West Bengal News Live: সোনার শোরুমের পর পুরুলিয়ায় ফের ডাকাতির আতঙ্ক,স্টেট ব্যাঙ্কের এটিএমে দুষ্কৃতী হানা
West Bengal News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
চন্দ্রের পর এবার সূর্য অভিযানে ইসরো। সকাল ১১টা ৫০ মিনিটে, শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে আদিত্য। পরীক্ষা চালাবে ৫ বছর ধরে।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে অভিষেক, কে সি বেণুগোপাল, শরদ পাওয়ার, স্ট্যালিন সহ ১৪ জন। থাকছেন না সনিয়া-রাহুল-মমতা। সিপিএমের প্রতিনিধিও থাকবে, জানালেন সঞ্জয় রাউত।
মুম্বইয়ে জোটের বৈঠকে ৩টি প্রস্তাব পাস। পাটনা, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি, নাগপুরে জনসভার সিদ্ধান্ত ইন্ডিয়ার। ২ অক্টোবর রাজঘাটে প্রথম জনসভা। জোটের পরের বৈঠক দিল্লিতে।
ইন্ডিয়ার তৃতীয় বৈঠকেই কাটল তাল ? আলোচনা না করে কেন আদানি ইস্যু ? কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হয়েই জোটের সাংবাদিক বৈঠকের আগেই মুম্বই ত্যাগ মমতার, খবর সূত্রের।
বৈঠক ফলপ্রসূ। ইন্ডিয়া জোট বিজেপিকে সহজেই হারিয়ে দেবে। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ও বিজেপি, প্রকাশ্যে আনবে ইন্ডিয়া জোট। হুঙ্কার রাহুল গাঁধীর।
মুম্বইয়ে একমঞ্চে রাহুল-মমতা-ইয়েচুরি। কোথায় কী হচ্ছে, দেখার দরকার নেই। ভারতকে লুঠ বিজেপির, রাজ্যকে লুঠ তৃণমূলের। ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অধীরের।
তৃণমূলে যারা পচে গেছে, তারা দিল্লিতে গিয়ে বিজেপি। বাংলার বিধায়ক, সাংসদরা বিজেপি না তৃণমূল কংগ্রেসের কেউ জানে না। ফের বিজেপি-তৃণমূল সেটিং-তত্ত্ব সেলিমের।
বাংলায় বিজেপির দালালি করছেন অধীর-সেলিম। পাল্টা আক্রমণে কুণাল। কুণালের নিশানায় অধীর-সেলিম।
বিরোধীদের উপর বাড়বে এজেন্সির অত্যাচার, দাবি খাড়গের। দুর্নীতির পরেও তৃণমূলকে ছাড় দিচ্ছে ইডি-সিবিআই। আক্রমণ সেলিমের। বিজেপির হাত শক্ত করছে বঙ্গ সিপিএম, পাল্টা কুণাল।
লোকসভা ভোটের আগে এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদি সরকার। প্রাক্তন রাষ্ট্রপতির সভাপতিত্বে নতুন কমিটি গঠন। সংসদের বিশেষ অধিবেশনেই আসছে বিল? তুঙ্গে জল্পনা।
উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য। আচার্য কীভাবে উপাচার্যের ভূমিকায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।
ইডির বিরুদ্ধে ফের হাইকোর্টে অভিষেক। ফাইল ডাউনলোড নিয়ে প্রশ্ন। পুলিশের কাছ থেকে ফাইল দেখব, মন্তব্য বিচারপতির। আজ দুপুর ৩টেয় শুনানি।
লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশিতে গিয়ে অফিসের কম্পিউটারে ফাইল ডাউনলোড। চূড়ান্ত ক্ষুব্ধ ইডির শীর্ষ কর্তারা। ইডি আধিকারিক নির্মল কুমার
মুসার কাছে ব্যাখ্যা তলব দিল্লির।
কোথায় বসবে সিসি ক্যামেরা, জানাতে হবে কর্তৃপক্ষকে। যাদবপুরে ফরমান ছাত্র সংসদের। কবে বসবে সিসি ক্যামেরা, ছাত্রমৃত্যুর ২১ দিন পরেও জানাতে পারল না কর্তৃপক্ষ।
রানাঘাটের সোনার দোকান থেকে উদ্ধার গুলির খোল। মাথা কে? ধৃত ৫ জনকে জেরা পুলিশের। গয়নার দোকানের জন্য অ্যাডভাইসরি জারি কলকাতা পুলিশের।
ধোনি, সচিনের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সৌরভের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। চিত্রনাট্য লেখা শেষ হলে ঘোষণা হবে আয়ুষ্মানের নাম।
পুনের এফটিআইআই-এর প্রধান এবং সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত অভিনেতা আর মাধবন। মেয়াদ তিন বছরের। জানাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
চাঁদের পর এবার সূর্য। 15 লক্ষ কিলোমিটার উড়বে ইসরোর আদিত্য। নজরে সৌরজগতের সৃষ্টি থেকে ক্ষতিকর রশ্মি।
এশিয়া কাপে ভারত-পাক মেগা ডুয়েল ঘিরে অ্যাড্রিনালিন রাশ। কোন ফর্মুলায় বাজিমাত? আলোচনায় লক্ষ্মীরতন-সম্বরণ-সৌরাশিস।
Purulia News: সোনার শোরুমের পর পুরুলিয়ায় ফের ডাকাতির আতঙ্ক,স্টেট ব্যাঙ্কের এটিএমে দুষ্কৃতী হানা
সোনার শোরুমের পর পুরুলিয়ায় ফের ডাকাতির আতঙ্ক। পুরুলিয়ার হুড়ার স্টেট ব্যাঙ্কের এটিএমে দুষ্কৃতী হানা। এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুঠের আশঙ্কা।
WB Weather Updates: ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিকে, শনিবারের বৃষ্টিতে কলকাতায় বাজ পড়ে মৃত্য়ু হল এক যুবকের।
Abhishek Banerjee: উত্তরবঙ্গে হারানো জমি পুনর্দখল করতে মরিয়া তৃণমূল, বুঝিয়ে দিলেন অভিষেক
বছর ঘুরলে ফের লোকসভা ভোট। তার আগে, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বুঝিয়ে দিলেন, উত্তরবঙ্গে হারানো জমি পুনর্দখল করতে মরিয়া তৃণমূল। এদিনের সভায় তৃণমূলের আমলে উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি।
Malda News: ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন, মালদা স্টেশন ছাড়ার সময় আগুন
ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন। শীতাতপ নিয়ন্ত্রিত বি-১ কোচে আগুন। মালদা স্টেশন ছাড়ার সময় আগুন। দেখতে পান রেলকর্মীরা। এরপরই ট্রেনটি জরুরী ব্রেক দিয়ে দাঁড় করানো হয়।পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন রেল ইঞ্জিনিয়ররা। বি১কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ পরিবর্তনের পর ট্রেনটিকে ছাড়া হবে। ঘটনা আতঙ্ক ঘিরে রেলযাত্রীদের।
Suvendu Adhikari: দুর্নীতি ইস্যুতে বিরোধী জোট 'INDIA'-কে আক্রমণ করলেন শুভেন্দু
দুর্নীতি ইস্যুতে বিরোধী জোট 'INDIA'-কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, "ফোর জি হচ্ছে কংগ্রেস। জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, রাহুল গাঁধী। থ্রি জি হচ্ছে DMK, করুণানিধি, স্ট্যালিন, স্ট্যালিন-পুত্র উদয়নিধি, আর টু জি হচ্ছে লালুপ্রসাদ-তেজস্বী, মমতা বন্দ্যোপাধ্যায় আর তোলাবাজ ভাইপো, মুলায়ম সিংহ যাদব-অখিলেশ যাদব, শরদ পাওয়ার-সুপ্রিয়া সুলে, এরা সবাই টু জি। এদের তিনটি এজেন্ডা, পরিবারবাদ, আমি নেতা আমার ছেলে বা মেয়ে নেতা, তারপর আমার নাতি বা নাতনি নেতা। এদের হচ্ছে বংশবাদ, পরিবারবাদী রাজনীতি। দ্বিতীয় কী? দুর্নীতি, তৃতীয় কী?তোষণের রাজনীতি।"