West Bengal News Live : অনুপম দত্ত খুনে মূল অভিযুক্তের জামিন, শেষ দেখতে চান মীনাক্ষী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Aug 2022 11:53 PM
WB News Live: জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের টেবিল চাপড়ে হুমকি

জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের টেবিল চাপড়ে হুমকি, জামালপুরের টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের

West Bengal News Live: দিল্লির টুইন টাওয়ারকাণ্ড থেকে শিক্ষা, কলকাতা পুরসভায় তৎপরতা

দিল্লির টুইন টাওয়ারকাণ্ড থেকে শিক্ষা, কলকাতা পুরসভায় তৎপরতা। বিল্ডিং বিভাগে ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন বিভাগে আরও পদ তৈরির তৎপরতা। কড়া নজরদারির জন্য আরও পদ তৈরির জন্য তৎপরতা।

WB News Live: রায়গঞ্জে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে

দিনে দুপুরে রায়গঞ্জের দক্ষিণ সুদর্শনপুর এলাকাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে রীতিমত চাঞ্চল্য ছড়ালো। এক ঘটনায় অভিযুক্তকে মারধর দিয় পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

West Bengal News Live :তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, ক্ষোভে ফুঁসছে আগরপাড়া

তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, ক্ষোভে ফুঁসছে আগরপাড়া। কোন মানুষ নিরাপদে আছে? প্রশ্ন খোদ অনুপম দত্তের স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলরের!

WB News Live :দুর্নীতি নিয়ে মুখ খোলার পর, দলের মধ্যেই তীব্র আক্রমণের মুখে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার

দুর্নীতি নিয়ে মুখ খোলার পর, দলের মধ্যেই তীব্র আক্রমণের মুখে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন লোকসভার সাংসদ সৌগত রায়। এমনকী, প্রাক্তন IAS অফিসার জহর সরকারকে, সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন সৌগত রায়। 

West Bengal News Live :অনুপম দত্ত খুনে মূল অভিযুক্তের জামিন, শেষ দেখতে চান মীনাক্ষী

অনুপম দত্ত খুনে মূল অভিযুক্তের জামিন, শেষ দেখতে চান মীনাক্ষী। লিশের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম দত্তের স্ত্রী কাউন্সিলর মীনাক্ষী দত্ত

WB News Live :অনুব্রতর জামিন চেয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি-চিঠিকাণ্ডে গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়

অনুব্রতর জামিন চেয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি-চিঠিকাণ্ডে গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়। রাতে ধৃত আইনজীবীর বড়নীলপুরের বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে মেমারির রসুলপুর থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়। 

West Bengal News Live :তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, ক্ষোভে ফুঁসছে আগরপাড়া

তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, ক্ষোভে ফুঁসছে আগরপাড়া। কোন মানুষ নিরাপদে আছে? প্রশ্ন খোদ অনুপম দত্তের স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলরের!

WB News Live :‘আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী’, দাবি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের

‘আড়াই বছরে অনেক রায় দিয়েছি, দেড় বছর কোর্ট বন্ধ ছিল, অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে, খোঁজ নিন। আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা নিয়ে মাতামাতি করি! আমি দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি’, ফের বিস্ফোরক বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । ‘আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী’। 

West Bengal News Live :জহর সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সৌগত রায়

‘একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওঁর বিরুদ্ধে দলের পদক্ষেপ করা উচিত’-জহর সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সৌগত রায়। 

WB News Live :রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা

রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। ২ মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি ! রাজ্যের দেওয়া ম্যালেরিয়া-রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

West Bengal News Live :গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই

গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই। প্রথমে জেরা দেহরক্ষী সায়গলকে। পরে জেরা অনুব্রতকে।

WB News Live :কোন মানুষ নিরাপদে আছে? প্রশ্ন খোদ অনুপম দত্তের স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলরের!

তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, ক্ষোভে ফুঁসছে আগরপাড়া। কোন মানুষ নিরাপদে আছে? প্রশ্ন খোদ অনুপম দত্তের স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলরের!

West Bengal News Live :জহর সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সৌগত রায়

এবার জহর সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক সৌগত রায়। ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি’, ‘সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, কোনও আত্মত্যাগ করেননি’

WB News Live :অনুপম দত্ত খুনে অভিযুক্তর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পুলিশ

অনুপম দত্ত খুনের ঘটনায় উত্তাল আগরপাড়া। অভিযুক্তর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পুলিশ

West Bengal News Live :সিবিআইয়ের কাছে ‘বেপাত্তা’, বিধানসভায় হাজির মানিক ভট্টাচার্য।

সিবিআইয়ের কাছে ‘বেপাত্তা’, বিধানসভায় হাজির মানিক ভট্টাচার্য। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি

WB News Live : মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে, নির্দেশ হাইকোর্টের

দিল্লি নয়, মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে। দিল্লি নয়, ইডির কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের

West Bengal News Live : দুর্নীতির অভিযোগে বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার

দুর্নীতির অভিযোগে বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার । এবার জহর সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক সৌগত রায়। ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি। সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, কোনও আত্মত্যাগ করেননি’

WB News Live : গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই

গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই। প্রথমে জেরা দেহরক্ষী সায়গলকে। পরে জেরা অনুব্রতকে।

West Bengal News Update : এনআরএস মেডিক্যালে বকেয়া ৩১ শতাংশ ডিএর দাবিতে অবস্থান বিক্ষোভ

এনআরএস মেডিক্যালে অবস্থান বিক্ষোভ । বকেয়া ৩১ শতাংশ ডিএর দাবিতে বিক্ষোভ। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ডাকে বিক্ষোভ। বকেয়া ডিএর দাবিতে অবস্থান বিক্ষোভ হাইকোর্টেও । আসানসোল কোর্টে বকেয়া ডিএর দাবিতে বিক্ষোভ । 

WB News Live : আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

‘আড়াই বছরে অনেক রায় দিয়েছি, দেড় বছর কোর্ট বন্ধ ছিল, অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে, খোঁজ নিন। আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা নিয়ে মাতামাতি করি! আমি দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি’, ফের বিস্ফোরক বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । ‘আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী’। 

WB News Live Update : আইনজীবীকে আজ আসানসোলের এসিজেএম আদালতে তোলা হবে

ধৃত আইনজীবীকে আজ আসানসোলের এসিজেএম আদালতে তোলা হবে। পুলিশের দাবি, বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ ছিল আইনজীবী সুদীপ্ত রায়ের। তার জেরেই বাপ্পার নামে তিনি আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি-চিঠি পাঠান। 

West Bengal News Live : বিচারককে হুমকি-চিঠিকাণ্ডে গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়

অনুব্রতর জামিন চেয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি-চিঠিকাণ্ডে গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়। রাতে ধৃত আইনজীবীর বড়নীলপুরের বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে মেমারির রসুলপুর থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়। 

Abhishek Banerjee News : অপরাধী বলেই এত ভয়, কটাক্ষ বিজেপির রাহুল সিনহার

কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি । শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন ইডি আধিকারিকরা।  অপরাধী বলেই এত ভয়, কটাক্ষ বিজেপির রাহুল সিনহার । 

Abhishek Banerjee Live : তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি : শান্তনু সেন

' তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি। ' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

Malda News Live : গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে কৃষি জমি, মালদার মানিকচকের ভূতনির চরে ফের ভাঙন-আতঙ্ক

মালদার মানিকচকের ভূতনির চরে ফের ভাঙন-আতঙ্ক। গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে কৃষি জমি। গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা। সেচ দফতরের কাজ নিয়ে অসন্তোষ গ্রামবাসীদের। ভাঙন-রোধে পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Coal Smuggling Live Updates : কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি

কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। খবর সূত্রের। গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Coal Smuggling News Update : কয়লা বোঝাই ৪টি ট্রাক আটক করল দুবরাজপুর থানার পুলিশ

কয়লা বোঝাই ৪টি ট্রাক আটক করল দুবরাজপুর থানার পুলিশ । ৪টি ট্রাকে ৮০ টন কয়লা ছিল বলে পুলিশ সূত্রে খবর। ৪টি ট্রাকে অবৈধভাবে কয়লা পাচার হচ্ছিল বলে সূত্রের খবর। পলাতক ট্রাকের খালিস ও চালক । এরআগে ১৩ই আগস্ট ১২ টন কয়লা উদ্ধার করে দুবরাজ থানার পুলিশ। ২৬ আগস্ট খয়রাশোল থানার পুলিশ উদ্ধার করে প্রায় ৫০ টন কয়লা । 

West Bengal News : প্রসন্ন রায়কে মালিক বলে দাবি করে হাওড়ার শ্যামপুরে চলন্তিকা লজের সামনে বিজেপির বিক্ষোভ

