West Bengal News Live : সওকত মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকির

West Bengal News : বিভিন্ন জেলার খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 15 Mar 2023 11:35 PM
WB News Live : সওকত মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকির

সওকত মোল্লার বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকি। পীরজাদার অভিযোগ, গত রবিবার ফুরফুরায় বিক্ষোভের মুখে পড়ার পর তাঁকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। অভিযোগ উড়িয়ে, পাল্টা হুমকির অভিযোগ করেছেন সওকত মোল্লা। 

WB Live News Updates: চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতাই, বললেন ওন্দার তৃণমূল নেতা

চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতাই। বিস্ফোরক অভিযোগ করলেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের প্রার্থীপদও বিক্রি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অস্বস্তি ঢাকতে দলের নেতাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। 

WB News Live : প্রাথমিক স্কুলে এবার পড়াবেন সিভিক ভলান্টিয়াররা!

প্রাথমিক স্কুলে এবার পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! সিভিক ভলান্টিয়ার নিয়ে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। প্রাথমিকে ক্লাস নিতে ৪৬টি স্কুল, কমিউনিটি সেন্টারও চিহ্নিত! ক্লাস নিতে 'অঙ্কুর' নামে প্রকল্পের কথা ঘোষণা বাঁকুড়া পুলিশের। 'সিভিক ভলান্টিয়াররা ক্লাস নেবেন, বাঁকুড়া মডেল এবার গোটা রাজ্যে। সরকারি স্কুলে যাতে আর কেউ ভর্তি না হয়, তাই শিক্ষার মান নামানোর ছক। চাকরি দিলে আবার বেতন, ডিএ-র ঝামেলা থেকেও মুক্তি'! কটাক্ষ শুভেন্দুর।

WB Live News Updates: বীরভূমের পাড়ুইয়ে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন

বীরভূমের পাড়ুইয়ে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন। অল্পের জন্য় মৃত্য়ুর মুখ থেকে রক্ষা পেল বিজেপি নেতার পরিবার। দুর্ঘটনা নয়, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাবি বিজেপি নেতার। কিন্তু কে বা কারা ঘটনার নেপথ্য়ে? শুরু হয়েছে তদন্ত। 

SSC Case: 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান রেকর্ড করল CBI

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান রেকর্ড করল CBI। আজ প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁর বয়ান রেকর্ড করা হয়। বয়ান খতিয়ে দেখার পর, ফের তাঁকে ডাকা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের দাবি।

Mamata Banerjee: আগামীদিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, জানালেন মুখ্য়মন্ত্রী

আগামীদিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রায় দেড় হাজার কোটি বিনিয়োগ করছে তারা। সেখানেও হবে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান, নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী। আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর, অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য় সম্মেলন। রাজ্য়ের ব্র্য়ান্ড অ্য়াম্বাসাডর হতে দেবকে অনুরোধ মমতার।

DA Protests: ডিজিটাল নন-কোঅপারেশন করবেন আন্দোলনকারীরা, মুখ্যসচিব ও শিক্ষাসচিবকে চিঠি

বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণের পথে হাঁটছেন আন্দোলনকারীরা। ধর্মঘটের পর এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডিজিটাল নন-কোঅপারেশন করবেন বলে জানিয়ে মুখ্যসচিব ও শিক্ষাসচিবকে চিঠি পাঠিয়েছেন তাঁরা। 

Mamata Banerjee: নবান্নে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ

ফের মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। নবান্নে ঢুকেই আজ সোজা স্বরাষ্ট্র দফতরে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়িতে তখন বেলা ১২টা ১০। চারতলায় মুখ্যমন্ত্রী যখন পৌঁছলেন, সেখানে তখনও অনুপস্থিত সিংহভাগ কর্মীই! যা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live : পুজোর আয়োজনকে কেন্দ্র করে বেলেঘাটা মেন রোডে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ

পুজোর আয়োজনকে কেন্দ্র করে বেলেঘাটা মেন রোডে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় চেয়ার, সাউন্ড বক্স। গন্ডগোল থামাতে গিয়ে আহত হন ২ পুলিশ কর্মী। তাঁদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোন পাড়া পুজোর আয়োজন করবে? এই নিয়ে গতকাল রাত ২টো নাগাদ গন্ডগোলের সূত্রপাত হয়। একপক্ষ অন্যপক্ষের ওপর চড়াও হয়ে মারধরও করে বলে অভিযোগ। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে বেলেঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের তরফে থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়নি।


 

WB Live News Updates: বাইক রাখাকে কেন্দ্র করে গন্ডগোল! তার জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা!

বাইক রাখাকে কেন্দ্র করে গন্ডগোল! তার জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা! গতকাল রাতে মারাত্মক ঘটনা ঘটে নরেন্দ্রপুরে। বুধবার বিকেল পর্যন্ত জ্ঞান আসেনি আক্রান্তের। এদিকে, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে এর আগে অ্যাসিড ছোড়া ও ধর্ষণের অভিযোগ রয়েছে। 

Cattle Smuggling Case: ছ'দিনের হেফাজতে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক

ছ'দিনের হেফাজতে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক। মণীশ কোঠারিকে ফের আদালতে তোলা হবে সোমবার। ভুয়ো সংস্থা খুলে মণীশই অনুব্রতর টাকায় লেনদেন করতেন বলে অভিযোগ।


 

WB News Live : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সঙ্কট, হস্টেলের আবাসিকদের খাবার বন্ধের নোটিস!

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সঙ্কটের জেরে হস্টেলের আবাসিকদের খাবার বন্ধের নোটিস দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে খাবার চালু হলেও উপাচার্য, ফিনান্স অফিসার ও রেজিস্ট্রার না থাকায় আগামীদিনে অচলাবস্থা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। 

WB Live News Updates: সিউড়ি সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু করল সিবিআই

গরুপাচারকাণ্ডে সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার অভিযোগ। এবার সিউড়ি সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সিউড়ি সমবায় ব্যাঙ্কে প্রায় সাড়ে তিনশো ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টের নথি ও তথ্য চেয়েছে সিবিআই। আগেই এই সাড়ে তিনশো অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করেছে তারা। 

WB News Live : ডুয়ার্সে শুরু কালবৈশাখী

আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী ডুয়ার্স জুড়ে শুরু হল কালবৈশাখী ঝড়ের দাপট। 

WB News Live : সিরাজউদ্দৌলার আমলের দুটি কামান উদ্ধার

সিরাজউদ্দৌলার আমলের দুটি কামান উদ্ধার। যশোর রোডের পাশে অসংরক্ষিত অবস্থায় পড়ে ছিল কামানদুটি। ধীরে ধীরে মাটির নীচে চাপা পড়ে যাচ্ছিল বিশাল কামানদুটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে শুরু হল কামান উদ্ধারের কাজ। ক্রেনের সাহায্যে কামানদুটিকে তুলে নিয়ে যাওয়া হবে নব মহাকরণে। পরে এই কামানদুটিকে রাখা হবে জাদুঘরে। 

WB News Live একই দফতরের মন্ত্রী, কিন্তু কেন নিয়োগ দুর্নীতির কথা টের পেলেন না?

একই দফতরের মন্ত্রী, কিন্তু কেন নিয়োগ দুর্নীতির কথা টের পেলেন না? চাকরিহারাদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর, কী বললেন শিক্ষামন্ত্রী? অনুব্রত মণ্ডল-মানিক ভট্টাচার্যকে নিয়ে আর কবে পদক্ষেপ? এবিপি আনন্দে এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

Mamata Banerjee: দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর। দেবকে রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব। নবান্ন সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠকে দেবকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর। 

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু সিপিএমের

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু সিপিএমের। ১৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত করতে হবে প্রার্থী বাছাইয়ের কাজ। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির অগ্রাধিকার। স্থানীয়দের সঙ্গে কথা বলে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী চূড়ান্ত করতে হবে। 

Mamata Banerjee: রাজ্যে শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারের ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে রাজ্যপালের অনুমোদন দিলেই বিজ্ঞপ্তি। শিল্পের জন্য জমি নিয়ে নবান্নে শিল্পপতিদের বৈঠক। রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে। 

Santanu Banerjee: বিদ্যুৎ দফতরের চাকরি থেকেও সাসপেন্ড শান্তনু

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর বহিষ্কার করেছে দল।  বিদ্যুৎ দফতরের চাকরি থেকেও সাসপেন্ড করা হয়েছে। যে দিন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার কের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই দিনই বিদ্যুৎ দফতর শান্তনুকে সাসপেন্ড করে বলে জানা গিয়েছে। 

Koustav Bagchi: কৌস্তভ-মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল পুলিশের

কৌস্তভ-মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল পুলিশের। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত স্থগিত। 
'কোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না', আগামী ৪ সপ্তাহের জন্য নির্দেশ বলবৎ থাকবে, নির্দেশ হাইকোর্টের।

WB News Live : কুন্তলের সঙ্গে একাধিক সম্পত্তিতে নাম, স্ত্রীকে তলব ইডির

কুন্তলের সঙ্গে একাধিক সম্পত্তিতে নাম। এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতার স্ত্রীকে তলব ইডির। সিজিও কমপ্লেক্সে জয়শ্রী ঘোষ।

Recruitment Scam : CBI কে কী জানালেন কালীঘাটের কাকু?

এসএসসি দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের সামনে কালীঘাটের কাকু। লেনদেন সংক্রান্ত তথ্য জানতে সুজয় ভদ্রকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ। বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ।

WB News Live : পরীক্ষায় টুকলিতে বাধা, মুর্শিদাবাদের রানিনগরে তাণ্ডব পড়ুয়াদের

পরীক্ষায় টুকলিতে বাধা। মুর্শিদাবাদের রানিনগরে তাণ্ডব পড়ুয়াদের। কলেজে ব্যাপক ভাঙচুর। রাস্তায় বসে বিক্ষোভ।

Kaustav Bagchi News Live : কৌস্তভ-মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল পুলিশের

কৌস্তভ-মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল পুলিশের । কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত স্থগিত। 
'কোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না'। আগামী ৪ সপ্তাহের জন্য নির্দেশ বলবৎ থাকবে, নির্দেশ হাইকোর্টের

West Bengal News Live : দেড়ঘণ্টা পার, 'কালীঘাটের কাকু'কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

'কালীঘাটের কাকু'কে সিবিআই তলব । নিজাম প্যালেসে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র ।




 

WB News Live : কালীঘাট অভিযান মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কালীঘাট অভিযান মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মোতায়েন রয়েছে পুলিশ। এর আগে ২১ ফেব্রুয়ারি, একই ইস্যুতে কালীঘাট অভিযানের ডাক দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ। হাজরা মোড়ে ধুন্ধুমার বাধে। মাদ্রাসা চাকরিপ্রার্থীদের দাবি, পাস করা সত্ত্বেও গতবছরে ৭ বছরে চাকরি মেলেনি। অবিলম্বে নিয়োগের দাবিতে আজ ফের তাঁদের কালীঘাট অভিযান। 

West Bengal News : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

চাকরিচ্যুতদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। আদালত অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন বিকাশরঞ্জন ভট্টাচার্যর। হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির।

WB News Live : ইডির জালে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি

দেহরক্ষী সায়গলের পর এবার ইডির জালে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। কেষ্টর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। আজ আদালতে পেশ। 

WB News Live : ইডি-র দফতরে যাচ্ছেন না অনুব্রত-কন্যা সুকন্যা

তলব করা হলেও আজ দিল্লিতে ইডি-র দফতরে যাচ্ছেন না অনুব্রত-কন্যা সুকন্যা। ইমেল করে সমস্যার কথা জানিয়েছেন ইডিকে। ২০ মার্চের আগে ফের তলব করবে ইডি, খবর সূত্রের।

Bengal Recruitment Scam News : বহিষ্কৃত যুব তৃণমূল নেতার স্ত্রীকে তলব ইডির

কুন্তলের সঙ্গে একাধিক সম্পত্তিতে নাম। এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতার স্ত্রীকে তলব ইডির। সিজিও কমপ্লেক্সে জয়শ্রী ঘোষ।

WB News Live : সিবিআইয়ের তলব কালীঘাটের কাকুকে

 এসএসসি দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের তলব কালীঘাটের কাকুকে। নিজাম প্যালেসে হাজিরা সুজয়কৃষ্ণ ভদ্রর। শুরু জিজ্ঞাসাবাদ।

