West Bengal News Live: সোনার শোরুমের পর পুরুলিয়ায় ফের ডাকাতির আতঙ্ক,স্টেট ব্যাঙ্কের এটিএমে দুষ্কৃতী হানা

West Bengal News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 03 Sep 2023 12:00 AM
Purulia News: সোনার শোরুমের পর পুরুলিয়ায় ফের ডাকাতির আতঙ্ক,স্টেট ব্যাঙ্কের এটিএমে দুষ্কৃতী হানা

সোনার শোরুমের পর পুরুলিয়ায় ফের ডাকাতির আতঙ্ক। পুরুলিয়ার হুড়ার স্টেট ব্যাঙ্কের এটিএমে দুষ্কৃতী হানা। এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুঠের আশঙ্কা। 

WB Weather Updates: ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিকে, শনিবারের বৃষ্টিতে কলকাতায় বাজ পড়ে মৃত্য়ু হল এক যুবকের।

Abhishek Banerjee: উত্তরবঙ্গে হারানো জমি পুনর্দখল করতে মরিয়া তৃণমূল, বুঝিয়ে দিলেন অভিষেক

বছর ঘুরলে ফের লোকসভা ভোট। তার আগে, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বুঝিয়ে দিলেন, উত্তরবঙ্গে হারানো জমি পুনর্দখল করতে মরিয়া তৃণমূল। এদিনের সভায় তৃণমূলের আমলে উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। 

Malda News: ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন, মালদা স্টেশন ছাড়ার সময় আগুন

ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন। শীতাতপ নিয়ন্ত্রিত বি-১ কোচে আগুন। মালদা স্টেশন ছাড়ার সময় আগুন। দেখতে পান রেলকর্মীরা। এরপরই ট্রেনটি জরুরী ব্রেক দিয়ে দাঁড় করানো হয়।পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন রেল ইঞ্জিনিয়ররা।  বি১কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ পরিবর্তনের পর ট্রেনটিকে ছাড়া হবে। ঘটনা আতঙ্ক ঘিরে রেলযাত্রীদের।

Suvendu Adhikari: দুর্নীতি ইস্যুতে বিরোধী জোট 'INDIA'-কে আক্রমণ করলেন শুভেন্দু

দুর্নীতি ইস্যুতে বিরোধী জোট 'INDIA'-কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, "ফোর জি হচ্ছে কংগ্রেস। জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, রাহুল গাঁধী। থ্রি জি হচ্ছে DMK, করুণানিধি, স্ট্যালিন, স্ট্যালিন-পুত্র উদয়নিধি, আর টু জি হচ্ছে লালুপ্রসাদ-তেজস্বী, মমতা বন্দ্যোপাধ্যায় আর তোলাবাজ ভাইপো, মুলায়ম সিংহ যাদব-অখিলেশ যাদব, শরদ পাওয়ার-সুপ্রিয়া সুলে, এরা সবাই টু জি। এদের তিনটি এজেন্ডা, পরিবারবাদ, আমি নেতা আমার ছেলে বা মেয়ে নেতা, তারপর আমার নাতি বা নাতনি নেতা। এদের হচ্ছে বংশবাদ, পরিবারবাদী রাজনীতি। দ্বিতীয় কী? দুর্নীতি, তৃতীয় কী?তোষণের রাজনীতি।"


 

Abhishek Banerjee: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইসিআইআর খারিজের আবেদন, অভিষেকের দায়ের করা মামলার রায়দান পিছোল

পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইসিআইআর খারিজের আবেদন অভিষেকের। অভিষেকের দায়ের করা মামলায় ৫ সেপ্টেম্বর রায় ঘোষণার কথা ছিল। 

Suvendu Adhikari: পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

নৈহাটির সভা থেকে শিক্ষক এবং পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অয়ন শীলের বাড়ি থেকে যা পাওয়া গেছে তাতে কেঁপে গিয়েছে।  টানাটানি তো সবে শুরু হয়েছে। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও।

Calcutta High Court: বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ

সিঙগুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বালি-জগাছায় পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। এদিন, মামলাকারী আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

Kulik Express Stone Pelting: বন্দে ভারতের পর এবার কুলিক এক্সপ্রেসের কামরায় পাথর-হামলা

বন্দে ভারতের পর এবার কুলিক এক্সপ্রেসের কামরায় পাথর-হামলা। হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে পাথর-হামলা। গতকাল সন্ধ্যায় পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয় ভিস্তাডোম কোচের জানালা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । 

Dengue Updates: কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু

ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। ১১৮ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতা দত্ত। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর আসায় ৩৩ বছরের গৃহবধূকে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে। 

Jadavpur University: যাদবপুরে হুমকি চিঠির তদন্তে নয়া মোড়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি চিঠির তদন্তে নয়া মোড়। জানা গিয়েছে, হুমকি চিঠিতে প্রেরক হিসেবে জনৈক রানা রায়ের নাম রয়েছে। মূলত রানা রায় হলেন কোচবিহারের অধ্যাপক। গতকালই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তবে তিনি এই চিঠি পাঠাননি বলেই দাবি অধ্যাপক রায়ের। তাহলে এবার প্রশ্ন উঠছে কে পাঠাল এই চিঠি ? উত্তর খুঁজতে জিপিও-র দ্বারস্থ পুলিশ। ইতিমধ্যেই হুমকি চিঠিকাণ্ডে ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

WB News Live: খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু যুবকের

খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হল তরতাজা যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। মৃতের নাম কৌশিক কর। পুলিশ সূত্রে খবর, এদিন বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন বছর চব্বিশের কৌশিক। বাজ পড়ে ঝলসে যাওয়ায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Nabanna Naews: প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

দঃ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

SLST Agitation: বৃষ্টি মাথায় নিয়েই মেয়ো রোডে অবস্থানে অনড় এসএলএসটি চাকরিপ্রার্থীরা

৯০২ দিনে আন্দোলন। বৃষ্টি মাথায় নিয়েই মেয়ো রোডে অবস্থানে অনড় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। 

Darjeeling News: দার্জিলিঙে 'আত্মঘাতী' স্কুলছাত্র, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

দার্জিলিঙে 'আত্মঘাতী' স্কুলছাত্র, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। স্কুল ইউনিফর্মে নবম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার। স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ। 'স্কুলের তহবিল সংগ্রহের জন্য লটারি বিক্রি করতে বলা হয়েছিল। ৩টির মধ্যে ১টি লটারি বিক্রি করতে না পারায় ছাত্রকে হেনস্থা করে স্কুল কর্তৃপক্ষ। ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল, অপমানে আত্মঘাতী ছাত্র', দাবি পরিবারের।

KMC: মেয়রের ফোনে মানভঞ্জন, পদত্যাগ করছেন না তারক সিংহ

মেয়রের ফোনে মানভঞ্জন, পদত্যাগ করছেন না তারক সিংহ। গতকাল কলকাতায় জমা জল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মেয়র। নিকাশি বিভাগের কাজ নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। জমা জলে নিজের ভাইয়ের মৃত্যুর প্রসঙ্গও তোলেন মেয়র। মেয়রের ক্ষোভপ্রকাশের পর পদত্যাগের কথা জানান মেয়র পারিষদ নিকাশি। পরে ফিরহাদের সঙ্গে কথার পর পদত্যাগ না করার সিদ্ধান্ত তারক সিংহের। 

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। 
জামিনের আর্জির মামলায় ৮ সেপ্টেম্বর আলিপুর আদালতে শুনানি। সিবিআইয়ের তদন্ত নিয়ে ফের ক্ষোভ প্রকাশ আদালতের । 

Malda News: সন্ধে হলেই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকছে না, এক সপ্তাহ ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, মালদায় বিক্ষোভ

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, একের পর এক জেলায় বিক্ষোভ। টানা এক সপ্তাহ ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, মালদায় বিক্ষোভ। প্রতিদিন ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না এলাকায়, এই অভিযোগে মালদার চাঁচলে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চলল বিক্ষোভ। বিদ্যুৎ অফিসের ভিতরে ও বাইরে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। চাঁচলবাসীর অভিযোগ, সন্ধে হলেই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকছে না।

Dhupguri Bypolls Live Updates: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা, প্রতিশ্রুতি অভিষেকের

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা করার প্রতিশ্রুতি অভিষেকের। আগে ডিএ, পেনশন মেটান, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 

Sovan Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শোভন চট্টোপাধ্যায়

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শোভন চট্টোপাধ্যায়। লক আপে পার্থর সঙ্গে দেখা হল শোভনের। আলিপুর আদালতে এসে শোভন জানতে পারেন, সেখানে আছেন পার্থও। তখন সেখানে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রাক্তন মেয়র। দূর থেকে দেখা হয়েছে, স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছি, সাক্ষাতের পর মন্তব্য শোভনের। 

Jadavpur University: হুমকি চিঠির প্রেক্ষিতে থাকতে চাইছেন না স্নেহমঞ্জু, জানালেন উপাচার্য

ছাত্রমৃত্যু কাণ্ডের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ইস্তফা বিতর্ক। হুমকি চিঠির প্রেক্ষিতে থাকতে চাইছেন না স্নেহমঞ্জু, জানালেন উপাচার্য। ভিআরএসের আর্জি জানিয়েও গোটা বিষয়টি অস্বীকার রেজিস্ট্রারের। 


 

Abhishek Banerjee: '৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হবে, করে দেখাব', প্রচারে ঘোষণা অভিষেকের

'৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হবে। আমি বলতে পারতাম, একবছর বা দেড় বছরে হবে। আমি বলতে পারতাম কীভাবে করা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি বলছি হবে, করে দেখাব, প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি', ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে ঘোষণা অভিষেকের।  

Abhishek Banerjee: বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন, ধূপগুড়িতে অভিষেক

'বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন।  বড় ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন।  বিজেপির নেতারা কোনওদিন ধূপগুড়িকে মহকুমা করার দাবি তোলেননি', ধূপগুড়িতে বললেন অভিষেক।

South 24 Parganas News: ফের ভিন্ রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের

মালদার পর এবার দক্ষিণ ২৪ পরগনা। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মৃত সুজিত জানা সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা। গুজরাতের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন ২১ বছরের সুজিত। মঙ্গলবার পণ্য ওঠানোর সময় ক্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গতকাল সাগরের বাড়িতে ফেরে পরিযায়ী শ্রমিকের দেহ। পরিবারের দাবি, অভাবের সংসার, বাড়িতে অসুস্থ বাবা, ফলে উচ্চ মাধ্যমিকের পর এলাকার দুই যুবকের সঙ্গে বছরখানেক আগে কাজের জন্য ভিনরাজ্যে পাড়ি দেন ওই তরুণ। 

Calcutta high Court: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বালি-জগাছার একটি মামলা খারিজ

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বালি-জগাছার একটি মামলা খারিজ। মামলা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিন্হা। তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যালট ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ আনে সিপিএম। সিসিটিভি ফুটেজ দেখে মামলা খারিজ করেন বিচারপতি। 

West Bengal News Live: ধূপগুড়ি উপনির্বাচনের শেষবেলার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ধূপগুড়ি উপনির্বাচনের শেষবেলার প্রচারে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। ২০১৬-য় এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়। ২০২১-এ তাঁকে হারিয়ে বিজেপি ধূপগুড়ি আসনটি ছিনিয়ে নেয়। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর এই আসনে পুনর্নির্বাচন হচ্ছে। 

WB News Live: খোদ কলকাতা শহরে বাজ পড়ে মৃত্যু

খোদ কলকাতা শহরে বাজ পড়ে মৃত্যু। রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে যুবকের মৃত্যু। নিজের বাড়িতেই বাজ পড়ে মৃত্যু হল যুবকের। 

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকদের নবান্ন অভিযান, বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকদের নবান্ন অভিযান। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অন্যদিকে এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৯০২দিনে পড়ল। বৃষ্টিতে ভিজে চাকরির দাবিতে অবস্থান। 

WB News Live: ফের বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু

ফের বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু। হাওড়া জেলে বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা। হাওড়ার পাঁচলায় পুলিশের গাড়ি ভাঙচুর, অবরোধ। ২৯ অগাস্ট নাবালিকাকে অপহরণের পুরনো মামলায় গ্রেফতার হন সোমনাথ সর্দার। ৩০ অগাস্ট ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গতকাল জেলে অসুস্থ হয়ে পড়েন সোমনাথ সর্দার, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, জেল সূত্রে দাবি। জেলে মারধরের জেরে মৃত্যু, অভিযোগ পরিবারের। 

West Bengal News Live: ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন স্নেহমঞ্জু বসু

ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। খুনের হুমকি চিঠি পাওয়ার পরেই ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন রেজিস্ট্রার, জানালেন উপাচার্য। গতকাল ডাকযোগে প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি আসে রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারের কাছে। তারপরেই উপাচার্যের কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন স্নেহমঞ্জু বসু। রেজিস্ট্রারের ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি বলে সূত্রের খবর। 

WB News Live: দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই আগামী মঙ্গলবার পরিণত হতে পারে নিম্নচাপে। সেই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

WB News Live : ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের

মালদার পর এবার দক্ষিণ ২৪ পরগনা। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মৃত সুজিত জানা সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা। গুজরাতের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন ২১ বছরের সুজিত। মঙ্গলবার পণ্য ওঠানোর সময় ক্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গতকাল সাগরের বাড়িতে ফেরে পরিযায়ী শ্রমিকের দেহ। পরিবারের দাবি, অভাবের সংসার, বাড়িতে অসুস্থ বাবা, ফলে উচ্চ মাধ্যমিকের পর এলাকার দুই যুবকের সঙ্গে বছরখানেক আগে কাজের জন্য ভিনরাজ্যে পাড়ি দেন ওই তরুণ। তাঁর মৃৃত্যুতে গ্রামে শোকের ছায়া। সম্প্রতি মিজোরামে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের।

WB News Live :কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু

ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। ১১৮ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতা দত্ত। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর আসায় ৩৩ বছরের গৃহবধূকে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে। 

WB News Live : জয়নগরে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যুকে ঘিরে ধুন্ধুমার

পাঁচলার জয়নগরে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। পথ অবরোধ করে পুলিশের গাড়ি ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। পুরনো মামলায় মঙ্গলবার রাতে সোমনাথ সর্দারকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। 

West Bengal News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বালি-জগাছার একটি মামলা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিন্হা

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বালি-জগাছার একটি মামলা খারিজ। মামলা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিন্হা। তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যালট ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ আনে সিপিএম। সিসিটিভি ফুটেজ দেখে মামলা খারিজ করেন বিচারপতি। অশান্তির কিছু ছবি ধরা পড়লেও এর ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া সম্ভব নয়, জানাল আদালত। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলেও জানিয়েছেন বিচারপতি। যাঁরা মামলা করেছেন তাঁরাই আদালতে অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ বিচারপতি। 

WB News Live: ছাত্রছাত্রীদের মর্জি মতো কি সিসিটিভি বসবে যাদবপুর ক্যাম্পাসে?

ছাত্রছাত্রীদের মর্জি মতো কি সিসিটিভি বসবে যাদবপুর ক্যাম্পাসে? কোথায় বসবে ক্যামেরা, কে মনিটর করবে- বসানোর আগে তা লিখিতভাবে জানাতে হবে ছাত্রছাত্রীদের। সব পক্ষের সঙ্গে বৈঠকে উঠে এল এই দাবি। কবে সিসিটিভি বসবে না জানাতে পারলেও পড়ুয়াদেরকে যে আগে জানানো হবে, তা জানাল কর্তৃপক্ষ। 

West Bengal News Live: দলবিরোধী কাজের জন্য পদ হারানোয় গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ বন্ধ করে দিলেন দাপুটে তৃণমূল নেতা

অনুব্রতহীন বীরভূমে দলবিরোধী কাজের জন্য পদ হারানোয় গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ বন্ধ করে দিলেন দাপুটে তৃণমূল নেতা। প্রায় ১৫ দিন ধরে জল পাচ্ছে না রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের পানিশাইল গ্রামের ৪০০ পরিবার। অভিযোগ, পঞ্চায়েত ভোটে এই বুথে কংগ্রেসের কাছে তৃণমূলের হার ও দলের হুইপ না মেনে উপপ্রধান নির্বাচন করায়, ১২ অগাস্ট পদ থেকে অঞ্চল সভাপতির অপসারিত হন তৃণমূল নেতা আকবর আলম। তারপর থেকেই পানীয় জল সরবরাহ বন্ধ বলে গ্রামবাসীদের অভিযোগ। দল যখন পদেই রাখেনি, তখন জল সরবরাহের জন্য আমি কেন উদ্যোগ নেব, মানুষ একটু কষ্ট পাক। স্পষ্ট জানিয়েছেন অপসারিত তৃণমূল নেতা আকবর আলম। জরুরি ভিত্তিতে ওই এলাকায় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলে বিডিও জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live: পুজো আসতেই কলকাতার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে হোর্ডিং টাঙানো হচ্ছে বলে অভিযোগ

পুজো আসতেই কলকাতার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে হোর্ডিং টাঙানো হচ্ছে বলে অভিযোগ। হোর্ডিং নিয়ন্ত্রণে পুরসভাকে চিঠি দিল ফোরাম ফর দুর্গোৎসব। পলিসি তৈরি করা হচ্ছে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

West Bengal News Live: ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি ও তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ করেছেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম

মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকের আবহেই, ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি ও তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ করেছেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম। পাল্টা সোশাল মিডিয়া পোস্টে সিপিএমের রাজ্য সম্পাদককে বিজেপির দালাল বলে নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল ঘোষ কটাক্ষের সুরে লেখেন, দ্বিচারিতার জ্বলন্ত প্রতীক।

WB News Live: একই দিনে মুম্বই, ধূপগুড়িতে দুই ছবি! মুম্বইয়ে দোস্তি, বঙ্গে কুস্তি

একই দিনে মুম্বই, ধূপগুড়িতে দুই ছবি! মুম্বইতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে INDIA জোটের বৈঠক করলেন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি। আর এরাজ্য়ের ধূপগুড়িতে তৃণমূল-বিজেপিকে একসারিতে ফেলে আক্রমণ করলেন অধীর চৌধুরী, মহম্মদ সেলিম। আর মুম্বইয়ে দোস্তি, বঙ্গে কুস্তির এই ছবিকে হাতিয়ার করেই বিরোধী জোটকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

West Bengal News Live: মালদার চাঁচলে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চলল বিক্ষোভ

টানা এক সপ্তাহ ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। প্রতিদিন ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না এলাকায়। এই অভিযোগে মালদার চাঁচলে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চলল বিক্ষোভ। বিদ্যুৎ অফিসের ভিতরে ও বাইরে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। চাঁচলবাসীর অভিযোগ, সন্ধে হলেই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকছে না। ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায়, মানুষ নাজেহাল হলেও বিদ্যুৎ দফতরের হেলদোল নেই বলে অভিযোগ। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের তুলে দেয়। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live: ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল

ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। ১১৮ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতা দত্ত। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর আসায় ৩৩ বছরের গৃহবধূকে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে।

West Bengal News Live: পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের একাধিক আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি

পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের একাধিক আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এবার সেইসব জায়গায় জনসংযোগ বাড়াতে বিশেষ কমিটি তৈরি করল গেরুয়া শিবির। এই কর্মসূচিই প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির কোনও সংগঠন নেই, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

WB News Live: 'এক দেশ, এক ভোট' নিয়ে তৎপর বিজেপি শিবির

'এক দেশ, এক ভোট' নিয়ে তৎপর বিজেপি শিবির। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। সাধারণ মানুষের মত নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: পদ্মপুকুর রোডে ভেঙে পড়ল পুরনো বাড়ি

জমা জল, বৃষ্টি মানে পুরনো বাড়ি ভেঙে পড়ার আতঙ্কও। এবার পদ্মপুকুর রোডে ভেঙে পড়ল পুরনো বাড়ি। ভোররাতে বাড়ি ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক। পাশের বাড়ির উপর ভেঙে পড়ল পুরসভার বিপজ্জনক নোটিস দেওয়া বাড়িটি। বাড়ির ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করবে পুরসভা। 

WB News Live: বিদ্যুৎ সরবরাহ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণে শুভেন্দু অধিকারী

বিদ্যুৎ সরবরাহ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণে শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ উৎপাদন থেকে সরবরাহে ঘাটতি নিয়ে এবার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি। সমস্যা সমাধানে বেঁধে দিলেন ২ দিনের সময়সীমা। 'পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না'। 'উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কেন্দ্রগুলি'। 'যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট'। 'রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই'। সোমবার থেকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।  


 

West Bengal News Live: বিরোধী জোটের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

বিরোধী জোটের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কেন বৈঠক শেষ হতেই তাঁরা তড়িঘড়ি বেরিয়ে গেলেন? সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

WB News Live: দুয়ারে সরকার কর্মসূচির শিবির নিয়ে বাঁকুড়ায় রাজনৈতিক চাপানউতোর

দুয়ারে সরকার কর্মসূচির শিবির নিয়ে বাঁকুড়ায় রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েতে  বিজেপির জেতা এলাকায় দুয়ারে সরকারের শিবির করতে না দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ তুলে বিডিও অফিসের দ্বারস্থও হয়েছে বিজেপি। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। 

West Bengal News Live: মালদার গাজোল পঞ্চায়েত সমিতির উপ সমিতি গঠন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল ব্লক অফিস চত্বর

মালদার গাজোল পঞ্চায়েত সমিতির উপ সমিতি গঠন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল ব্লক অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। 

WB News Live: দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডে অর্জুন সিংহের সুরেই পুলিশের একাংশকে দায়ী করলেন সৌগত রায়

দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডে অর্জুন সিংহের সুরেই পুলিশের একাংশকে দায়ী করলেন সৌগত রায়। পুলিশের নীচুস্তরে অবহেলা ছিল, মন্তব্য় দমদমের তৃণমূল সাংসদের। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

West Bengal News Live: বিরোধী জোটের যে সমন্বয় কমিটি তৈরি হয়েছে, তাতে নেই সনিয়া গান্ধী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়দের মতো সিনিয়র নেতারা

বিরোধী জোটের যে সমন্বয় কমিটি তৈরি হয়েছে, তাতে নেই সনিয়া গান্ধী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়দের মতো সিনিয়র নেতারা। সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদের। জায়গা পেয়েছেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, তেজস্বী যাদব, রাঘব চাড্ডার মতো তরুণ নেতারা।

WB News Live: লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসে তল্লাশির সময়, ইডি অফিসারের ডাউনলোড করা ফাইলগুলি দেখতে চাইলেন বিচারপতি

কী আছে ওই ১৬টি ফাইলে? লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসে তল্লাশির সময়, ইডি অফিসারের ডাউনলোড করা ফাইলগুলি দেখতে চাইলেন বিচারপতি। ED কি ওখানে পিকনিক করতে গেছিল? নাকি ওটা ওঁর বনধুর বাড়ি? এদিন এমনই মন্তব্য় করেন অভিষেকের আইনজীবী। সূত্রের খবর, তদন্তকারী ওই অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে ED। 

প্রেক্ষাপট

চন্দ্রের পর এবার সূর্য অভিযানে ইসরো। সকাল ১১টা ৫০ মিনিটে, শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে আদিত্য। পরীক্ষা চালাবে ৫ বছর ধরে।


ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে অভিষেক, কে সি বেণুগোপাল, শরদ পাওয়ার, স্ট্যালিন সহ ১৪ জন। থাকছেন না সনিয়া-রাহুল-মমতা। সিপিএমের প্রতিনিধিও থাকবে, জানালেন সঞ্জয় রাউত।


মুম্বইয়ে জোটের বৈঠকে ৩টি প্রস্তাব পাস। পাটনা, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি, নাগপুরে জনসভার সিদ্ধান্ত ইন্ডিয়ার। ২ অক্টোবর রাজঘাটে প্রথম জনসভা। জোটের পরের বৈঠক দিল্লিতে।


