West Bengal News Live : সিকিমের বিপর্যয়ের ধাক্কায় এখনও লন্ডভন্ড কালিম্পঙের তিস্তাবাজার

West Bengal Top News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 08 Oct 2023 11:48 PM
West Bengal News LIVE Updates: উদয়ন গুহর পুত্রবধূর মোবাইল নম্বর পোস্ট করার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে থানায় নালিশ

উদয়ন গুহর পুত্রবধূর মোবাইল নম্বর পোস্ট করার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে থানায় নালিশ। ফুলবাগান থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের উদয়ন গুহর পুত্রবধূর। '১০০ দিনের বকেয়া টাকার দাবিতে শুভেন্দু অধিকারীকে এসএমএস করেছিলাম, আমার মতো আরও অনেকেই এসএমএস করেছেন, সেই সব নম্বর শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করেছেন', অভিযোগ উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহর।

WB News Live Update: সিকিমের বিপর্যয়ের ধাক্কায় এখনও লন্ডভন্ড কালিম্পঙের তিস্তাবাজার

সিকিমের বিপর্যয়ের ধাক্কায় এখনও লন্ডভন্ড কালিম্পঙের তিস্তাবাজার। রবিবার সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সিকিমের চুংথাং, লাচুং, লাচেনের মতো জায়গাগুলিতে এখনও আটকে রয়েছেন দেড়হাজার পর্যটক। 

West Bengal News LIVE Updates: কাল বিকেল চারটেয় তৃণমূলকে সাক্ষাতের সময় রাজ্যপালের

কাল বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল। কাল বিকেল চারটেয় রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাক্ষাত, রাজভবন সূত্রে খবর। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। 

WB News Live Update: পুরসভায় চাকরি-দুর্নীতিতে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি

ফিরহাদ হাকিম ও মদন মিত্রর বাড়ি ছাড়াও তৃণমূল পরিচালিত একাধিক পুরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিল CBI. বাজেয়াপ্ত করা হল বেশ কিছু নথিও। দুর্নীতিতে জড়িত না থাকলে ভয় কীসের? মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তদন্তে সহযোগিতা করেছি। CBI-এর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর দাবি করলেন অনেক পুরপ্রধান। 

West Bengal News LIVE Updates: মেখলিগঞ্জে ভেসে এসেছে সেনার মর্টার, গতকাল পাওয়া যায়, আজ নিষ্ক্রিয় করা হয়েছে

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় সিকিমে। ভেসে গেছে ঘর-বাড়ি-গাড়ি-সেনা ক্যাম্পও। মেখলিগঞ্জে ভেসে এসেছে সেনার মর্টার। গতকাল পাওয়া যায়। আজ নিষ্ক্রিয় করা হল।

WB News Live Update: সিকিমে নিখোঁজ কোচবিহারের রফিকুল হক

সিকিমে নিখোঁজ কোচবিহারের রফিকুল হক। বাড়ি কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা এলাকায়। পরিবার সূত্রে খবর, মাসছয়েক আগে সিকিমের লাচুঙে রাজমিস্ত্রির কাজে যান বছর চল্লিশের রফিকুল। মঙ্গলবার রাত ৮টা নাগাদ শেষবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। বিপর্যয়ের পর থেকেই ওই পরিযায়ী
শ্রমিকের মোবাইল ফোন বন্ধ। যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির লোকজনের। 

West Bengal News LIVE Updates: ফের বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে দলীয় কর্মীদের বিক্ষোভ

ফের বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের। ছাতনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ তুললেন বাঁকুড়ার দলীয় কর্মীরা। 

WB News Live Update: কোথায়, কোন প্যান্ডালে কতটা ভিড়, জানিয়ে দেবে পুলিশই, কীভাবে?

এবার পুজোয় কলকাতা পুলিশের ভিড়োমিটার। টালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে বেহালা। কোথায়, কোন প্যান্ডালে কতটা ভিড়, জানিয়ে দেবে পুলিশই। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বড় পুজোগুলির প্যান্ডালের আশেপাশে থাকবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। 

West Bengal News LIVE Updates: মঙ্গলবার দুপুরে রাজপথে মিছিলের ডাক দিয়েছেন কামদুনি আন্দোলনকারীরা

৪ অভিযুক্তকে হাইকোর্ট মুক্তির নির্দেশ দিতেই ক্ষোভে ফেটে পড়েছে কামদুনি। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজপথে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। দলমত নির্বিশেষে আহ্বান জানিয়েছেন রাজ্যবাসীকে। সিবিআই তদন্তের দাবিও তুলেছেন কামদুনির প্রতিবাদীরা। 

