West Bengal News Live : শিবপুরে ফুটবল খেলার সময় বিদ্যুতের তারে পা লেগে মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 23 Oct 2022 12:27 AM
WB News Live: খনিতে কাজ করার সময় শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা

খনিতে কাজ করার সময় শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা। ইসিএলের সাতগ্রামে কোলিয়ারিতে দেহ নিয়ে বিক্ষোভ। খনিতে কাজ করার সময় নন্দ রাজোয়ার নামে শ্রমিকের মৃত্যু। আর্থিক সাহায্যের দাবিতে কোলিয়ারিতে শ্রমিকদের বিক্ষোভ।

West Bengal News Live: নেশার আসর বসানোর প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে প্রতিবাদীকে মারধর

বাড়ির সামনে নেশার আসর বসানোর প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হল। অভিযোগ, মারধর করা হয়েছে তাঁর অসুস্থ মাকেও। অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্কে কালীঘাটের বাড়ি ছেলে সল্টলেকে চলে গেছে প্রতিবাদীর পরিবার।

WB News Live: বিজেপি-বাম সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার চাকদা

করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ। বিক্ষোভের মাঝে বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ায় বচসা।বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়াকে ঘিরে দু’পক্ষের হাতাহাতি। ডিওয়াইএফআই কর্মীদের বিরুদ্ধে রাহুল সিন্হার গাড়ি ভাঙচুরের অভিযোগ ।

WB News Live: ক্লাবের অনুষ্ঠানের জন্য আলোর রোশনাই, কাটা তারে মৃত্যু

ক্লাবের অনুষ্ঠানের জন্য আলোর রোশনাই, কাটা তারে মৃত্যু। ‘নজরদারি থাকে, কিন্তু ফুটবল লেগে তার ছিঁড়ে দুর্ঘটনা’, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় দাবি ক্লাব কর্তৃপক্ষের।

WB News Live: শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

নবান্নের কাছেই শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। বিদ্যুতের কাটা তার পায়ে লেগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু।

West Bengal News Live: আন্দোলনকারীদের পাশে শীর্ষেন্দু

পুলিশ দিয়ে তুলে দেওয়াটা কোনও সমাধান নয়। দরকার মুখোমুখি বসে আলোচনা। এবার ২০১৪’র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

WB News LIVE: টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে বিদ্ধ এবার তৃণমূল নেতা!

টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে বিদ্ধ এবার তৃণমূল নেতা! প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে ‘৮ লক্ষ টাকা আত্মসাৎ’! স্বরূপনগরে তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। থানায় যাওয়ার কথা বললে মাদক আইনে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ। স্বরূপনগর থানা থেকে ‘প্রত্যাখ্যান’।

WB News Live: আজ মনোনয়ন দিতে পারলেন না সৌরভ

ইডেনে গিয়েও আজ মনোনয়ন দিতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন জমার সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত ।

WB News Live: ঘূর্ণিঝড় মোকাবিলা কীভাবে, নজরদারিতে ১০ আইএএস অফিসার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। মোকাবিলায় প্রস্তুত নবান্ন। ঘূর্ণিঝড় মোকাবিলা কীভাবে, নজরদারিতে ১০ আইএএস অফিসারকে বিশেষ দায়িত্ব দিল নবান্ন।

West Bengal Live: রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।পোর্ট ব্লেয়ার থেকে ১১০ কিমি উত্তর-উত্তর পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ।

WB News Live: পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা: ফিরহাদ হাকিম

‘চক্রান্ত করে দেউচা পাঁচামির মানুষকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা বিরোধীদের’, ‘পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা হয়েছে’, বীরভূমের সিউড়িতে গিয়ে অভিযোগ ফিরহাদ হাকিমের।

West Bengal News Live: দেউচা পাঁচামি নিয়ে বিরোধীদের নিশানা ফিরহাদের

‘দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা, বিভিন্ন সময়ে দেউচা পাঁচামিকে নিয়ে চক্রান্ত ও অপপ্রচার করা হয়েছে’, মন্তব্য ফিরহাদ হাকিমের।

WB News Live: ১৪ দিনের জন্য সায়গলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন ইডির

গরুপাচার মামলায় সায়গল হোসেনকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ। ১৪ দিনের জন্য সায়গলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন ইডির। অনুব্রতর দেহরক্ষীকে হেফাজতে নেওয়ার আবেদন ইডির।

WB News Live : পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা, অভিযোগ ফিরহাদ হাকিমের

‘দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা, বিভিন্ন সময়ে দেউচা পাঁচামিকে নিয়ে চক্রান্ত ও অপপ্রচার করা হয়েছে ।  চক্রান্ত করে দেউচা পাঁচামির মানুষকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা বিরোধীদের। পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা হয়েছে’ বীরভূমের সিউড়িতে গিয়ে অভিযোগ ফিরহাদ হাকিমের । 

WB News Live : চাটুকারিতা করে মনীষীদেরই অপমান : রাহুল সিন্হা

এসব চাটুকারিতা করে মনীষীদেরই অপমান করা হচ্ছে, মন্তব্য বিজেপি নেতা রাহুল সিন্হার। 

WB News Live : তৃণমূল নেত্রীর সঙ্গে লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা রাজের

এবার তৃণমূল নেত্রীকে লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা। লতা-সচিনের সঙ্গে মমতার তুলনায় ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। ‘লতা, সচিনকে যেমন পাঠানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য, ‘তেমনই মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য’ । 

WB News Update : 'বিষয়টি এতদিন ধরে ঝুলে আছে কেন?’ সমালোচনায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মধ্যরাতে করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের উপর পুলিশ অত্যাচারের অভিযোগ । পুলিশের ভূমিকার সমালোচনায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । ‘পুলিশ দিয়ে আন্দোলন তুলে দিলে সমাধান হবে না, বিষয়টি এতদিন ধরে ঝুলে আছে কেন?’

WB News Live : মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অধিকারের দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা

মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অধিকারের দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা। ৫৮৭ দিনে পড়ল তাঁদের ধর্না-অবস্থান। কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্যোগ মাথায় নিয়েই লড়াই জারি থাকবে, বার্তা আন্দোলনকারীদের। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনরত ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৬ দিনে পড়ল তাঁদের অবস্থান-বিক্ষোভ। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও, ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্তে অনড় চাকরিপ্রার্থীরা।

TET Agitation : আজও জেলায় জেলায় বিক্ষোভ বাম-বিজেপির

করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। আজও জেলায় জেলায় বিক্ষোভ বাম-বিজেপির। এয়ারপোর্টের কাছে বিজেপির বিক্ষোভে তুলকালাম। বহরমপুরেও বিজেপির যুব মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার। গির্জা মোড়ের কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রানিগঞ্জে জাতীয় সড়ক অবরোধ সিপিএমের। শ্রীরামপুর ও বীরভূমের কাঁকরতলাতেও বিক্ষোভ বিজেপির।

Mominpur Incident Update : মোমিনপুরকাণ্ডের তদন্তে লালবাজারে এনআইএ

মোমিনপুরকাণ্ডের তদন্তে লালবাজারে এনআইএ। এসপি এনআইএ কলকাতার নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল এদিন লালবাজারে আসে। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীর। এর আগে মোমিনপুরকাণ্ডের তদন্ত করে কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়।তারা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠায়। লালবাজারের তদন্তে মোমিনপুরকাণ্ডে কী তথ্য উঠে এসেছিল, জানতে চায় এনআইএ। খবর সূত্রের। 

TET Agitation Update : টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ বাম-বিজেপির

কলকাতায় চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের মারধরের অভিযোগে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে বহরমপুরে ধুন্ধুমার। গির্জার মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। প্রতিবাদে মিনিট দশেক জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

WB News Update 'মৃতদেহ সৎকারের সময় দূষিত ধোঁয়া বেড়িয়ে পড়ছে চুল্লির জানলা দিয়ে'

বৈদুতিক চুল্লির চিমনি দিয়ে ধোঁয়া না বেরিয়ে, মৃতদেহ সৎকারের সময় দূষিত ধোঁয়া বেড়িয়ে পড়ছে চুল্লির জানলা দিয়ে। যার জেরে দূষণের শিকার দুর্গাপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ। যা নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা।

WB News Update : জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল গ্রামবাসীর

জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল গ্রামবাসীর। আজ ভোরে বৈকণ্ঠপুর জঙ্গলের কাছে দেউনিয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। হাতির পাল জঙ্গলে ফিরলেও গ্রামের অদূরেই রয়েছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

WB News Live : ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি

 আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে। তিন জেলাতেই প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতিতে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

Sitrang Update : সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার

সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।

WB News Live : ফের  শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

ফের  শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, কলকাতায় মৃত্যু যুবকের । মৃতের নাম সায়ন ঘোষ চৌধুরী

WB News Live : মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের সেবা করার জন্য : রাজের মমতা-স্তুতি

' সচিন, লতার মতোই মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের সেবা করার জন্য ' , রাজের মমতা-স্তুতি । 

