West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে একযোগে ১৭টি জায়গায় এনআইএ অভিযান
আজ হাইকোর্টে ববিতা-অনামিকার চাকরি মামলার শুনানি। মেলার আগে আজ গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী। আজ রাজভবনে সুকান্ত, হুগলিতে জোড়া কর্মসূচি শুভেন্দুর।
মোমিনপুরকাণ্ডে একযোগে ১৭টি জায়গায় এনআইএ অভিযান। প্রায় ৩৪ লক্ষ টাকা, প্রচুর নথি, বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত। এনআইএ অভিযানে স্থানীয়দের বাধা, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ।
ঠাকুরনগরে দুই ফল ব্যবসায়ীর ওপর হামলা, গণধোলাইয়ে মৃত্যু দুষ্কৃতীর। দুই ব্যবসায়ীর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের। এক দুষ্কৃতীকে ধরে বেধড়ক মার, বারাসাত হাসপাতালে মৃত্যু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুই ব্যবসায়ী। দুই ফল ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১। গণপ্রহারের ঘটনায় ৭ জনকে গ্রেফতার পুলিশের।
পড়ুয়াদের সাসপেনশন তোলার দাবিতে বিশ্বভারতীর সামনে বিক্ষোভ। মিছিল করে এসে বিশ্বভারতীর অফিসের সামনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের।
অফিসের ভিতরে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ৭ জন পড়ুয়ার সাসপেনশন তোলা ও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যর বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি।
উত্তুরে হাওয়ায় শীতের হাতছানি। নামতে শুরু করল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও, হাওয়ার দাপটে ফিরেছে শীতের আমেজ।
বুধবার আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের মৃত ছাত্র শাকিল আহমেদের বাড়িতে গেলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক। সঙ্গে ছিল মুর্শিদাবাদ জেলা এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব।
আবাসে দুর্নীতির অভিযোগ, বামেদের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। মালদার হরিশ্চন্দ্রপুরে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বাম নেতা-কর্মীদের ধস্তাধস্তি। পরে বিডিও অফিসে স্মারকলিপি জমা বামেদের।
উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় বিজেপি পঞ্চায়েত সদস্যার নাম। গতকাল হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও-র কাছে আবাস-তালিকা থেকে নাম কেটে দেওয়ার আবেদন জানান বিজেপি সদস্যা লক্ষ্মী মজুমদার।
কাঁথির টেন্ডার সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। টেন্ডার-মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। তদন্ত করে ৫ সপ্তাহের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ। টেন্ডার মামলায় মূল অভিযুক্ত রামচন্দ্র পাণ্ডাকে হাইকোর্টের জামিন।
দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত কর্মসূচি নিয়ে হুগলিতে আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের প্রচার। তার আগে চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির ভূত লেখা পাল্টা পোস্টার পড়ল বিজেপির নামে। পোস্টারে লেখা, দিদির ভূতেরা বাড়ি আসবে, বাড়ির দরজা বন্ধ রাখুন। কোথাও আবার লেখা, দিদির ভূতেদের তাড়াও।
পঞ্চায়েতের আগে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। সিপিএমের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। 'বিডিও অফিসে টেবিল চাপড়ে নিজের অধিকার বুঝে নিন', বারাসাতে প্রতিবাদ সভা থেকে হুঙ্কার তৃণমূল নেতা মাফুজার রহমানের। বিডিও অফিসের সামনে দাঁড়িয়েই হুঁশিয়ারি শাসক নেতার।
'ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন', বন্দে ভারত এক্সপ্রেসে হামলার জবাবে পাল্টা দাওয়াই সুকান্তর। 'ঢিল মারতে হলে উপযুক্ত জায়গায় মারুন, ঘর না পেলে বিডিও অফিসে মারুন', বন্দে ভারত এক্সপ্রেসে হামলার জবাবে পাল্টা দাওয়াই সুকান্তর।
এবার প্রভাবশালী তত্ত্বে হাইকোর্টে খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। 'অনুব্রত মণ্ডল এখনও ক্ষমতাশালী রাজনৈতিক পদে আছেন। শুধু সমাজে নয়, প্রশাসনেও ব্যাপক প্রভাব আছে অনুব্রত মণ্ডলের', গরুপাচার মামলায় কেষ্টর জামিনের আর্জি খারিজ করে পর্যবেক্ষণ আদালতের।
কলকাতা পুরসভার ১০৬ ও ১০৭ নম্বর ওয়ার্ডে মশাবাহিত রোগ ঠেকাতে কী ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।
হস্টেল চত্বরে মেডিক্যাল ছাত্রকে সাপে কামড়ানোর প্রতিবাদে অব্যবস্থার অভিযোগে নদিয়ার কল্যাণী কলেজ অফ মে়ডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ। পদত্যাগ করলেন মে়ডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের মেডিক্যাল সুুপার। পদত্যাগী অধ্যক্ষ সুবিকাশ বিশ্বাস ও মেডিক্যাল সুপার চঞ্চলকুমার দলুইয়ের দাবি, কয়েকজন পড়ুয়ার ব্যবহারে তিতিবিরক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত।
পঞ্চায়েতের আগে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। সিপিএমের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। 'বিডিও অফিসে টেবিল চাপড়ে নিজের অধিকার বুঝে নিন', বারাসাতে প্রতিবাদ সভা থেকে হুঙ্কার তৃণমূল নেতা মাফুজার রহমানের।
গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। ডুমুরজলার আদলে সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। হেলিপ্যাডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে স্থানীয়দের সঙ্গে কথা বলারও সম্ভাবনা রয়েছে। রাতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা।
লালন শেখের মৃত্যু তদন্তে সিবিআইকে নোটিস সিআইডি-র। ২ সিবিআই অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে নোটিস সিআইডি-র। সিজিও কমপ্লেক্সে গিয়ে নোটিস সিআইডি-র।
অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ। জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। গরুপাচার মামলায় খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।
অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ ।
জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ।
গরুপাচার মামলায় খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন।
খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।
গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। ডুমুরজলার আদলে সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। হেলিপ্যাডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে স্থানীয়দের সঙ্গে কথা বলারও সম্ভাবনা রয়েছে। রাতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা।
অযোগ্যদের চাকরি নিশ্চয়ই ভালোবাসার বশবর্তী হয়ে দেওয়া হয়নি। নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন খুঁজে দেখুন। সিবিআইকে পরামর্শ বিচারপতি জয়মাল্য বাগচির। জামিনের আর্জি পর্ষদের প্রাক্তন সভাপতির।
আজ গঙ্গাসাগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। দুপুরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে কপ্টারে চড়ে রওনা দেবেন তিনি। ডুমুরজলার আদলে সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। অবতরণের পর হেলিপ্যাডের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।
জামিনের শুনানিতে অনুব্রতর কাঁটা 'শিবঠাকুর'।
'পুলিশকে ব্যবহার করে একজনকে এভাবে গ্রেফতার করা যায় না'
'সিবিআইয়ের আশঙ্কা অমূলক নয়।'
'খুনের চেষ্টার অভিযোগে ১ বছর পর অনুব্রতকে কেন গ্রেফতারি?' 'পুলিশের এই কার্যপদ্ধতি লজ্জাজনক'
অনুব্রতর জামিন-মামলায় মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।
সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি, বীরভূমের দেউচা পাঁচামিতে খোলা মুখ কয়লা খনি প্রকল্প, অযোধ্যা পাহাড়ে টুর্গা বান্দু পাম্প স্টোরেজ প্রকল্প বাতিল-সহ ১২ দফা দাবিতে রাজ্যজুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যামের ডাক দিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার-অস্ত্রে শান দিতে নামছে বিজেপি। হুগলিতে আজ জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ ধনেখালি ও বিকেল ৫টা নাগাদ শ্রীরামপুর-চণ্ডীতলায় জনসভা করার কথা বিরোধী দলনেতার।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার-অস্ত্রে শান দিতে নামছে বিজেপি। হুগলিতে আজ জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ ধনেখালি ও বিকেল ৫টা নাগাদ শ্রীরামপুর-চণ্ডীতলায় জনসভা করার কথা বিরোধী দলনেতার।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার-অস্ত্রে শান দিতে নামছে বিজেপি। হুগলিতে আজ জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ ধনেখালি ও বিকেল ৫টা নাগাদ শ্রীরামপুর-চণ্ডীতলায় জনসভা করার কথা বিরোধী দলনেতার।
মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর
কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে।
ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। মালদার পরে এবার এনজেপিতে ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা। ভরদুপুরে স্টেশনে ঢোকার মুখে পাথরের আঘাতে ২টি কামরার কাচ ক্ষতিগ্রস্ত।
উত্তুরে হাওয়ায় শীতের হাতছানি। নামতে শুরু করল পারদ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও, হাওয়ার দাপটে ফিরেছে শীতের আমেজ।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার-অস্ত্রে শান দিতে নামছে বিজেপি। হুগলিতে আজ জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ ধনেখালি ও বিকেল ৫টা নাগাদ শ্রীরামপুর-চণ্ডীতলায় জনসভা করার কথা বিরোধী দলনেতার।
সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ১২ দফা দাবিতে রাজ্যজুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যামের ডাক দিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। জঙ্গলমহলের জেলাগুলিতে প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছে বাস, গাড়ি, পণ্যবাহী ট্রাক, লরি।ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত কর্মসূচি। তার আগে হুগলির চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির নামে দিদির ভূত ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা, দিদির ভূতেরা বাড়ি আসবে, বাড়ির দরজা বন্ধ রাখুন।
মালদার গাজোলে শুভেন্দুর সভায় আবাস-যোজনার ফর্ম বিলি! দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই বিতর্কে বিজেপি। যোগ্যদের জন্য ফর্ম জমার ব্যবস্থা, দাবি নেতৃত্বের।
জামিন না জেল? গরু পাচারে কেষ্টর কপালে কী? আজই রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
জেলে বসেই সংগঠন চালাচ্ছেন সুবীরেশ। বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষদের একাংশের। অবিলম্বে পদত্যাগের দাবি। ২২ জানুয়ারির সম্মেলনেই বদল, ইঙ্গিত অধ্যক্ষ পরিষদের।
পড়ুয়া পিছু ৫ হাজার টাকা নিয়েছেন মানিকের নির্দেশেই। টাকা নিয়ে রসিদ দেননি মানিক। সিবিআই জিজ্ঞাসাবাদেও একই কথা তাপস মণ্ডলের।
স্বামী উপাচার্য, নিজে কলকাতার প্রাক্তন পোস্টমাস্টার জেনারেল, তাও শাসকের রক্তচক্ষু থেকে নেই রেহাই! সল্টলেকে হুমকি, হেনস্থায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের স্বামীর।
প্রেক্ষাপট
আজকের শিরোনাম
১। ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। মালদার পরে এবার এনজেপিতে ফের বন্দে ভারত এক্সপ্রেসের ( Vande Bharat Express ) উপর হামলা। ভরদুপুরে স্টেশনে ঢোকার মুখে পাথরের আঘাতে ২টি কামরার কাচ ক্ষতিগ্রস্ত।
২। পরপর ২বার, আতঙ্কে যাত্রীরা। বারবার আক্রান্ত বাংলার প্রথম বন্দে ভারত। মালদায় (Malda News) হামলার ঘটনায় তদন্তকারী কমিটিকেই এনজেপিকাণ্ডের দায়িত্ব।
৩। উত্তরপ্রদেশ থেকে অসম, কোচবিহার হয়ে বুলডোজার ঢুকবে বাংলায়, বন্দে ভারতে হামলাকারীদের হুঁশিয়ারী শুভেন্দুর। যোগীরাজ্যেই বারবার আক্রান্ত বন্দে ভারত, পাল্টা কুণাল।
৪। জামিনের শুনানিতে অনুব্রতর (Anubrata Mandal) কাঁটা শিবঠাকুর? পুলিশকে ব্যবহার করে এভাবে গ্রেফতার করা যায় না, অত্যন্ত লজ্জাজনক, মন্তব্য বিচারপতির। পুলিশের ঘাড়েই দায় ঠেলল রাজ্য (Cattle Smuggling Case)।
৫। স্বামী উপাচার্য, নিজে কলকাতার প্রাক্তন পোস্টমাস্টার জেনারেল, তাও শাসকের রক্তচক্ষু থেকে নেই রেহাই! সল্টলেকে হুমকি, হেনস্থায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের স্বামীর।
৬। সল্টলেকে বাড়ির সামনেই হুমকি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মুখ্যমন্ত্রীকে ইমেল অভিযোগকারিণীর। শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরুর দাবি পুলিশের।
৭। গ্রামোন্নয়নে কেন্দ্রের আড়াই হাজার কোটি এখনও খরচই করতে পারল না রাজ্য। পদক্ষেপের নির্দেশ মুখ্যসচিবের। বকেয়া চেয়ে কেন হইচই? প্রশ্ন বিজেপির। দেরিতে আসার দাবি তৃণমূলের।
৮। মালদার গাজোলে শুভেন্দুর সভায় আবাস-যোজনার ফর্ম বিলি! দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই বিতর্কে বিজেপি। যোগ্যদের জন্য ফর্ম জমার ব্যবস্থা, দাবি নেতৃত্বের।
৯। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা বিজেপির। সিবিআইয়ের দাবি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর। নিজেদের আড়াল করার চেষ্টা, পাল্টা তৃণমূল।
১০। এবার তৃণমূল নেতাদের ধোলাই দাওয়াই সুভাষ সরকারের। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েই সন্ত্রাসের আশ্রয়, খোঁচা শান্তনুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -