WB News Live Update: রামপুরহাটে টানটান উত্তেজনা, সশস্ত্র ডাকাতদলকে ঘিরে ফেলেছে পুলিশ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
তীব্র গরমে নাজেহাল বাংলা। ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের সতর্কতা। সপ্তাহান্তে আবহাওয়া বদলের পূর্বাভাস। রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।
এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ কুন্তলের।
রামপুরহাটে টানটান উত্তেজনা, সশস্ত্র ডাকাতদলকে ঘিরে ফেলেছে পুলিশ। সোনার দোকানের ভিতরে ডাকাতদল, বাইরে টহল, মাইকে হুঁশিয়ারি পুলিশের। রামপুরহাটের নিউটাউনে সোনার দোকান লুঠের চেষ্টা ডাকাতদলের। দোকানের মালিকের তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
হাইকোর্টের নির্দেশ মেনে কাল ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। বৈঠকে আন্দোলনকারীরা ছাড়াও থাকতে পারেন মুখ্যসচিব ও অর্থসচিব। কাল নবান্নের তেরো তলায় বিকেল সাড়ে চারটেয় বৈঠক
অমিত শাহ-কে ফোন বিতর্কে অব্যাহত রাজনৈতিক বাগযুদ্ধ। মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড, প্রকাশ্য়ে আনতে চাই না। তৃণমূল আদালতে যাক, আমিও লড়ে নেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন বিতর্কে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চ্যালেঞ্জের পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু
অধিকারী। সব সভাতেই প্রমাণ ছাড়া অভিযোগ করেন বিরোধী দলনেতা! পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২১ জন। এসএসকেএম হাসপাতালে ভর্তি ১৯ জন, ২ ভর্তি সিএমআরআইএ। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।
আয়ার ছদ্মবেশে, সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে, মায়ের হাত থেকে সন্তানকে চুরির অভিযোগ! ঘটনায় প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ভূমিকা। অভিযোগ, হাসপাতালের সিসিটিভি ফুটেজও খারাপ! শেষমেষ পুলিশ পোস্টের একটি সিসিটিভি ফুটেজে শিশুকে নিয়ে মহিলাকে একটি টোটোয় উঠতে দেখা গেছে বলে দাবি। অভিযুক্ত মহিলা ও টোটো চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
গঙ্গার নীচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান। চলবে প্রায় ৭ মাস। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা।
পুকুর থেকে উদ্ধার জোড়া ফোনের ফরেন্সিক পরীক্ষায় কোর্টের অনুমতি।পুলিশের বাধা পেয়ে বিজেপির পুকুর শুদ্ধকরণ ঘিরে উত্তপ্ত বড়ঞা।
আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশবচন্দ্র সেন স্ট্রিটে যুবকের রহস্যমৃত্যু
মাথার পিছন দিকে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন
খুন বলেই অনুমান পুলিশের, অভিযুক্ত সঙ্গীর খোঁজে তল্লাশি
সল্টলেকে এফডি ব্লক লাগোয়া রাস্তায় ধস। ভিতরে ঢুকে বিজেপি নেতার অভিনব প্রতিবাদ। নেতাজি আইল্যান্ডের পাশের রাস্তায় বড় ধস। ভিতরে ঢুকে বিজেপি নেতার প্রতিবাদ।
নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, ফের বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক
চিঠি দিলেও অভিষেকের হাতে পৌঁছবে না, অন্তর্দ্বন্দ্বের বিস্ফোরক অভিযোগ
মোবাইল ফোন ফেলে দেওয়া জীবনের পুকুরে সুকান্তর শুদ্ধকরণ কর্মসূচি ঘিরে তুলকালাম। ঢুকতে বাধা পুলিশের। পাল্টা স্লোগান বিজেপির।
প্রশাসনিক চেয়ার বসে কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার করছেন: শুভেন্দু অধিকারী
প্রথমে নতুন তৃণমূলে, আর এবার তৃণমূলে নব জোয়ার। নতুনের ছোঁয়া নিয়ে পঞ্চায়েতকে সামনে রেখে জনসংযোগ যাত্রা শুরু করবেন অভিষেক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। চ্যালেঞ্জ ছুঁড়ে বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী না করলে রাজনীতি থেকে সন্ন্যাস। শুভেন্দুকে ফাঁপা বেলুন কটাক্ষ অভিষেকের।
'অমিত শাহর বক্তব্য বিকৃত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়' অভিযোগ শুভেন্দুর
'২ মাস টানা রাস্তায় থাকব, কলকাতায় ফিরব না' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস ব্যাপী প্রচারে নামছে তৃণমূল
কল রেকর্ড সামনে এলেই সব প্রমাণিত হবে, চ্যালেঞ্জ শুভেন্দুর
কিম্ভূতকিমাকারের কাছে হেরেছেন, একদিন প্রাক্তন হবেন, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
শ্লীলতাহানির অভিযোগ, সিজিও কমপ্লেক্স থেকে গ্রেফতার
সিজিও কমপ্লেক্সের এমএসএসও দফতরের অস্থায়ী কর্মী গ্রেফতার
কেন্দ্রীয় সরকারি দফতরের অস্থায়ী কর্মীরই শ্লীলতাহানির অভিযোগ
অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল উত্তর বিধাননগর থানার পুলিশ
নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, ফের বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক
চিঠি দিলেও অভিষেকের হাতে পৌঁছবে না, অন্তর্দ্বন্দ্বের বিস্ফোরক অভিযোগ
জীবনকৃষ্ণের ফোনেই লুকিয়ে দুর্নীতির তথ্য? তৃণমূল বিধায়কের জোড়া ফোনের ফরেন্সিক পরীক্ষার আবেদন
অপরূপা পোদ্দারের গ্রেফতারি দাবি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক। তাহলে বুঝে নিন তদন্ত কোন দিকে যাচ্ছে', আদালতে পেশের আগে বিস্ফোরক কুন্তল ঘোষ।
'১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে যত টাকা তুলেছে, সব টাকা হাওয়ালার মাধ্যমে খাটাচ্ছে কুন্তল ঘোষ', লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের
'আজ লক-আপে দু-একজন ব্যক্তি কুন্তল ঘোষকে ভয় দেখিয়েছে, কুন্তল আতঙ্কে আছেন', আদালতে জানালেন কুন্তল ঘোষের আইনজীবী
অয়ন শীলের স্ত্রী, ছেলে এবং অয়নের অফিসের ২ কর্মীকে তলব। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওযার নির্দেশ। অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু
'১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে', আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের
পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর মৃত্যু
নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিন্হা, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষকে আনা হল আদালতে। তাঁর হাতে আংটি নেই, পার্থকাণ্ডের পর মন্তব্য কু্ন্তল ঘোষের
মঙ্গলবারই তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েও, তাঁর বিরুদ্ধে দলেরই একাংশের চক্রান্তের অভিযোগ করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক
গতকাল দুপুরে সাংবাদিক বৈঠকে বিরোধী ঐক্যের টর্নেডোর মতো আত্মপ্রকাশের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সন্ধে ছটা নাগাদ তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী, ডিএমকে প্রধান এম কে স্টালিনের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবার সিবিআইয়ের হাতে জীবনের জীবন-পঞ্জি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৪-২০১৯ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন জীবনকৃষ্ণ সাহা।
দিল্লি পৌঁছে এবিপি আনন্দকে দেওয়া একাধিক EXCLUSIVE সাক্ষাৎকারে বিজেপিতে যোগদানের জল্পনা উস্কে দিয়েছেন মুকুল রায়। কিন্তু, বুধবার দিনভর কোনও বিজেপি নেতার সময় পাননি তিনি।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়ার কথা বলে, বুধবার রাতে এই নোটিস পাঠানো হয়েছে। তাতে সই আছে
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর।
অপরূপা পোদ্দারের গ্রেফতারি দাবি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
জেলেও পার্থ চট্টোপাধ্য়ায়ের আঙুলে আংটি! বোঝাই যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী। ছবি দেখিয়ে আদালতে সওয়াল ইডির
সাত সকালে সল্টলেকের সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুলে ধস নিয়ে চাঞ্চল্য এলাকায়।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি
পঁচিশে এপ্রিল থেকে রাজ্য়জুড়ে দু-মাস ধরে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
অমিত শাহকে ফোনের দাবি নিয়ে, এবার নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
প্রেক্ষাপট
অমিত শাহকে (Amit Shah)ফোন নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি খারিজ, পাল্টা চ্যালেঞ্জ মমতার (Mamata Banrejee)।
জাতীয় দলের তকমা (National Party Symbol) ফিরে পেতে অমিত শাহকে ল্যান্ড লাইনে ফোন মমতার। ফের দাবি শুভেন্দুর। আজ মুখোশ খোলার হুঁশিয়ারি। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূলের (TMC)।
বিজেপি যাওয়ার কথা বলে দিল্লি গিয়েও নেতাদের দেখা পেলেন না মুকুল! মুখে এবার বাংলায় বদলের ডাক।
কলকাতা থেকে হঠাৎ ভ্যানিশ, দিল্লি গিয়ে ফের বিজেপিতে ফেরার পথে মুকুল। গুরুত্ব দিতে নারাজ মমতা।
তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না। এখন সম্পূর্ণ সুস্থ। দিল্লি গিয়ে দাবি মুকুল রায়ের।
মুকুল নিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মদন।
মুকুল প্রশ্নে দ্বিধায় বিজেপি। অস্বস্তিতে তৃণমূল। সেটিং তত্ত্ব সিপিএমের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -