West Bengal News Live Updates: ডিজিটাল এক্সরে-র জন্য দেরি হওয়াকে ঘিরে উত্তপ্ত ন্যাশনাল মেডিক্যাল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
ডিজিটাল এক্সরে-র জন্য দেরি হওয়াকে ঘিরে উত্তপ্ত ন্যাশনাল মেডিক্যাল । কাউন্টার ভাঙচুরের চেষ্টা, কর্মীদের মারধরের অভিযোগ । বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের, ২জন আটক। লম্বা লাইনে এক্সরে করতে দেরি হওয়ায় হামলার অভিযোগ।
মাঝেমধ্যে ডিজিটাল এক্সরে খারাপ হয়, কড়া ব্যবস্থা নিক পুলিশ: কর্তৃপক্ষ।
তৃণমূলের সঙ্গে হাত মেলালে জোট নয়, হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকির। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতের পরেই বোঝালেন নৌশাদ। 'পঞ্চায়েত ভোটে তৃণমূলের অত্যাচারের শিকার আইএসএফ'। 'যাদের হাতেই আক্রান্ত, তাদের সঙ্গে চা খাচ্ছি, কী করে জবাব দেব!' 'বাংলায় গণতন্ত্র বিপন্ন, তাদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই নয়'। তৃণমূলের সঙ্গে 'ইন্ডিয়া' জোটে হাত মেলালে সঙ্গে নয়, বার্তা নৌশাদের
রেশন বণ্টন দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি ইডির। 'শুধু গম-আটা নয়, চালের এমএসপি-তেও দুর্নীতি', অফিসিয়ালি প্রেস রিলিজ জারি ইডির। কৃষকদের নাম জাল করে অ্যাকাউন্ট খুলে ন্যূনতম সহায়ক মূল্য আত্মসাৎ করেছে চালকল মালিকরা, দাবি ইডির। কলকাতা পুলিশের এফআইআর গুলির ওপর ভিত্তি করেই তদন্তে উঠে এসেছে তথ্য, দাবি ইডির। ন্যূনতম সহায়ক মূল্যের বিনিময়ে কৃষকদের কাছ থেকে শস্য কেনে রাজ্য সরকার। আসল কৃষকদের কাছে না পৌঁছে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা গেছে চালকল মালিকদের কাছে, ইডি সূত্রে দাবি। ৩০ শতাংশ খাদ্যশস্য খোলাবাজারে বিক্রি করা হত, ভাগ পেত চালকল মালিক থেকে রেশন ডিলাররা, দাবি ইডির। কুইন্টাল প্রতি ২০০ টাকা করে টাকা আত্মসাৎ করেছে চালকল মালিকরা, জেরায় স্বীকার অন্যতম মূল অভিযুক্তের, দাবি ইডির। বছরের পর বছর ধরে এই দুর্নীতি চলেছে, কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, ইডি সূত্রে দাবি। দুর্নীতি মামলায় তদন্ত চলছে, জানাল ইডি
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলবে বরানগরের পুরপ্রধানের হাজিরা । সিজিও কমপ্লেক্সে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির । গতকালও ৯ ঘণ্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ।
জেলা সভাপতি নিয়ে ক্ষোভ, মগরাহাটে দিলীপের সামনেই তুলকালাম । দিলীপের সামনেই জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি । মগরাহাটে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতাকে ঘিরেই বিক্ষোভ । দুর্গাপুজোর জন্য দলীয় অনুদানের বড় অংশ আত্মসাতের অভিযোগ । অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দিলীপের সামনেই ধুন্ধুমার । জয়নগর সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি । এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের ।
জেলা সভাপতি নিয়ে ক্ষোভ, মগরাহাটে দিলীপের সামনেই তুলকালাম। দিলীপের সামনেই জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি। মগরাহাটে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতাকে ঘিরেই বিক্ষোভ। দুর্গাপুজোর জন্য দলীয় অনুদানের বড় অংশ আত্মসাতের অভিযোগ। অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দিলীপের সামনেই ধুন্ধুমার । জয়নগর সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের।
এবার রাজ্যের মন্ত্রী ও মন্ত্রী-পুত্রকে আয়কর নোটিস। কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে হাজিরার নির্দেশ। ১৩ নভেম্বর হাজিরার নির্দেশ
মাছ ধরা নিয়ে বিবাদ, পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা ! রায়নায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি ভাঙচুর । মন্ত্রীর পুকুরে মাছ ধরা নিয়ে বিবাদ, মারধরের অভিযোগ । মারধরের অভিযোগে মন্ত্রীর বাড়িতে চড়াও গ্রামবাসীদের একাংশ। পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর গ্রামবাসীদের একাংশের । 'বাড়িতে নেই, কী হয়েছে জানি না, তবে পুলিশকে জানানো উচিত ছিল'। পুকুরের দায়িত্বে থাকাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রীর ।
কালো টাকা সাদা করতে বাঁকুড়ার ঠিকানায় খোলা হয়েছিল দুটি কোম্পানি। ED-র দাবি, রেশন দুর্নীতির টাকা গিয়েছে মেসার্স AJ অ্য়াগ্রোটেক এবং মেসার্স AJ রয়্যাল প্রাইভেট লিমিটেড নামে দুটি পার্টনারশিপ কোম্পানিতে। সংস্থার অন্যতম অংশীদার চণ্ডীপ্রসন্ন জেনা বয়ানে স্বীকার করেছেন, কোম্পানি খোলাই হয়েছিল রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যর নির্দেশেই টাকা জমা পড়েছিল বলে ED-র দাবি। দুটি সংস্থার অ্যাকাউন্টে থাকা ১৬ কোটি ৮০ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে ED। রেশন দুর্নীতিকাণ্ডে সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ED সূত্রে খবর।
মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ । অভিযুক্ত শাসক-নেতাকে সাসপেন্ড করল দল ।পঞ্চায়েত ভোটে ভরতপুরের ৫৬ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূলের টিকিটে জয়ী হন বাবর আলি শেখ । সম্প্রতি তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। অস্বস্তি ঢাকতে গতকাল সাংবাদিক বৈঠক ডেকে অভিযুক্ত নেতাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
এবার বিশ্বভারতীতে তৃণমূলের ধর্না মঞ্চের কাছে পৌঁছে গেলেন অনুপম হাজরা । বিশ্বভারতীর উপাচার্য অপসারণের পক্ষে মতও দিলেন অনুপম হাজরা । ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকা নিয়ে গত ১২ দিন ধরে লাগাতার আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এক বছর আগে থেকেই উপাচার্যকে সরানোর পক্ষে মত দিয়েছিলেন তিনি, মন্তব্য অনুপম হাজরার ।
'রেলের জন্য কী করেছেন মমতা? মহিলা স্পেশাল চালিয়ে ভোট নিয়েছেন। উনি শুধু প্রকল্পের নামে পাথর লাগিয়েছেন', মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের সিজিও কমপ্লেক্সে তলব বরানগর পুরসভার চেয়ারপার্সনকে। সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মৌলিক। গত সাড়ে ৩ ঘণ্টা ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। গতকালও ৯ ঘণ্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি
রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টাকার পাহাড়ের হদিশ। টানা ২৭ ঘণ্টা তল্লাশিতে কলকাতা ও জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ED। সূত্রের খবর, এর মধ্যে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতায় এজেসি বোস রোডের অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকা। রেশন দুর্নীতি তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মিলেছে। বাঁকুড়ার দুটি পার্টনারশিপ কোম্পানির অ্যাকাউন্টে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। ED-র অনুমান, বাজেয়াপ্ত করা এই টাকা রেশন দুর্নীতির।
বকেয়া মিটিয়ে দেওয়া এবং স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ। হাজরা মোড়ে কম্পিউটার প্রশিক্ষিতদের বিক্ষোভ। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে সরিয়ে দিল পুলিশ
এবার বিশ্বভারতীতে তৃণমূলের ধর্না মঞ্চের কাছে পৌঁছে গেলেন অনুপম হাজরা। বিশ্বভারতীর উপাচার্য অপসারণের পক্ষে মতও দিলেন অনুপম হাজরা।
এবার রাজ্যের মন্ত্রী ও মন্ত্রী-পুত্রকে আয়কর নোটিস। কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে হাজিরার নির্দেশ।
১০০ দিনের টাকা না দিলে খগেন মুর্মুকে রতুয়ায় ঢুকতে দেব না। বিজেপিকে কোনও আন্দোলন করতে দেব না। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মালদার রতুয়ায় প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সী।
জেলা তৃণমূল সভাপতি বলেন, কেন্দ্র ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। সেই নিয়ে চুুপ সাংসদ খগেন মুর্মু বা মালদা জেলার ৪ বিজেপি বিধায়ক। বিজেপি সাংসদের পাল্টা জবাব, কেন্দ্র টাকা দিয়েছে কিন্তু গরিব মানুষের সেই টাকা রহিম বক্সী আর তাঁর দলের নেতাদের পকেটে গেছে। কোটি কোটি টাকার হিসেব তাঁরা দিতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি। রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই গ্রেফতার হন কুন্তল। আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাট এখন বিক্রি হয়ে গিয়েছে ।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের সিজিও কমপ্লেক্সে তলব বরানগর পুরসভার চেয়ারপার্সনকে। সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মৌলিক। গতকালও ৭ ঘণ্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে ইডি।
রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে টানা ২৭ ঘণ্টা তল্লাশির পর কলকাতা-সহ আরও কয়েকটি জায়গা থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে ED। সূত্রের খবর, শুধুমাত্র অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের এজেসি বোস রোডের অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকা। রেশন দুর্নীতি তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মিলেছে। ED-র অনুমান, বাজেয়াপ্ত করা সমস্ত টাকাই রেশন দুর্নীতির।
অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতার অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধার। রেশন দুর্নীতি তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশিতে মিলল ৪০ লক্ষ টাকা। গত ৪ ও ৫ নভেম্বর এই অফিসগুলিতে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি-র অনুমান, এইসব অফিসে থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে সম্পর্ক আছে রেশন দুর্নীতির।
চাকা ফেটে যাওয়ায় ডোমজুড়ের সলপে উল্টে গেল পান সুপারি বোঝাই লরি (Tragic Accident)। দুর্ঘটনায় মৃত ১, আহত ৭। সকাল পৌনে ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মেচেদা থেকে ব্যারাকপুরে যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় লরিটি। দুর্ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল খানিকক্ষণের জন্য ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে।
'রেলের জন্য কী করেছেন মমতা? মহিলা স্পেশাল চালিয়ে ভোট নিয়েছেন। উনি শুধু প্রকল্পের নামে পাথর লাগিয়েছেন', মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।
কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা।
দেড় লক্ষ টাকা মাইনে পেতে পারি। আমি ১ লক্ষ ২৫ হাজার টাকা করে পেনশন পাই। এক পয়সা নিইনি। তবু আমরা চোর! রেশন দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণের মধ্যেই পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রেশন দুর্নীতির দায় ফের বাম জমানার ঘাড়েই ঠেলেছেন তিনি।
জ্যোতিপ্রিয়কে নিয়ে ৫দিনের সুর বদল সেচমন্ত্রীর। দল পাশে থাকবে না বলেও এবার বিজেপির বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব। ২০২১-এর কথা মনে করিয়ে সেচমন্ত্রীকে পাল্টা খোঁচা শমীকের।
বাংলার রেশন দুর্নীতির সঙ্গে এবার বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির যোগ! ED সূত্রে দাবি, রেশনকাণ্ডের তদন্তে যে সংস্থার নাম উঠে এসেছে, সেই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর দীপেশ চন্দক, বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে অন্য়তম প্রধান অভিযুক্ত হিসেবে CBI-এর হাতে গ্রেফতার হন। পরে রাজসাক্ষী হওয়ায় মুক্তি মেলে। দীপেশের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার হন লালুপ্রসাদ যাদব।
হুঙ্কারই সার। আদালতে পেশের সময় শুধুই চক্রান্ত তত্ত্ব জ্যোতিপ্রিয়র। বারবার শুধু নিজেকে নির্দোষ বলে দাবি।
রেশন দুর্নীতির দায় ফের বাম জমানার ঘাড়ে ঠেললেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসে ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিলের দাবি। শুধুই দুর্নীতি আড়ালেন চেষ্টা, পাল্টা সুজন।
প্রেক্ষাপট
কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় এবার টাকার পাহাড়ের হদিশ। টানা ২৭ ঘণ্টা তল্লাশিতে কলকাতা (Kolkata) ও জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ED। সূত্রের খবর, এর মধ্যে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতায় এজেসি বোস রোডের অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকা। রেশন দুর্নীতি (Ration Scam) তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মিলেছে। বাঁকুড়ার (Bankura) দুটি পার্টনারশিপ কোম্পানির অ্যাকাউন্টে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। ED-র অনুমান, বাজেয়াপ্ত করা এই টাকা রেশন দুর্নীতির।
অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের সিজিও কমপ্লেক্সে তলব বরানগর পুরসভার চেয়ারপার্সনকে। সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মৌলিক। গত সাড়ে ৩ ঘণ্টা ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। গতকালও ৯ ঘণ্টার বেশি সময় ধরে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি। রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার হন কুন্তল। সূত্রের খবর, ঘুরপথে ফ্ল্যাট বিক্রির চেষ্টা হয়েছে এমন তথ্য পেয়েই আজ তদন্তে আসেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। ফ্ল্যাট তালাবন্ধ দেখে আবাসনের অফিসে যান ইডি-র অফিসাররা। রাজারহাটের ওই আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাট বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে ।
এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্য়পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রাজ্যপালের সামনে বিক্ষোভ। মেদিনীপুর শহরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয়ের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ ১০০ দিনের কাজের টাকা, বিশ্ববিদ্যালয় চত্বরকে রাজনীতি-মুক্ত করার দাবিতে বিক্ষোভ টিএমসিপি সদস্যদের। সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথেও তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -