অর্পিতার (arpita mukherjee) ৩১টি এলআইসি পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)! ঘনিষ্ঠতা স্পষ্ট, বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া নথির সূত্র ধরে ইডি (ED) সূত্রে দাবি। 



শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। মুখে কুলুপ দুজনেরই। বড় কেলেঙ্কারি। কোর্টে সওয়াল ইডির। বিরোধিতা অর্পিতার আইনজীবীর। 



ফ্ল্যাটে টাকার পাহাড়, শান্তিনিকেতনে অর্পিতার বাংলোয় মাটি খুঁড়ে তল্লাশি ইডির। লাবণ্য-তিতলি নামে আরও ২টি বাড়িতে অভিযান। 



পার্থ-অর্পিতার নামে আরও এক সংস্থার হদিশ। অপা ইউটিলিটিস সার্ভিসেস-এ ৫০ শতাংশ করে শেয়ার, ৪টি ফ্ল্যাট থাকার সন্দেহ ইডির। 


পার্থর হাতছাড়া ৩ দফতর গেল শশী-বাবুল-শোভনদেবের কাছে। শিল্পমন্ত্রী শশী, পরিষদীয় শোভনদেব, তথ্য-প্রযুক্তির সঙ্গে পর্যটন পেলেন বাবুল সুপ্রিয়।


পার্থর অপসারণের পর রাজ্য মন্ত্রিসভার (cabinet) রদবদল। বাবুল-উদয়ন-স্নেহাশিস-পার্থ ভৌমিক-সহ নতুন মুখ ৮। নতুন মন্ত্রীদের অভিনন্দন অভিষেকের।



মমতা-মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল শশী, শোভনদেব, অরূপ, বীরবাহার। দফতর কমল ফিরহাদের। মন্ত্রিত্ব হাতছাড়া হুমায়ুন, রত্না, সৌমেন মহাপাত্রের।
দুর্নীতিতে মন্ত্রিত্ব গেল পরেশের। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ফিরহাদের পরিবহণ দফতরে স্নেহাশিস। সেচে পার্থ। উত্তরবঙ্গ উন্নয়নে উদয়ন।


মোদি মন্ত্রিসভা থেকে অপসারণের ১ বছর পর মমতার মন্ত্রিসভায় বাবুল তথ্য-প্রযুক্তির সঙ্গে পেলেন পর্যটন। 


এবার পার্থ চট্টোপাধ্যায়কে চোরের সঙ্গে তুলনা রাজগঞ্জের তৃণমূল বিধায়কের।


ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে দিল্লি গিয়ে বাধার অভিযোগ সিআইডির। আইও-র নামে বিভ্রান্তির পাল্টা দাবি দিল্লি পুলিশের। গুয়াহাটিও আটকের অভিযোগ।