West Bengal News Live:রাত পোহালেই জোড়া মেগা বৈঠক, পাটনার পর বেঙ্গালুরুতে একসঙ্গে ২৬টি বিরোধী দল

West Bengal News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে...

ABP Ananda Last Updated: 17 Jul 2023 11:40 PM
WB News Live: মুর্শিদাবাদের ফের বোমায় রক্তাক্ত শৈশব

ফের বোমায় রক্তাক্ত শৈশব। মুর্শিদাবাদের দৌলতাবাদে মাঠের ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে তুলতেই বিস্ফোরণ। আহত ৪ নাবালক। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। 

West Bengal News Live: বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম

বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া। বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ছেলে-বউমা। 

West Bengal News Live: বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম

বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া। বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ছেলে-বউমা। 

WB News Live: জলপাইগুড়িতে বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করল সিপিএম

২০২৩ সালেও তাঁর বাড়িতে আলো ছিল না। অন্ধকারেই কাটত রাত। কিন্তু এবারের পঞ্চায়েত ভোট তাঁর বাড়িতে আলো এনে দিয়েছে। ভোটে জিতে, জলপাইগুড়ির সদর ব্লকের সুকান্ত নগর কলোনির বাসিন্দা, বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করল সিপিএম। বৃদ্ধার বিদ্যুতের বিল তারাই মেটাবে বলে জানিয়েছে। সিপিএমের তরফে জানানো হয়েছে, এখনও কার কার বাড়িতে বিদ্যুত পৌঁছয়নি, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।

West Bengal News Live: হুগলির পাণ্ডুয়ায় গণনা কেন্দ্রের কাছ থেকে উদ্ধার হল সিপিএম ও বিজেপির প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার

পূর্ব বর্ধমান, হাওড়ার পর এবার হুগলির পাণ্ডুয়ায় গণনা কেন্দ্রের 
কাছ থেকে উদ্ধার হল সিপিএম ও বিজেপির প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার। বিজেপি ও সিপিএমের দাবি, এই ঘটনাই প্রমাণ করে তৃণমূল কীভাবে ভোট লুঠ করেছে। বদনাম করার চেষ্টা, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।

WB News Live: রাত পোহালেই জোড়া মেগা বৈঠক, পাটনার পর বেঙ্গালুরুতে একসঙ্গে ২৬টি বিরোধী দল

রাত পোহালেই জোড়া মেগা বৈঠক। পাটনার পর বেঙ্গালুরুতে একসঙ্গে ২৬টি বিরোধী দল। সনিয়ার ডাকে নৈশভোজে মমতা-অভিষেক। দিল্লিতে ৩৮টি দল নিয়ে কাল এনডিএ-র বৈঠক। 

West Bengal News Live: বোমাবাজির ঘটনায় ৩ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ

নোনয়নের শেষদিনে ভাঙড়ে গুলি চালানো, বোমাবাজির ঘটনায় ৩ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন, ৮৩ নম্বর জেলা পরিষদের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের স্বামী করিমুল মোল্লা। পরিবারের দাবি, এখনও খোঁজ নেই জাহানারার। গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live: ভোট-সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের পাশে থাকার আশ্বাস রাজ্যের বিরোধী দলনেতার

হাওড়ার পাঁচলায় শুভেনদু অধিকারী। ভোট-সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা। 
পাঁচলা বিডিও অফিসেও যান তিনি।অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোট-হিংসায় আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি। এনিয়ে কটাক্ষ করছে তৃণমূল। 

West Bengal News Live: বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে হেনস্থা, মার, অভিযুক্ত ৩ নাবালক আটক

বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে হেনস্থা, মার, অভিযুক্ত ৩ নাবালক আটক। রাসবিহারী অ্যাভিনিউয়ে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে মারধরের অভিযোগ। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে রাস্তায় দাঁড়িয়ে নাচতে বলার অভিযোগ। রাজি না হওয়ায় মারধরের অভিযোগ, ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। 

WB News Live: ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার আসছে বিজেপির ৫  মহিলা সাংসদ

ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার আসছে বিজেপির ৫  মহিলা সাংসদ
বিজেপির মহিলা কর্মীদের উপর অত্যাচারের 'তদন্তে' মহিলা সাংসদরা
ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পরে এবার আসছেন বিজেপির ৫ মহিলা সাংসদ 
বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে ৫ মহিলা সাংসদ রিপোর্ট দেবেন নাড্ডাকে

West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের ভয়াবহ চেহারা খেজুরিতে

