WB News Live : ডায়মন্ড হারবারে সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির

West Bengal News : জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 02 Dec 2022 11:29 PM
WB News Live : ডায়মন্ড হারবারে সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির

ডায়মন্ড হারবারে সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির। লাইট হাউস মাঠ থেকে চেয়ার সরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সভা ভেস্তে দেওয়ার চক্রান্তের অভিযোগ। কাল দুপুর ১টায় অভিষেকের কেন্দ্রে শুভেন্দুর জনসভা। ১ ঘণ্টা পরে দুপুর ২টোয় শুভেন্দুর গড় কাঁথিতে অভিষেকের সভা ।

WB News Live Update : ‘নেতাদের বিরুদ্ধে কেউ কিছু বললে ছেড়ে দেব না’, ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

‘বিজেপির কোনও গুন্ডা যেন ঢোল বাজানোর সাহস না পায়’। ‘নেতাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা ছেড়ে দেব না’। কোচবিহারের সভা থেকে ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

WB News Live : লুকোচুরি খেলতে গিয়ে দশ তলার ফায়ার স্যাব থেকে হুড়মুড়িয়ে নীচে পড়ে গেল শিশু

লুকোচুরি খেলতে গিয়ে দশ তলার ফায়ার স্যাব থেকে হুড়মুড়িয়ে নীচে পড়ে গেল শিশু। ফায়ার স্যাবের দরজা কেন বন্ধ করা ছিল না? প্রশ্ন তুলে আবাসনের অফিস ঘিরে বিক্ষোভ দেখান আবাসিকরা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছে শিশু। 

WB News Live Update : কাল বোর্ড গঠন হচ্ছে না ঝালদা পুরসভায়

কাল বোর্ড গঠন হচ্ছে না ঝালদা পুরসভায়। তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে নিয়োগ পুর ও নগরোন্নয়ন দফতরের। নতুন প্রশাসক এক মাসের নোটিস দিয়ে ফের আস্থা ভোট ডাকতে পারেন, খবর সূত্রের।

WB News Live : তৃণমূল -বিজেপির প্রচার অভিযান ঘিরে সরগরম কোচবিহার

ঢেঁড়া পিটিয়ে প্রচার, পাল্টা প্রচার। তৃণমূল -বিজেপির প্রচার অভিযান ঘিরে সরগরম কোচবিহার। এরইমধ্যে, প্রচার চলাকালীন, তৃণমূলের জেলা সভাপতির সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে শাসক শিবির। বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শুরু তো করেছে শাসকদলই, পাল্টা কটাক্ষ বিজেপির।

WB News Live Update : 'যা কিছু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে', প্রতিক্রিয়া অভিযুক্ত ডব্লুবিইউটিটি-র উপাচার্যের

যা কিছু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করব না। যা বলাই আমার আইনজীবী আদালতে বলবেন।
প্রতিক্রিয়া অভিযুক্ত ডব্লুবিইউটিটি-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live : নিয়োগ দুর্নীতির পর বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ

নিয়োগ দুর্নীতির পর বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ।  বছরে কমপক্ষে কুড়ি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ফের উঠল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। সিবিআই-ইডির তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। বিএড কলেজ পুনর্নবীকরণের জন্য অতিরিক্ত ২ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ।

WB News Live Update : মহেশতলার আবাসনের ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত ৮ বছরের বালিকা

মহেশতলায় এক আবাসনের ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত ৮ বছরের বালিকা। স্থানীয় সূত্রে খবর, মহেশতলার ওই আবাসনে এক ফ্ল্যাট মালিকের গতকাল গৃহপ্রবেশ ছিল। তাঁরই মেয়ে সামনের করিডরে খেলছিল। অভিযোগ, সেখানে একটা ফাঁকা জায়গা ঢাকা ছিল প্লাস্টিক ও প্লাইউড দিয়ে। সেই জায়গা দিয়েই পড়ে যায় বালিকা। নীচেও একাধিক জায়গায় পলকা আচ্ছাদন ছিল। তার ওপর গিয়ে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে আজ সকালে আবাসিকরা বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষের কাউকে না পেয়ে অফিস বন্ধ করে দেন আবাসিকরা। আবাসনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।  আপাতত ২ পক্ষই মহেশতলা থানায় এসেছে।

WB News Live : নাকা চেকিংয়ের সময় জলপাইগুড়িতে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

নাকা চেকিংয়ের সময় জলপাইগুড়িতে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২। রাজগঞ্জে গাড়ি থেকে উদ্ধার একটি নাইন এমএম পিস্তল। ধৃত আকাশ দে ও শের আলি ডালখোলার বাসিন্দা। কোথা থেকে আনা হয়েছে অস্ত্র, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Update : কলকাতায় ফের ‘যকের ধন’, পোস্তা থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা

কলকাতায় ফের ‘যকের ধনে’র হদিশ। পোস্তা থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা। দিগম্বর জৈন টেম্পল রোডে বাবা-ছেলের কাছ থেকে উদ্ধার টাকা। আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। কটন স্ট্রিটের একটি অফিস থেকে দেওয়া হয়েছে টাকা, দাবি ধৃতদের। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা, জবাব দিতে পারেননি ধৃতরা, দাবি পুলিশের।

WB News Live : রেকর্ড সমাবেশ হতে চলেছে অভিষেকের সভায়, দাবি কুণাল ঘোষের

হাইকোর্ট থেকে ছাড়পত্র পাওয়ার পর কাল কাঁথিতে অভিষেকের সভার তোড়জোড়। শান্তিকুঞ্জের অদূরেই সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। রেকর্ড সমাবেশ হতে চলেছে অভিষেকের সভায়, দাবি কুণাল ঘোষের। ‘তৃণমূলের সভা বন্ধ করার পক্ষে নই’। ‘যত নোংরামি করবে, তত শক্তিশালী হব’। ‘এবার রাজ্য থেকে তাড়াব’, হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

WB News Live Update : মেলাকে কেন্দ্র করে হেমতাবাদে ধুন্ধুমার, বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষ

মেলাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের হেমতাবাদে ধুন্ধুমার। বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ। বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। বিএসএফের তরফে প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live : ভাঙড়ের বোমাকাণ্ডে আরও ১ জন গ্রেফতার

ভাঙড়ের বোমাকাণ্ডে আরও ১ জন গ্রেফতার। গভীর রাতে ধৃত আইএসএফ কর্মী আমির আলি ওরফে ফিট্টু। বোমার কারখানার হদিশ মেলার পর কারখানার মালিক নবিরুল মোল্লা ও তাঁর ছেলে আগেই গ্রেফতার। ধৃত নবিরুল তখন দাবি করেছিলেন, আমির আলি গোটা ঘটনাটির সঙ্গে জড়িত। ওই কারখানা থেকে প্রচুর বোমার মশলা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। 

WB News Live Update : শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার। ‘হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে’। ‘মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম’। সেজন্য হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন মেয়র  ।

WB News Live : নওদা, সামসেরগঞ্জে পর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমা উদ্ধার

নওদা, সামসেরগঞ্জে পর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমা উদ্ধার। খেত থেকে উদ্ধার ৪টি সকেট বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড

WB News Live Update : সভা করে উত্‍পাত করা ছাড়া আর তৃণমূলের আর কোনও কাজ নেই : দিলীপ

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁদের নেতার বাড়ির সামনে সভা করে উত্‍পাত করা ছাড়া আর তৃণমূলের আর কোনও কাজ নেই। 

WB News Live : 'এটাই এখন এ রাজ্যের একমাত্র শিল্প' ভাঙড়ে বোমার কারখানার হদিশ

ভাঙড়ে বোমার কারখানার হদিশ প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, এটাই এখন এ রাজ্যের একমাত্র শিল্প। যে শিল্পের মালিক তৃণমূলের নেতারা। মাঝে মাঝে টেস্ট হচ্ছে, এলাকা মুক্তাঞ্চল হয়ে গেছে বলে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। 

WB News Live : তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট নেতার আগামীকাল প্রতিপক্ষের গড়ে সভা

তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট নেতা আগামীকাল প্রতিপক্ষের গড়ে সভা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কাঁথিতে অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে। এবার ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা হবে।

WB News Live : দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের।

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। গতকাল রাতের শিফটে কাজ চলাকালীন কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে দেহ তিন টুকরো হয়ে যায় আশুতোষ ঘোষাল নামে ওই শ্রমিকের। ঘটনার প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তদন্ত ও সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি। 

Kolkata Weather Update : ৩ দিনে ৫ ডিগ্রি বাড়ার পর ২ দিনে চার ডিগ্রি নামল তাপমাত্রার পারদ

৩ দিনে ৫ ডিগ্রি বাড়ার পর ২ দিনে চার ডিগ্রি নামল তাপমাত্রার পারদ।   
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সকাল, সন্ধে টের পাওয়া যাবে হালকা শীতের আমেজ। 

