West Bengal News Live: সিমলাপালের পর বাঁকুড়ার ইন্দপুর, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সকুলে সকুলে মিড ডে মিলের মেনুতে মুরগির মাংস, ফল। এপ্রিল পর্যন্ত কোটির বেশি পড়ুয়ার জন্য বরাদ্দ ৩৭২ কোটি। কাঁথি পুরসভায় শ্মশানের টেন্ডার দুর্নীতির মামলাতেও এবার সিবিআই
সিমলাপালের পর বাঁকুড়ার ইন্দপুর। তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন তৃণমূলের ব্লক সভাপতি। প্রকাশ্যে না বলে দলের অন্দরে আলোচনা করা উচিত ছিল বলে দাবি করেছেন জেলা সভাপতি। ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি।
বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে নাবালক ছেলের সামনেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বেলদার এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আবাস যোজনার তালিকায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। রাজ্যে এসে পূর্ব মেদিনীপুর ও মালদায় কেন্দ্রীয় দল। মালদায় ডিএম অফিসে বৈঠক কেন্দ্রীয় দলের। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক। আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল।
নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ফের দুর্ঘটনা। গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, আহত ১ মহিলা। ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিশ।
আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কিছুদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়ার।
পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার রাস্তায় যত্রতত্র পোড়ানো হচ্ছে শুকনো পাতা থেকে আবর্জনা। মহানগরের বাতাসে ছড়াচ্ছে দূষণের বিষ।
করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মাঝেই রাজ্য সরকারের বাগবাজার ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মেয়াদ ফুরিয়েছে বা ফুরোতে চলেছে প্রায় ৮০ হাজার কোভ্যাক্সিন ডোজের। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, কোনও ডোজের মেয়াদ ফুরিয়েছে ডিসেম্বরেই। চলতি মাসেও বেশ কিছু ডোজের মেয়াদ উত্তীর্ণ হবে।
নম্বর-বিতর্কে ববিতাকে প্রায় ১৫ লক্ষ টাকা আলাদা করে রাখার নির্দেশ হাইকোর্টের। অঙ্কিতা অধিকারীর কাছ থেকে পাওয়া টাকা আলাদা করে রাখার নির্দেশ। অনামিকার করা মামলায় ববিতাকে ১৫ লক্ষ টাকা এফডি করে রাখার নির্দেশ ।
কাটোয়া থেকে কীর্ণাহারে যাওয়ার পথে যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে বিপত্তি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কালভার্টের গার্ডওয়াল ভেঙে খালে পড়ে গেল বাস। আহত হন ১২ জন যাত্রী। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
প্রাথমিকে আরও ৫৯ শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।প্রথমে ৫৩, গতকাল ১৪০ এবং আজ ৫৯ জনের চাকরি বাতিল। বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরির বৈধতা প্রমাণে ব্যর্থ আরও ৫৯ শিক্ষক। প্রাথমিকে ২৬৮ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ডিএলএড কোর্সে ২০২১-’২৩ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। ওইদিন পর্যন্ত কোনও আবেদনপত্র গ্রহণ করতে পারবে না পর্ষদ। ২০২১-’২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তি কীভাবে হয়েছে? পিছনের দরজা দিয়ে ভর্তি নিচ্ছেন? NCTE-র গাইডলাইন অমান্য করেন কীভাবে? পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি।
বন্দে ভারতে হামলা, বিহারের কিষাণগঞ্জে আটক ৩ নাবালক। হামলায় ৪ নাবালককে চিহ্নিত, আটক ৩, জানাল কিষাণগঞ্জ পুলিশ। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে, জানাল কিষাণগঞ্জ পুলিশ। ট্রেনে হামলা রুখতে মাইকে প্রচার পুলিশের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেলে পার্থ চট্টোপাধ্যায়। ১৯ জানুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। 'এজেন্ট মারফত টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছিল চাকরি', উল্লেখ সিবিআইয়ের রিমান্ড কপিতে।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই-এর হানা, ১৫০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ৫৪টি অ্যাকাউন্ট সিজ, ৪ কোটি টাকার হদিশ পাওয়ার দাবি সিবিআই সূত্রে।
বন্দে ভারত তো পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে, কী করে দায়িত্ব অস্বীকার করে রাজ্য, প্রশ্ন অধীরের।
আবাসে কোনও দুর্নীতি হয়নি, নাম অনেকেই দিয়েছিলেন, কিন্তু রাজ্যের স্ক্রুটিনিতেই বাদ গেছে নাম, দাবি মন্ত্রী ফিরহাদ হাকিমের।
মায়ের দেহ কাঁধে ছেলে, মর্মান্তিক ছবি এবার জলপাইগুড়িতে। টাকার অভাবে মেলেনি শববাহী গাড়ি, দাবি মৃতার পরিবারের। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে মর্মান্তিক ছবি।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই-এর হানা। এই ব্যাঙ্কে মিলেছে ৫০টির উপর বেনামি অ্যাকাউন্টের হদিশ, খবর সিবিআই সূত্রে। ৫০টি অ্যাকাউন্টে ১০ কোটির বেশি কালো টাকা সাদা করা হয়েছে খবর সূত্রের। এই অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের সূত্র মিলেছে বলে দাবি সিবিআই-এর।
'অভিযোগ আসায় ১৭ লক্ষ নাম বাদ দিয়েছি। দোতলা-তিনতলা বাড়ির মালিক বিজেপি নেতারা আবাসের টাকা নিয়েছেন। এগুলো তদন্ত করে বাতিল করা হচ্ছে। সরকারি স্তরেও কোনও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে', আবাস-দুর্নীতি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আবাস যোজনার তালিকায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠার মাঝেই আজ রাজ্যে এল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ৬ সদস্যের প্রতিনিধিদল। সকালে আবাস-দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসকের অফিসে পৌঁছন ৩ কেন্দ্রীয় প্রতিনিধি।
ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে বিধ্বংসী আগুন। আগুনের সঙ্গে লড়াই দমকলের চারটি ইঞ্জিনের। জুট মিলের মেশিন বিভাগে দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লেগেছে
'আজ কুম্ভ মেলা সব পাচ্ছে কিন্তু গঙ্গাসাগর মেলা কেন বঞ্চিত?' প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাতসকালে মুর্শিদাবাদের বেলডাঙায় মাঠের মধ্যে পড়েছিল তাজা বোমা। দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে ২০টি সকেট বোমা নিষ্ক্রিয় করে
'বন্দে ভারতে পাথর ছোড়ায় বাংলাকে বদনাম করা হয়েছে। বিহারের মানুষ বন্দে ভারত এক্সপ্রেস পছন্দ নাও করতে পারে', সরব মুখ্যমন্ত্রী।
কেতুগ্রামে সেতু ভেঙে খালে পড়ে গেল বাস। সেতুর দেওয়াল ভেঙে খালে পড়ল বাস, দুর্ঘটনা আহত অন্তত ১২ জন
জেল হেফাজতে অনুব্রত-সায়গল। ১৪ দিনের জেল হেফাজত দুজনের।
ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। ২০২১-২৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আগামী ১৯ শে জানুয়ারি পর্যন্ত বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। ওইদিন পর্যন্ত কোন আবেদন পত্র গ্রহণ করতে পারবে না পর্ষদ।
বন্দে ভারতে পাথর ছোড়ার মুহূর্তের ছবি প্রকাশ্যে। ট্রেনের বাইরে থাকা ক্যামেরায় ধরা পড়ল পাথর ছোড়ার মুহূর্ত। সেই ছবি হাতিয়ার করে খোঁজা হচ্ছে দুষ্কৃতীদের
গরুপাচারকাণ্ডে CBI মামলায় অনুব্রত মণ্ডলকে আজ ফের আসানসোল আদালতে পেশ। জেল হেফাজতে থাকাকালীন কেষ্টর বিরুদ্ধে আর কী নতুন তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরিতে উল্লেখ, খবর সূত্রের
গরুপাচারকাণ্ডে CBI মামলায় অনুব্রত মণ্ডলকে আজ ফের আসানসোল আদালতে পেশ। জেল হেফাজতে থাকাকালীন কেষ্টর বিরুদ্ধে আর কী নতুন তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরিতে উল্লেখ, খবর সূত্রের।
বাংলায় নয়, বন্দে ভারত এক্সপ্রেসে দ্বিতীয়বার পাথর ছোড়া হয় বিহারে। বিহারের আলুয়াবাড়ি ও মানগুরজান স্টেশনের মাঝে ছোড়া হয় পাথর। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত রেল। বন্দে ভারতে পাথর ছোড়ার মুহূর্তের ছবি প্রকাশ্যে।সেই ছবি হাতিয়ার করে খোঁজা হচ্ছে দুষ্কৃতীদের।
হাইকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। গতকালই তাকে আবেদন প্রত্যাহারের সুযোগ দিয়েছিল হাইকোর্ট। কল্যাণময়ের জামিনের আবেদন প্রত্যাহার নিয়ে ইচ্ছাপ্রকাশের কথা হাইকোর্টে জানানো হয়েছে। 'জামিনের আবেদন প্রত্যাহার না করলে খারিজ করা হবে', গতকাল বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়েছিলেন মৌখিক পর্যবেক্ষণে।সেই মোতাবেক আজ জামিনের আবেদন প্রত্যাহার করলেন কল্যাণময়।
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মুহূর্তের ছবি প্রকাশ করল রেল। মঙ্গলবার দ্বিতীয়বার হামলার সময়, ট্রেনের বাইরে থাকা ক্যামেরায় ধরা পড়ে পাথর ছোড়ার ছবি। এই ছবিকে হাতিয়ার করে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। 'বেলা ১২টা বাজার ৫ মিনিট আগে পাথর ছোড়ার ছবি। ওইসময়ে ট্রেনের বিহারে থাকার কথা।''ছবি দেখে খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে', জানালেন পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী
মিড ডে মিলে ডাল-ভাত-তরকারির সঙ্গে এবার মুরগির মাংস। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন খাবার। মিড ডে মিলে মুরগীর মাংস, ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ রাজ্য সরকারের। মিড ডে মিল নিয়ে জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিল সরকার।
প্রভাবশালী তত্ত্বেই ফের বিদ্ধ অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আবাস যোজনায় তালিকায় দুর্নীতির অভিযোগ, আসছে কেন্দ্রীয় দল। রাজ্যে আসছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল, আবাসে দুর্নীতি নিয়ে অভিযোগের তদন্তে ২টি জেলায় যাবে ৬ সদস্যের কেন্দ্রীয় দল। অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর, মালদায় যাবে কেন্দ্রীয় দল। রাজ্যের সহযোগিতা চেয়ে চিঠি পাঠাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক
এক ধাক্কায় বারোর ঘরে নামল পারদ। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।
মালদার মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! ডিজে বাজানোর প্রতিবাদ করায় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মোথাবাড়ি থানায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। ১৫ জনকে আটক করা হয়েছে।
আবাস-তালিকায় দুর্নীতির তদন্তে আসছে কেন্দ্রীয় দল, স্বাগত শুভেন্দুর। 'গরিবদের বঞ্চনাকারী চোরেদের জেলে যাওয়া উচিত', কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদলের আসা নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর
প্রেক্ষাপট
পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে রাজ্যের স্কুলে স্কুলে মিড ডে মিলের (mid day meal) মেনুতে মুরগির মাংস (chicken), ফল। এপ্রিল পর্যন্ত কোটির বেশি পড়ুয়ার জন্য বরাদ্দ ৩৭২ কোটি।
কাঁথি পুরসভায় (contai municipality) শ্মশানের টেন্ডার দুর্নীতির মামলাতেও এবার সিবিআই। ৫ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব বিচারপতির মান্থার। মূল অভিযুক্তের জামিন (bail)।
প্রভাবশালী তত্ত্বেই হাইকোর্টে (high court) গরুপাচার মামলায় (coal scam) কেষ্টর জামিনের আর্জি খারিজ। এখনও ক্ষমতাশালী রাজনৈতিক পদে। প্রশাসনেও ব্যাপক প্রভাব, পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।
হাইকোর্টে খারিজ কেষ্টর জামিনের আবেদন। ব্যাপক প্রভাব। শুধু সাক্ষী নয়, জামিন পেলে প্রভাব পড়তে পারে বিচারপ্রক্রিয়াতেও। আশঙ্কা হাইকোর্টের।
কেষ্টর জামিনে কাঁটা সেই দুবরাজপুর-মামলা। খুনের চেষ্টার অভিযোগের এক বছর পরে কেন গ্রেফতারি? পুলিশের অতি সক্রিয়তায় সন্দেহ খোদ হাইকোর্টের।
ভালবেসে নিশ্চয় অযোগ্যদের চাকরি দেওয়া হয়নি। কল্যাণময়ের জামিনের মামলায় সিবিআইকে আর্থিক লেনদেন খুঁজতে বলল হাইকোর্ট। আজ শুনানি।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নজরে রহস্যময় ফোন নম্বর। চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র নিতে ফোন করেছিলেন কে? সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের।
৫৩জনের পর এবার ১৪০জন। প্রাথমিকে বিতর্কিত শিক্ষকদের চাকরি বাতিলের সিদ্ধান্ত অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেতন বন্ধের নির্দেশও বহাল।
আবাসে দুর্নীতির অভিযোগ, তদন্তে আজই আসছে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। পূর্ব মেদিনীপুর, মালদা যাওয়ার কথা জানিয়ে রাজ্যকে চিঠি।
আবাস থেকে নিয়োগ দুর্নীতি-রাজ্যপালের দ্বারস্থ সুকান্ত-শুভেনদু। আগের রাজ্যপালের মতো নন বোস, তাই হতাশ হয়ে রাজভবনে, কটাক্ষ তৃণমূলের।
বন্দে ভারতে পাথর-হামলা। পাল্টা আবাস দুর্নীতিতে বিডিও অফিসে ঢিল মারার ফরমান সুকান্তর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -