West Bengal News Live: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার
West Bengal News Live Updates : এক ক্লিকে জেলা থেকে জেলার খবরের লেটেস্ট আপডেট
হেস্টিংসে এক তরুণীর মৃতদেহ উদ্ধার। বুধবার সকালে হেস্টিংস হাউসের ভিতরের হোস্টেলে নিজের ঘর থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম জয়শ্রী মণ্ডল। তিনি এমএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মঙ্গলবারই বাড়ি থেকে ফেরেন ওই তরুণী। প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানতে তদন্তে নেমেছে আলিপুর থানার পুলিশ।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন এক সরকারি কর্মচারী। দেবপ্রসাদ হালদার নামে ওই ব্যক্তি, এই নিয়ে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এমনকি, সেনাকেও অভিযোগপত্র পাঠিয়েছেন। পাল্টা দেবপ্রসাদ হালদারের বিরুদ্ধে মামলা লড়ার খরচে অনিয়মের অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
শুধু গরু পাচার মামলাই নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল সুকন্য়া মণ্ডলের নাম। অভিযোগ উঠেছিল, টেট ফেল করেও বাড়ির কাছে প্রাইমারি স্কুলে চাকরি পান অনুব্রত-কন্যা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, চাকরি পাওয়ার পর, একদিনও স্কুল যাননি! বাড়িতেই পৌঁছে যেত হাজিরার খাতা!
নতুন কোনও প্রকল্প নিতে গেলে ওপরমহলের সঙ্গে কথা বলে নিতে হবে। নবান্নে আজ সব দফতরের মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় সেচমন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি ও পর্যটনমন্ত্রীকে।
কালিয়াগঞ্জে আক্রান্ত উর্দি, বিজেপির চক্রান্তের তত্ত্ব মুখ্যমন্ত্রীর। থানার কাছে বাড়িতে লুকিয়েও রেহাই পেলেন না পুলিশকর্মীরা। ঘরের মধ্যে ঢুকে অসহায়ভাবে মার খেলেন পুলিশকর্মীরা! খাটের নীচ থেকে বের করে পুলিশকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মার। হাতজোড় করে প্রাণভিক্ষা চেয়েও রেহাই পেল না পুলিশ, ঝরল রক্ত
বাবাকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার মেয়েকে গ্রেফতার করল আরেক কেন্দ্রীয় এজেন্সি ED। 'সমৃদ্ধি'র জেরে গ্রেফতার অনুব্রত-কন্যা
ইডি সূত্রে জানান হয়েছে, ইডি সূত্রে দাবি, একাধিক প্রশ্নের সদু্ত্তর দিতে না পারায় সুকন্যাকে গ্রেফতার করা হয়। সূত্রের তরফে বলা হয়, তাঁকে যতবার প্রশ্ন করা হয়েছিল তিনি বারংবার জবাব দেন সব উত্তর তাঁর বাবা এবং মণীশ কোঠারি জানেন। প্রথমে কয়েকবার ইডি-র কাছে হাজিরাও দেন তিনি। এরপর অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি একাধিকবার তলব করলেও আর সেখানে হাজিরা দেননি অনুব্রত-কন্যা। অবশেষে বুধবার তিনি দিল্লিতে ইডি-র দফতরে যান। এদিন তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, একাধিক প্রশ্নের সদু্ত্তর দিতে না পারায় সুকন্য়াকে গ্রেফতার করা হয়।
অনুব্রতর পরে এবার গরুপাচার মামলায় সুকন্যা গ্রেফতার। গরুপাচার মামলায় কেষ্ট-কন্যা গ্রেফতার । অনুব্রত মণ্ডলের মেয়েকে গ্রেফতার করল ইডি । ১১ অগাস্ট, ২০২২: বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার অনুব্রত। বাবা গ্রেফতারের ৮ মাসের মাথায় মেয়েও গ্রেফতার । দফায় দফায় জেরার পরে দিল্লিতে ইডির দফতরেই গ্রেফতার
একাধিক স্কুল বন্ধের অভিযোগ তুলে বামেদের বিক্ষোভে উত্তপ্ত জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় ১৭৩টি প্রাথমিক ও ৪৫টি উচ্চ প্রাথমিক স্কুল বন্ধের অভিযোগে বিক্ষোভ।
কালিয়াগঞ্জে প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ। লোকের বাড়িতে খাটের তলায় ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টা। দেওয়াল ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মার পুলিশকে। খাটের নীচ থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মার উন্মত্ত জনতার
এবার বাংলার স্কুলেও বন্দুকবাজ! পিস্তল, ছুরি, পেট্রোল বোমা নিয়ে চড়াও! পুরাতন মালদার স্কুলে পিস্তল, ছুরি, বোমা নিয়ে পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা! জোড়া পিস্তল, ছুরি, বোতলভর্তি পেট্রোল-সহ অভিযুক্ত আটক। ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে ক্লাস থেকেই আটক করলেন ডিএসপি
কালিয়াগঞ্জে থানায় হামলা, চলেছিল গুলি? টোটো চালকের বাঁ হাতে গুলি লাগার অভিযোগ। গণ্ডগোলের মুহূর্তে পরিবার নিয়ে যাওয়ার সময় 'গুলিবিদ্ধ'। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি আহত টোটো চালক। রাবার বুলেট ছোড়ার দাবি পুলিশের, তাহলে গুলি চালাল কে? টোটো চালকের 'গুলিবিদ্ধ' হওয়ার অভিযোগে বাড়ছে রহস্য
কালিয়াগঞ্জে আক্রান্ত উর্দি, বিজেপির চক্রান্তের তত্ত্ব মুখ্যমন্ত্রীর । থানার কাছে বাড়িতে লুকিয়েও রেহাই পেলেন না পুলিশকর্মীরা। ঘরের মধ্যে ঢুকে অসহায়ভাবে মার খেলেন পুলিশকর্মীরা! খাটের নীচ থেকে বের করে পুলিশকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মার। হাতজোড় করে প্রাণভিক্ষা চেয়েও রেহাই পেল না পুলিশ, ঝরল রক্ত
পার্থ চট্টোপাধ্যায়ের আংটি-বিতর্কে জেল সুপারের ভূমিকায় চরম ক্ষুব্ধ আদালত। জেলের রিপোর্টে অসন্তুষ্ট আদালত। 'যে আংটি ৯ মাসে খুললেন না, সেটা শুনানির সময় পার্থ ৯ মিনিটে খুলে দিলেন। নিজের মতো করে আইনের ব্যাখ্যা করছেন?' প্রেসিডেন্সির জেল সুপারকে ভর্ৎসনা করে প্রশ্ন বিচারকের। নতুন করে ব্যাখ্যার জন্য জেল সুপারকে ১০ মিনিট সময় দিলেন বিচারক। সেই রিপোর্টেও সন্তুষ্ট না হওয়ায় আদালতের প্রশ্নের মুখে জেল সুপার
হরিপাল গ্ৰামীণ হাসপাতালের ৩০ থেকে ১০০ শয্যার উন্নতিকরণের আজ ভার্চুয়ালি উদবোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির ব্যয় মূল্য ৩৫ কোটি ২৪লক্ষ ৩২ হাজার টাকা। এতদিন হরিপাল গ্ৰামীণ হাসপাতালটি ৩০ শয্যা বিশিষ্ট ছিল। আজকের পর থেকে নতুন ভবনে ৩০ থেকে পর্যয়াক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে হরিপাল গ্ৰামীণ হাসপাতালটিকে।
একাধিক স্কুল বন্ধের অভিযোগ তুলে বামেদের বিক্ষোভে উত্তপ্ত জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় ১৭৩টি প্রাথমিক ও ৪৫টি উচ্চ প্রাথমিক স্কুল বন্ধের অভিযোগে বিক্ষোভ।
কালিয়াগঞ্জকাণ্ডে ডিজিপিকে চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। 'ময়নাতদন্তের রিপোর্টে মৃত নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ করা হয়েছে। মৃত নির্যাতিতা নাবালিকার পরিবারের মা-বাবার পরিচয়ও প্রকাশ করা হয়েছে, এটা অপেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন। অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিন', ডিজিপি-কে চিঠি প্রিয়াঙ্ক কানুনগোর।
কালিয়াগঞ্জে আহত সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কালিয়াগঞ্জ হাসপাতালে। পরে তাঁদের রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।
নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। এর প্রেক্ষিতে কালিয়াগঞ্জ পুরসভার ৪টি ওয়ার্ডে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৪, ৫, ৬ এবং ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। রায়গঞ্জের পুলিশ সুপার চিঠি দিয়ে সব রাজনৈতিক দলকে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে রায়গঞ্জ পুলিশ জেলায় কোনও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না।
কালিয়াগঞ্জে শুধু পুলিশ কর্মীরাই নয়, ছাড় পাননি সিভিক ভলান্টিয়াররাও। প্রাণভয়ে থানা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন পাশের এক বাড়িতে। সেখানে ঢুকে এলোপাথাড়ি মারধর করা হয় সিভিক ভলান্টিয়ারদের। রাস্তায় ফেলেও মারা হয় সিভিক ভলান্টিয়ারদের।
মালদায় পিস্তল নিয়ে স্কুলে, চক্রান্তের তত্ত্ব মুখ্যমন্ত্রীর। 'পরে পাগল বলে সাজিয়ে দেওয়ার চেষ্টা হয়। আইডি কার্ড ছাড়া কী করে স্কুলে ঢুকল? এত সহজভাবে সবকিছু নিলে চলবে না। বুদ্ধি দিয়ে ভাল কাজ করেছে পুলিশ। স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করার চেষ্টা, চক্রান্তের তত্ত্ব মুখ্যমন্ত্রীর।
কালিয়াগঞ্জকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি-কে ভর্ৎসনা। 'কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? কেন পুলিশ সক্রিয় ছিল না? কেন ঘটল এমন ঘটনা?' নবান্নে রাজ্য পুলিশের ডিজি-কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের। পুলিশের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে দিল্লি-সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্য়পাল। রাজভবনের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জের ঘটনা সম্পর্কে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন রাজ্য পুলিশের ডিজি। রাজ্যপাল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে তাঁর কর্মসূচি স্থগিত রেখে রাজ্যপাল ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি দল।
পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি আটক। স্কুলে ক্লাসরুমের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের আটক করে রাখে ওই ব্যক্তি। আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র এবং অভিভাবকরা। পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক করে ওই ব্যক্তিকে।
ওই ব্যক্তির দাবি তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন বলে দাবি। ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।
গতকাল তৃণমূলের ভোট-অশান্তির পর কড়া বার্তা অভিষেকের। 'কিছু লোক থাকবেই যাদের অসুবিধা হচ্ছে'। 'যারা ভাবছে ২০টি ভোট অতিরিক্ত পেয়ে আসন সুরক্ষিত হবে, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন'। 'কেউ কেউ ভাবছেন, নেতৃত্ব সুপারিশ করলেই টিকিট পেয়ে যাবেন'। 'সিপিএমের আমল থেকে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হয়ে আসছে'। 'একটা ভোটকে কেন্দ্র করে শয়ে শয়ে মানুষ মারা গেছেন'।
'সেই পরিস্থিতির পরিবর্তন আমরা চাইছি'। 'আমরা চাইছি, আপনারা ভাল মানুষকে পঞ্চায়েতে আনুন এবং পরিষেবা পান'। মাথাভাঙার সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মাথাভাঙা কলেজের মাঠে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। সেখানেই রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল এখানে গণভোটকে কেন্দ্র করে গন্ডগোল হয়। আজ ক্লাস করতে না পেরে ফিরে গেলেন কলেজ পড়ুয়ারা। তাঁদের দাবি, সকাল সাড়ে ১০টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাস যে হবে না, তা কলেজের তরফে জানানো হয়নি। অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ছুটি বা ক্লাস বন্ধের নোটিস দেওয়া হয়নি। কী কারণে এই ঘটনা, খোঁজ নেওয়া হচ্ছে।
'কোনও নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না। প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ। তৃণমূল আপনাদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রার্থী ঠিক করার। পঞ্চায়েত স্তরে প্রার্থী ঠিক করবেন জনতাই। এমন উদ্যোগ এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি।' কোচবিহার দক্ষিণের সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
পায়ে হেঁটে অভিষেকের জনসংযোগ। কিন্তু গ্রামের রাস্তায় অভিষেককে দেখে অভাব-অভিযোগ উগরে দিলেন গ্রামবাসীরা। এই অভিযোগ নিয়েও কেন্দ্রের ঘাড়েই দোষ চাপালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।
কালিয়াগঞ্জে শুধু পুলিশ কর্মীরাই নয়, ছাড় পাননি সিভিক ভলান্টিয়াররাও। প্রাণভয়ে থানা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন পাশের এক বাড়িতে। সেখানে ঢুকে এলোপাথাড়ি মারধর করা হয় সিভিক ভলান্টিয়ারদের। রাস্তায় ফেলেও মারা হয় সিভিক ভলান্টিয়ারদের।
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃতের বাবা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র তলবে হাজিরা দিলেন অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইমনের সঙ্গে ছিলেন তাঁর বাবা, বিভাস গঙ্গোপাধ্যায়। ইডি সূত্রে খবর, বিভাস পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। এদিন ইডি অফিসাররা সিজিও কমপ্লেক্সে দফতরে ঢোকার আগেই সকাল সাড়ে ৬টা নাগাদ পৌঁছে যান বাবা ও মেয়ে। ইডি-র দাবি, অয়নের ছেলে অভিষেকের সঙ্গে দুটি সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। এছাড়াও, ২০২০-র ২ সেপ্টেম্বর, হুগলিতে এক কোটি টাকা দিয়ে অভিষেক-ইমনের নামে একটি জমি কিনেছিলেন অয়ন। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইমন ও তাঁর বাবা বিভাসের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাঁরা কোনওভাবে লাভবান হয়েছেন কি না এবং অয়নের কর্মকাণ্ড সম্পর্কে বাবা ও মেয়ে কী জানতেন, সেটাই জানতে চায় ইডি।
কালিয়াগঞ্জে প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ। লোকের বাড়িতে খাটের তলায় ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টা।
দেওয়াল ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মার পুলিশকে। খাটের নীচ থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মার উন্মত্ত জনতার। হাতজোড় করে প্রাণভিক্ষা পুলিশের, মুখ থেকে ঝরছে রক্ত। কালিয়াগঞ্জে পুলিশকে মারধরের ভয়ঙ্কর ছবি ভাইরাল।
কালিয়াগঞ্জের ঘটনার বিষয়ে খোঁজ নিলেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-র কাছে বিষয়টি নিয়ে খোঁজ নিলেন রাজ্যপাল। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব।রাজ্যপাল কথা বলেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনোগর সঙ্গেও। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন ডিজিপি। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে তাঁর কর্মসূচি স্থগিত রেখে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।
কালিয়াগঞ্জের পর কালিয়াচক। মুখ্যসচিব, ডিজিপিকে ফোন করে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। পদক্ষেপের নির্দেশ। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সঙ্গে কথা।
বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার পিছনে হাত রয়েছে এক আইনজীবীর। পোস্টার ছাপা হয়েছে হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি ছাপাখানায়। হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল পুলিশ। কোন আইনজীবী জড়িত? আদালত জানতে চাওয়ায়, রাজ্য সরকারের আইনজীবী বললেন পুলিশ রিপোর্ট দিয়ে তা জানাবে।
আসানসোলে রেল ওভারব্রিজ পরিদর্শন নিয়ে ফের বাবুল সুপ্রিয়কে আক্রমণ শানালেন জিতেন্দ্র তিওয়ারি। সোমবার কুমারপুরে রেল ওভার ব্রিজ পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী। রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ দ্রুত শেষ হবে বলেও দাবি করেন তিনি।
রেল ও ইস্কোর উদ্যোগে ওভারব্রিজ হচ্ছে, পরিদর্শন করে নিজের নম্বর বাড়ানোর কোনও মানে নেই , পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
কোচবিহারে দু'জায়গায় তৃণমূলের গোপন ব্যালট লুঠ! আজ পুনর্নির্বাচন।
কাজ হল না অভিষেকের হুঁশিয়ারিতেও। মাথাভাঙায় তৃণমূলের লড়াইয়ে বন্ধই হয়ে গেল গোপন ব্যালটে ভোট! মাথা ফাটল একজনের। নামল বিশাল পুলিশ বাহিনী।
প্রেক্ষাপট
কলকাতা : কালিয়াগঞ্জকাণ্ডে (Kaliaganj) ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), রাজ্য পুলিশের (Police) ডিজি (DG)-কে ভর্ৎসনা। 'কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? কেন পুলিশ সক্রিয় ছিল না?কেন ঘটল এমন ঘটনা? নবান্নে (Nabanna) রাজ্য পুলিশের (West Bengal Police ) ডিজি-কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় বিজেপি (BJP)। দুটিতে জেতে তৃণমূল (TMC)। সেই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন বলেন, ' মোদির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ২০১৯ সালে মানুষ বিজেপি-কে ভোট দিয়েছিল। কেন্দ্রীয় সরকার (Central Government) জোর করে বাংলার বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। আগামীদিনে জল, কল, মাথার ওপর ছাদ, পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'
২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান।
২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের লক্ষ্য়ে সাক্ষাতে নীতিশ-তেজস্বী-মমতা। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে আধ ঘণ্টারও বেশি সময় ধরে হল বৈঠক। ব্যক্তিগত ইগোকে দূরে সরিয়ে একসঙ্গে কাজের বার্তা দিয়েছেন মমতা। গোটাটাই আঞ্চলিক দলের নতুন করে রাজনৈতিক আক্রমণ বাড়ানোর চেষ্টা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
'মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের।
অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া। এক পোর্টালেই করা যাবে আবেদন ও ভর্তি। কলেজে নয়, ফি জমা দিতে হবে সংসদের অ্যাকাউন্টে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -