানা


এবার ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে রাজ্যজুড়ে সিবিআই হানা। কলকাতা, উলুবেড়িয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সিকিম-সহ ৫০ জায়গায় তল্লাশি। ভুয়ো পাসপোর্ট মামলায় ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নামে এফআইআর। শিলিগুড়ির হোটেলে আটক পাসপোর্ট অফিসের এক সুপারিনটেন্ডেন্ট, উদ্ধার ১ লক্ষ ৯০ হাজার টাকা। 

WB News Update : লেক কালীবাড়িতে সমবেত তর্পণ, দরিদ্রদের বস্ত্র বিতরণ

লেক কালীবাড়িতে তর্পণের আয়োজন। মহালয়ার দিন প্রথা মেনে মন্দিরেই আয়োজন করা হল সমবেত তর্পণের। একই সঙ্গে লেক কালীবাড়িতে দরিদ্রদের বস্ত্র বিতরণও করা হয়। 

Durga Puja News : মহালয়ায় তর্পণের পাশাপাশি, রীতি মেনে বিভিন্ন জায়গায় হল মায়ের চক্ষুদান

পূজার সময় এল কাছে। আকাশে-বাতাসে-শিউলি আর কাশে তাঁর আগমনী বার্তা। মহালয়ায় তর্পণের পাশাপাশি, রীতি মেনে বিভিন্ন জায়গায় হল মায়ের চক্ষুদান। 

WB News Live : দাউদাউ করে জ্বলছে হাওড়ার ভোজ্য তেলের গুদাম

সাড়ে ৬ ঘণ্টা পার। এখনও দাউদাউ করে জ্বলছে হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদাম। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ১৩টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, হাওড়ার জেলাশাসক ও হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ  আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণ ভোজ্য তেল মজুত ছিল।

WB News Live : ৫৫ ঘণ্টা ধরে তল্লাশির পর ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, ইডি গ্রেফতার করল বাকিবুরকে

রেশন বণ্টন দুর্নীতি মামলায় টানা তিনদিন, ৫৫ ঘণ্টা ধরে তল্লাশির পর ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, অবশেষে গতকাল মাঝরাতে ED-র হাতে গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। ED সূত্রে দাবি, ৩টি চালকল, পানশালা, হোটেল-রেস্তোরাঁ, এই বিপুল সম্পত্তি তৈরির পিছনে টাকার উৎস কী, তার সদুত্তর দিতে পারেননি বাকিবুর।

Durga Puja News : টালা প্রত্যয়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল

টালা প্রত্যয়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল। আজ থেকেই  আনন্দে মেতে উঠেছে ক্লাব প্রাঙ্গণ। 

WB News Live : রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীদের উদ্দেশে তর্পণ কেন্দ্রীয় মন্ত্রীর

রাজনৈতিক হিংসার বলি দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে তর্পণ করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

WB News Live : ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে রাজ্যজুড়ে CBI হানা

এবার ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে রাজ্যজুড়ে CBI হানা। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সিকিম, কলকাতা, উলুবেড়িয়া-সহ ৫০টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। 

WB News Live : মহালয়ার সকালে নিউ আলিপুর সংলগ্ন হিন্দুস্থান পার্কে কলস যাত্রা

মহালয়ার সকালে নিউ আলিপুর সংলগ্ন হিন্দুস্থান পার্কে কলস যাত্রা। সামনে মহিলা ঢাকি, পিছনে মাথায় কলস নিয়ে হাঁটলেন মহিলারা। ১১৭ নম্বর ওয়ার্ডের হিন্দুস্থান পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় বেহালা চণ্ডীতলার চণ্ডী মন্দিরে। এই মন্দিরে দুর্গাপুজো না হলেও, আজ থেকে ৯ দিন ধরে চলবে চণ্ডীপাঠ। এদিন কলস যাত্রায় অংশ নেন মেয়র পারিষদ তারক সিং ও তাঁর ছেলে ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং। 

WB News Live : তর্পণ করতে এসে পানিহাটিতে তলিয়ে গেলেন মাঝবয়সী এক ব্যক্তি

মহালয়ার সকালে গঙ্গায় তর্পণ করতে এসে পানিহাটির গিরিবালা ঘাটে তলিয়ে গেলেন মাঝবয়সী এক ব্যক্তি। স্ত্রীকে নিয়ে এসেছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল। গঙ্গায় নামতেই পা পিছলে তলিয়ে যান। ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি। খড়দা থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে। 

WB News Live : রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান

রেশন বণ্টন দুর্নীতি মামলায় টানা তিনদিন ধরে তল্লাশির পর গতকাল গভীর রাতে ED-র হাতে গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। ED সূত্রে দাবি, ৩টি চালকল, পানশালা, হোটেল-রেস্তোরাঁ, এই বিপুল সম্পত্তি তৈরির পিছনে টাকার উৎস কী, তার সদুত্তর দিতে পারেননি বাকিবুর। উল্টে, ED-র তদন্তকারীদের বিভ্রান্ত করছিলেন। 

West Bengal News : মহালয়া উপলক্ষ্যে কাঁথিতে আগমনী শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু

মহালয়া উপলক্ষ্যে কাঁথিতে আগমনী শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী। কাঁথির ভবতারিণী মন্দির থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল ঢাক-ঢোল, ছৌ নাচ আর ধামসা-মাদল।

Mahalaya Tarpan News : গঙ্গাসাগরে তর্পনের ভিড়, কপিলমুনি মন্দির চত্বরে বিশেষ নিরাপত্তা

ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনার নদী ও জলাশয়ে তর্পণের জন্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি ভিড় গঙ্গাসাগরে। গতকাল রাত থেকে হাজার হাজার পুণ্যার্থী সাগরমুখী। প্রশাসনের পক্ষ থেকে কাকদ্বীপের লট নং আট ও নামখানা থেকে অতিরিক্ত ভেসেল ও লঞ্চ চালানো হচ্ছে। আজ দিনভর মিলবে এই পরিষেবা। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বরে বিশেষ পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন আছে সিভিল ডিফেন্সের কর্মীরা।

Mahalaya News Live : মহালয়া উপলক্ষ্যে তর্পণকে কেন্দ্র করে হাওড়ার ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা

মহালয়া উপলক্ষ্যে তর্পণকে কেন্দ্র করে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, তেলকল ঘাট, বাদামতলা ঘাট-সহ গঙ্গার বিভিন্ন ঘাটে ভোর থেকেই হাজার হাজার মানুষের ভিড়। ঘাটে তৈরি হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প।

WB News Live : জমজমাট কালীঘাট মন্দির, পুজো দিলেন বিদ্যা বালান

মহালয়ার সকালে ভিড়ে জমজমাট কালীঘাট মন্দির।। এর মধ্যেই পুজো দিতে হাজির বিদ্যা বালান। বাঙালি পোশাকে সেজে পুজো দিলেন বলিউড অভিনেত্রী।

WB News Live : মহালয়া উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। মহালয়া উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ।

WB News Live : সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন

মহালয়ার সকালে হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন।

প্রেক্ষাপট

দেবীপক্ষের সূচনা: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ দেবীপক্ষের সূচনা। মণ্ডপে মণ্ডপে শেষ মুহুর্তের প্রস্তুতি। অপেক্ষা শুধু মা-এর আগমনের। 


এবার আসছে 'অভিষেকের দূত' :  দিদির দূতের পর এবার অভিষেকের ( Abhishek Banerjee )  দূত। আজ হাওড়া থেকে নতুন জনসংযোগ কর্মসূচি। পুজোর সময় মানুষের পাশে থাকবেন অভিষেকের দূতরা। পরবর্তীতে শুরু অন্যান্য জেলাতেও। 


অভিষেকের পিএ-কে তলব ইডির : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam )  এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) আপ্ত-সহায়ককে তলব ইডির। নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুমিত রায়। সোমবার শুনানি।

পার্থকে জেলে জেরা সিবিআইয়ের : আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) জেলে গিয়ে জেরা সিবিআইয়ের ( CBI ) । নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্নবাণ। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।


মিথিলেশকে পুনর্বহাল বিচারপতির : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্তে ছাড়পত্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিন্হা।


মন্ত্রী-ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ : রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির নিশানায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। কৈখালির বাড়িতে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ।


সমবায় 'দুর্নীতি'-তে ফের হানা : ৫০ কোটির সমবায় দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে ফের সিবিআই অভিযান। সমবায় সমিতির ম্যানেজারের পাশাপাশি সহকারী হিসাবরক্ষককেও জিজ্ঞাসাবাদ।


সিবিআইয়ের বারাসাত-নোটিস :  ব্যারাকপুরের পর বারাসাত। '২০১২ থেকে ২০২৩ পর্যন্ত কারা ছিলেন বারাসাত পুরসভার উপ পুরপ্রধান? ইমেল করে বারাসাত পুরসভাকে নোটিস, তালিকা তলব সিবিআইয়ের।


রাজীবের বিরুদ্ধে রুল জারি :  পঞ্চায়েত ভোটে নির্দেশ না মানার অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। ২৪ নভেম্বর সশরীরে হাজিরার নির্দেশ।


কর্মী-ক্ষোভে ভিন্ন মত : দলের কর্মী বিক্ষোভে বঙ্গ বিজেপির অন্দরেই ভিন্নমত। কড়া পদক্ষেপের হুঁশিয়ার সুকান্তর। কতজনকে শাস্তি দেবেন, পাল্টা দিলীপ। সুকান্তর সঙ্গে মিলে সমাধানের আশ্বাস শুভেন্দুর।


বোনাস-সংঘাত : ৫ হাজার বনাম ২ হাজার। কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসে বৈষম্যের অভিযোগ শুভেন্দুর। সকলেরই বোনাস ৫ হাজার ৩০০, বিভেদের চেষ্টা, পাল্টা মুখ্যমন্ত্রী।


ফিরলেন কামদুনির প্রতিবাদীরা :  হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আইনি লড়াইয়ের প্রস্তুতি শেষ। কলকাতায় ফিরলেন কামদুনির প্রতিবাদীরা। সর্বোচ্চ আদালতে রাজ্যের মামলাতেও পার্টি প্রতিবাদীরা।


পুজোয় বধ 'বর্ষাসুর': পুজোয় সুখবর আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী থাকবে রোদ ঝলমলে আকাশ। অনুভূত হবে উত্তুরে হাওয়ার প্রভাব।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.