WB News Live : বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর এখনও চলছে উদ্ধারকাজ, জারি প্রাণের খোঁজ
জেলা থেকে জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর প্রতি মিনিটে।
১৯৮১ সালের পর ভয়াবহতম রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। ১৯৯৯ সালে গাইসালের রেল দুর্ঘটনায় যত মানুষের মৃত্য়ু হয়েছিল, তাকে ছাপিয়ে গেল বালেশ্বরের দুর্ঘটনা। কিন্তু, বিজ্ঞান, প্রযুক্তি তরতরিয়ে এগোনো সত্ত্বেও ট্রেনে যাত্রীসুরক্ষা এখনও সেই তিমিরে কেন? বালেশ্বরকাণ্ডে জোরাল হচ্ছে সেই প্রশ্ন।
এই দুর্ঘটনার সঙ্গে অ্যান্টি কোলিশন ডিভাইসের সম্পর্ক নেই। এটা পয়েন্টের বিষয়, বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বালেশ্বরের হাসপাতালে এখন শুধুই হাহাকার। স্বজনহারাদের কান্নার আওয়াজ হাসপাতাল চত্ত্বর জুড়ে। সোরো হাসপাতালে রাখা বহু মৃতদেহ এখনও শনাক্ত করতে পারেনি পরিবারের লোকজন।
বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ ঘণ্টা পার। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও প্রাণের সন্ধান মেলে কি না ।
তামিলনাড়ুতে জরির কাজ করতেন শেখ মুন্না। যশোবন্তপুর হামসফর এক্সপ্রেসে চড়ে পাঁচ মাস পর, হাওড়ার নলপুরের মধ্যমপাড়ার বাড়িতে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়ায় শোকস্তব্ধ গোটা পরিবার।
কার ভুলে ঘটল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা? সেই প্রশ্ন ঘিরে তোলপাড়ের মধ্য়েই, ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ট্য়ুইট করেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি লিখেছেন, বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে। এনিয়ে তাঁকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতা প্রশান্ত রায় বাসুনিয়ার খুনের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজে শনিবার নিহত বিজেপি নেতার বাড়ির পুকুরের জল ছেঁচে তল্লাশি চালায় পুলিশ। গুলির খোঁজে তাঁর ঘরের ভিতরেও তল্লাশি চালানো হয়। এদিন ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত বিজেপি নেতার পরিবার। পুলিশের বিরুদ্ধে মৃতের পরিবারকে হেনস্থার অভিযোগে সরব হয়েছে বিজেপি।
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। 'দোষী কাউকে রেয়াত করা হবে না, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব আমরা', বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার পর জানালেন নরেন্দ্র মোদি।
দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ। গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ।
বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার, বিজেপি নেতাদের বড় বড় গদি-এসি লাগে, আমাদের তো এত সখ-আহ্লাদ নেই, এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না', করমণ্ডল বিপর্যয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের।
'এই মৃত্যুমিছিলের দায় এড়াতে পারে না রেল ও সরকার, ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন ? রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না' আক্রমণ অভিষেকের।
বুলেট ট্রেন, বন্দে ভারতের দিকে নজর না দিয়ে যাত্রীদের নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত রেলের। মন্তব্য প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
গতকাল দুর্ঘটনার কবলে পড়ে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস। হাওড়ায় ফিরল সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন।
ক্যানিংয়ের বাসিন্দা সামসুদ্দিন সর্দার। বছর পঞ্চাশের পরিযায়ী শ্রমিক সামসুদ্দিন পরিবারের দুই সদস্যকে নিয়ে কাজের জন্য অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তারপর থেকেই খোঁজ মিলছিল না। অবশেষে ক্যানিং থেকে বাহানাগায় এসে লাশের পাহাড়ে বাবার খোঁজ পেলেন ছেলে।
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর রাজ্যের বহু মানুষ বালেশ্বরের হাসপাতালে ভর্তি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক-সহ ৪০ জনের মেডিক্যাল টিম পৌঁছেছে বালেশ্বরের হাসপাতালে।
নেতাজি নগরের সুদীপ্তা সাহা। ৫ জুন থেকে বিজয়ওয়াড়ার একটি বেসরকারি স্কুলে চাকরিতে যোগ দেওয়ার কথা। শনিবার সকাল থেকে পরিবার-সহ হাওড়া স্টেশনে এসে বসেছিলেন। ফলকনুমা এক্সপ্রেস বাতিল হওয়ায়, কীভাবে চাকরিতে যোগ দেবেন, ভেবে কুলকিনারা পাচ্ছেন না কলকাতার এই তরুণী।
কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল ৩টি ট্রেন, বাড়ছে রহস্য। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ।
বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া । এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি
চেন্নাই হয়ে কেরল যাওয়ার কথা ছিল বর্ধমানের ৩ বন্ধুর। কোনওক্রমে প্রাণে বাঁচলেও এখনও চোখেমুখে আতঙ্কের রেশ।
বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামের তিন ভাইয়ের। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন দিবাকর, নিশিকান্ত ও হারান গায়েন। ৩ ভাইয়েরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই গ্রামের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিক বিকাশ হালদার ও সঞ্জয় হালদারেরও মৃত্যু হয়েছে।
১১ বছরের মেয়ের জন্মদিন পালন করে চেন্নাইয়ে স্বামীর কাছে ফিরছিলেন। বালেশ্বরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা মা-মেয়ে। একবার নয়, দু’-দু’বার ধাক্কা। পাশের কামরার শৌচাগার ভেঙে ঢুকে যায় তাঁদের কামরায়। মেয়েকে আঁকড়ে কীভাবে ফিরেছেন, তা ভাবলেই শিউড়ে উঠছেন এই মহিলা।
বালেশ্বরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনার পর সোরো হাসপাতালে ভর্তি রয়েছেন এ রাজ্যের বহু মানুষ। আহতদের সঙ্গে দেখা করার পর, দুর্ঘটনাস্থলেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পরিদর্শন সেরে আজই হেলিকপ্টারে কলকাতায় ফিরবেন তিনি।
বালেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মালতিপুরের বাসিন্দা মাশরেকুল। বছর ২৩-এর তরুণ এলাকার আরও ৩ জনের সঙ্গে চেন্নাই যাচ্ছিলেন কাজের খোঁজে। দুর্ঘটনায় মাশরেকুলের মৃত্যু হয়। বাকি ৩ জন আহত।
অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন বালিগঞ্জের অনুজা। পরিবারের সঙ্গে যাচ্ছিলেন চেন্নাইয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। এখনও আতঙ্কের রেশ চোখেমুখে।
বিজেপির মেয়াদ আর এক বছর, তারপর সিবিআই-ইডি গদ্দারকে গ্রেফতার করবে। নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের। বিজেপি যাবে না, দুর্নীতিতে জনজোয়ারের পর যাবেন তিহাড়ে। পাল্টা শুভেন্দু।
দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুরুম্ব গ্রামের ইয়াদ আলি শেখ।
বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন। যার জেরে বিপাকে পড়েছেন বহু যাত্রী। ট্রেন বাতিলের ঘোষণা করতেই শালিমার স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।
রাজ্য সরকারের পক্ষ থেকে রাতেই বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও তৃণমূল সাংসদ দোলা সেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে রাতেই বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও তৃণমূল সাংসদ দোলা সেন।
বালেশ্বরের ফকির মোহন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁদের মধ্যে কারও কারও সঙ্গে কথা বলেন তিনি।
৬ মাসের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলে বাংলার ভোল পাল্টে দেব। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল কংগ্রেসকে নিশানা মিঠুন চক্রবর্তীর। অভিনয়ে করুন, বাস্তবে নয়, কটাক্ষ কুণালের।
প্রেক্ষাপট
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলায় লু বইবে আগামী এক সপ্তাহ। চরমে উঠবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তৈরি হবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয় প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পনেরো দিনের অনলাইন ভর্তি আবেদনের পর ২০ জুলাই বিভিন্ন কলেজকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মেরিট লিস্ট প্রকাশের পর জুলাই মাসের শেষপর্যন্ত চলবে বিভিন্ন কলেজে ভর্তির পরের প্রক্রিয়া। ৩১ জুলাই পর্যন্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। যার পরের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে।
'নৌশাদকে তৃণমূলে টানতে আমি কোনও প্রস্তাব দিইনি, আমি যদি ওকে তৃণমূলে টানতে নেমে থাকি, তাহলে ওকে তৃণমূলে আসতে হবেই। যে নাটকই করুক না কেন, আমি নামলে কাল না হয় পরশু তৃণমূলে ওকে আসতে হবেই। কুণাল ঘোষের অপারেশন ফেল করে না', নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা কুণাল ঘোষ।
সোমবার প্যারোলে ছাড়া পাচ্ছেন সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়। অসুস্থ মাকে দেখতে যেতে সোমবার ৪ ঘণ্টার জন্য প্যারোলের আবেদন মঞ্জুর। সোমবার ৪ ঘণ্টার জন্য দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পাবেন দেবযানী। অসুস্থ মা, দেখতে যেতে চাই, বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন দেবযানী। ৫ জুন ৪ ঘণ্টার জন্য প্যারোলে ছাড়ার অনুমতি বিশেষ সিবিআই আদালতের।
৭৪ বছরে জীবনের নতুন ইনিংস শুরু তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের। প্রথম স্ত্রী তমালিকার মৃত্যুর ৭ বছর পরে মানসী দের সঙ্গে ২৪ মে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। এই বয়সে অন্ধের যষ্ঠীর মতো একজনকে চাই। সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে যাঁর সঙ্গে গল্প করতে পারব। ৭৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন লক্ষ্মণ শেঠ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -