West Bengal News Live: বীরভূমের নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি

রাজ্যের সবথেকে বড় খবর সবার আগে। বৃহস্পতিবার এসএসকেএমে ফের আগুন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আরও খবর ...

ABP Ananda Last Updated: 18 Nov 2022 11:52 PM
West Bengal News Live: বীরভূমের নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি

বীরভূমের নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি

WB News Live Update : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে সুর চড়াল বিজেপি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে সুর চড়াল বিজেপি। ক্যাম্পাসে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক, বিশ্ববিদ্যালয়ের জমি ঘুরপথে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওমপ্রকাশ মিশ্রকে নিশানা করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উপাচার্য ওমপ্রকাশ মিশ্র সব অভিযোগ খারিজ করেছেন। 

West Bengal News Live: হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুনরায় লোকায়ুক্ত পদে নিযুক্ত করল রাজ্য

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুনরায় লোকায়ুক্ত পদে নিযুক্ত করল রাজ্য

WB News Live Update : অভিষেক পুত্রকে নিয়ে ট্যুইট, শুভেন্দু অধিকারীকে শোকজ

 অভিষেক পুত্রকে নিয়ে ট্যুইট। শুভেন্দু অধিকারীকে শোকজ। ক্ষমা চাইতে হবে, নোটিসের উত্তর না দিলে ফের নোটিস। জানাল শিশু সুরক্ষা অধিকার কমিশন। নোটিস পেলে উত্তর, জানালেন শুভেন্দু।

West Bengal News Live: সরিয়ে দেওয়া হল আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তকে

সরিয়ে দেওয়া হল আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তকে। আমডাঙার তৃণমূল বিধায়কের সঙ্গে সংঘাতের জেরে বদলি ? মাদক কারবার নিয়ে বারবার পুলিশকে নিশানা করেছিলেন আমডাঙার তৃণমূল বিধায়ক

WB News Live Update :কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ ও ভেরিফিকেশন পর্ব মিটল

চাকরির জন্য হাহাকারের মধ্যেই কিছুটা স্বস্তির ছবি। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ ও ভেরিফিকেশন পর্ব মিটল। পর্ষদের তরফে জানানো হয়েছে, নথি পরীক্ষার পর, নিয়োগপত্রের সুপারিশ পত্র দেওয়া হবে। নিয়োগপত্র দেবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

WB News Live Update : কয়লা পাচারের হাজার কোটি টাকা গেছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে: শুভেন্দু অধিকারী

কয়লা পাচারের হাজার কোটি টাকা গেছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে। বিস্ফোরক এই দাবি করলেন শুভেন্দু অধিকারী

West Bengal News Live: মুম্বইয়ের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ

মুম্বইয়ের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ। বাংলার সিআইডি অফিসার সহ ৪ জনের বিরুদ্ধে তদন্তে মুম্বই ইডি। প্রতিক্রিয়া মেলেনি সিআইডির।

WB News Live Update : গরুপাচারের কালো টাকাই কি লটারির মাধ্যমে সাদা ? তদন্ত হোক, দাবি বিরোধীদের

গরুপাচারের কালো টাকাই কি লটারির মাধ্যমে সাদা ? তদন্ত হোক, দাবি বিরোধীদের। এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।

West Bengal News Live: ফের বেলাগাম দিলীপ ঘোষ, জেলাশাসককে তুই-তোকারি

ফের বেলাগাম দিলীপ ঘোষ, জেলাশাসককে তুই-তোকারি 

WB News Live Update : সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে এবার শিক্ষা দফতরের এসআই-রা

সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে এবার শিক্ষা দফতরের এসআই-রা। মুর্শিদাবাদের ১৬টি সার্কেলের এসআইদের ডেকে পাঠাল সিবিআই

West Bengal News Live: হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার

হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার। ৩৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার। স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করল আরপিএফ। ধৃত উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার বিন্দ মীর্জাপুর থেকে হাওড়ায় আসেন। 

WB News Live Update : গ্রুপ ডি দুর্নীতি মামলায় হাইকোর্টে সিবিআইয়ের রিপোর্ট পেশ

গ্রুপ ডি দুর্নীতি মামলায় হাইকোর্টে সিবিআইয়ের রিপোর্ট পেশ

West Bengal News Live: অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির

WB News Live Update : গরুপাচার মামলায় ফের লটারির হদিশ

গরুপাচার মামলায় ফের লটারির হদিশ

WB News Live Updates: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোকজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোকজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের 

WB News Live Update : ‘এখন সুদ জমছে, একসময় সব হিসেব হবে’ সুর চড়ালেন দিলীপ ঘোষ

‘এখন সুদ জমছে, একসময় সব হিসেব হবে’ সুর চড়ালেন দিলীপ ঘোষ

WB News Live Updates: জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি

বছর শেষে কলকাতাবাসীর জন্য সুখবর। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি। কবে থেকে পরিষেবা শুরু, সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ।

WB News Live Update : নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি

নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি। নাম চূড়ান্ত করে জানাল আদালত

WB News Live Updates: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা 

WB News Live Update : কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

WB News Live Updates: নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে নতুন ৩ আধিকারিকের নাম দিল সিবিআই

নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে নতুন ৩ আধিকারিকের নাম দিল সিবিআই

WB News Live Update : মেঘালয়ের তুরায় কর্মিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেঘালয়ের তুরায় কর্মিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

WB News Update live : এসএসকেএম হাসপাতালে চালু হল শিশু ক্যান্সার চিকিৎসার বিভাগ

 রাজ্যে এই প্রথম এসএসকেএম হাসপাতালে চালু হল শিশু ক্যান্সার চিকিৎসার বিভাগ। জেলাতেও ডে-কেয়ার সেন্টার, কেমোথেরাপির ব্যবস্থা হচ্ছে। এরজন্য টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল এর সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এসএসকেএম এ ক্যান্সার হাব তৈরি করা হচ্ছে বলেও এদিন জানান স্বাস্থ্য সচিব। 

SSKM Fire Update : এসএসকেএমে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভাগীয় তদন্ত

এসএসকেএমে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভাগীয় তদন্ত। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এসএসকেএম কর্তৃপক্ষের। হাসপাতালে জরুরি বিভাগের এমআরআই পরিষেবা এখনও ঠিক হয়নি। ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে অক্সিজেন পাইপ লাইন, এসি আজকের মধ্যেই মেরামতের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ফরেন্সিক টিম।

WB News Live : বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের

 বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। বিরোধী দলনেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের।

WB News Live : দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন : অনুব্রতকে কটাক্ষ দিলীপের

দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন। নাম না করে অনুব্রতকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

Anubrata News Live : এবার দিল্লিতে জেরা ?

গরু পাচার মামলায় গতকাল অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি।  বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরার জন্য আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানানোর সম্ভাবনা। খবর ইডি সূত্রে।

WB News Update : জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ এর আদালত। ২০১৯-এর ভোটে অনুমতি না নিয়ে বাইক মিছিলের অভিযোগে মামলা। ১৫ নভেম্বর সমন পাঠানো হলেও হাজিরা দেননি মন্ত্রী। এরপরই গ্রেফতারি পরোয়না জারি। 

WB News live : কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের

ট্রেড ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ। প্রতিবাদে কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের। পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা।

WB News live : কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের

ট্রেড ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ। প্রতিবাদে কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের। পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা।

SSKM News Update : এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত?

এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। আজ হাসপাতালে গিয়ে এ কথা জানান স্বাস্থ্যসচিব। আজ সকালে হাসপাতালে যান ডিসি ডিডি স্পেশাল এ বিলাল। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালান লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। 

TET News Live : প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে শুরু হল ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ পর্ব

চাকরিপ্রার্থীদের হাহাকারের মধ্যেই স্বস্তির ছবি। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে শুরু হল ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ পর্ব। ৬ বছর পর হকের চাকরি মেলায় আদালত ও বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। 

SSC News Live : বাতিল হওয়া প্রার্থীদের অতিরিক্ত শূন্যপদে নিয়োগের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত

আদালতের প্রশ্নের মুখে পিছু হটল স্কুল সার্ভিস কমিশন। আদালতের প্রশ্নের মুখে অবস্থান বদল কমিশনের। বাতিল হওয়া প্রার্থীদের অতিরিক্ত শূন্যপদে নিয়োগের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত। 

WB News Live : নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, গ্রেফতারির দাবিতে পথে তৃণমূল

আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির মামলায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। তাকে হাতিয়ার করে কোচবিহার জেলা জুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল।

Dilip Ghosh News Live : বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না’ অনুব্রতকে কটাক্ষ দিলীপের

‘এখন সুদ জমছে, একসময় সব হিসেব হবে’
‘তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে’ 
‘একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে’
‘বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না’

WB News Live : রাজ্যকে না জানিয়েই নতুন রাজপাল নিয়োগ,অভিযোগ তৃণমূলের

রাজ্যকে না জানিয়েই নতুন রাজপাল নিয়োগ,অভিযোগ তৃণমূলের। সবেতেই জানাতে হবে? পাল্টা দিলীপ। মর্যাদাপূর্ণভাবে যেন চলেন, দাবি সিপিএমের। 

WB News Update : ২০১৭-য় ৫০ লক্ষ টাকা লটারি পেয়েছিলেন এনামুল হক

অনুব্রত, সুকন্যার পর গরুপাচার মামলায় ষষ্ঠ লটারির হদিশ। ২০১৭-য় ৫০ লক্ষ টাকা লটারি পেয়েছিলেন এনামুল হক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে খোঁজ পেল সিবিআই।

Anubrata Mondal News Live : অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়, সায়গলের মুখোমুখি জিজ্ঞাসাবাদের চেষ্টা

গরুপাচার মামলায় সিবিআইয়ের পর ইডির জালে অনুব্রত। দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়। সায়গলের মুখোমুখি জিজ্ঞাসাবাদের চেষ্টা।
ইডির জালে অনুব্রত

WB News Update : আদালত নিযুক্ত সিটের প্রধান অখিলেশ সিংহের বদল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল CBI

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আদালত নিযুক্ত সিটের প্রধান অখিলেশ সিংহের বদল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল CBI। অখিলেশ সিংহ এখন আর সিবিআইতে কর্মরত নন। নিজের ক্যাডারে ফিরে গেছেন বলে জানালেন CBI’এর আইনজীবী। অন্য আধিকারিককে নিয়োগের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আজ শুনানি।

West Bengal News Live : লটারি প্রাপকের তালিকায় গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক : CBI

গরুপাচার মামলার তদন্তে ষষ্ঠ লটারির হদিশ।
‘এবার লটারি প্রাপকের তালিকায় গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক’।
‘২০১৭ সালে লটারিতে ৫০ লক্ষ টাকা লটারি জিতেছিলেন এনামুল’। 

WB News Live : গত কয়েকদিনে একাধিক জেলায় বিস্ফোরণ

গত কয়েকদিনে একাধিক জেলায় বিস্ফোরণ। কেউ আহত হয়েছেন। কারও মৃত্যু হয়েছে। শিশুরাও বিস্ফোরণের শিকার হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয়েছে এক কিশোর। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয়েছে বালিকার। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমা ফেটে আঙুল বাদ গেছে এক ব্যক্তির। বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে উড়েছে পা। 
পরের পর এই সব ঘটনায় বিরোধী ও শাসকদলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। 

Anubrata Update : সম্পত্তির বিষয়ে অনুব্রতকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা

গরু পাচার মামলায় এবার জেল থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। তার আগে সম্পত্তির বিষয়ে তাঁকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয়। এক্ষেত্রে ইডি অফিসাররা হাতিয়ার করেন অনুব্রতর মেয়ে সুকন্যার বয়ানকে। 

Anubrata Mondal Case Update : অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকেও জেল থেকে গ্রেফতার করে ইডি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। আগামীদিনে কি অনুব্রতর ক্ষেত্রেও সেই পথে হাঁটতে পারে ইডি? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

West Bengal News Live : স্থায়ী রাজ্যপাল পেল বাংলা, সি ভি আনন্দ বোস

পঞ্চায়েত ভোটের আগে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। নতুন রাজ্যপাল হচ্ছেন কেরল ক্যাডারের ১৯৭৭ ব্যাচের আইএএস সি ভি আনন্দ বোস। 

SSKM Fire Update : ৬ বছর পরে এসএসকেএমে ফিরল আগুন আতঙ্ক

৬ বছর পরে এসএসকেএমে ফিরল আগুন আতঙ্ক। ২ ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন রোগীর পরিজনদের ভিড়।

SSKM Fire Update Live: ভষ্মীভূত ৩টি ঘর, পাশের ওয়ার্ড থেকে বের করা হল রোগীদের

এসএসকেএমে ফের আগুন। এমার্জেন্সির দোতলার সিটি স্ক্যান বিভাগে হঠাৎ আগুন। ভষ্মীভূত ৩টি ঘর। পাশের ওয়ার্ড থেকে বের করা হল রোগীদের। 

প্রেক্ষাপট


পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন কেরলের বাসিন্দা সি ভি আনন্দ বোস। ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন। অন্যদিকে, এসএসকেএমে ফের আগুন-আতঙ্ক! এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে অগ্নিকাণ্ড! পাশের ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হল রোগীদের। দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে। সঙ্গে আরও খবর । 


এক নজরে আজকের শিরোনাম : 



১। এসএসকেএমে ফের আগুন ( SSKM Fire ) । এমার্জেন্সির দোতলার সিটি স্ক্যান বিভাগে হঠাৎ আগুন। ভষ্মীভূত ৩টি ঘর। পাশের ওয়ার্ড থেকে বের করা হল রোগীদের। 


২। ৬ বছর পরে এসএসকেএমে ফিরল আগুন আতঙ্ক। ২ ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন রোগীর পরিজনদের ভিড়।


৩। আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি এসএসকেএমে ফিরহাদ-অরূপ-মদন থেকে মুখ্যসচিব-পুলিশ কমিশনার। সবাই সুরক্ষিত, জানালেন মুখ্যসচিব। 


৪। পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll )  আগে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা ( Bangla News ) । নতুন রাজ্যপাল হচ্ছেন কেরল ক্যাডারের ১৯৭৭ ব্যাচের আইএএস সি ভি আনন্দ বোস। 


৫। এবিপি আনন্দে এক্সক্লুসিভ নতুন স্থায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( Former IAS officer CV Ananda Bose )। 


৬। নতুন স্থায়ী রাজ্যপাল হওয়ার পরেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সি ভি আনন্দ বোসের। 


৭। রাজ্যকে না জানিয়েই নতুন রাজপাল নিয়োগ,অভিযোগ তৃণমূলের। সবেতেই জানাতে হবে? পাল্টা দিলীপ। মর্যাদাপূর্ণভাবে যেন চলেন, দাবি সিপিএমের। 

৮। সিবিআইয়ের পর গরুপাচার মামলায় কেষ্টকে গ্রেফতার করল ইডি।জেলে ম্যারাথন জেরা। বিপুল টাকার উৎসের তদন্তে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা। 

৯। কেশপুরে বোমাবাজি, দলীয় বিধায়কের বিরুদ্ধেই উঠল অভিযুক্তকে আড়ালের অভিযোগ।


৯। কেশপুরে বিস্ফোরণ, গ্রেফতার ৬। টাকা নেওয়ার অভিযোগ খারিজ বিধায়কের। 


১০। কুলপিতে কালভার্টের নীচে ব্যাগে কৌটো বোমা! খুলতেই বিস্ফোরণ। আহত ২ কিশোর। গ্রামে রাতভর তল্লাশি, বোমা, অস্ত্র উদ্ধার। গ্রেফতার ৬। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.