WB News Live : ভাঙড়ের বোমাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

ভাঙড়ের বোমাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল গভীর রাতে কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে ISF কর্মী আমির আলি ওরফে ফিট্টু-কে। বোমার কারখানার হদিশ মেলার পর পুলিশ ওই কারখানার মালিক নবিরুল মোল্লা ও তাঁর ছেলেকে গ্রেফতার করে। সে সময় নবিরুল দাবি করেছিলেন, আমির আলি এর সঙ্গে জড়িত। এরপরই ISF কর্মী আমিরকে গ্রেফতার করে পুলিশ।    
ওই কারখানা থেকে প্রচুর বোমার মশলা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। 

WB News Live : হুগলির পাণ্ডুয়ায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

বাড়ির বাইরে রাখা মোটরবাইকে আগুন। হুগলির পাণ্ডুয়ায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ। হামলার দায় ঘিরে তরজা।

SSC News Update : ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের

কমিশনের অফিসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। নির্ভয় হোক এসএসসি, ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। 

WB News Live : ভাঙড়ের বোমাকাণ্ডে তৃতীয় গ্রেফতার, এবার ধৃত আইএসএফ কর্মী

ভাঙড়ের বোমাকাণ্ডে তৃতীয় গ্রেফতার। এবার ধৃত আইএসএফ কর্মী আমির আলি। ফাঁসানো হচ্ছে, অভিযোগ ধৃতের।

WB News Live : আগামীকাল শুভেন্দুর গড়ে অভিষেক, অভিষেকের গড়ে শুভেন্দু

আগামীকাল শুভেন্দুর গড়ে অভিষেক, অভিষেকের গড়ে শুভেন্দু
শনিবার কাঁথিতে, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে অভিষেকের সভা
আগামীকাল শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি আদালতের
শুভেন্দুর ডায়মন্ডহারবারের সভায় অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার

WB News Update : মৃতদেহ উদ্ধার কল্যাণীতে

নদিয়ার কল্যাণী থানার দু'নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির জঙ্গল থেকে গতকাল রাতে পচা গলা দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। 

WB News Live : বাংলার প্রশংসায় রাজ্যপাল

''দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বাংলা'', ইনফোকমের অনুষ্ঠানে রাজ্যের প্রশংসা রাজ্যপালের মুখে।

WB News Update : মৃত্যু শ্রমিকের

দিন কয়েক আগেই দুর্ঘটনায় প্রাণ গেছিল তিনজন ঠিকা শ্রমিকের।  আরও একজন এখনো ভর্তি হাসপাতালে। এর রেস কাটতে না কাটতেই দুর্গাপুর স্টিল প্লান্টে গতকাল রাতের শিফটে কাজ চলাকালীন মেটেরিয়াল হ্যান্ডেলিং প্লান্টে কনবেহার বেল্টে পড়ে গিয়ে দেহ তিন টুকরো হয়ে মৃত্যু হল একজন স্থায়ী শ্রমিকের।

WB News Live : সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

পথ দুর্ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। উলুবেড়িয়া আবার ও পথদুর্ঘটনা। গাড়ি ধাক্কায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের।

WB News Update : পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেওয়া হল

পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের সদস্য বাড়ির ভেতর ঢুকে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হল। সেই তৃণমূল সদস্যের দাবি, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীরা ভয় দেখানোর জন্যই এই ধরনের কাজ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। 

WB News Live : হুগলির পাণ্ডুয়ায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

হুগলির পাণ্ডুয়ায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে হামলার অভিযোগ
গতকাল রাতে বাড়ির বাইরে রাখা মোটরবাইক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়
বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন ওই তৃণমূল নেতা
বিজেপির দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা

WB News Update : জয়ের পরই মতানৈক্য

গেঁয়োখালির সমবায় সমিতির ভোটে, কংগ্রেস ও তৃণমূল সমর্থিতদের জোট বেঁধে জয়ের পরই, সামনে চলে এল দুই শিবিরের মতানৈক্য। কংগ্রেসের দাবি, মহিষাদলের তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এক বৈঠকে, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। যদিও, একথা মানতে চাননি ওই তৃণমূল বিধায়ক। অন্যদিকে, এই জোট নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম-কংগ্রেস

WB News Live : ইনফোকম-২০২২ : মুক্তকণ্ঠে বাংলার প্রশংসা করলেন নতুন রাজ্যপাল

শুরু হল ইনফোকম-২০২২। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তকণ্ঠে বাংলার প্রশংসা করলেন নতুন রাজ্যপাল। দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলার, মন্তব্য সি ভি আনন্দ বোসের।

WB News Live : আবাসনের ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত ৮ বছরের বালিকা

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক আবাসনের ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত ৮ বছরের বালিকা। স্থানীয় সূত্রে খবর, মহেশতলার ওই আবাসনে এক ফ্ল্যাট মালিকের গতকাল গৃহপ্রবেশ ছিল। তাঁরই মেয়ে সামনের করিডরে খেলছিল। অভিযোগ, সেখানে একটা ফাঁকা জায়গা ঢাকা ছিল প্লাস্টিক দিয়ে। সেই জায়গা দিয়েই পড়ে যায় বালিকা।

WB News Live : শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর তা নিয়ে এবার জল গড়াল আদালত অবধি। এটা তাঁর পরিবারকে হেনস্থার পরিকল্পনা বলে অভিযোগ তুলে, এবং উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। যদিও, তৃণমূলের সভায় ছাড়পত্র দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। 

Birbhum News Live : বীরভূমের সদাইপুরে বন্ধ বারুদ কারখানার কাছে অস্ত্র-সমেত দুষ্কৃতী গ্রেফতার

ক’মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বীরভূমের সদাইপুরে বন্ধ বারুদ কারখানার কাছে অস্ত্র-সমেত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও গুলি। অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, এবং কোথাও পাচার করা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live : ISF-এর চাপেই বোমার কারবার চলত বলে বিস্ফোরক দাবি করেছেন ধৃতের স্ত্রী

ভাঙড় থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, সরঞ্জাম। ধৃতের দাবি তিনি ISF করেন। ISF-এর চাপেই বোমার কারবার চলত বলে বিস্ফোরক দাবি করেছেন ধৃতের স্ত্রী। এদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছেন ISF বিধায়ক।

প্রেক্ষাপট

১। কমিশনের অফিসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। নির্ভয় হোক এসএসসি, ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। 


২। হাইকোর্টের নির্দেশ, নবম-দশমে বেআইনিভাবে সুপারিশপত্র পাওয়া ১৮৩ জনের তালিকা প্রকাশ এসএসসি-র। কে, কোথায় কর্মরত, DI-দের কাছে রিপোর্ট তলবের নির্দেশ বিচারপতির। 


৩। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য। হাইকোর্টে অভিযোগ সিবিআইয়ের। হেফাজতে চেয়ে আবেদন করুন। সিবিআইকে বললেন বিচারপতি।


৪। প্রাইভেট ট্রেনিং কলেজের পর, বেসরকারি ল’ ও ফার্মাসি কলেজের অনুমোদনেও পার্থ-মানিক যোগ! অনুমোদনে কলেজপিছু নেওয়া হয়েছে ১২ লক্ষ পর্যন্ত টাকা, খবর ইডি সূত্রের।


৫। প্রাইভেট ল’ কলেজের সঙ্গে মানিকের যোগাযোগের মাধ্যম ছিল তাঁরই এক ঘনিষ্ঠ। তাঁকেও তলব করতে চায় ইডি, খবর সূত্রের। এনওসি দেওয়া কলেজগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু।


৬। কয়লা পাচারকাণ্ডে ইডি-র তলবে দিল্লিতে হাজিরা পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতির। লালার অফিসে উদ্ধার নথিতে তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম, দাবি ইডি সূত্রে।


৭। গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে ফের পিছোল অনুব্রতর আবেদন-মামলার শুনানি। ৭ ডিসেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি।


৮। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্যের জের।মানহানি মামলায় ১৯ ডিসেম্বর শুভেন্দুকে আলিপুর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। 



৯। আমতা বিস্ফোরণকাণ্ডের তদন্তভার এনআইএ নেবে কি না, সিদ্ধান্ত নেবে কেন্দ্র। নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্তে পুলিশের ভূমিকার সমালোচনা।


১০। ইনফোকমের উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তকণ্ঠে বাংলার প্রশংসায় নতুন রাজ্যপাল। দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলার, বিশ্বাস সি ভি আনন্দ বোসের। (বাইট- Bengal will lead)
বাংলার প্রশংসায় রাজ্যপাল


১১। প্রাক করোনা নিয়মেই ফিরল দিল্লি বোর্ডের জোড়া পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। আইএসসি শুরু ১৩ ফেব্রুয়ারি। মার্চ জুড়ে চলবে পরীক্ষা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.