West Bengal News Live : চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার লরেটো কলেজ কর্তৃপক্ষের

ফের উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ। বাসন্তীতে যুব তৃণমূলকর্মী খুনে প্রকাশ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে আইএসএফ ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। আরও খবর

ABP Ananda Last Updated: 03 Jul 2023 11:47 PM
West Bengal News Live :চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার লরেটো কলেজ কর্তৃপক্ষের

চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার লরেটো কলেজ কর্তৃপক্ষের


 

WB News Live : একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় রাজ্যপাল

একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় রাজ্যপাল। চাপ বাড়িয়ে কমিশনকে পাল্টা চিঠি তৃণমূলের। আইন-এক্তিয়ার বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগে পদক্ষেপ দাবি। 

West Bengal News Live : ভোটের আগেই ১৫জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ!

ভোটের আগেই ১৫জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ!

WB News Live : রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল

রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল 

West Bengal News Live : হাড়োয়ার শালিপুরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর

পঞ্চায়েত ভোটের আগে বারবার রক্তাক্ত বাংলা। হাড়োয়ার শালিপুরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। পুলিশের অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে। যদিও, তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। গুরুতর জখম অবস্থায় ক্যানসার আক্রান্ত আরও এক শাসকদলের কর্মী নার্সিংহোমে ভর্তি রয়েছেন।

WB News Live : নির্দল প্রার্থীকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি উদনারায়ণপুরের তৃণমূল বিধায়কের

নির্দল প্রার্থীকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি উদনারায়ণপুরের তৃণমূল বিধায়কের। বিধায়কের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই বির্তক দানা বেঁধেছে। তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি-সিপিএম। যদিও বিতর্কের মুখে বক্তব্যের অপব্যাখ্যা বলে সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। 

West Bengal News Live :ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয় উত্তরবঙ্গের চা বাগানগুলিতে

ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয় উত্তরবঙ্গের চা বাগানগুলিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাগানজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে না-পাওয়ার গল্প। 

WB News Live : কী পদক্ষেপ প্রশাসনের? ৪৮ ঘণ্টা সময় বেঁধে কড়া বার্তা রাজ্যপালের

হিংসার গ্যাং লিডার কে, জানি। কী পদক্ষেপ প্রশাসনের, ৪৮ ঘণ্টা সময় বেঁধে কড়া বার্তা রাজ্যপালের।

West Bengal News Live : নিয়োগের দাবিতে উচ্চপ্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল ধর্মতলা

নিয়োগের দাবিতে উচ্চপ্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল ধর্মতলা। রাস্তায় দণ্ডি কেটে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। অবিলম্বে মেধাতালিকা প্রকাশের দাবি।

WB News Live : পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু
রাস্তার ধারে খেতের মধ্যে পড়েছিল দেহ
বিজেপির অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই কর্মীকে হুমকি দিচ্ছিল তৃণমূল
পরিবারের দাবি, গতকাল বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরেননি বঙ্কিম
আজ সকালে তাঁর দেহ উদ্ধার করে বোড়ো থানার পুলিশ

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৪ দিনে ১৫ জনের প্রাণহানি

পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৪ দিনে ১৫ জনের প্রাণহানি

WB News Live : কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট

কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট

West Bengal News Live : ভোটে বেলাগাম সন্ত্রাস, বিরোধীদের ঘাড়েই দায় চাপালেন মমতা

ভোটে বেলাগাম সন্ত্রাস, বিরোধীদের ঘাড়েই দায় চাপালেন মমতা

WB News Live : বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাতের পর কড়া বার্তা রাজ্যপালের

বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাতের পর কড়া বার্তা রাজ্যপালের

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের মুখে এনআইএ-র নজরে একের পর এক তৃণমূল প্রার্থী

পঞ্চায়েত ভোটের মুখে এনআইএ-র নজরে একের পর এক তৃণমূল প্রার্থী

WB News Live : ভাঙড়ে সিপিআইএমের মামলায় বিচারপতি অমৃতা সিন্হার রায় খারিজ

ভাঙড়ে সিপিআইএমের মামলায় বিচারপতি অমৃতা সিন্হার রায় খারিজ

West Bengal News Live : রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বাসন্তীর নিহতের যুব তৃণমূল নেতার মেয়ে

বাসন্তী থেকে ক্যানিং গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নিহতের যুব তৃণমূল নেতার মেয়ে

WB News Live : ভোটের ৫ দিন আগেও রক্তাক্ত বাংলা, ২৪ দিনে ১৫ মৃত্যু

ভোটের ৫ দিন আগেও রক্তাক্ত বাংলা। ২৪ দিনে ১৫ মৃত্যু। হাড়োয়ায় বিস্ফোরণে মৃত্যু তৃণমূল কর্মীর। মানবাজারে রহস্যমৃত্যু বিজেপি কর্মীর।

West Bengal News Live : 'রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী' আদালতে জানাল কমিশন

'রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী' আদালতে জানাল কমিশন

WB News Live : ভারতজুড়ে ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি হচ্ছে, কেন্দ্রকে নিশানা অভিষেকের

'বাংলার টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশ, গুজরাটে দেওয়া হচ্ছে।  ভারতজুড়ে ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি হচ্ছে' দুবরাজপুর থেকে কেন্দ্রকে নিশানা অভিষেকের । 

Mamata Banerjee : দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে : দুবরাজ পুরে মমতার অডিও-বার্তা 

' ২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে,  দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে।  দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। বীরভূমে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া বিধবা ভাতা আমরা রাজ্য সরকারের তরফে দেব' দুবরাজ পুরে মমতার অডিও-বার্তা 

West Bengal News Live : ভোররাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু হল তৃণমূল কর্মীর

ভোররাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু হল তৃণমূল কর্মীর। ক্যান্সার আক্রান্ত আরও এক তৃণমূল কর্মী জখম। তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 

WB News Live : ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থীকে তলব এনআইএ-র

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থীকে তলব এনআইএ-র।
৫ জুলাই তলব জেলা পরিষদে তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকে।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকে ৪ জুলাই তলব।
আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য চন্দন বরকে। 

West Bengal News Live : নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার আগেই ফিরলেন রাজ্যপাল

বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার আগেই ফিরলেন রাজ্যপাল। বাসন্তীতে খুন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। বাড়িতে আসার পথে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল। বাড়িতে আসার সময় কিছু দূর থেকেই ফিরলেন রাজ্যপাল। 'রাজ্যপাল বাড়িতেই আসছিলেন, প্রশাসন বিভ্রান্ত করে রাজ্যপালকে ফিরিয়েছেন', অভিযোগ মৃতের মেয়ের

WB News Live : অবশেষে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে অবশেষে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন। ৬১ হাজার বুথের মধ্যে ১০ হাজারেরও কম বুথ স্পর্শকাতর, জানাল কমিশন। দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮ শতাংশ বুথ স্পর্শকাতর। মুর্শিদাবাদে ১০ শতাংশ বুথ স্পর্শকাতর, জানাল রাজ্য নির্বাচন কমিশন। এরপর ভিডিওগ্রাফি, সিসিটিভি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে কমিশন। 

WB News Live : পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে খেতের মধ্যে দেহ উদ্ধার। রাতে বাড়ি ফেরেননি, দাবি পরিবারের। গত কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল তৃণমূল, দাবি বিজেপির।

West Bengal News Update : ED-র পর এবার CBI নজরে সায়নী ঘোষ ! নজরে কুন্তল - সায়নী যোগ

ইডি-র ( ED ) পর এবার সিবিআই-এর নজরে সায়নী ঘোষ ( Saayoni Ghosh )। সিবিআই (CBI )-এর নজরে এবার কুন্তল ( Kuntal Ghosh ) -সায়নী যোগ। ইতিমধ্যেই যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে। সূত্রের দাবি, ৫ জুলাই ফের তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তার আগেই সিবিআইয়ের রাডারে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী। 

West Bengal News Live : বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ

পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

West Bengal News Live : মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার হল তাজা বোমা ও বোমা তৈরির মশলা

একদিকে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু, আরেকদিকে মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার হল তাজা বোমা ও বোমা তৈরির মশলা। বোমা বাঁধার খবর পেয়ে গতকাল রাতে ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় হানা দেয় পুলিশ।

WB News Live : ছাদের চাঙড় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি। ছাদের চাঙড় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আসানসোলের ডামরা হাটখোলা এলাকায় ধুন্ধুমার।

WB News Live : শিলাবতী নদীর পাড় থেকে উদ্ধার হল অর্ধেক তৈরি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় শিলাবতী নদীর পাড় থেকে উদ্ধার হল অর্ধেক তৈরি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। আজ সকালে কল্লা গ্রামে নদীর পাড়ে এইসব জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রাতে বোমা বাঁধার কাজ চলছিল।

WB News Live Updates : সবজির মূল্যবৃদ্ধি রুখতে সল্টলেকের বাজারে টাস্ক ফোর্সের অভিযান

সবজির মূল্যবৃদ্ধি রুখতে সল্টলেকের বাজারে টাস্ক ফোর্সের অভিযান। হাওড়া, বারুইপুর, ব্যারাকপুরেও আজ অভিযান চালানো হবে। বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কি না, জোগান ঠিক আছে কি না, এসব খতিয়ে দেখবে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। 

Vegetable Price Hike : কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব কিছুরই দাম আকাশছোঁয়া

র্ষার বাজারে সবজির দাম চড়চড়িয়ে বাড়ছে। কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব কিছুরই দাম আকাশছোঁয়া। কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি। আদার দামও ৩০০ টাকা। টম্যাটো ২০০ টাকা কেজি। বেগুন ১৬০, উচ্ছে ১২০, পটল, ঝিঙে, বরবটি ১০০ টাকা।

WB News Live : বোমা বাঁধার সময় হাত কেটে খুন, অভিযোগ মৃতের পরিবারের

বোমা বাঁধার সময় হাত কেটে খুন, অভিযোগ মৃতের পরিবারের। বিস্ফোরণে আহত ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের অনুমান, মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। সেইসময় বিস্ফোরণ ঘটে, তাতেই মৃত্যু হয় পরিতোষ মণ্ডল নামে ওই ব্যক্তির। 

WB News Live : হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু তৃণমূলকর্মীর

উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু তৃণমূলকর্মীর।পুলিশের অনুমান বোমা বাঁধার সময় মৃত্যু হয়েছে । তৃণমূলকর্মীর নাম পরিতোষ মণ্ডল। বিস্ফোরণে জখম হয়েছেন আরও একজন। বোমা বাঁধার সময় হাত কেটে খুন, অভিযোগ মৃতের পরিবারের। 

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল। আজ বাঘমুণ্ডির কালিমাটি মোড়ে সভা রয়েছে অভিষেকের। 

West Bengal News Live : ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল

ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল। কোচবিহার থেকে সকালে ফিরেই আজ বাসন্তীতে যাচ্ছেন তিনি। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় নেমেছেন সিভি আনন্দ বোস।

WB News Live : বিজেপি প্রার্থীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের শিউলিতে বিজেপি প্রার্থীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ, উদ্ধার হল তাজা বোমা। বিজেপি প্রার্থীর দাবি, গতকাল রাতে শিউলি গ্রাম পঞ্চায়েতের সেলামপুরে তাঁর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ হয়। 

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল। আজ বাঘমুণ্ডির কালিমাটি মোড়ে সভা রয়েছে অভিষেকের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলা

প্রেক্ষাপট

গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী :  দুপুরে বোমা। রাতে গুলি। ফের উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ। তৃণমূল বিধায়কের সামনেই কংগ্রেস কর্মী আরিফ শেখকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের। আমার গাড়িতেই হামলা চালানো হয়েছিল। কোনওক্রমে প্রাণে বেঁচেছি। পাল্টা দাবি তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের।

কংগ্রেসকর্মীর বাড়িতে বিস্ফোরণ : পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ। ভাঙল বাড়ির পাঁচিলের একাংশ। ভোটের আগে বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলে অভিযোগ। পলাতক কংগ্রেস কর্মী। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যুব তৃণমূলকর্মী খুনে CBI দাবি : বাসন্তীতে যুব তৃণমূলকর্মী খুনে প্রকাশ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্য পুলিশ নয়, রাজ্যপালে আস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি নিহতের তৃণমূল প্রার্থী মেয়ের। পরিবার সিবিআই তদন্ত চাইছে মানে রাজ্য় সরকারের ওপর আস্থা নেই। তোপ দেগেছে বিজেপি। নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের।

শাসক-বিরোধী সংঘর্ষ : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে আইএসএফ ও সিপিএম কর্মীদের সংঘর্ষে ধুনধুমার কৃষ্ণপুরে। আইএসএফ ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে পতাকা লাগানোর সময় তাদের কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা রাজ্য়ের শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও।


প্রচার ঘিরে তুলকালাম : পঞ্চায়েত ভোটের প্রচার ঘিরে আসানসোলের রানিগঞ্জে উত্তেজনা। চোর স্লোগান বিজেপি কর্মীদের। পাল্টা হকি স্টিক নিয়ে হামলা চালানোর চেষ্টা তৃণমূলকর্মীদের। প্রতিবাদে বিজেপি কর্মীদের নিয়ে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল।

মধ্যরাতে 'অন ডিউটি' বোস : কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে রাজ্যপাল। রাজনৈতিক অশান্তির অভিযোগ পেয়ে মাঝরাতেই রাজ্যপালের ফোন রাজীব সিনহাকে। রাজ্য নির্বাচন কমিশনারকে ফোনে না পেয়ে ফোন করলেন এসপি, ডিএম-কে।

মিছিলে হামলার অভিযোগ : জাঙ্গিপাড়ায় সিপিএম ও আইএসএফের যৌথ নির্বাচনী প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত ৬ জন। চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হুমকি-হুঁশিয়ারি অব্যাহত : বাঘটাকে জেলে ভরা হয়েছে, বাঘের ছাল কাজল শেখ হুমকি দিচ্ছে, ওরও ব্য়বস্থা হবে, বীরভূমে প্রচারে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের। এদিনই নানুরে কাজল শেখের গলায় হুমকির সুর শোনা গেল। ভোটের দিন হাজার হাজার কাজল শেখ দাঁড়িয়ে থাকবে। বাইরে বেরোবেন কীভাবে? cpm-কে হুমকি তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীর।

অ্যাম্বুল্যান্সে ভোট-প্রচার! ভোটের কাজে অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে তৃণমূল। নলহাটির বানিওড়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। দলীয় পতাকায় মুড়ে অ্যাম্বুল্যান্স নিয়েই চলছে প্রচার। অভিযোগ তুলে সরব বিজেপি। কেউ প্রচারের কাজে অ্যাম্বুল্যান্স ব্যবহার করে থাকলে ভুল করেছে। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।

'বিধি লঙ্ঘন' তৃণমূলের : নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে ঘোলায় কৃষিমন্ত্রীর প্রচারে বাইক ‍র‍্যালি। পুলিশের সামনেই দলীয় পতাকা নিয়ে বাইক মিছিল করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তা অস্বীকার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.