ইন্ডিয়ার তৃতীয় বৈঠকেই কাটল তাল ? আলোচনা না করে কেন আদানি ইস্যু ? কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হয়েই জোটের সাংবাদিক বৈঠকের আগেই মুম্বই ত্যাগ মমতার, খবর সূত্রের।


বৈঠক ফলপ্রসূ। ইন্ডিয়া জোট বিজেপিকে সহজেই হারিয়ে দেবে। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ও বিজেপি, প্রকাশ্যে আনবে ইন্ডিয়া জোট। হুঙ্কার রাহুল গাঁধীর।


মুম্বইয়ে একমঞ্চে রাহুল-মমতা-ইয়েচুরি। কোথায় কী হচ্ছে, দেখার দরকার নেই। ভারতকে লুঠ বিজেপির, রাজ্যকে লুঠ তৃণমূলের। ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অধীরের।


তৃণমূলে যারা পচে গেছে, তারা দিল্লিতে গিয়ে বিজেপি। বাংলার বিধায়ক, সাংসদরা বিজেপি না তৃণমূল কংগ্রেসের কেউ জানে না। ফের বিজেপি-তৃণমূল সেটিং-তত্ত্ব সেলিমের।


বাংলায় বিজেপির দালালি করছেন অধীর-সেলিম। পাল্টা আক্রমণে কুণাল। কুণালের নিশানায় অধীর-সেলিম। 


বিরোধীদের উপর বাড়বে এজেন্সির অত্যাচার, দাবি খাড়গের। দুর্নীতির পরেও তৃণমূলকে ছাড় দিচ্ছে ইডি-সিবিআই। আক্রমণ সেলিমের। বিজেপির হাত শক্ত করছে বঙ্গ সিপিএম, পাল্টা কুণাল।


লোকসভা ভোটের আগে এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদি সরকার। প্রাক্তন রাষ্ট্রপতির সভাপতিত্বে নতুন কমিটি গঠন। সংসদের বিশেষ অধিবেশনেই আসছে বিল? তুঙ্গে জল্পনা।


উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য। আচার্য কীভাবে উপাচার্যের ভূমিকায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।


ইডির বিরুদ্ধে ফের হাইকোর্টে অভিষেক। ফাইল ডাউনলোড নিয়ে প্রশ্ন। পুলিশের কাছ থেকে ফাইল দেখব, মন্তব্য বিচারপতির। আজ দুপুর ৩টেয় শুনানি।


লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশিতে গিয়ে অফিসের কম্পিউটারে ফাইল ডাউনলোড। চূড়ান্ত ক্ষুব্ধ ইডির শীর্ষ কর্তারা। ইডি আধিকারিক নির্মল কুমার
মুসার কাছে ব্যাখ্যা তলব দিল্লির।


কোথায় বসবে সিসি ক্যামেরা, জানাতে হবে কর্তৃপক্ষকে। যাদবপুরে ফরমান ছাত্র সংসদের। কবে বসবে সিসি ক্যামেরা, ছাত্রমৃত্যুর ২১ দিন পরেও জানাতে পারল না কর্তৃপক্ষ।


রানাঘাটের সোনার দোকান থেকে উদ্ধার গুলির খোল। মাথা কে? ধৃত ৫ জনকে জেরা পুলিশের। গয়নার দোকানের জন্য অ্যাডভাইসরি জারি কলকাতা পুলিশের।


ধোনি, সচিনের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সৌরভের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। চিত্রনাট্য লেখা শেষ হলে ঘোষণা হবে আয়ুষ্মানের নাম।


পুনের এফটিআইআই-এর প্রধান এবং সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত অভিনেতা আর মাধবন। মেয়াদ তিন বছরের। জানাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।


চাঁদের পর এবার সূর্য। 15 লক্ষ কিলোমিটার উড়বে ইসরোর আদিত‍্য। নজরে সৌরজগতের সৃষ্টি থেকে ক্ষতিকর রশ্মি।


এশিয়া কাপে ভারত-পাক মেগা ডুয়েল ঘিরে অ্যাড্রিনালিন রাশ। কোন ফর্মুলায় বাজিমাত? আলোচনায় লক্ষ্মীরতন-সম্বরণ-সৌরাশিস।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.