WB News Live Update: গ্রামে এল সিকিমে বন্যায় মৃত জওয়ানের মৃতদেহ

 গ্রামে এল সিকিমে বন্যায় মৃত জওয়ানের মৃতদেহ। গত মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর নান্দুলিয়া গ্রামের গোপাল মাড্ডি, সিকিমে বাবা ধাম থেকে ডিউটি করে বিন্নাগুড়িতে ফেরার পথে নিখোঁজ হয় যান।  গত বৃহস্পতিবার জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। আজ দুপুরে তাঁর মৃতদেহ গ্রামে পৌঁছয়।

West Bengal News LIVE Updates: নিয়োগের দাবিতে সোনারপুরে মশাল মিছিল করলেন প্রাথমিকে ২০০৯-এর চাকরিপ্রার্থীরা

একদিকে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই। আর অন্যদিকে,  অবিলম্বে নিয়োগের দাবিতে সোনারপুরে মশাল মিছিল করলেন প্রাথমিকে ২০০৯-এর চাকরিপ্রার্থীরা। সোনারপুর দক্ষিণের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রর বাড়ির সামনে থেকে শুরু হয় মিছিল। শেষ হয় সোনারপুর থানার সামনে পৌঁছে। আগামী ১১ অক্টোবর গান্ধী মুর্তির পাদদেশে জমায়েত করবেন তাঁরা। 

WB News Live Update: ঘাটালের বন্য়া পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সাংসদ দেব

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্য়া পরিস্থিতি পরিদর্শন করলেন স্থানীয় সাংসদ দেব। দুর্গতদের মধ্য়ে ত্রিপল ও খাবার বিলি করার পাশাপাশি ঘাটালের মহকুমা শাসকের সঙ্গে বৈঠকও করেন তিনি। খড়ারের একটি সকুলের উন্নয়নের জন্য় নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা তুলে দেন তৃণমূল সাংসদ।

West Bengal News LIVE Updates: ফোন নম্বর প্রকাশ্যে, তোপ বিজেপি রাজ্য সভাপতির

শনিবার ধর্নামঞ্চ থেকে 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো' কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ব্য়ক্তিগত নম্বর সর্বসমক্ষে নিয়ে এসেছেন অভিষেক, রাজনৈতিক পরিপক্কতার অভাব। পাল্টা আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

WB News Live Update: কৃষ্ণনগরের প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়িতে সিবিআই হানা

কৃষ্ণনগরের প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়িতে সিবিআই হানা। তল্লাশি চলাকালীন অসীম সাহার বাড়ির সামনে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব হন হাঁসখালির এক যুবক। তিনি পরীক্ষার্থী ছিলেন বলে দাবি ওই যুবকের। সিবিআইকে দেওয়ার জন্য নথিও সঙ্গে আনেন তিনি। 

West Bengal News LIVE Updates: এলাকা পরিদর্শনে রাজ্যপাল, কথা বললেন দুর্গতদের সঙ্গে

এদিন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। ত্রাণ শিবিরেও যান তিনি। পরিস্থিতি বুঝতে গ্রাউন্ড জিরোয় এসেছেন, ফিরে গিয়ে কথা বলবেন, আশ্বাস দেন সি ভি আনন্দ বোস। 

WB News Live Update: পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা

পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা। ইডি হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ি ছাড়াও ১০ জায়গায় সিবিআই তল্লাশি।

WB News Live Update: পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা

পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা। ইডি হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ি ছাড়াও ১০ জায়গায় সিবিআই তল্লাশি।

West Bengal News LIVE Updates: 'রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে ধর্না তৃণমূলের?' মুখ্যসচিবকে চিঠি রাজভবনের

'রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে ধর্না তৃণমূলের? যেখানে ১৪৪ ধারা জারি, সেখানে ধর্নার অনুমতি কে দিয়েছে? কীভাবে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে চলছে অবস্থান?',মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানতে চাইল রাজভবন।

WB News Live Update: কালিম্পঙের তিস্তা বাজারে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল

সিকিমের বৃষ্টি-বিপর্যয়ে কালিম্পঙের তিস্তা বাজারের অবস্থা ভয়াবহ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি-ঘর। কোথাও আবার রাস্তাই গায়েব হয়ে গিয়েছে। কাদা-জলে ডুবে রয়েছে বাড়ি-গাড়ি। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তিস্তা বাজারের বাসিন্দারা। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। ত্রাণ শিবিরেও যান তিনি। পরিস্থিতি বুঝতে গ্রাউন্ড জিরোয় এসেছেন, ফিরে গিয়ে কথা বলবেন, আশ্বাস দেন সি ভি আনন্দ বোস। 

West Bengal News LIVE Updates:পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা, ইডি হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই

পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা, ইডি হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। 

WB News Live Update:'আমরা আশা করব এটা যেন গিমিক না হয়, অ্যাকশন চাই' সিবিআই অভিযান নিয়ে মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর

আমরা আশা করব এটা যেন গিমিক না হয়। অ্যাকশন চাই। সিবিআই অভিযান নিয়ে মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। 

West Bengal News LIVE Updates:বিজেপির কথায় চলছে কেন্দ্রীয় এজেন্সি। আক্রমণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির কথায় চলছে কেন্দ্রীয় এজেন্সি। আক্রমণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Update:পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা। ইডি হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই

পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা। ইডি হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। 

West Bengal News LIVE Updates:যদি কেউ ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিৎ। তবে এটা যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তাহলে তা খারাপ, মন্তব্য তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের।

যদি কেউ ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিৎ। তবে এটা যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তাহলে তা খারাপ, মন্তব্য তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের।

WB News Live Update:'ক্ষমতায় থাকা মানুষের থেকে মানুষের ক্ষমতা অনেক বেশি। আমরা কারও কাছে মাথা নত করব না', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের 

'ক্ষমতায় থাকা মানুষের থেকে মানুষের ক্ষমতা অনেক বেশি। আমরা কারও কাছে মাথা নত করব না', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের 

West Bengal News LIVE Updates: হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, নিউ ব্যারাকপুর--ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ির সঙ্গেই একযোগে সিবিআই হানা

 হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, নিউ ব্যারাকপুর--ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ির সঙ্গেই একযোগে সিবিআই হানা

WB News Live Update:নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের

'অভিষেকের ধর্না হিট, বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন', তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের

West Bengal News LIVE Updates: হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি

ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ির সঙ্গেই হালিশহর-কাঁচরাপাড়াতেও সিবিআই হানা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে হালিশহর-কাঁচরাপাড়াতেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি। কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

WB News Live Update:খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশির পর এবার তৃণমূলের ২ হেভিওয়েটের বাড়িতে সিবিআই

পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি। হাইকোর্টের নির্দেশে তল্লাশি চালাচ্ছে সিবিআই। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশির পর এবার তৃণমূলের ২ হেভিওয়েটের বাড়িতে সিবিআই

WB News Live:মদন মিত্রের বাড়িতেও সিবিআই

মদন মিত্রের বাড়িতেও সিবিআই। ফিরহাদের পর মদনের বাড়িতেও সিবিআই। ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআই

WB News Live Update:বাড়ি ঢুকতে পারলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, ঢুকতে পারলেন পরিচারিকাও

বাড়ি ঢুকতে পারলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, ঢুকতে পারলেন পরিচারিকাও।

WB News Live:ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই

ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই

WB News Live Update:দশ-দশটা বছর পর ফের পথে নামল কামদুনি

দশ-দশটা বছর পর ফের পথে নামল কামদুনি। খড়িবাড়ি রাজারহাট রোডের কামদুনি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান নির্যাতিতা পরিবারের সদস্য ও প্রতিবাদীরা। বিক্ষোভে সামিল হন, প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্য়ায়, সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীরা। 

WB News Live:১০০ দিনের কাজে, আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কলকাতায় ঘুরে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি

১০০ দিনের কাজে, আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কলকাতায় ঘুরে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তাঁকে তৃণমূলের ধর্নামঞ্চে আহ্বান জানালেন শশী পাঁজা। এক সরকারের সঙ্গে আরেক সরকারের কথা হয় টেবিলে, ধর্নামঞ্চে নয়। পাল্টা বললেন কেন্দ্রীর প্রতিমন্ত্রী। পরে তাঁকে রাজভবনে বৈঠকের প্রস্তাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিক বৈঠক করেই শহর ছেড়েছেন সাধ্বী নিরঞ্জন।

WB News Live Update:রাজভবন চত্বরে কি সম্মুখসমরে জড়াতে চলেছে তৃণমূল বিজেপি?

রাজভবন চত্বরে কি সম্মুখসমরে জড়াতে চলেছে তৃণমূল বিজেপি? তৃণমূলের অবস্থান-বিক্ষোভ নিয়ে, শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপাল কিছু না করলে, তিনি বিধায়কদের নিয়ে রাজভবন অভিযান করবেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও।

WB News Live:লিপস্ অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত তদন্তে তলব করলেও, ইডির দফতরে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা

লিপস্ অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত তদন্তে তলব করলেও, ইডির দফতরে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। সূত্রের দাবি, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি।আইনজীবী মারফৎ সেকথা জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অনেক নথি পাঠিয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের দাবি।

WB News Live Update:৪ অভিযুক্তকে হাইকোর্ট মুক্তির নির্দেশ দিতেই ক্ষোভে ফেটে পড়েছে কামদুনি, আবার আন্দোলনের পথে নামছে স্বজনহারা মানুষগুলো

৪ অভিযুক্তকে হাইকোর্ট মুক্তির নির্দেশ দিতেই ক্ষোভে ফেটে পড়েছে কামদুনি। আবার আন্দোলনের পথে নামছে স্বজনহারা মানুষগুলো। সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছেন তাঁরা। এতদিন আন্দোলন করেননি কেন? প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল। 

WB News Live:হাইকোর্টের রায় ঘোষণার রাতেই কামদুনিতে গিয়ে নির্যাতিতার পরিবারের ক্ষোভের মুখে পড়ল সিআইডি

হাইকোর্টের রায় ঘোষণার রাতেই কামদুনিতে গিয়ে নির্যাতিতার পরিবারের ক্ষোভের মুখে পড়ল সিআইডি। রাজ্য সরকারের তদন্ত সংস্থার ওপর আস্থা নেই, সিবিআই চাইল নির্যাতিতার পরিবার। এর মধ্যেই হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। 

প্রেক্ষাপট

বকেয়া দাবিতে এবার সুকান্তকে (State BJP President Sukanta Majumdar)  ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো কর্মসূচি তৃণমূলের (TMC Program)। কেমন ফোন আসছে দেখুন, অডিও ক্লিপ পোস্ট সুকান্তর। 

রাজভবনের (Raj Bhawan) সামনে অভিষেকের (Abhishek Banerjee Dharna) নেতৃত্বে ধর্না অব্যাহত। পুজোর পর ধর্না লক্ষাধিকের, হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)। সোমবারের মধ্যে রাজ্যপাল ব্যবস্থা না নিলে পাল্টা রাজভবন অভিযান, হুঙ্কার বিরোধী দলনেতার।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের উদীয়মান নেতা, বলেছেন রাজ্যপাল। আশ্বস্ত করেছেন রাজ্যের বকেয়া নিয়েও, দার্জিলিঙে বৈঠকের পর দাবি কল্যাণের। বোসের মুখে কথা বসানো হচ্ছে, পাল্টা বিরোধীরা।

১০০ দিনের কাজে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই কলকাতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তৃণমূলের ধর্নামঞ্চে আহ্বান শশী পাঁজার। কথা হয় টেবিলে, ধর্নামঞ্চে নয়, পাল্টা মন্তব্য সাধ্বীর।

হাইকোর্টের রায়ের পর পথে প্রতিবাদে কামদুনি। রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরিবারের সদস্য, প্রতিবাদীদের। বিক্ষোভে সামিল কান্তি গঙ্গোপাধ্যায়, সুকান্ত মজুমদার, কৌস্তভ বাগচীরা।

কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে সিআইডি। সিবিআই চাইল নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য। দিল্লির বুকে বিক্ষোভের পরিকল্পনা প্রতিবাদীদের।


ফের হামাসের রকেট হানা। দেড়শটি রকেট আছড়ে পড়ল তেল আভিভে। মৃত ২০০, আহত ১১০০, খবর সংবাদসংস্থা এপির। ইজরায়েলের পাল্টা হানায় মৃত ১৯৮। আত্মরক্ষার অধিকার আছে ইজরায়েলের। মন্তব্য বাইডেনের।

লিপস্ অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত তদন্তে তলব করলেও, ইডির দফতরে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দেননি, পাঠিয়েছেন বহু নথি, খবর সূত্রের।

সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গও, অথচ ত্রাণ বরাদ্দে বৈষম্য, অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। জোট সখ্যের কারণেই কি এই মনোভাব? উঠছে প্রশ্ন।

রাজ্য়ে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ৫৮। আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৩৪ হাজার। যদিও মেয়রের দাবি, কলকাতায় ডেঙ্গির প্রকোপ কমছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.