West Bengal News Live Updates: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 19 Jul 2023 11:55 PM
 WB Live News: হাইকোর্টের দ্বারস্থ দুই মেদিনীপুরের তৃণমূল ও নির্দল প্রার্থীরা

পঞ্চায়েতে পুনর্নির্বাচন ও পুনর্গণনার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই মেদিনীপুরের তৃণমূল ও নির্দল প্রার্থীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে শুনানির সম্ভাবনা

West Bengal News Update: ডোমজুড়ের জগদীশপুর জুড়ে পোস্টার

'আমাদের ভোটটাও দিতে দিলেন না! ছিঃ!' ডোমজুড়ের জগদীশপুর জুড়ে পোস্টার। জগদীশপুর অঞ্চল গ্রামবাসীবৃন্দের নামে পোস্টার ডোমজুড়ে। ডোমজুড় ব্লকে ১৮টি পঞ্চায়েতের সব কটি তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতির ৫৪টি আসনেও জিতেছে তৃণমূল।

 WB Live News: পোস্টাল ব্যালটের একটিমাত্র ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী

 পোস্টাল ব্যালটের একটিমাত্র ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী। পরাজিত তৃণমূল প্রার্থীর অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। প্রশাসনিক অপদার্থতাকে দায়ী করে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। এভাবে জয়ী ঘোষণা করা অগণতান্ত্রিক, মন্তব্য তৃণমূলের। নদিয়ার শান্তিপুরের ঘটনা। 

West Bengal News Update: বিজেপির জয়ী প্রার্থীর শংসাপত্রে তৃণমূলের নাম

পঞ্চায়েত ভোটে বিজেপির জয়ী প্রার্থী। অথচ শংসাপত্রে রয়েছে তৃণমূলের নাম! এমনই অভিযোগ ঘিরে হইচই শুরু হয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভার কালিকাপুর ২ নম্বর পঞ্চায়েতে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB Live News: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার

তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার। নন্দীগ্রামে ভিলেজ পুলিশ রাজীব গুড়িয়া গ্রেফতার। কুণালের হুঁশিয়ারির পরেই ভিলেজ পুলিশ গ্রেফতার। পুলিশেরই একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ কুণালের। কুণালের হুঁশিয়ারির পরেই নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার।

West Bengal News Update: দেগঙ্গার পর আমতায় বিজেপির মহিলা প্রতিনিধি দল

 


দেগঙ্গার পর আমতায় বিজেপির মহিলা প্রতিনিধি দল। আমতায় বিজেপির মহিলা সাংসদদের সামনে জয় বাংলা স্লোগান। বিজেপির আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার সময় স্লোগান তৃণমূলের।

WB Live News: শুভেন্দুর পাল্টা শান্তনু

শুভেন্দু নিজেই একাধিক দুর্নীতিতে যুক্ত, তাঁর মুখে এসব কথা শোভা পায়? পাল্টা প্রশ্ন তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

West Bengal News Update: চাকরি বাতিল নিয়ে কী নির্দেশ আদালতের ?

২৮ জুলাইয়ের মধ্যে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের OMR শিট প্রকাশ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখে জানি যে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে, এখনই কোনও চাকরি বাতিল করা যাবে না বলে জানিয়েছে আদালত।

WB Live News: ধর্মতলায়  ২১জুলাই-এর মঞ্চের প্রস্তুতি

ধর্মতলায়  ২১জুলাই-এর মঞ্চের প্রস্তুতি দেখতে গেলেন কলকাতার পুলিশ কমিশনার।

West Bengal News Update : সুকান্তর পাল্টা মমতা

৫-৬ মাসেই তৃণমূল সরকার পড়ে যাওয়ার হুঙ্কার সুকান্তর, চ্যালেঞ্জ মমতার। বালতি ওল্টানোর ক্ষমতা নেই, সরকার ফেলবে, তীব্র কটাক্ষ তৃণমূলনেত্রীর।

WB Live News: তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ

আন্দুলের আরগোড়িতে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। তৃণমূল কর্মীদের অভিযোগ আই এস এফ এর কর্মীরা তাদের ওপর হামলা চালায়। সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।

West Bengal News Update : ভোটে এবার ভুতুড়ে ভোটার

ভোটে এবার ভুতুড়ে ভোটার! ভোটারের চেয়েও পড়ল বহু বেশি ভোট! হাবড়া ২ নম্বর ব্লকে ভুতুড়ে ভোটে বিস্মিত বিচারপতি অমৃতা সিন্হা।

WB Live News: ২১ জুলাই নিয়ে বড় ঘোষণা সুকান্ত মজুমদারের

'সিপিএম-কংগ্রেস সেটিং বিরোধী, বিজেপি সেটিং বিরোধী নয়। ২১ জুলাই বিডিও অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা। যেখানে যেখানে ভোট চুরি সেখানেই বিডিও অফিস ঘেরাও', কলেজ স্কোয়ারের বিক্ষোভ মঞ্চ থেকে ঘোষণা সুকান্ত মজুমদারের

West Bengal News Update : ভোট সন্ত্রাসের প্রতিবাদ, কলকাতায় বিজেপি মিছিল

ভোট সন্ত্রাসের প্রতিবাদ, কলকাতায় বিজেপি মিছিল। মেলেনি পুলিশের অনুমতি, মিছিলে অনড় বিজেপি। সুকান্ত, শুভেন্দু, দিলীপের নেতৃত্বে মিছিল।
কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। কলেজ স্কোয়ারের সভামঞ্চে পৌঁছে গেলেন সুকান্ত-দিলীপ। সভামঞ্চে এলেন শুভেন্দু অধিকারী।

WB Live News: নাকা চেকিংয়ের সময় প্রায়  ৪৪ লক্ষ টাকা উদ্ধার

নাকা চেকিংয়ের সময় প্রায়  ৪৪ লক্ষ টাকা উদ্ধার। হুগলির চণ্ডীতলা থেকে ২ ব্যক্তি গ্রেফতার। নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি পুলিশের। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ।

West Bengal News Update : আরও দুর্নীতির তথ্য ফাঁস হবে, তোপ শুভেন্দুর

'ভোট লুঠ করতে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল, ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুঠ করেছে তৃণমূল, আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব,  মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তথ্য ফাঁস করব', তোপ শুভেন্দু অধিকারীর।

WB Live News: কলকাতায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল। শহিদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল।

West Bengal News Update : কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিজেপির মিছিল

সুকান্ত, শুভেন্দু, দিলীপের নেতৃত্বে মিছিল। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল।

WB Live News: একাদশ-দ্বাদশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল

একাদশ-দ্বাদশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। ওএমআর শিট প্রকাশের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ। ২০১৬-র চাকরিরত এবং ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের OMR শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

West Bengal News Update : কেন্দ্রীয় নেতারা যখন সিদ্ধান্ত নেন, তখন রাজ্যস্তরের নেতাদের সেটা মানতে হয়, বিরোধী জোট নিয়ে মন্তব্য সৌগতর

বিরোধীদের মধ্যে কিছু মতবিরোধ আছে। আগেও এরকম মতবিরোধ নিয়ে জোট হয়েছে তখনও আটকায়নি। বিজেপিকে হারানোর ইচ্ছে থেকেই সবাই জোটবদ্ধ হয়েছেন। আর কোনও দলের কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেন, তখন রাজ্যস্তরের নেতাদের সেটা মেনে চলতে হয়। তাই সেদিক দিয়ে কোনও সমস্যা হবে না। এনডিএ বিরোধী জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

WB Live News: ভোট সন্ত্রাসের প্রতিবাদ, কলকাতায় বিজেপি মিছিল

ভোট সন্ত্রাসের প্রতিবাদ, কলকাতায় বিজেপি মিছিল। মেলেনি পুলিশের অনুমতি, মিছিলে অনড় বিজেপি। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল।

West Bengal News Update : রাজ্য পুলিশের কনস্টেবলের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে মিছিল চাকরিপ্রার্থীদের

রাজ্য পুলিশের কনস্টেবলের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে মিছিল চাকরিপ্রার্থীদের। ধর্মতলা পর্যন্ত মিছিল করার কথা। চাকরিপ্রার্থীদের দাবি, ২০২০-তে রাজ্য পুলিশের কনস্টেবলের ৮ হাজার ৬৩২টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা হয় ২০২২-এর মে মাসে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হলেও ১৬০০ জন এখনও নিয়োগপত্র পাননি। এদের দ্রুত নিয়োগের দাবিতেই এই মিছিল। চাকরিপ্রার্থীদের দাবি, এই মুহূর্তে রাজ্য পুলিশের কনস্টেবলের ৬০ হাজার পদ শূন্য। এই সমস্ত পদেও দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।   

WB Live News: রাজ্য পুলিশের কনস্টেবল পদে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ

রাজ্য পুলিশের কনস্টেবল পদে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ। শিয়ালদা থেকে বিক্ষোভ মিছিল চাকরিপ্রার্থীদের। ৮ হাজার ৬৩২ টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২০ সালে। ২০২২ সালের মে মাসের মধ্যে সব পরীক্ষাও হয়ে যায়। কিন্তু পদ খালি থাকা সত্ত্বেও এখনও নিয়োগ হয়নি ১৬০০ জনের। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ১৬০০ জনের নিয়োগ হয়নি বলে অভিযোগ। কনস্টেবলের পরিবর্তে আইন-শঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোর অভিযোগ। এখনও ৮ হাজার পদ খালি আছে বলে দাবি চাকরি প্রার্থীদের। অবিলম্বে নোটিস দিয়ে নিয়োগের দাবিতে আজ বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

West Bengal Weather Update : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ ওড়িশার দিকে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা কটকের ওপর দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ২১ জুলাই বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। 

WB Live News: আমতায় বিজেপির মহিলা সাংসদদের সামনে জয় বাংলা স্লোগান

আমতায় বিজেপির মহিলা সাংসদদের সামনে জয় বাংলা স্লোগান। বিজেপির আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার সময় স্লোগান। তৃণমূল কর্মী-সমর্থকদের দেওয়া জয় বাংলা স্লোগানে এলাকায় উত্তেজনা।

West Bengal Weather Update : 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান', হুঁশিয়ারি মদন মিত্রের

ফের হুঁশিয়ারি মদন মিত্রের। 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান। সবাই পর্যবেক্ষণে আছেন, পদ আজ আছে, কাল কাঁচি দিয়ে কাটতে ২ মিনিট লাগবে না', এলাকায় গুলি বরদাস্ত করা হবে না, কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।

WB Live News: পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি

মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী।  তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে
এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি। এসবের প্রতিবাদে, বুধবার পথে নামছে তারা। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির মহা মিছিল। তাঁদের দাবি, পুলিশের অনুমতি না মিললেও, তাঁরা মহা মিছিল করবেন। 

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে একমাস পূর্ণ হল বর্ষার

দেরিতে খেলতে নেমেও সেভাবে ব্যাট চালাতে পারেনি বর্ষা। তাই বৃষ্টির ঘাটতি বেড়ে চলেছে দক্ষিণ বঙ্গে। বঙ্গোপসাগরে সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় এই ঘাটতি বলে মনে করছেন আবহবিদরা। আগামী এক সপ্তাহ যে পরিমাণ বৃষ্টি হবে, তাতে এই ঘাটতি না কমে, আরও বাড়ার সম্ভাবনা। 

WB Live News: পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি

মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী।  তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে
এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি। এসবের প্রতিবাদে, বুধবার পথে নামছে তারা। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির মহা মিছিল। তাঁদের দাবি, পুলিশের অনুমতি না মিললেও, তাঁরা মহা মিছিল করবেন। 

West Bengal Live News: বিরোধী ঐক্য গড়েই মোদি সরকারকে চ্যালেঞ্জ, আজ অশান্ত মণিপুরে তৃণমূলের প্রতিনিধিদল

বিরোধী ঐক্য গড়েই মোদি সরকারকে চ্যালেঞ্জ। আজ অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর। পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধিদের পাঠানো হয়েছে বলে তৃণমূলের দাবি। অন্যদিকে, পঞ্চায়েত ভোট-হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন বিজেপির ৫ মহিলা সাংসদ। তারই পাল্টা মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল, এমনই দাবি রাজনৈতিক মহলের। 

WB Live News: সিপিএমকে জোর করে হারানোর কথা স্বীকার পরাজিত তৃণমূল প্রার্থীর, ভাইরাল অডিও ক্লিপ

সিপিএমকে জোর করে হারানোর কথা স্বীকার করছেন পরাজিত তৃণমূল প্রার্থী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভোটের ফল নিয়ে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্ক তুঙ্গে। তৃণমূল প্রার্থীর দাবি, সিপিএম ভয় দেখিয়ে কারচুপির কথা বলতে বাধ্য করেছে। এই নিয়ে শাসকদলকে একযোগে আক্রমণ করেছে বাম-বিজেপি। 

West Bengal Live News: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার ওএমআর শিটের সন্ধানে সিবিআই

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার ওএমআর শিটের সন্ধানে সিবিআই। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে ওএমআর শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সিবিআই। ২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিট কোথায় রয়েছে জানতে চায় সিবিআই। এর আগে একযোগে রাজ্যের ১৪টি পুরসভায় অভিযান চালায় সিবিআই। প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

WB Live News: অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেল তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন। আছেন কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধি দলের।

WB Live News: অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেল তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন। আছেন কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধি দলের।

West Bengal Live News: পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠের অভিযোগে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি

পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠের অভিযোগে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি। ডেপুটেশন দিতে গিয়ে বিডিও-কে হুঁশিয়ারি দিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক। সঙ্গে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট। চুঁচুড়ায় পুনর্নির্বাচন নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

WB Live News: তৃণমূলের রোষে দুর্গাপুরের ACJM

ভোট অশান্তির ঘটনায়, আদালতের মুহুরি তথা তৃণমূল প্রার্থীর স্বামীর জামিনের আবেদন খারিজ করে, জেল হেফাজতে পাঠানোর জের। দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কট করেছে বার অ্য়াসোসিয়েশন। এনিয়ে জেলা আদালতের বিচারককে চিঠি দিয়েছেন ACJM।

West Bengal Live News: বৃষ্টির ঘাটতি বেড়ে চলেছে দক্ষিণ বঙ্গে, ঘাটতির পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা

দেরিতে খেলতে নেমেও সেভাবে ব্যাট চালাতে পারেনি বর্ষা। তাই বৃষ্টির ঘাটতি বেড়ে চলেছে দক্ষিণ বঙ্গে। বঙ্গোপসাগরে সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় এই ঘাটতি বলে মনে করছেন আবহবিদরা। আগামী এক সপ্তাহ যে পরিমাণ ব়ষ্টি হবে, তাতে এই ঘাটতি আরও বাড়ার সম্ভাবনা। 

WB Live News: ভয়ের ভাঙড়ে ফের গুলি চলার অভিযোগ

ভয়ের ভাঙড়ে ফের গুলি চলার অভিযোগ। চালতাবেড়িয়ার পানাপুকুর এলাকায়  তৃণমূলের পরাজিত প্রার্থী হাতেম মোল্লাকে গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। 

প্রেক্ষাপট


ভয়ের ভাঙড়ে (Bhangar) ফের গুলি চলার অভিযোগ। চালতাবেড়িয়ায় গুরুতর জখম তৃণমূলের (TMC) পরাজিত প্রার্থী। ভর্তি হাসপাতালে। আইএসএফের (ISF) বিরুদ্ধে হামলার অভিযোগ সওকতের। 


বাংলায় (West Bengal) কীভাবে সন্ত্রাস, দিল্লিতে দেখাতে চায় বিজেপি(BJP)। আক্রান্তদের নিয়ে এসসিএসটি কমিশনে যাওয়ার কথা ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)। ঘরছাড়াদের নিয়ে গেলেন থানায়।


ভোটে (Panchayat Election) অবাধে সন্ত্রাস। প্রতিবাদে আজ পুলিশের অনুমতি ছাড়াই মহামিছিলের ডাক বিজেপির। সুকান্ত-দিলীপ (Dilip Ghosh)-শুভেন্দুর নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে মিছিলের হুঙ্কার। 


ভোটে বেলাগাম সন্ত্রাস। খতিয়ে দেখতে এবার দেগঙ্গায় বিজেপির ৫ মহিলা সাংসদ।


চব্বিশের আগে একমঞ্চে সনিয়া-মমতা(Mamata Banerjee)-ইয়েচুরি। বাংলার ভোটে বাম-কংগ্রেসকর্মীদের উপর হামলার প্রসঙ্গ তুলে আক্রমণে মোদি (Narendra Modi)।


চব্বিশের আগে বিরোধীদের স্পেশাল ২৬। বিজেপিকে রুখতে মমতার দেওয়া নতুন জোটের নাম INDIA-তেই সিলমোহর। পরের বৈঠক মুম্বইয়ে (Mumbai)। 


বাংলায় শত্রু, বেঙ্গালুরুতে কী বনধু! বদলাচ্ছে মমতা-রাহুল সমীকরণ? তৃণমূলনেত্রীকে মাঝে রেখে কথা হল সনিয়া-রাহুলের (Rahul Gandhi)।


বেঙ্গালুরুর মঞ্চ থেকে বিজেপিকে ভোটে হারানোর হুঙ্কার মমতার। এজেন্সির অপব্যবহারের অভিযোগ। আগে আমাকে হারান, তারপরে মোদি, চ্যালেঞ্জ শুভেন্দুর।  


জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতে নির্বাচন 'বয়কট', তাও ভোট পড়ল ৯৫%! বিস্মিত হাইকোর্ট (High Court)। ডিজি, আইজিকে অনুসন্ধানের নির্দেশ। বিডিও-র রিপোর্টও তলব। 


কোথাও পুকুরে, কোথাও পাটের খেতে, কোথায় নদীর পাড়ে বিরোধীদের প্রতীকে ছাপ মারা ব্যালট! অবাধে ভোট লুঠের প্রমাণের অভিযোগে বিক্ষোভ।


বিজেপির প্রার্থী থাকা সত্ত্বেও নেই নাম! আরামবাগে ভুল ব্যালটে ভোটের অভিযোগে হাইকোর্টে বিজেপি। সাতদিনে বিডিওর কাছে রিপোর্ট তলব আদালতের। 


বাংলার পর্বতারোহী দলের মুকুটে নতুন পালক। প্রথমবার কাশ্মীরের ব্রহ্মা ওয়ান শৃঙ্গ জয়। রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে নজির গড়লেন সত্যরূপ সিদ্ধান্ত-সহ ৯ পর্বতারোহী। 
সত্যরূপদের ব্রহ্মা-১ জয়


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.