WB News Live : হরিণঘাটায় তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ

পঞ্চায়েত ভোটের আগে নদিয়ার হরিণঘাটায় তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। 

WB News Live : হরিণঘাটায় তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ

পঞ্চায়েত ভোটের আগে নদিয়ার হরিণঘাটায় তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য টেন্ডার ডাকা ও এলাকার রাশ দখলে রাখা নিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে বিবাদ চলছিল।

WB News : আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত-কন্যা সুকন্যা

আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না। তাঁকে সময় দেওয়া হোক। ইডি সূত্রে খবর, অনুব্রত-কন্যাকে ফের তলব করা হবে। 

WB News Live : পুজোর আয়োজনকে কেন্দ্র করে বেলেঘাটা মেন রোডে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ

পুজোর আয়োজনকে কেন্দ্র করে বেলেঘাটা মেন রোডে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় চেয়ার, সাউন্ড বক্স। গন্ডগোল থামাতে গিয়ে আহত হন ২ পুলিশ কর্মী। 

Adenovirus Update : বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল দেড়শো জন শিশুর।

WB News Live : ১১দিনে ১২জনকে তলবের প্রথম দিনেই গ্রেফতার মণীশ

১১দিনে ১২জনকে তলবের প্রথম দিনেই গ্রেফতার মণীশ। কালো টাকা সাদা করতে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ছক কার? কেষ্টর মুখোমুখি বসিয়ে জেরা। 

WB News Live : গরুপাচার মামলায় গ্রেফতার কেষ্টর সিএ মণীশ কোঠারি

সুকন্যার হাজিরার আগের দিনই গরুপাচার মামলায় গ্রেফতার কেষ্টর সিএ মণীশ কোঠারি। দিল্লিতে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তথ্য গোপনের অভিযোগ।

প্রেক্ষাপট


  • সুকন্যার ( Sukanya Mondal )  হাজিরার আগের দিনই গরুপাচার মামলায় ( Cow Smuggling ) গ্রেফতার কেষ্টর সিএ মণীশ কোঠারি। দিল্লিতে ইডির ( ED ) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তথ্য গোপনের অভিযোগ। 

  • ১১দিনে ১২জনকে তলবের প্রথম দিনেই গ্রেফতার মণীশ। কালো টাকা সাদা করতে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ছক কার? কেষ্টর ( AnubrataMondal )  মুখোমুখি বসিয়ে জেরা। 

  • নিয়োগে বেলাগাম দুর্নীতি, কোর্টের নির্দেশে একের পর এক চাকরি বাতিল। ভুয়ো প্রার্থীদের হয়েই সওয়াল মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) ।

  • অশোক গঙ্গোপাধ্যায়ের মামলার উদাহরণ দিয়ে সংশোধনের সওয়াল মুখ্যমন্ত্রীর। ভুল ঠিক করতে বলেছিলাম, এমন দুর্নীতি আগে হয়নি, জবাব অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay ) । 

  • চাকরি কেড়ে অত্যাচার করবেন না। কাতর আবেদন মুখ্যমন্ত্রীর। চাকরি না পেয়ে আত্মহত্যা, তাদের জন্য চোখের জল কোথায়? পাল্টা বিরোধীদের। 

  • গ্রেফতারির ৫২দিন পরে অবশেষে বহিষ্কৃত কুন্তল। বহিষ্কার শান্তনুকেও। পার্টি অফিসে মেলেনি টাকার পাহাড়, দায় নেই দলের, দাবি শশী-ব্রাত্যর। 

  • অবশেষে কুন্তল-শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ, কেষ্ট-মানিক নিয়ে সাফাই।

  • পার্থর পরে অবশেষে কুন্তল-শান্তনুকে বহিষ্কার। কেষ্ট-মানিকে নরম। সবই লোকদেখানো, ভয় শুধু কেষ্ট-মানিক মুখ খোলার, তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের। 

  • চাকরিচ্যুতের তালিকা নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূল।

  • শান্তনুর মোবাইলে নজর ইডির, বিস্ফোরক দাবি শুভেন্দুর। বললেন, শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে। ১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বের করবে ইডি।  শান্তনুর ফোনে কী আছে, কী করে জানল শুভেন্দু? পাল্টা প্রশ্ন তাপসের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.