West Bengal News Live Updates: চোপড়ায় সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস, গ্রেফতার ৩ !
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
খিদিরপুরে ট্রাকের ধাক্কায় আহত ১। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের।
আধার কার্ডের ফ্রিঙ্গার প্রিন্ট জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা 'গায়েব'! চোপড়ায় সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস করল পুলিশ । ইসলামপুর পুলিশ জেলার হাতে গ্রেফতার ৩ অভিযুক্ত । আধার কার্ড তৈরির সরঞ্জাম সহ বেশকিছু সামগ্রী বাজেয়াপ্ত।
চোপড়া থেকে বাইরের রাজ্যেও প্রতারণার জাল, দাবি পুলিশের। চক্রের মূলপান্ডার খোঁজে পুলিশের তল্লাশি।
চাঁদনি চকে ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনে আগুন। দোতলা থেকে আগুন ছড়াল চারতলায়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ২ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। ফের শিক্ষাঙ্গনে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ তুলে স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আতঙ্কে কলেজে না গিয়ে বাড়িতে রয়েছেন তিনি।
মদনের পর অর্জুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিশানা পুলিশ-প্রশাসনকে। 'অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে'। 'মদনদা জনপ্রতিনিধি হিসেবে নিজের সমস্যার কথা তুলে ধরেছেন'। 'যার অপরাধ দমন করার কথা, সে যদি না করে, তাহলে কে করবে'। 'আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, তাদের রক্ষা করতে হবে'। মন্তব্য তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।
টানা বৃষ্টিতে ভাসছে কোচবিহার। জলমগ্ন বহু এলাকা। দুর্ভোগে এলাকাবাসী।
নিউ আলিপুরের তারাতলা মোড়ের কাছে যুবকের দেহ উদ্ধার। রাস্তার ওপর থেকে যুবকের দেহ উদ্ধার। যুবকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে।
নিম্নচাপের বৃষ্টিতে জলে ভাসল মালদার ইংরেজবাজারের পুর-বাজার। জলমগ্ন শহরের বেশ কয়েকটি এলাকা। জল জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও। ইংরেজবাজার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নেতাজি পুর মার্কেটের অধিকাংশ দোকানে জল ঢুকেছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের মধ্যে পাম্প হাউস তৈরি হলেও, পাম্প বসানো হয়নি। এছাড়া, নর্দমাও নিয়মিত পরিষ্কার হয় না। পুর-বাজারে জল জমা নিয়ে ইংরেজবাজার পুরসভার দিকেই আঙুল তুলেছেন ব্যবসায়ীরা। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবার এনআরএসে দালাল-চক্রের পর্দাফাঁস। লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে ধৃত ২ দালাল। টাকা নিয়ে ভর্তির র্যাকেট চালাত ধৃত ২ জন, পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম গৌতম সরকার ও বিলাস সিংহ। একজন নদিয়ার বাসিন্দা, অপরজন নারকেলডাঙার। গতকাল এসএসকেএম, এনআরএস-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে হানা গুন্ডাদমন শাখার ।
৭২ ঘণ্টার মধ্যেই বিজেপির প্রলয় পালের ডিগবাজি। ছাড়ছেন না বিজেপি, ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়ে দিলেন তমলুক বিজেপির সহ সভাপতি। 'ভাল থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়', দু'দিন আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রলয়। 'বিজেপির কর্মী-সমর্থকদের অনুরোধেই রাজনীতিতে থাকার সিদ্ধান্ত', সাংবাদিক বৈঠক করে দাবি করলেন প্রলয় পাল
এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চললে শাহের স্বপ্ন অধরাই থেকে যাবে, মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। 'বাঁকুড়া থেকে নদিয়া, বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, কোন্দল মেটাতে হবে। কোন্দল না মেটালে শাহের ৩৫ আসন জয়ের স্বপ্ন অধরা থেকে যাবে। আশা করব, বর্তমান নেতৃত্ব সমস্যার সমাধান করবে। ভোটের ফলই বলবে আপনি ঠিক পথে চলছেন কিনা। দিলীপকে কেন সফল বলা হয়, তাঁর সময়ে ১৯-এর ভোটের ফল দেখুন। শুধু হাওয়ায় ভর করে এক-দুবার ভোটে জেতা যায়, মন্তব্য রাজু বন্দ্যোপাধ্যায়ের । এখন সামনের সারিতে নতুন নেতৃত্ব, আমরা এখন পিছনের সারিতে, মন্তব্য রাজু বন্দ্যোপাধ্যায়ের
মাছ ধরে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল দুইভাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেল ার বংশীহারী ব্লকের ধুতুরা গ্রাম। এলাকা সূত্রে খবর বেশ কয়েকজন আজ সকালে মাছ ধরতে যায় ভারী বৃষ্টি শুরু হলে তাদের মধ্যে অনেকেই বাড়িতে ফিরে আসে এবং দুই ভাই পরে ফেরার জন্য মাছ ধরতে থাকে। এর মাঝে বাজ পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের সম্পর্কে তারা মামাতো ও ত পি স্তা তো তো ভাই। একজন সোহ ল রানা 23, বাবা মনসুর আলী, আরেকজন আব্দুর রাকিব 19, বাবা, আমিনুল ইসলাম। এরপর বাড়ির নতুন খবর পেয়ে এদের দুজনকে রশিদপুর গ্রামের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এলে ডাক্তার ঘোষণা করে। বংশীহারী থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা র জু করেছে। বাইট মৃত আত্মীয়।
ফের কলকাতায় প্রাণঘাতী ডেঙ্গি। এবার মৃত্যু হল কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের প্রিন্স গোলাম মহম্মদ শা রোডের ১২ বছরের বালিকার।
মুর্শিদাবাদের নবগ্রামে রাতে ভাঙল ব্রাহ্মণী নদীর বাঁধ। প্লাবিত বেশ কিছু এলাকা। এলাকায় গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন সেচ দফতরের আধিকারিকরা। গতকাল রাতে নবগ্রামের হজবিবিডাঙা গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায় ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। ভেসে যায় চাষের জমি। বালির বস্তা ফেলে বাঁধ মেরামতির কাজে নেমে পড়েন গ্রামবাসীরাই। এলাকা পরিদর্শনে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। জুন মাসে ওয়ার্ক অর্ডার হওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি কেন সেচ দফতরের ইঞ্জিনিয়ারের কাছে জানতে চান বিধায়ক। সেচ দফতরের সাফাই, বাঁধের নীচে ইঁদুর গর্ত খোঁড়ায় দুর্বল হয়েছে মাটি। ওদিকে, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ায় জল ছাড়ায় এই বিপত্তি।
এবার এনআরএসে দালাল-চক্রের পর্দাফাঁস। লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে ধৃত ২ দালাল। টাকা নিয়ে ভর্তির র্যাকেট চালাত ধৃত ২ জন, পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম গৌতম সরকার ও বিলাস সিংহ । একজন নদিয়ার বাসিন্দা, অপরজন নারকেলডাঙার। গতকাল এসএসকেএম, এনআরএস-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে হানা গুন্ডাদমন শাখার
পুজোর মুখে জোড়া বন্দে ভারত পেতে চলেছে বাংলা। আজ ১১টি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। অপর বন্দে ভারতটি চলবে হাওড়া-রাঁচি রুটে। ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা। প্রথমটি ছিল হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। পরে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ও হাওড়া থেকে পুরী রুটে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে।
শুক্রবারই কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন মদন মিত্র। তার পরের দিনই এনআরএস হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। অভিযোগ, রোগী ভর্তি করানোর নাম করে টাকা নিচ্ছিল দুই দালাল। হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
অজিত মাইতির পর আব্দুল রহিম বক্সী। ফের তৃণমূলের নিশানায় বিজেপি নেতারা। মালদায় গঙ্গা ভাঙন মোকাবিলায় ব্যবস্থা না নিলে বিজেপি সাংসদ, নেতাদের গঙ্গায় ছুড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি।
এবার শহরে মিলল দামি মদের নকল লেবেল, ছিপি তৈরির কারখানার হদিশ। গত ২১ সেপ্টেম্বর নারকেলডাঙা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। ধৃতকে জেরা করে গতকাল আরও একজনকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় জন ওড়িশার বাসিন্দা, থাকতেন লেকটাউনে। জোড়া গ্রেফতারির পর, উল্টোডাঙার ক্ষুদিরাম বসু সরণীতে দামি মদের নকল লেবেল, ছিপি তৈরির কারখানার হদিশ মেলে। সেখান থেকে প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, প্লাস্টিক ক্যাপ ও কাটিং মেশিন ও এয়ার কম্প্রেসর মেশিন ও ভারতীয় হুইস্কির প্রচুর লেবেল ও ছিপি উদ্ধার হয়। পুলিশের দাবি, নকল মদ তৈরি করে নামী কোম্পানির লেবেল সেঁটে ভিনরাজ্যে পাচার করা হত। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
আগামী কালও দক্ষিণে নিম্নচাপের বৃষ্টি চলবে। উত্তরে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। নিম্নচাপের প্রভাবে আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া। যখন-তখন নামছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা।
নিম্নচাপের বৃষ্টিতে জলে ভাসল মালদার ইংরেজবাজারের পুর-বাজার। জলমগ্ন শহরের বেশ কয়েকটি এলাকা। জল জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও। ইংরেজবাজার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নেতাজি পুর মার্কেটের অধিকাংশ দোকানে জল ঢুকেছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের মধ্যে পাম্প হাউস তৈরি হলেও, পাম্প বসানো হয়নি। এছাড়া, নর্দমাও নিয়মিত পরিষ্কার হয় না। পুর-বাজারে জল জমা নিয়ে ইংরেজবাজার পুরসভার দিকেই আঙুল তুলেছেন ব্যবসায়ীরা। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে নিজের বাড়িতেই খুন তৃণমূল সদস্যার মা। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের মেয়ে দেবযানী সর্দার দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমানে ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যা। তাঁর মাকে কে বা কারা, কী উদ্দেশ্যে খুন করল, তা এখনও স্পষ্ট নয়।
নরেন্দ্রপুরে ব্যবসায়ী সাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২। বিনয়কৃষ্ণের গড়িয়া স্টেশনের সন্ধ্যাবাজারে দোকান রয়েছে। গড়িয়ার বোয়ালিয়ায় ভাড়াবাড়িতে থাকত বিনয়কৃষ্ণ। পুলিশের দাবি, ধৃত বিনয়কৃষ্ণ দাস টিপার হিসেবে কাজ করেছিল। শাহিদের কাছে টাকা থাকার খবর এবং শাহিদের গতিবিধি সংক্রান্ত তথ্য সেই পৌঁছে দিয়েছিল দুষকৃতীদের কাছে। যদিও মৃতের পরিবারের দাবি, CBI তদন্তের দাবিতে তারা কলকাতা
হাইকোর্টের দ্বারস্থ হওয়ায়, চোখে ধুলো দিতেই দেড়মাসের মাথায় পুলিশের এই গ্রেফতারি। গত ১৪ অগাস্ট, বাড়ির সামনে গুলি করে খুন করা হয় বছর ২৬-এর শাহিদ মণ্ডলকে। শুক্রবার কুলতলির মেরিগঞ্জের বাসিন্দা অভিজিৎ নস্করকে প্রথম গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।
এবার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বাধল। অভিযোগ, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের করছে রাজ্য সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারকে ডেঙ্গি সংক্রান্ত তথ্যও সরবরাহ করছে না নবান্ন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর এরই মাঝে এদিন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরীর।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। ফের শিক্ষাঙ্গনে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ তুলে স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আতঙ্কে কলেজে না গিয়ে বাড়িতে রয়েছেন তিনি। বদনাম করতেই মিথ্যা অভিযোগ, পাল্টা আক্রমণ টিএমসিপির রাজ্য সভাপতির।
ডেঙ্গি কেড়েছে স্ত্রী-কে। সেই যন্ত্রণা আরও বাড়িয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সেই বিষয়েই বিস্তারিত জানিয়েছিলেন দক্ষিণ কলকাতার রাকেশ বসু। সেই অভিযোগের প্রেক্ষিতে, কার কী প্রতিক্রিয়া, তা তুলে ধরেছি আমরা। এদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।
কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। শনিবার ব্যারাকপুরে নাগরিক সভা করে তারা। সভায় সামিল হন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
প্রেক্ষাপট
কলকাতা: বিশ্বভারতীতে (Visva Bharati) নিখোঁজ, মিলল ওড়িশার (Odisha) তালসারি সি বিচে। উদ্ধার বিশ্বভারতীর বিদেশি গবেষক। অপহরণের অভিযোগে ২ জেলার ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police )। অবৈধ কোনও ব্যবসা নিয়ে বিবাদের জেরে অপহরণ, অনুমান পুলিশের। I ঘটনার তদন্তে নেমে এক তরুণীর খোঁজ করছে পুলিশ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। ফের শিক্ষাঙ্গনে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ তুলে স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আতঙ্কে কলেজে না গিয়ে বাড়িতে রয়েছেন তিনি। বদনাম করতেই মিথ্যা অভিযোগ, পাল্টা আক্রমণ টিএমসিপির রাজ্য সভাপতির।
এবার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বাধল। অভিযোগ, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের করছে রাজ্য সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারকে ডেঙ্গি সংক্রান্ত তথ্যও সরবরাহ করছে না নবান্ন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর এরই মাঝে এদিন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরীর।
কার্যালয় সংস্কারের অছিলায় মুরলীধর সেন লেন থেকে কি দিলীপ ঘোষ ও রাহুল সিন্হাকে উৎখাতের চেষ্টা চলছে? বঙ্গ বিজেপির অন্দর থেকেই উঠেছে এমন অভিযোগ। যদিও, কোন্দলের তত্ত্ব মানতে রাজি নন রাজ্য বিজেপির সভাপতি। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল!
ডেঙ্গি কেড়েছে স্ত্রী-কে। সেই যন্ত্রণা আরও বাড়িয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সেই বিষয়েই বিস্তারিত জানিয়েছিলেন দক্ষিণ কলকাতার রাকেশ বসু। সেই অভিযোগের প্রেক্ষিতে, কার কী প্রতিক্রিয়া, তা তুলে ধরেছি আমরা। এদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।
কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। শনিবার ব্যারাকপুরে নাগরিক সভা করে তারা। সভায় সামিল হন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -