West Bengal News Live : করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Get the latest West Bengal News and Live Updates: এক ধাক্কায় প্রায় ৩ হাজার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রিত ৯ হাজার ৭৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Jan 2022 11:08 PM
West Bengal News Live Updates : করোনা আক্রান্ত অশোক ডিন্ডা

করোনা আক্রান্ত বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা। 

West Bengal News Live : করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়

করোমা আক্রান্ত পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। করানা আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। বাড়িতে নিভৃতবাসে তাঁরা। 

West Bengal News Live Updates : শিক্ষক ও শিক্ষাকর্মীরাও কোয়ারেন্টিনের ছুটির সুবিধা পাবেন, জানাল শিক্ষা দফতর

সরকারি কর্মচারীদের পর এবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও কোয়ারেন্টিনের ছুটির সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা দফতর। এর ফলে ৫লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা উপকৃত হবেন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও কোয়ারেন্টিনের ছুটির সুবিধা। কোয়ারেন্টিনের ছুটির সুবিধা, বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের। উপকৃত হবেন ৫ লক্ষ শিক্ষক-শিক্ষাকর্মী।

West Bengal News Live : করোনা সংক্রমণ বাড়াতে থাকায় ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

করোনার সংক্রমণ যত বাড়ছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে লকডাউন আতঙ্ক তত বাড়ছে। আগেভাগেই ভিন রাজ্য থেকে ফিরছেন উত্তর দিনজপুরের বাহিনের শ্রমিকরা। কিন্তু ঘরে ফিরে পেট চালানোর চিন্তায় মাথায় হাত পরিযায়ী শ্রমিকদের।

West Bengal News Live : নতুন কমিটি নিয়ে ক্ষোভ, শান্তনুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বৈঠক

নতুন কমিটি নিয়ে ক্ষোভ, শান্তনুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বৈঠক। বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে শান্তনুর নেতৃত্বে রুদ্ধদ্বার বৈঠক। রানাঘাট দক্ষিণ, হরিণঘাটা, বনগাঁ উত্তর, গাইঘাটার বিজেপি বিধায়ক। বনগাঁর সাংগঠনিক জেলার নেতা দেবদাস মণ্ডলের উপস্থিতিতে বৈঠক। বিজেপির রাজ্য সহ সভাপতি, সম্পাদক পদে মতুয়া প্রতিনিধির দাবি। নদিয়া, বনগাঁ সাংগঠনিক সভাপতির পদে মতুয়া প্রতিনিধির দাবি। নবদ্বীপ জোনের পর্যবেক্ষক পদে প্রতিনিধিত্ব চেয়ে সওয়াল। ‘বিজেপির মঙ্গলের জন্য মতুয়াদের ক্ষোভ সামাল দেওয়া প্রয়োজন’। জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি বিজেপি বিধায়কদের। এখনও পর্যন্ত এনিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি।

West Bengal News Live : বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় গেট তৈরি করছে তৃণমূল পরিচালিত পুরসভা

পুরভোটের মুখে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় গেট তৈরি করছে তৃণমূল পরিচালিত পুরসভা। প্রশাসকমণ্ডলী সূত্রে খবর, প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে সাতটি গেট। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভোটের আগে চমকের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল। 

West Bengal News Live : কলকাতা পুলিশেও করোনার থাবা, আক্রান্ত আরও ৩৭ জন

কলকাতা পুলিশেও করোনার থাবা। করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল। আক্রান্ত আরও ৩৭ জন পুলিশকর্মী। কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্ত ১২১ জন। সোমবার পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ছিল ৮৩ জন। আজ ৪ জন আইপিএস সহ আক্রান্ত আরও ৩৭ জন।

West Bengal News Live : কলকাতায় ঝুপড়ির তুলনায় সংক্রমণ বেশি ছড়িয়েছে অভিজাত আবাসন ও ফ্ল্যাটগুলিতে

কলকাতায় ঝুপড়ির তুলনায় সংক্রমণ বেশি ছড়িয়েছে অভিজাত আবাসন ও ফ্ল্যাটগুলিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষবরণের উৎসব-পার্টি-হুল্লোড়ের জন্য ছড়াতে পারে সংক্রমণ। পরিস্থিতির জন্য আবাসিকদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পুরসভা।

West Bengal News Live : ন্যাশনাল মেডিক্যালে আরও ৫৪ জনের সংক্রমণ, মোট আক্রান্ত ১২৫

ন্যাশনাল মেডিক্যাল কলেজে মঙ্গলবার আরও ৫৪ জন আক্রান্ত। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ। মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১২৫।

West Bengal News Live : ন্যাশনাল মেডিক্যালে করোনা আক্রান্ত ১২৫

ন্যাশনাল মেডিক্যাল কলেজের ১২৫ জন করোনায় সংক্রমিত। 

West Bengal News Live Updates : সৌরভের বেহালার বাড়িতে ফের করোনার হানা

সৌরভের বেহালার বাড়িতে ফের করোনার হানা। আক্রান্ত সৌরভের ছোট কাকা, খুড়তুতো ভাই, ভ্রাতৃবধূ। করোনা আক্রান্ত হওয়ার পরে ৩ জনই আইসোলেশনে।

West Bengal News Live : দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পোলবা হাসপাতালের ডাক্তার ও নার্স

দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পোলবা হাসপাতালের ডাক্তার ও নার্স। আজ মঙ্গলবার পোলবায় জানালেন পোলবা হাসপাতালের BMOH কৌশিক মন্ডল। তিনি জানান, পোলবা দাদপুর ব্লক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

West Bengal News Live Updates : একধাক্কায় প্রায় ৩ হাজার বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯০৭৩, মৃত ১৬

একধাক্কায় প্রায় ৩ হাজার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর।

West Bengal News Live : বাড়ছে করোনা, মাস্কহীনদের ধরপাকড়

পথে-ঘাটে মাস্কহীনদের ভিড়। আরামবাগে বাস থেকে নামানো হল অবাধ্য যাত্রীদের। মাস্ক ছাড়া বেরোলেই জুটল ধমক। মাস্ক না পরায় দমদমের নাগেরবাজারে আটক করা হয় পাঁচজনকে। 

West Bengal News Live Updates : করোনা আবহে তারাপীঠ মন্দির চত্বরে ৫০ জনের বেশি প্রবেশ নয়

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতি বীরভূমজুড়ে কড়া ভূমিকায় পুলিশ প্রশাসন। করোনা আবহে তারাপীঠ মন্দির চত্বরে ৫০ জনের বেশি দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারাপীঠে অনলাইন হোটেল বুকিং বন্ধ রাখার পাশাপাশি বর্তমানে থাকা পর্যটকদের দ্রুত হোটেল ছাড়তে বলা হয়েছে। 

West Bengal News Live : ৫০% আসন, করোনা আবহেও বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব

করোনা আবহেও বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব। শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ কলকাতায় চলচ্চিত্র উৎসব। কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো। কোভিড আবহে কীভাবে উৎসব? ৫০% আসনের যুক্তি আয়োজকদের। অনেক আগের সিদ্ধান্ত, কাটছাঁট করে উৎসব, দাবি পরমব্রত চট্টোপাধ্যায়ের । এটা তো সরকারের সিদ্ধান্ত, দাবি অরিন্দম শীলের। আসুন সবাই মিলে সাবধানে উৎসব পালন করি: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates : বাড়ছে করোনা, সোনারপুর পুর এলাকায় ৪দিন বাজার বন্ধের নির্দেশ

বাড়ছে করোনা, সোনারপুর পুর এলাকায় ৪দিন বাজার বন্ধের নির্দেশ। ৬, ৭, ১০, ১১ জানুয়ারি বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। মাস্ক ছাড়া বাইরে বেরোলে আইনি পদক্ষেপ, হুঁশিয়ারি প্রশাসনের।

West Bengal News Live : শান্তনুদের তৃণমূলে স্বাগত, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

মতুয়ারা নিজের অবস্থান পরিবর্তন করছে। বিজেপির অবস্থান বুঝতে পেরেছেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইলে স্বাগত। বললেন জ্যোতিপ্রিয় মল্লিক।

West Bengal News Live Updates : করোনা আক্রান্ত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় বারের জন্য সংক্রমিত

করোনা আক্রান্ত শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন তিনি। 

West Bengal News Live : বোলপুরে তৃণমূলের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপচে পড়া ভিড়

করোনা বিধিকে থোড়াই কেয়ার। বোলপুরে তৃণমূলের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপচে পড়া ভিড়। শিকেয় দূরত্ব বিধি। কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি। কোথাও কোনও বিধি ভঙ্গ হয়নি, বিতর্কের মুখে দাবি তৃণমূল নেতৃত্বের। 
 

West Bengal News Live Updates : করোনা আক্রান্ত ১৪ জন ডাক্তারি পড়ুয়া, উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজও অতিমারির প্রকোপ

উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা সংক্রমণ। ১৪ জন ডাক্তারি পড়ুয়া করোনা পজিটিভ, আক্রান্ত ৩ জন নার্সও। সকলেই ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

West Bengal News Live : সুন্দরবনের ৬২ কিলোমিটার জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হবে

বারবার লোকালয়ে বাঘ, জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে স্থানীয়রা। সুন্দরবনের ৬২ কিলোমিটার জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। বন দফতরের প্রকল্পে খরচ হবে ৭০০ কোটি টাকা। জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

West Bengal News Live Updates : আসানসোল পুরভোটে তৃণমূল প্রার্থীর প্রচারে উধাও করোনা বিধি

আসানসোল পুরভোটে তৃণমূল প্রার্থীর প্রচারে উধাও করোনা বিধি। বার্নপুরে দলবল নিয়ে বাজনা বাজিয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে বিতর্ক।‘৫জনকে নিয়েই প্রচার, অতিউৎসাহী কয়েকজন বাজনা বাজিয়েছে’। বিধি ভঙ্গের বিতর্কের মুখে দাবি তৃণমূল প্রার্থী অশোক রুদ্রর।

West Bengal News Live : মাইক্রো কনটেনমেন্ট জোন আরবানা আবাসন

মাইক্রো কনটেনমেন্ট জোন আরবানা আবাসন। ৪১জন আবাসিক করোনা আক্রান্ত হওয়ার পরেই পদক্ষেপ। আবাসনের সামনে মাইক্রো কনটেনমেন্ট ঘোষণা পুরসভা।

West Bengal News Live Updates : চলন্ত ট্রেন থেকে পড়ে ডানকুনিতে যাত্রীর মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে ডানকুনিতে যাত্রীর মৃত্যু। ডানকুনি-বেলানগর স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে মৃত্যু। ভিড়ের জন্য চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর অভিযোগ। চলন্ত ট্রেন থেকে পড়ে চন্দ্রকোণার বাসিন্দার মৃত্যু। ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু। আজ সকালে এই ঘটনা ঘটেছে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝামাঝি হাজরাপাড়া ক্রসিংয়ে। সূত্রের খবর, নামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচণ্ড তাঁর স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কলকাতায় আসছিলেন। আত্মীয়দের দাবি, ভিড়ের কারণে তিনি কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে  নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া জেনারেল হাসপাতালে। 

West Bengal News Live : উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার সহ ৬ জন চিকিৎসক করোনা আক্রান্ত

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার সহ ৬ জন চিকিৎসক করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হাসপাতালের ৬ জন স্বাস্থ্যকর্মী। ফুলেশ্বরে সঞ্জীবন হাসপাতালে ভর্তি হাসপাতালের সুপার। বেসরকারি হাসপাতালেও করোনা সংক্রমণ। নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে ও মাল্টি স্পেশালিটি হাসপাতালে করোনা সংক্রমণ। করোনা সংক্রমিত ১৫ জন চিকিৎসক, ২০ জন নার্স, ১০ জন স্বাস্থ্যকর্মী।

West Bengal News Live Updates : গত ৫ দিনে মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত শতাধিক

করোনা সংক্রমণের ধাক্কা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, গত ৫ দিনে মেডিক্যাল কলেজে শতাধিক চিকিত্‍সক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে এক তৃতীয়াংশের চিকিত্‍সা চলছে মেডিক্যাল কলেজেই। বাকিরা রয়েছেন আইসোলেশনে।  বারুইপুর হাসপাতালের ৩ চিকিত্‍সক ও ৭ জন নার্স করোনা আক্রান্ত।  

West Bengal News Live : ডাবল ডোজ নেওয়ার পরেও সংক্রমণ অস্বাভাবিক নয়, মনে করছেন চিকিৎসকরা

ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও ফের করোনা পজিটিভ। একবার করোনা হলেও ফের সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে, মনে করছেন চিকিৎসকরা। 

West Bengal News Live Updates : সল্টলেক সিবি ব্লকের একাধিক বাড়ি মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হল

করোনা মোকাবিলায় পদক্ষেপ প্রশাসনের। সূত্রের খবর, সল্টলেকের সিবি ব্লকের ৮৬ থেকে ৯০ নম্বরের বাড়িগুলিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।বিধাননগর উত্তর থানার তরফে আজ মাইকে প্রচারও করা হয়।  বিভিন্ন বাড়ির সামনে ব্যারিকেড করা হয়।   সূত্রের খবর, বিধাননগর কর্পোরেশন এলাকায় গত ৮ দিনে প্রায় ২৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন।  

West Bengal News Live : মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হল খিদিরপুরের আইডিয়াল আবাসন

মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হল খিদিরপুরের আইডিয়াল আবাসন। ৭৮ নম্বর ওয়ার্ডের আইডিয়াল আবাসনকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করার পরেই মোতায়েন পুলিশ। 
পিপিই পরে স্যানিটাইজাইশেন কাজ করছেন পুরসভার কর্মীরা। 

West Bengal News Live Updates : ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু

ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু। আজ সকালে এই ঘটনা ঘটেছে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝামাঝি হাজরাপাড়া ক্রসিংয়ে। সূত্রের খবর, নামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচণ্ড তাঁর স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কলকাতায় আসছিলেন। আত্মীয়দের দাবি, ভিড়ের কারণে তিনি কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে  নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া জেনারেল হাসপাতালে।

West Bengal News Live Updates : উড়ান কমিয়ে দিল বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো

কমিয়ে দেওয়া হল দিল্লি এবং মুম্বই থেকে কলকাতা, দুর্গাপুর এবং বাগডোগরার উড়ান, উড়ান কমিয়ে দিল বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো। আগামী তিনমাস উড়ান চালু থাকবে শুধুমাত্র সোমবার ও শুক্রবার। সপ্তাহের অন্যদিনের উড়ানগুলি বাতিল ঘোষণা করা হয়েছে। 

West Bengal News Live : করোনা আক্রান্তদের চিকিত্‍সায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির রাজ্যে ব্যবহার করা যাবে না

করোনা আক্রান্তদের চিকিত্‍সায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির রাজ্যে ব্যবহার করা যাবে না। আজ করোনা চিকিত্‍সা নিয়ে নতুন যে প্রোটোকল প্রকাশ করেছে স্বাস্থ্যভবন, তাতেই এ কথা জানানো হয়েছে।  সেইসঙ্গে বলা হয়েছে, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের মৃদু উপসর্গ থাকলেও স্টেরয়েড ব্যবহার করা যাবে না।  যে করোনা রোগীদের প্রচণ্ড কাশি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে একটি বিশেষ ধরনের ইনহেলার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।  স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির বাদ দেওয়া হয়েছে কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে এর উল্লেখ নেই।

WB News Live Updates : করোনা সংক্রমণের ধাক্কা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে

করোনা সংক্রমণের ধাক্কা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, গত ৫ দিনে মেডিক্যাল কলেজে শতাধিক চিকিত্‍সক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে এক তৃতীয়াংশের চিকিত্‍সা চলছে মেডিক্যাল কলেজেই। বাকিরা রয়েছেন আইসোলেশনে।  বারুইপুর হাসপাতালের ৩ চিকিত্‍সক ও ৭ জন নার্স করোনা আক্রান্ত।

West Bengal News Live : দমদম এলাকায় সচেতনতা প্রচারে শান্তনু সেন এবং তাঁর স্ত্রী

দমদম এলাকায় চলছে কোভিড সচেতনতা প্রচার। প্রচারে অংশ নিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং তাঁর স্ত্রী কলকাতা পুরসভার কাউন্সিলর কাকলি সেন।

WB Corona News Live Updates : অধুনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অধুনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত।  বাবুল ট্যুইটার জানিয়েছেন, তিনি, তাঁর স্ত্রী, বাবা ও অফিসের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত। তবে এই প্রসঙ্গে ককটেল থেরাপির দাম নিয়েও প্রশ্ন তুলেছেন বাবুল।  তাঁর প্রশ্ন, এত দামি ওষুধ গরিব মানুষ কীভাবে কিনতে পারবেন?

WB News Live Updates : পুলিশের ৮৩ জন কর্মী করোনা আক্রান্ত

কলকাতা পুলিশেও করোনার থাবা।  লালবাজার সূত্রে খবর, যুগ্ম কমিশনার পদমর্যাদার ২ অফিসার, ৬ জন ডেপুটি কমিশনার সহ কলকাতা পুলিশের ৮৩ জন কর্মী করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে ১৬ জন ভর্তি হাসপাতালে।  সিআইডি-তেও ডিআইজি সিআইডি সহ আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।

WB News Live Updates : করোনা আক্রান্তদের চিকিত্‍সায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির রাজ্যে ব্যবহার করা যাবে না

করোনা আক্রান্তদের চিকিত্‍সায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও মলনুপিরাভির রাজ্যে ব্যবহার করা যাবে না। আজ করোনা চিকিত্‍সা নিয়ে নতুন যে প্রোটোকল প্রকাশ করেছে স্বাস্থ্যভবন, তাতেই এ কথা জানানো হয়েছে

West Bengal News Live : হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।  দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন উডল্যান্ডস হাসপাতালে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, এখনও কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন মন্ত্রী।  তাঁকে আরও তিন-চারদিন বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

West Bengal News Live : পিক আপ ভ্যান পিছোতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে, ঘটনাস্থলেই মৃত্যু

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা।  পিক আপ ভ্যান পিছোতে গিয়ে ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বালক ও এক বালিকার। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। আজ সকালে খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায় ওই ঘটনা ঘটে।  ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পিকআপ ভানের চালক পলাতক।

West Bengal News Live : ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন

উত্তর ২৪ পরগনায় ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন।  এই পরিস্থিতিতে ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে নিষেধ করা হয়েছে বাইরে বেরোতে। 

West Bengal News Live Updates : করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা

করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা। জ্বর আছে। টেম্পারেচারও হাই। নিজেকে একটি ফাঁকা ফ্ল্যাটে আইসোলেশনে রেখেছেন।

WB News Live Updates : রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৯টি দোকান

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গঙ্গাজোয়ার এলাকায় গতকাল রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৯টি দোকান। স্থানীয় সূত্রে খবর, রাত ৩টে নাগাদ একটি দোকানে আচমকা আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে পাশের দোকানগুলিতে। দমকলের ১টি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  কেন আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates : উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালে করোনা রোগীদের চিকিত্‍সায় তৈরি হচ্ছে ১৫০টি আইসিইউ বেড

রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা।  এই পরিস্থিতিতে যাতে রোগীর সংস্পর্শে না গিয়ে, ভার্চুয়াল মাধ্যমেও চিকিত্‍সকরা প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থাও চালু হচ্ছে। অনেক ক্ষেত্রে কোভিড রোগী সেরে ওঠার পর, তাঁর শরীরে অন্যান্য উপসর্গ দেখা দেয়। তাই এবার থেকে কোভিড রোগীকে ছুটি দেওয়ার আগে অন্যান্য পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। 

West Bengal News Live Updates : আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস

বছরের শুরুতে শীতের দাপুটে ইনিংস।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।  দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি কাঁপছে কনকনে ঠান্ডায়। সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে।

WB News Live Updates : ভোটের মনোনয়ন জমার শেষদিনে ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি

করোনার বাড়বাড়ন্তের মধ্যেও চার পুরসভার ভোট নির্ধারিত দিনেই হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর গতকাল ভোটের মনোনয়ন জমার শেষদিনে বিধাননগর থেকে শিলিগুড়ি, আসানসোল থেকে চন্দননগর, সব জায়গাতেই ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি!

WB News Live Updates : করোনা পজিটিভিটি রেট ১৬ শতাংশ থেকে বেড়ে  ২০ শতাংশ

সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রইল ছ’হাজারের ঘরে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। পজিটিভিটি রেট ১৬ শতাংশ থেকে বেড়ে  ২০ শতাংশ। এর মধ্যেও চার পুরসভার ভোট পিছোচ্ছে না। পূর্বনির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, তা ২২ জানুয়ারিই হবে।

WB News Live : লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রন নিয়েও জোরাল হচ্ছে উদ্বেগ। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের একাংশ কিছুটা আশার আলো দেখালেও, অপর অংশ বলছেন, সতর্ক না থাকলেই বিপদ!

প্রেক্ষাপট

কলকাতা :গত সোমবারও রাজ্যে দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। এক সপ্তাহ পর, সোমবার সেটা ৬ হাজারের ঘরে। অর্থাৎ এক সপ্তাহে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের (Daily Corona Case) সংখ্যা বাড়ল বারোশো পঁচাশি শতাংশ। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও পুরভোট পিছোচ্ছে না। নির্দিষ্ট দিনেই হবে ৪ পুরসভার ভোট। জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
করোনার বাড়বাড়ন্ত দেখে, আগেই বর্ষবরণের উৎসব (New Years Celebration) নিষিদ্ধ করেছিল দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, কেরল, ওড়িশা। উল্টোদিকে, কলকাতার ছবিটা ছিল এরকম। নাইট কার্ফু ছিল না। বিধিনিষেধ না থাকায়, নিরন্তর সতর্কবার্তাকেও বুড়ো আঙুল দেখানো হয়েছে! আর এই আবহেই সোমবার ২৪ ঘণ্টায়, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ৭৮ জন।
যেটা এক সপ্তাহে রকেটের গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবারের তুলনায় সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও, তা ৬ হাজারের ঘরেই রয়েছে। তবে কমেছে টেস্টও। 


স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রবিবারের তুলনায় সোমবার ৭ হাজার ৬০৩টি কম নমুনা পরীক্ষা হয়েছে। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল প্রায় ১৬ শতাংশ। সোমবার সেটা বেড়ে হয়েছে প্রায় ২০ শতাংশ। সোমবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের।  রবিবার এই সংখ্যাটা ছিল ৮। রাজ্যের ১৫টি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় সোমবার বেড়েছে। 

যাঁরা করোনা আক্রান্তদের চিকিৎসা করবেন সেই চিকিৎসকরাও হু হু করে করোনা আক্রান্ত হচ্ছেন! শুধুমাত্র খড়্গপুর আইআইটি-তে পড়ুয়া এবং কর্মী মিলিয়ে ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন! তবে এই পরিস্থিতিতেও পুরভোট হচ্ছে। সোমবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,  ২২ তারিখই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর কর্পোরেশনে ভোট হবে। 


সোমবার পুরভোটের মনোনয়ন দাখিলের সময়ও তিল ধারণের জায়গা ছিল না। কোথাও কেউ শারীরিক দূরত্ব বিধি মানার কোনও আগ্রহ দেখাননি!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.