SSC দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্ন রায়কে মালিক বলে দাবি করে হাওড়ার শ্যামপুরে চলন্তিকা লজের সামনে বিজেপির বিক্ষোভ। তার বদলা নিতে স্ত্রী ও সন্তানের সামনেই বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী। 

WB News Live : অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত জামিন পেতেই আগরপাড়ায় ধুন্ধুমার, রাতে অবরুদ্ধ বিটি রোড

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত জামিন পেতেই আগরপাড়ায় ধুন্ধুমার । তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভে উঠল সিবিআই তদন্তের দাবি । রাতে দেড়ঘণ্টার বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড । বিক্ষোভ চলাকালীন অসুস্থ হন নিহত তৃণমূল নেতার স্ত্রী ও বর্তমান তৃণমূল কাউন্সিলর মীনাক্ষি দত্ত। 

West Bengal News Update : বিচারককে হুমকি চিঠি কাণ্ডে গ্রেফতার আইনজীবী

আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি কাণ্ডে গ্রেফতার । সুদীপ্ত রায় নামে এক আইনজীবীকে গ্রেফতার করল পুলিশ
। আজ ওই আইনজীবীকে তোলা হবে আসানসোলে এসিজেএম আদালতে।  গতরাতে ওই আইনজীবীর বর্ধমানের বাড়ি তল্লাশি চালায় পুলিশ। 

West Bengal News Live : একটা শ্রেণিকে দেখলেই ধান্দাবাজ মনে হয় : জহর সরকার

দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, এনিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ এবং প্রাক্তন IAS অফিসার জহর সরকার। তাঁর বক্তব্য, একটা শ্রেণিকে দেখলেই ধান্দাবাজ মনে হয়! এদেরকে বর্জন না করে, ২০২৪’এর লড়াই মুশকিল হবে। তৃণমূল অবশ্য এনিয়ে বিশেষ কিছু বলতে চায়নি।

West Bengal News Live : দু’দুটি চা বাগান, একাধিক রিসর্ট, নজরে প্রসন্নকুমার রায়ের একাধিক সম্পত্তি

দু’দুটি চা বাগান, একাধিক রিসর্ট। উত্তরবঙ্গের চা বাগান মালিকদের সংগঠনের দাবি এসব কিছুরই মালিক SSC দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্নকুমার রায়। তবে বর্তমানে সেগুলি রয়েছে প্রসন্নর ভাইয়ের নামে। দিঘার একটি হোটেলের মালিকানা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। 

West Bengal News Live : দু’দুটি চা বাগান, একাধিক রিসর্ট, নজরে প্রসন্নকুমার রায়ের একাধিক সম্পত্তি

দু’দুটি চা বাগান, একাধিক রিসর্ট। উত্তরবঙ্গের চা বাগান মালিকদের সংগঠনের দাবি এসব কিছুরই মালিক SSC দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্নকুমার রায়। তবে বর্তমানে সেগুলি রয়েছে প্রসন্নর ভাইয়ের নামে। দিঘার একটি হোটেলের মালিকানা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। 

Abhishek Cow Smuggling Case : গরুপাচার মামলায় আজ জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই

গরুপাচার মামলায় আজ জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই। সূত্রের খবর, গতকাল রাতেই আসানসোলে পৌঁছেছে সিবিআইয়ের একটি দল। সিবিআই সূত্রে খবর, এবার বেশ কিছু নতুন তথ্য ও নথি সামনে রেখে অনুব্রতকে জেরা করা হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আসানসোল জেলে পৌঁছে যাবেন সিবিআই অফিসাররা। এরপর জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা শুরু হবে।

Abhishek Banerjee Live : '৩-৪ দিনের মধ্যে, হয়তো কিছু ঘটবে' কেন এ কথা বললেন অভিষেক

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের পর গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে সোমবার TMCP’র কর্মসূচিতে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক ভাল বক্তৃতা দিয়েছে। এরপর হয়তো ওকে নোটিস পাঠাবে। অভিষেকও বলেন, ৩-৪ দিনের মধ্যে, হয়তো কিছু ঘটবে।

West Bengal News Update : প্রতিবাদে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা

উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পেতেই প্রতিবাদে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভে উঠল সিবিআই তদন্তের দাবি।  

BJP Bengal Update Live : র চিন্তার ভাঁজও বাড়ছে, চিন্তন শিবির নিয়ে শান্তনুর কটাক্ষ

প্রত্যেক নির্বাচনে তৃণমূল ও মমতার জনপ্রিয়তা বাড়ছে।  বিজেপির চিন্তার ভাঁজও বাড়ছে সমানতালে। সেজন্যই  কোটি টাকা খরচ করে চিন্তন শিবির করতে হচ্ছে। কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

WB News Update : তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলা দিলেন বিজেপি সাংসদ। বিজেপি কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আছে? প্রশ্ন সিপিএমের। রাম-বাম এক, তা প্রমাণ করলেন সৌমিত্র খাঁ, কটাক্ষ তৃণমূলের।

West Bengal News Live : বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

রাজারহাটের বিলাসবহুল রিসর্টে আজ থেকে শুরু হয়েছে বিজেপির প্রশিক্ষণ শিবির। দুপুরের মেনুতে ছিল এলাহী আয়োজন। বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WN News Update : ‘দুর্নীতির টাকায় অলঙ্কৃত করা, গা শিরশির করে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার

'রাজনীতির কায়দা আমি বুঝি না। আমার আবেদন থাকবে, যারা ধরা পড়ছে, যারা ধরা পড়তে পারে , যারা দুর্নীতিগ্রস্ত, তাদের চিহ্নিত করতে হবে। একুশের সময় বলেছিলেন, কাটমানির কথা। অনেকে ফেরত দিয়েছে। আমাদের সেই নীতি মানতেই হবে। রাজনীতির নামে টাকা বানাবো। বান্ধবীর নামে ফ্ল্যাট কিনবো, মানা যায় না। পার্থকে আমি চিনি। কিন্তু বিশ্বাস করতেই পারছি না। দুর্নীতির টাকা দিয়ে এ ভাবে অলঙ্কৃত করা, কেমন গা শিরশির করে।' বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার

প্রেক্ষাপট

 


আজকের শিরোনাম  ( ৩০.০৮.২২ )  ( Headlines ) 

১। পানিহাটির তৃণমূল ( TMC ) কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, প্রতিবাদে আগরপাড়ায় তুলকালাম। পথ অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। 


২। অনুপম দত্ত ( Anupam Dutta ) -খুনে মূল অভিযুক্তের জামিন। তৃণমূলের পতাকা হাতেই সিবিআই তদন্তের দাবি। 


৩। জামিনে মুক্ত স্বামী-খুনের মূল অভিযুক্ত, খবর পেয়েই অসুস্থ অনুপম দত্তের স্ত্রী। আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন, দাবি পরিবারের। 


৪। দুর্নীতি - মামলায় পার্থ-অনুব্রতর কারাবাস। তৃণমূলের অস্বস্তি বাড়ালেন জহর। 


৫। ২০১১-র পরে অস্বাভাবিক হারে মুখ্যমন্ত্রীর ( Chief Minister ) পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে মামলা। ইডি-সিবিআই-আয়কর দফতর ( Income Tax Department )  দিয়ে তদন্তের দাবি। 


৬। পরিবারের সম্পত্তি নিয়ে মামলা, পাল্টা আক্রমণে মমতা ( Mamata Banerjee ) । 


৭। গ্রেফতারি-আশঙ্কায় মমতার মুখে একের পর এক তৃণমূল নেতা।  সিবিআইয়ের তালিকা নিজেই প্রকাশ করে দিলেন, খোঁচা সিপিএমের। 

৮ । ২১ জুলাইয়ের সমাবেশের পর পার্থর বাড়িতে ইডি। টিএমসিপির সভার পরেই কাউকে না কাউকে ধরবে এজেন্সি। আশঙ্কা করছেন অভিষেক।

৯। অরূপ, মলয়, চন্দ্রিমা-তৃণমূলের সবাই চোর? পারলে আমাকেও ধরুন, দেখুন কী হয়। এজেন্সি নিয়ে হুঙ্কার মমতার। আপনারাই চোর, পাল্টা বিজেপি। 


১০।  গরু-কয়লা পাচার নিয়ে বিস্ফোরক অভিষেক। বললেন, কয়লা পাচারের টাকা দিল্লি পৌঁছচ্ছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। হাস্যকর অভিযোগ, পাল্টা বিজেপি। 


১১। চা বাগান, পাহাড়-সমুদ্র সৈকতে হোটেল থেকে নিউটাউনে কোম্পানি! এসএসসি দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নের উত্থান নিয়ে বাড়ছে রহস্য। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.