West Bengal News Live Updates: মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী

West Bengal LIVE News: জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকে

ABP Ananda Last Updated: 23 Jul 2023 11:31 PM
West Bengal News LIVE Updates: লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা

লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা। বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ।  রবিবার দুপুরে হাওড়ার বাগনান আমতা মোড়ে ১৬ নং জাতীয় সড়কের পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা।

WB News LIVE Updates: গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলা

গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলা।শৌচাগার থেকে ফেরার সময় গভীর রাতে ওই গৃহবধূ কে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ।অ্যাসিড দগ্ধ অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়।। অ্যাসিডে বধূর মুখ,গলা ও হাত দগ্ধ হয়েছে।

West Bengal News LIVE Updates: মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী

মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যবসায়ীদের দাবি, ঋণ শোধের ক্ষমতা নেই তাঁদের। তাই অনুদান দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এছাড়াও, মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া তদন্ত কমিটিতে দুজন ব্যবসায়ীকে রাখার অনুরোধ করেছেন তাঁরা

WB News LIVE Updates: নিক্কো পার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা

নিক্কোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা। এক আধিকারিককে মারধরের ঘটনায় পাঁয় অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই পাঁচ যুবক রাইড চড়ার লাইনে দাঁড়াতে অস্বীকার করেন। পার্কের আধিকারিক মলয় চট্টোপাধ্যায় তাঁদের বাধা দিলে শুরু হয় বচসা। বচসার মধ্যেই মলয়কে মারধর করেন ওই যুবকরা। কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে, সিসি ক্যামেরের ফুটেজ দেখে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রহৃত আধিকারিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে

West Bengal News LIVE Updates: নেতাজিনগরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু

নেতাজিনগরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু। এক সপ্তাহ নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মিলল পচাগলা দেহ। প্রতিবেশীর ষড়যন্ত্রে খুন বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটে কারচুপি এবং লুটের প্রতিবাদে সিপিএম কর্মীদের মিষ্টিমুখ

পঞ্চায়েত ভোটে কারচুপি এবং লুটের প্রতিবাদে সিপিএম কর্মীদের মিষ্টিমুখ। রবিবার সকালে ডোমজুড়ের লক্ষণপুরে সিপিএম কর্মীরা পথ চলতি মানুষদের লাল রসগোল্লা খাওয়ান। হঠাৎ মিষ্টি পেয়ে খুশি সাধারণ মানুষ। সিপিএম কর্মীরা জানিয়েছেন এটাও এক ধরনের গান্ধীগিরি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

West Bengal News LIVE Updates: ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, থানায় বিজেপি

৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, থানায় বিজেপি। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে থানায় থানায় অভিযোগ দায়ের। রবীন্দ্র সরোবর, হেয়ার স্ট্রিটের পর নামখানা থানায় অভিযোগ দায়ের। শুভেচ্ছা রইল, দিল্লি যাওয়ার আগে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক । ইমেল করে অভিষেকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর। ই-মেলে অভিষেকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি

WB News LIVE Updates: ভাবা অ্যাটোমিক রিসার্চ কেন্দ্রে পারমানবিক গবেষণার সুযোগ পেলেন দু:স্থ ও মেধাবী  ছাত্র কৌস্তুভ ঘোষ

ভাবা অ্যাটোমিক রিসার্চ কেন্দ্রে পারমানবিক গবেষণার  সুযোগ পেলেন দু:স্থ ও মেধাবী  ছাত্র কৌস্তুভ ঘোষ। বালুরঘাটের চকভৃগু গ্রামপঞ্চায়েতের আখিরাপাড়া গ্রামের বাসিন্দা ওই তরুণ দারিদ্রতার সঙ্গে লড়াই করে ওই সফলতা অর্জন করেন। তাঁর ওই সাফল্যে খুশি এলাকাবাসী এবং মা ও বাবা।

West Bengal News LIVE Updates: খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৫টি পথ সারমেয়দের মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়

খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৫টি পথ সারমেয়দের মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার রায়নগরে। জানা যায়, রানাঘাট থানার রায়নগর কর্মকার পড়ায় গত কয়েকদিন ধরে একের পর এক সারমেয়র বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটছে। মৃত্যু হয়েছে ৫টি পথ সারমেয়র।

WB News LIVE Updates: হাওড়ার লিলুয়ায় আক্রান্ত তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর

হাওড়ার লিলুয়ায় আক্রান্ত তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর। রড, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা। যদিও এখনও কাউকে গ্রেফতার
করা হয়নি

West Bengal News LIVE Updates: তমলুকে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা

তমলুকে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা। বাড়িতে ঢুকে বাবা-ছেলেকে মার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি বিজেপির। 

WB News LIVE Updates: উত্তর দিনাজপুরের ইসলামপুরে খুন বিজেপি যুব মোর্চা নেতা, গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ সাহিল

উত্তর দিনাজপুরের ইসলামপুরে খুন বিজেপি যুব মোর্চা নেতা। গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ সাহিল। গতকাল বিজেপি যুব মোর্চা নেতা অসীম সাহাকে কুপিয়ে খুন। তৃণমূলের তোলাবাজদের হাতে খুন, অভিযোগ বিজেপির
অভিযোগ অস্বীকার শাসক দলের । খুনের প্রতিবাদে বিজেপির ডাকে ইসলামপুর শহরে ১২ ঘণ্টার ব্যবসা বন‍্ধ 

West Bengal News LIVE Updates: ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ। তারকেশ্বরে তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

WB News LIVE Updates: মালদা, পাঁচলা, ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

মালদা, পাঁচলা, ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। মুক্তারামবাবু স্ট্রিট থেকে জোড়াবাগান থানা পর্যন্ত মিছিল বিজেপির।

West Bengal News LIVE Updates: মালদাকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি

মালদাকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ বিজেপির। 

WB News LIVE Updates: থানায় অভিযোগ শুভেন্দুর, চিঠিতে নাম মমতারও

একুশের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরার ডাক অভিষেকের। উস্কানি-অভিযোগে এবার থানায় অভিযোগ শুভেন্দুর। চিঠিতে নাম মমতারও। ভয় পেয়েছে, কটাক্ষ তৃণমূলের।

West Bengal News LIVE Updates: নিকো পার্কে রাইড চড়া নিয়ে বচসা, ৫ যুবককে গ্রেফতার

নিকো পার্কে রাইড চড়া নিয়ে বচসা। অপারেশন ম্যানেজারের সঙ্গে ঝামেলা, হাতাহাতি। এরপর সিসিটিভি ফুটেজ দেখে ৫ যুবককে গ্রেফতার

WB News LIVE Updates: মালদার এসপি অফিসের সামনে ২৪ ঘণ্টা পর ধর্না তুলল বিজেপি

লজ্জা এবার বাংলায়, মালদায় হাটের মধ্যেই চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। রাতভর এসপি অফিস ঘেরাও বিজেপির। ২৪ ঘণ্টা পর ধর্না তুলল বিজেপি

West Bengal News LIVE Updates: ' এক বছর ধরে জেলে পার্থ', তৃণমূলকে শুভেচ্ছা-কটাক্ষ সুকান্তর

নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ ও অর্পিতার গ্রেফতারির ১ বছর। এই প্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এখনও জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলকে শুভেচ্ছা জানাই। তদন্ত এগোচ্ছে। এই প্রথম কোনও ক্যাবিনেট মন্ত্রী এরপর দোষী প্রমাণিত হয়ে জেলে যাবেন'। 

WB News LIVE Updates: কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী

রবিবার কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক কিছু কাজের জন্যই শহরে এসেছেন তিনি, এমনটাই সূত্রের খবর। 

West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ-অর্পিতার গ্রেফতারির ১ বছর

নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ-অর্পিতার গ্রেফতারির ১ বছর। আজকের দিনেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে গ্রেফতার করেছিল ইডি।

WB News Live: মালদাকাণ্ডে ছুটির দিনেও বিধানসভায় বিক্ষোভ বিজেপির

মালদাকাণ্ডে ছুটির দিনেও বিধানসভায় বিক্ষোভ বিজেপির। বিধানসভা চত্বরে আম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ। অন্যদিকে মালদায় এসপি অফিসে রাতভর বিক্ষোভ বিজেপির।

West Bengal News Live: অভিষেকের বিরুদ্ধে একাধিক থানায় বিজেপি 

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, থানায় বিজেপি। প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে একাধিক থানায় বিজেপি 

WB News Live: হুঙ্কার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার

'বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন', অভিষেকের বাড়ি ঘেরাও কর্মসূচির পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। 'তৃণমূল নেতারা যেখানেই ঘেরাও করবেন, শেষ পরিণতি এটাই হবে', হুঙ্কার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার

West Bengal News Live: নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ ও অর্পিতার গ্রেফতারির ১ বছর

নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির একবছর। ২০২২-এর ২৩ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে গ্রেফতার করে ইডি। ১৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পার্থকে গ্রেফতার করে ইডি। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয় অর্পিতার বেহালা ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয় অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।

WB News Live: অভিষেকের পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

'বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন', অভিষেকের বাড়ি ঘেরাও কর্মসূচির পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

West Bengal News Live: নেতাজিনগরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু

নেতাজিনগরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ। খুনের অভিযোগ পরিবারের। 

WB News Live: সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪-র টেট-অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, গত দু’দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে। টেট পাস না করেও কীভাবে চাকরি পেলেন? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ দাবি করেছেন, সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। টেট-অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের।  

West Bengal News Live: ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

WB News Live: বিজেপির পাল্টা দাবি রাজ্যের মন্ত্রী শোভনদেব

মণিপুর ঢাকতেই বাংলার তুলনা টানছে বিজেপি, পাল্টা দাবি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live: আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

হাওড়ায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবকিশোর পাঠক। লিলুয়ায় পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার অভিযোগ। গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে।

WB News Live: মালদাকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপির

মালদায় একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও। বিক্ষোভ-অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে চলছে ঘেরাও কর্মসূচি। ঘটনায় নির্যাতিতা ২ মহিলাকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই বিজেপির সমর্থক বলে দাবি করেছেন এসপি। এরপরই গতকাল দুপুর থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি।

West Bengal News Live: অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দুর

৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী

WB News Live: ফের সুর চড়ালেন গাইঘাটার বিজেপি বিধায়ক

গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live: ইসলামপুরে ব্যবসা বন‍্ধের ডাক বিজেপির

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দিনেদুপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ তোলাবাজদের বিরুদ্ধে। প্রতিবাদে ইসলামপুর শহরে ব্যবসা বন‍্ধের ডাক দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। সকাল থেকে ইসলামপুর শহরে দোকানপাট বন্ধ। রবিবারের সকালে বাজারও বসেনি। নিহতের নাম অসীম সাহা। বিজেপির দাবি, অসীম যুব মোর্চার শহর মণ্ডলের সম্পাদক। বছর সাতাশের যুবক কাজ করতেন মামা রতন সাহার কাপড়ের দোকানে। অভিযোগ, বেতন বাকি রাখার অপবাদ দিয়ে ব্যবসায়ীকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন দোকানের পুরনো কর্মচারী। সম্প্রতি তাঁর বন্ধুও বকেয়া আদায়ের নামে তোলা দাবি করে। গতকাল সকালে ব্যবসায়ীর দোকানে হামলা চালায় সাহিল। বাধা দেওয়ায় ব্যবসায়ীর ভাগ্নে অসীম ও তাঁর বন্ধুকে এলোপাথাড়ি কোপায় ওই যুবক। রাতে গুরুতর জখম ব্যবসায়ীর ভাগ্নের মৃত্যু হয় শিলিগুড়ির নার্সিংহোমে। অভিযুক্তরা এখনও অধরা।
 

WB News Live: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, থানায় বিজেপি। প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর

হাওড়া থেকে মালদা, নারী নির্যাতনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

WB News Live: শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে

শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে শিলিগুড়ির মেয়রকে ফোন! কথা দিয়েও কথা না রাখার অভিযোগে শিলিগুড়ি টক টু মেয়রে ফোন। ভোট দিয়ে লাভ হয়নি বলে সটান মেয়রকে ফোন ভোটারের। বেহাল রাস্তা থেকে পানীয় জলের দাবিতে মেয়রের কাছে নালিশ। সাংসদ, বিধায়ককেও জানান, শিলিগুড়ির বাসিন্দাকে পাল্টা দাওয়াই মেয়রের। শিলিগুড়ির টক টু মেয়রে ফোনে শোরগোল, পরে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস।

West Bengal News Live: বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় না যাওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।

WB News Live: এসপি অফিস ঘেরাও বিজেপির

 লজ্জা এবার বাংলায়, মালদায় হাটের মধ্যেই চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। এসপি অফিস ঘেরাও বিজেপির। 

প্রেক্ষাপট

 লজ্জা এবার বাংলায়, মালদায় (Malda Violence)হাটের মধ্যেই চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। এসপি অফিস ঘেরাও বিজেপির (BJP)। 


১৮ জুলাই নির্যাতন, চুরির অভিযোগে সেদিনই গ্রেফতার ২নির্যাতিতা, দাবি পরিবারের। ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত, দাবি পুলিশের। নির্যাতন-অভিযোগের ৪দিন পরে গ্রেফতার ৫! 


মালদায় নারী নির্যাতনে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়েও তরজা।  


একুশের মঞ্চ থেকে বিজেপি নেতাদের (BJP) বাড়ি ঘেরার ডাক অভিষেকের (Abhishek Banerjee)। উস্কানি-অভিযোগে এবার থানায় অভিযোগ শুভেনদুর। চিঠিতে নাম মমতারও। ভয় পেয়েছে, কটাক্ষ তৃণমূলের।


জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। সোমবার মেগা বৈঠক। পঞ্চায়েতের ফলের ভিত্তিতে নেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, খবর সূত্রের। 


তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজারে কাউন্সিলরকে তাড়া স্থানীয়দের। পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ।
 
বর্তমানের পর এবার প্রাক্তন। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিব দুষ্মন্ত নারিয়ালাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। 


কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির সামনে ধৃতের গাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার! ফ্লোর ম্যাটের নীচে ১৫ ইঞ্চির কুকরি, উদ্ধার বেসবল ব্যাটও। ৩ অগাস্ট পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজত। 


শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে আক্ষেপ!  


২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! মালদায় অভিযুক্তদের আগে নির্যাতিতাই গ্রেফতার! বিজেপি নেতাদের বাড়ি ঘেরার ডাক, অভিষেকের বিরুদ্ধে থানায় শুভেন্দু (Suvendu Adhikari)। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.