 WB News Live : দলে দুর্নীতিবাজদের জায়গা নেই : বনগাঁ তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস

 দলে দুর্নীতিবাজদের জায়গা নেই। পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি বনগাঁ তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের। গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত, কটাক্ষ বিজেপির।

WB News Live : নবকলা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

ক্ষমতার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের নবকলা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ইটবৃষ্টির পাশাপাশি, লাঠি-রড নিয়ে হামলা, বোতল ছোড়ার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত ৮ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি। ‘বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে। ' হুঁশিয়ারি কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের । পার্থর সুরেই বিরোধীদের হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর । সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুমকি মন্ত্রীর। 

WB News : ঘূর্ণিঝড় মোকাবিলার কি কি প্রস্তুতি নিচ্ছে প্রশাসন?

ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। তবে, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দক্ষিণবঙ্গের জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। ধান তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী। হেল্পলাইন নম্বর চালু করেছে বিদ্যুত্‍ দফতর। জরুরি পরিষেবায় যুক্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

WB News Live : কালীপুজোয় সিত্রাং-এর তান্ডব কলকাতাতেও?

কালীপুজোতে ঝড়-বৃষ্টির ভ্রুকুটি! সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপের মেঘ! কালীপুজোর দিনই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাং-এ। পূর্বাভাস আবহাওয়া দফতরের। কালীপুজোর পরের দিন উপকূলে ঝড় বইতে পারে ১১০ কিমি বেগে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal News : প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

মানা হল না ২০১৪’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আবেদন। প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত হলেই করা যাবে আবেদন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অন্যদিকে উচ্চ প্রাথমিকে শুরু হল ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউয়ের প্রক্রিয়া।

West Bengal News Live : শুক্রবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল জায়গায় জায়গায়

করুণাময়ীতে ২০১৪’র টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে পথে নামল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন।গতকাল SFI ও DYFI’এর বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক সিটি সেন্টার মোড়। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে বাম কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। 

প্রেক্ষাপট

এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর


১। মধ্যরাতে করুণাময়ীতে আন্দোরনরত চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বাম-বিজেপি-কংগ্রেস। 


২। গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ। অনৈতিক আচরণ, ট্যুইট অপর্ণার। কলঙ্কময় অধ্যায়, আক্রমণ কমলেশ্বরের। ধিক্কার বিবৃতি বিনায়ক, বিভাস কৌশিকদের। দুর্ভাগ্যজনক, ট্যুইট সৃজিতের।


৩I 'বিরোধীরা সবাই মিলে তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে পারছে না, তাই একসঙ্গে আন্দোলনে নামছে, তৃণমূলের পাশে মানুষ আছে', বললেন ফিরহাদ । 

৪। অনশন আন্দোলনেও বদলাল না পর্ষদের সিদ্ধান্ত। ২০ জেলায় ১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের। খুলল অনলাইনে আবেদনের পোর্টাল।


৫। উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউ শুরু স্কুল সার্ভিস কমিশনের অফিসে। ছুটির পর আদালত খুললে মেধাতালিকা জমা।


৬। প্রভাব খাটিয়ে বারবার নিজের ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক, নেপথ্যে ঘনিষ্ঠ তাপস মণ্ডল। দাবি ইডির। মুখে কুলুপ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির।

৭। আজ রোজগার মেলার সূচনা নরেন্দ্র মোদির। ১০ লক্ষের মধ্যে ৭৫ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র। বাংলায় নিয়োগপত্র মিলবে কলকাতার আনন্দপুরে।

৮। দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথ, বদ্রীনাথে পুজো দেওয়ার পর গেলেন চিন সীমান্তে ভারতের শেষ গ্রামে। রাতে থাকলেন বদ্রীনাথে।


৯। মেয়াদি জমায় সুদ বাড়াল এসবিআই। ২ কোটির থেকে কম টাকায় ২১১ দিনের বেশি বা ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে মিলবে ৫ দশমিক ৫ শতাংশ সুদ। অক্টোবরেই কার্যকর।


১০। সুপ্রিম কোর্টেও খারিজ অনুব্রতর দেহরক্ষীর আবেদন। গরুপাচার মামলায় জেরা করতে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গেল ইডি।


১১। ভিনরাজ্যে পালিয়েও হল না শেষরক্ষা। শিবপুরে কোটি কোটি উদ্ধারে অবশেষে গ্রেফতার পাণ্ডে ব্রাদার্সের তিন ভাই। আমদাবাদ থেকে জালে সহযোগীও। 


১২ I সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের সতর্কতা। সুন্দরবন এলাকায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.