ভোট পরবর্তী সন্ত্রাসের ভয়াবহ চেহারা খেজুরিতে। তৃণমূল কর্মীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। 

WB News Live: হাবড়ায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে সুকান্ত 

'তৃণমূল বিধায়কদের নির্দেশে বিজেপি কর্মীদের উপর হামলা'
হাবড়ায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে আক্রমণে সুকান্ত 

West Bengal News Live: পূর্ব বর্ধমানে মৃতদেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য

পূর্ব বর্ধমানের বুদবুদে জাতীয় সড়কের ধার থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য। পরিবারের দাবি, পঞ্চায়েত ভোটের রেজাল্টের দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁদের অভিয়োগ, কাউন্টিংযের দিন, পুলিশের মারে জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এদিকে, মৃত ব্যক্তি তাঁদের সক্রিয় কর্মী বলে দাবি করছে তৃণমূল। যদিও পরিবারের দাবি, মৃতের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ ছিল না। 

WB News Live: অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে এলেন সনিয়া

অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে এলেন সনিয়া 

West Bengal News Live: বাংলায় ৩৫৫ ধারা জারির অনুকূল পরিস্থিতি, দাবি শুভেন্দু অধিকারীর 

'বাংলায় বগটুইকাণ্ড থেকে পঞ্চায়েত ভোট ঘিরে হত্যালীলা চলছে'
বাংলায় ৩৫৫ ধারা জারির অনুকূল পরিস্থিতি, দাবি শুভেন্দু অধিকারীর 
'পাঁচলায় বিবস্ত্র করে মহিলাদের ঘোরানো হয়েছে, এর থেকে লজ্জার কিছু নেই'
'গণ আন্দোলন করে ৩৫৫ ধারা জারির পরিস্থিতি কীভাবে তৈরি করতে হয়, জানি'

WB News Live:বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম

বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুতে তুলকালাম। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া। বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ছেলে-বউমা। 

West Bengal News Live: 'দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি এটা প্রমাণিত হবে' কটাক্ষ শুভেন্দুর

'দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি এটা প্রমাণিত হবে।' বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠককে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 

WB News Live: প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির 

প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির 
নিয়োগ সংক্রান্ত মামলায় নির্দেশ কার্যকর না হওয়ায় হুঁশিয়ারি হাইকোর্টের 

West Bengal News Live: তৃণমূল সরকারের পতনের ভবিষ্যদ্বাণী নিয়ে ফের হুঙ্কার সুকান্তর 

'বিধায়করা চাইলেই সরকার যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে'
'বিধায়করা সমর্থন না করলেই পড়ে যেতে পারে সরকার'
তৃণমূল সরকারের পতনের ভবিষ্যদ্বাণী নিয়ে ফের হুঙ্কার সুকান্তর 
৫-৬ মাসেই তৃণমূল সরকারের পতনের দাবি সুকান্ত-শান্তনুর 
৬ মাসে সরকার পড়বেই, তবে দিল্লিতে, পাল্টা নিশানা তৃণমূলের

WB News Live: তৃণমূল কংগ্রেসের নলহাটির গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজ ঘোষকে ফের হেফাজতে চেয়ে আবেদন

লক্ষ লক্ষ টাকায় বিস্ফোরক কেনার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের নলহাটির গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজ ঘোষকে ফের হেফাজতে চেয়ে আবেদন। ফের হেফাজতে চেয়ে আবেদন এনআইএ-র। কারা বিস্ফোরক ব্যবসায় লাভবান জানতে চায় এনআইএ। 

West Bengal News Live: ফের শহরে অগ্নিকাণ্ড

ফের শহরে অগ্নিকাণ্ড। বেলা ১২টা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোডে একটি ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে দমকলের ৪টি ইঞ্জিন।  
আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। 

WB News Live: আজ বিকেলে বিরোধী দলগুলির সৌজন্য-বৈঠক

বিহারের পর কর্ণাটক, দ্বিতীয় বৈঠকে বসছে বিরোধীরা
অভিষেককে নিয়ে বেঙ্গালুরুর পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কালকের বৈঠকে থাকবেন ২৬ বিরোধী দলের নেতৃত্ব
আজ বিকেলে বিরোধী দলগুলির সৌজন্য-বৈঠক

West Bengal News Live: আমতা, বারুইপুরের পর পাঁচলায় শুভেন্দু অধিকারী

আমতা, বারুইপুরের পর পাঁচলায় শুভেন্দু অধিকারী।
ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা। এরপর পাঁচলা থানাতেও যান বিরোধী দলনেতা। বিডিও অফিসেও যান শুভেন্দু। যদিও বিডিও ছিলেন না। ভোট সন্ত্রাসের প্রতিবাদে জয়েন্ট বিডিও-কে গোলাপ ও মিষ্টির প্যাকেট দিয়ে যান বিরোধী দলনেতা। 

WB News Live: মালদার বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

মালদার বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ। নালাগোলা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। নালাগোলা পুলিশ ফাঁড়ি ভাঙচুর, পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া বিজেপির কর্মী-সমর্থকদের। মালদার বামনগোলায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ছেলে-বউমা। তৃণমূলের মদতে খুনের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার শাসক দলের। বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। 

West Bengal News Live: তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাস। তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের 

WB News Live: অসুস্থ 'কালীঘাটের কাকু'

এসএসকেএমে চিকিৎসাধীন 'কালীঘাটের কাকু' (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। আজ প্যারোলের মেয়াদ শেষ হয় সুজয়কৃষ্ণ ভদ্রের। আজই বেহালার বাড়ি থেকে সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখানে ইডি-র অফিসারদের সামনেই বমি করতে শুরু করেন সুজয়কৃষ্ণ, খবর সূত্রের।

West Bengal News Live: মির্জা গালিব স্ট্রিটে আগুন

২৭ নং মির্জা গালিব স্ট্রিটে সুপার মার্কেটে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। দমকলের ৪টি ইঞ্জিনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কীভাবে আগুন লাগল তদন্ত করে দেখছে দমকল। 

WB News Live: দুই মেরুতে দিলীপ-সুকান্ত

রাজ্যে সরকার পড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী নিয়ে দুই মেরুতে দিলীপ-সুকান্ত। সুকান্ত-শান্তনুদের উল্টো সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। '৫-৬ মাস, যখনই হোক, বিধায়কদের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে', গতকাল মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 

West Bengal News Live: বালুরঘাটে গণনাকেন্দ্রের ক্লোজ সার্কিট ক্যামেরা উধাও

বালুরঘাটে গণনাকেন্দ্রের ক্লোজ সার্কিট ক্যামেরা উধাও হয়ে গেছে। থানায় লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন বিডিও। ট্যুইটারে একটি চিঠি পোস্ট করে দাবি করলেন সুকান্ত মজুমদার। কারচুপি করে তৃণমূলকে জেতানোর অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপিই ওই কাজ করে থাকতে পারে, পাল্টা বললেন শান্তনু সেন।

WB News Live: সুকান্তর নিশানায় মমতা

এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাটে, গিয়ে সুকান্ত বলেন, 'চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন, তা হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়।'

West Bengal News Live: পাঁচলায় শুভেন্দু

আমতা, বারুইপুরের পর পাঁচলায় শুভেন্দু, ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা।

WB News Live: বাংলায় ভোট হিংসা নিয়ে কংগ্রেসের অবস্থানও স্পষ্ট

জাতীয় প্রেক্ষাপটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বৈঠকে বসছে বিরোধীরা, বাংলায় ভোট হিংসা নিয়ে কংগ্রেসের অবস্থানও স্পষ্ট। বিজেপির মাথা ঘামানোর প্রয়োজন নেই, পাল্টা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

West Bengal News Live: নির্দল প্রার্থীর জেতা সার্টিফিকেট কেড়ে নেওয়ার অভিযোগ

পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার ঘটনা অব্যহত জেলায় জেলায়। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের ৫১ নম্বর বুঝে নির্দল প্রার্থীর জেতা সার্টিফিকেট কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী (TMC Candidate) হাচিনা খাতুন গোলদারের অনুগামীদের বিরুদ্ধে।

WB News Live: ইসলামপুরের নতুনপাড়া গ্রামে ভোট-পরবর্তী হিংসা

উত্তর দিনাজপুরের ইসলামপুরের নতুনপাড়া গ্রামে ভোট-পরবর্তী হিংসা। মাঝরাতে জ্বালিয়ে দেওয়া হল তৃণমূল কর্মীর বাড়ি।

West Bengal News Live: পুলিশের ভূমিকা নিয়েও সরব হন অবসরপ্রাপ্ত বিচারপতি

খামতি না থাকলে এত রক্তক্ষয় হত না। এবার রাজীব সিনহার সমালোচনায় সরব হলেন, শুভেন্দুর মামলায় রাজ্য নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করা আইনজীবীই। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন অবসরপ্রাপ্ত বিচারপতি।

WB News Live: ব্যারাকপুরে রেল অবরোধ

সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যারাকপুরে রেল অবরোধ। অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে বন্ধ ট্রেন। স্টেশনের ফুট ওভারব্রিজ সম্প্রসারণের দাবিতে চলছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

West Bengal News Live: বিজেপির পঞ্চায়েত ভোটের ফল কি আদৌ আশানুরূপ? কী বললেন দিলীপ ?

'২০১৮-য় পুরো শক্তি দিয়ে লড়তে পারিনি', বলছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

WB News Live: বিচারব্য়বস্থাকে বেনজির আক্রমণ অভিষেকের

বিচারব্য়বস্থাকে বেনজির আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ পর্যন্ত তোলেন তিনি। প্রায় একই সুর শোনা গেছে আরামবাগের তৃণমূল সাংসদের গলাতেও। এ নিয়ে এবার মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। 

West Bengal News Live: খুঁটিপুজোর মাধ্যমে দেবীবন্দনার সূচনা শহরে

বর্ষাতেই পুজোর প্রস্তুতি। রবিবার খুঁটিপুজোর মাধ্যমে দেবীবন্দনার সূচনা করলেন বালিগঞ্জ ২১-এর পল্লির পুজো উদ্যোক্তারা।উন্মোচিত হল থিমের ব্যানার। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। 

WB News Live: হেনস্থার অভিযোগ উঠল বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে

গবেষণার জন্য আবেদনকারী আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রীকে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। উপাচার্যের রিপোর্ট তলব করল জাতীয় তপশিলি উপজাতি কমিশন।

West Bengal News Live: সুকান্তর পাল্টা কুণাল

বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। ৩৫৫ তরজার আবহেই মন্তব্য সুকান্তর। আগে মণিপুরে করুক, নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা বিজেপির, পাল্টা কুণাল।

প্রেক্ষাপট


  •  মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রের মতো বাংলাতেও সরকার ফেলার ছক বিজেপির ? বিস্ফোরক দাবি সুকান্তর (Sukanta Majumder)। 

  • কখনও এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। যারা গোরাহান হারে, তারাই একথা বলে। ৫-৬ মাসে বাংলার সরকার নয়, দিল্লির সরকার পড়ে যাবে। ভয় দেখিয়ে সরকার ফেলতে পারবেন না হুঁশিয়ারি শান্তনুর।

  •  
     বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। ৩৫৫ তরজার আবহেই মন্তব্য সুকান্তর। মন্তব্য সুকান্তর। আগে মণিপুরে করুক, নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা বিজেপির, পাল্টা কুণাল।
     

  •  বালুরঘাটে গণনাকেন্দ্রের হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও! আইসি-কে লেখা বিডিও-র চিঠি ট্যুইট সুকান্তর। প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুঠের অভিযোগ। অস্বীকার তৃণমূলের। 
     

  •  অভিষেকের (Abhishek Banerjee) মন্তব্যের সমর্থনে সুর চড়ালেন অপরূপা। তিনি বলেন, বিজেপি হাইকোর্টকে  (Calcutta High Court) রাজনৈতিকভাবে ব্যবহার করছে, ঠিক নয়। বিচারব্যবস্থার ওপর ভরসা উঠে যাচ্ছে মানুষের
     
     ভোট-সন্ত্রাসে অব্যাহত মৃত্যুমিছিল। হরিহরপাড়ায় ভোটের দিন আক্রান্ত সিপিএম কর্মীর মৃত্যু, অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকদলের। 
     

  •  তৃণমূলের ২১ জুলাইয়ের আগে ১৯ জুলাই সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল বিজেপির। লোক নেই, দিল্লির নেতাদের কাছে গুরুত্ব প্রমাণের চেষ্টা, পাল্টা ফিরহাদ।
     

  •  এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। বিল আনলেও সমর্থন নয়। ইসলামপুরে নির্দল প্রার্থী আক্রান্তের অভিযোগে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আব্দুল করিম।
     

  •  বারুদের স্তূপে বাংলা। মুর্শিদাবাদ থেকে মালদা। দিকে দিকে বোমা উদ্ধার। এত বিস্ফোরক আসছে কোথা থেকে? এনআইএ তদন্ত দাবি শুভেন্দুর। 
     
      প্রধান সচিবের পর এবার প্রেস সচিবকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। রাজ্য মনোনীত আধিকারিককে অব্যাহতি দেওয়ায় ফের শুরু রাজ্য-রাজভবন সংঘাত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.