West Bengal News Live Updates : তিহাড়ে কেষ্ট, মদনের মুখে গুড়-বাতাসা!
দেখে নেওয়া যাক, এই মুহূর্তে জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবর।
বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এ রাজ্যের পুলিশ ক্যাডার। ওদের কথা শুনবেন না। রাজ্যে ভোটের নিরাপত্তা দেওয়ার কাজে আসা ভিনরাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নিরপেক্ষ হয়ে কাজ করার জন্য আর্জি। যত বাহিনীই আসুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, প্রতিক্রিয়ায় বলল তৃণমূল।
দল ছাড়ার আগে, তৃণমূল তাঁকে উপমুখ্যন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। দলত্য়াগ প্রসঙ্গে, বুধবার এগরার সভা থেকে তিনি বলেন, আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। যদিও, এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
সোনার নেকলেস, হিরের আংটি থেকে শুরু করে অ্যান্টিক হেয়ার পিন। প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও হয়ে গেছে বেসরকারি ব্যাঙ্কের লকার থেকে। এমনই অভিযোগ তুলে মানিকতলা থানার দ্বারস্থ হয়েছেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। ব্য়াঙ্কের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে মানিকতলা থানা ও লালবাজারের ডাকাতি দমন শাখা।
ফের মিড ডে মিলের টাকা অন্য় খাতে ব্য়বহার করার অভিযোগ উঠল। ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
কলকাতা মেডিক্য়াল কলেজে আজবকাণ্ড! গুগলে মেডিক্য়াল কলেজের হেল্পলাইনে চা বিক্রেতার নম্বর! ফোন করে বিপাকে রোগী ও তাঁদের আত্মীয়রা। আর ফোন ধরে নাজেহাল চা বিক্রেতা! বিষয়টি গুগলকে ইমেল করে জানিয়েছেন তিনি।
তিহাড়ে কেষ্ট, মদনের মুখে গুড়-বাতাসা। পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে আবার গুড়-বাতাসা। এবার মদনের মুখে অনুব্রতর গুড়-বাতাসা তত্ত্ব । 'কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝগড়া করবেন না। ওরা যদি খেতে চায় বাতাসা-জল দেবেন। 'ওরা ফিরে মোদিকে বলবে আমরা জল, গুড়ের নাড়ু দেব, কিন্তু বিজেপিকে ভোট দেব না'। জলপাইগুড়ির সভায় মন্তব্য মদন মিত্রের
মলয় ঘটককে ইডি বারবার ডাকছে, নেপথ্যে অভিষেক'। 'নিজেকে বাঁচাতে দলীয় নেতাদেরই নাম বলে এসেছেন অভিষেক'। আসানসোলের সভা থেকে বিস্ফোরক কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। 'দিল্লি গিয়ে মলয়-সহ নেতাদের নাম বলে এসেছেন অভিষেক'। আসানসোলের সভা থেকে অভিষেককে আক্রমণে কৌস্তভ
বিজেপি কর্মীর চোখ নষ্ট, পুলিশের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের । 'আঘাতে চোখ নষ্টের মতো ঘটনা, তাও কীভাবে লঘু ধারা?'। বিজেপি কর্মীর উপর হামলা, পুলিশের ধারা নিয়েই প্রশ্ন হাইকোর্টের
'এফআইআরে কেন থাকবে না রক্তপাতে গুরুতর আঘাতের ধারা?'। ১১ জুলাইয়ের মধ্যে গুরুতর ধারায় এফআইআর করার নির্দেশ হাইকোর্টের। আক্রান্ত বিজেপি কর্মীকে সুরক্ষা দিতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের । পতাকা লাগাতে গিয়ে পটাশপুরে বিজেপি কর্মীর চোখে রডের আঘাত
তিহাড়ে কেষ্ট, মদনের মুখে গুড়-বাতাসা। পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে আবার গুড়-বাতাসা! এবার মদনের মুখে অনুব্রতর গুড়-বাতাসা তত্ত্ব। 'কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝগড়া করবেন না। ওরা যদি খেতে চায় বাতাসা-জল দেবেন। ওরা ফিরে মোদিকে বলবে আমরা জল, গুড়ের নাড়ু দেব, কিন্তু বিজেপিকে ভোট দেব না'। জলপাইগুড়ির সভায় মন্তব্য মদন মিত্রের ।
তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। 'উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল, ছেড়ে এসেছি।
আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। ২০২০ সালের ১ ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল'। আমি সব উপেক্ষা করে এসেছি, এগরার সভায় দাবি শুভেন্দু অধিকারীর
ভোটে নিরপেক্ষ হয়ে কাজ করুন, ভিনরাজ্যের বাহিনীর কাছে আবেদন শুভেন্দুর। 'মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডাকেননি, হাইকোর্টের নির্দেশে কেন্দ্র পাঠিয়েছে। জনগণকে রক্ষা করা আপনাদের কর্তব্য । এরা বাংলায় গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। রাজ্য পুলিশকে ক্যাডার বানিয়ে দিয়েছে। এদের কথা শুনবেন না'। কাঁথিতে ভিনরাজ্যের বাহিনীর কাছে আবেদন শুভেন্দু অধিকারীর
ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের। কোচবিহারেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন আনন্দ বোস। তৃণমূল প্রার্থীর আহত স্ত্রীকে দেখতে দিনহাটা হাসপাতালে যান রাজ্যপাল। বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল
পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও কথা বলেন আনন্দ বোস।
নৌশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে নিউটাউন থানায় সব্যসাচী দত্ত। 'আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তাই নিয়ে এসেছি'
অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে দাবি তৃণমূল নেতার। 'রাজনৈতিকভাবে না পেরে নতুন করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা। ভোটের আগে নতুন করে রাজনৈতিক চক্রান্ত, আমি মুখ খুললে বিপদ'। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের
পঞ্চায়েত ভোটের তিনদিন আগে ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বেলডাঙার শক্তিপুরে।বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ২। আহত অবস্থায় পালাতে গেলে ২ দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের ৪ দিন আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এই দুই জেলাতেই থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ।
এবার পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি এক স্কুল পড়ুয়া। দেগঙ্গার সোহাই শ্বেতপুরের গাঙাটি গ্রামে মিছিল-ফেরত তৃণমূল কর্মী, সমর্থকদের ওপর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ ও সিপিএম সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। বোমার আঘাতে মৃত্যু হল ১৭ বছরের তৃণমূল সমর্থক ইমরান হাসানের। মৃত কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া। উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে, গাড়ি ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
দোরগড়ায় পঞ্চায়েত ভোট। আর তার আগেই হিংসা ঘটনা অব্যহত। অশান্তির ঘটনায় যবনিকা না পড়লেও সামশেরগঞ্জে গুলিকাণ্ডে (Samsherganj Shootout Case) এবার দুই তৃণমূল কর্মীকে (TMC Worker) গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থীর ভাইও।
বাড়ছে না দফা। ৮ এপ্রিল, এক দফাতেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে অধীর চৌধুরীর আবেদন খারিজ করে, জানিয়ে দিল হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যে শুরু হয়েছে অশান্তি।
ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের। কোচবিহারেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন আনন্দ বোস।
তৃণমূল প্রার্থীর আহত স্ত্রীকে দেখতে দিনহাটা হাসপাতালে যান রাজ্যপাল
'দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধেরও । প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিজেপিকে উৎখাত না করলে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে। বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কথা দিয়ে কথা রাখে, বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল' কালনায় মন্তব্য অভিষেকের।
কালীঘাটের কাকু হবে বুঝেই যায়নি- ইডির ডাক এড়ানোয় সায়নীকে কটাক্ষ শুভেন্দুর। পাল্টা শুভেন্দুকে গ্রেফতারির দাবি কুণালের।
ইডির ডাক এড়িয়ে গলসিতে ভোটপ্রচারে সায়নী ঘোষ। নথি পাঠিয়েছেন, যাবেন ভোট মিটলে, জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী।
দফা বাড়ছে না পঞ্চায়েত ভোটে, একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে দফা বাড়াতে অধীর চৌধুরীর আবেদন খারিজ । 'এখন পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তাই দফা বাড়ানোর আবেদন এখন গুরুত্বহীন'
'শৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই' অধীর চৌধুরীর দায়ের করা মামলায় জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
ইডির ডাক এড়িয়ে ভোটপ্রচারে সায়নী ঘোষ। গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে যুব তৃণমূলের সভানেত্রী।
এই মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'তৃণমূল মৃত্যু চাইছে, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছে। জাতীয় সড়কে প্যারেড করানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। রাজীব সিন্হা মেরুদণ্ড বন্ধক রেখেছেন', দেগঙ্গায় পড়ুয়া খুনে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বড়হাটে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর করে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পটাশপুর ১ নম্বর ব্লকের বড়হাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী শুভেনদু মহাপাত্রর বাড়িতে গতকাল রাতে হামলা
চালানো হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় শ্যালো পাম্প। রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত তৃণমূলের দুষকৃতীরা তাণ্ডব চালায় বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। ওই এলাকায় সংগঠন যথেষ্ট শক্তিশালী, তাই বিরোধীদের আক্রমণের প্রয়োজন নেই, প্রতিক্রিয়া তৃণমূলের।
ইডির তলবে আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ, দাবি কুণাল ঘোষের। 'পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসিতে যাবেন সায়নী'। 'ইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী' দাবি কুণাল ঘোষের
ইডি-র নজরে সায়নী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সায়নীর আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবেও সঙ্গতিহীন বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি-র দাবি, সায়নী শেষ যে আয়কর জমা দিয়েছেন, তাতে বছরে আয় দেখিয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা। অথচ তাঁর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। ইডি-র প্রশ্ন, এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী?
পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে বোমা উদ্ধার। স্থানীয়দের অভিযোগ, নন্দীগ্রামের বাহাদুরপুরে রাতের অন্ধকারে বাইকে করে বোমা পাচার করা হচ্ছিল। তাড়া করে ২ জনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে দাবি। পরে নন্দীগ্রাম থানার পুলিশ ওই ২ জনকে আটক করে।
শুক্রবার ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের সায়নী ঘোষকে তলব ইডির। আয়-ব্যয় সংক্রান্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে তলব যুব তৃণমূলের সভানেত্রীকে। ইডি-র স্ক্যানারে ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের সায়নীর দুটি ফ্ল্যাট। গল্ফগ্রিনে ৮০ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট কিনতে ৬০ লক্ষ টাকা ঋণ নেন, দাবি সায়নীর: সূত্র। 'ফ্ল্যাটের ইএমআই কে জমা দেয়? আয়ের উৎস কী?' জানতে নথি নিয়ে সায়নীকে তলব ইডির: সূত্র।আজ ভোর সাড়ে ৫টা নাগাদ গল্ফ গ্রিন থেকে বেরিয়ে যান সায়নী: সূত্র
ভোটের আগে সংঘর্ষের বলি আরও ১, রণক্ষেত্র দেগঙ্গা। দেগঙ্গায় বোমা মেরে স্কুল ছাত্রকে খুনের অভিযোগ। কর্মিসভা থেকে ফেরার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। হামলার অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা ও গুলি চালিয়ে খুনের অভিযোগ
প্রতিবাদে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়
পঞ্চায়েত ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ। খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম হল ২ দুষ্কৃতী। উদ্ধার তাজা বোমা। লালগোলায় খেতে মিলল সকেট বোমা। হরিহরপাড়া ও বেলদাতেও বোমা উদ্ধার করল পুলিশ।
এবার পঞ্চায়েত ভোটের বলি এক স্কুল পড়ুয়া। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার শোয়াই শ্বেতপুরে বোমার আঘাতে মৃত্যু হয়েছে ১৭ বছরের তৃণমূল সমর্থক ইমরান হাসানের। অভিযোগের তির আইএসএফ ও সিপিএম সমর্থিত নির্দলদের দিকে।
তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ভগবানগোলা। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ভগবানগোলায় থানার সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের। তৃণমূল কর্মীরা বাধা দিলে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে লাঠি হাতে নামল পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত কোচবিহার। দিনহাটার বড় শৌলমারির ছিট মদনাকুড়া গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, কয়েকদিন ধরেই তাদের প্রার্থী ফরিদা খাতুনকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই মতো গতকাল রাতে প্রার্থীর বাড়িতে জড়ো হন সিপিএম কর্মীরা। অভিযোগ, তখনই হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী।
পঞ্চায়েত ভোটের ৪ দিন আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
ঠিক যেভাবে অজিত পওয়ারের ভূমিকা দেখা গেল, একদিন এই ভাইপো ওরকম ভূমিকা নেবেন। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মহম্মদ সেলিম। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উনি শূন্য পাওয়া দলের নেতা। সেলিমকে কটাক্ষ কুণাল ঘোষের।
তৃণমূলের দলদাস পুলিশ, ডিজির মন্তব্য নিয়ে আক্রমণে শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা, কটাক্ষ বাম-কংগ্রেসের। লাশের রাজনীতিই পছন্দ বিরোধীদের, পাল্টা শাসক শিবির।
ভোটের আগে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। ২৪ দিনে ১৫ জনের মৃত্যু। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি ডিজি মনোজ মালব্যর।
প্রেক্ষাপট
পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) ৪ দিন আগে অবশেষে ৪৮৫ কোম্পানি মোতায়েন নিয়ে বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বিএসএফের আইজি ও রাজ্য পুলিশের আইজি-র । কোথায় ৪৮৫ কোম্পানি মোতায়েন ? কি নির্দেশ কমিশনের ? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দেখে নেওয়া যাক, এই মুহূর্তে পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর।
রণক্ষেত্র ভগবানগোলা : তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ভগবানগোলা। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ভগবানগোলায় থানার সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের। তৃণমূল কর্মীরা বাধা দিলে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে লাঠি হাতে নামল পুলিশ।
মাথা ফাটল তৃণমূল কর্মীর : রানিনগরে তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। প্রচারে বাধা দিতে, কংগ্রেস কর্মীদের বেঁধে রেখে পালানোর সময় পড়ে গিয়ে মাথা ফাটে তৃণমূল কর্মীর। পাল্টা দাবি করেছে কংগ্রেস।
বোমার স্তূপে মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ। খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম হল ২ দুষ্কৃতী। উদ্ধার তাজা বোমা। লালগোলায় খেতে মিলল সকেট বোমা। হরিহরপাড়া ও বেলদাতেও বোমা উদ্ধার করল পুলিশ।
তৃণমূল প্রার্থীকে গুলি : কুলতলিতে তৃণমূল প্রার্থীকে গুলি করার অভিযোগ উঠল সিপিএম ও SUCI-এর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর ডান পায়ে গুলি লেগে বেরিয়ে গেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম।
সংঘর্ষে বোমাবাজি! : তৃণমূল-আইএসএফের সংঘর্ষ (Panchayat Poll Violence) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উস্তির হটুগঞ্জ বাজার এলাকা। চলল বোমাবাজি, দোকান ভাঙচুর। আতঙ্কে দোকান বন্ধ করে পালাতে শুরু করেন ব্যবসায়ীরা। তৃণমূল ও ISF-একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
বাসন্তীতে ফের গুলি! রাজ্য়পাল (Bengal Governor) ফিরে যাওয়ার পর ফের অশান্ত হয়ে উঠল বাসন্তী। নফরগঞ্জ পঞ্চায়েতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলকর্মী। ভরতগড় পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের।
-
ছাদ থেকে 'ধাক্কা' : কুলপির হেলিয়াগাছিতে আইএসএফ প্রার্থীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এক যুবককে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তদের। ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
'ছাপ্পা' ঘিরে ধুন্ধুমার : মেজিয়া ব্লক অফিসে পোস্টাল ব্যালটে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা দেওয়ায় পুলিশের সামনেই বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। ছাপ্পার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল।
বোমায় জখম ২ কিশোর : কোচবিহারের গোসানিমারিতে বোমার আঘাতে জখম হল ২ কিশোর-সহ চার। স্থানীয়দের অভিযোগ, সাত্তার মিঞাঁ নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাধা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হয় ৪ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -