West Bengal News Live Updates: এবার ধান কেনাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল ED
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
এবার ধান কেনাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল ED। কলকাতা পুলিশের FIR-এর প্রসঙ্গ টেনে বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে তারা। এর পাশাপাশি, জ্যোতিপ্রিয় মল্লিককে কেন গ্রেফতার করা হয়েছে, তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এথিক্স কমিটির খসড়া রিপোর্টে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ, খবর সূত্রের। ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ, খবর সূত্রের।
বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কের অফিস-চালকলে আয়কর হানা। ৮ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল-অফিসে আয়কর অভিযান। খবর পেয়েই বিধানসভা থেকে বিষ্ণুপুরের উদ্দেশে রওনা দিলেন বিধায়ক। বিষ্ণুপুরের হাইস্কুল মোড়ে বিধায়কের লজেই অফিস, সেখানেই আয়কর তল্লাশি। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়কের চালকলেও সকাল থেকে অভিযান।
'রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করিয়ে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছিল', ৩ জনকে গ্রেফতারের পরে আদালতে বিস্ফোরক এনআইএ। মানব পাচারের অভিযোগে বারাসাত, হাবড়া, গাইঘাটার ৪ জায়গায় তল্লাশি। লক্ষ লক্ষ বাংলাদেশি টাকা, ডলার-সহ ৩ গ্রেফতার করল এনআইএ। অভিযুক্ত ৩ জনকে ট্রানজিট রিমান্ডে গুয়াহাটি নিয়ে যাবে এনআইএ। বাংলা ছাড়াও ত্রিপুরা, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান-সহ ১০ রাজ্যে তল্লাশি।
'রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করিয়ে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছিল', ৩ জনকে গ্রেফতারের পরে আদালতে বিস্ফোরক এনআইএ। মানব পাচারের অভিযোগে বারাসাত, হাবড়া, গাইঘাটার ৪ জায়গায় তল্লাশি। লক্ষ লক্ষ বাংলাদেশি টাকা, ডলার-সহ ৩ গ্রেফতার করল এনআইএ। অভিযুক্ত ৩ জনকে ট্রানজিট রিমান্ডে গুয়াহাটি নিয়ে যাবে এনআইএ। বাংলা ছাড়াও ত্রিপুরা, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান-সহ ১০ রাজ্যে তল্লাশি।
বিশ্বভারতীর উপাচার্য পদে আজই শেষ বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ। বিশ্বভারতীর উপাচার্য পদে আজ শেষদিন হলেও এখনও দায়িত্ব হস্তান্তর করেননি বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী, সিনিয়র অধ্যাপকের হাতে দায়িত্ব হস্তান্তরের কথা। আজ অফিসে এলেও বিদ্যুৎ চক্রবর্তী এখনও উপাচার্য পদের দায়িত্ব হস্তান্তর করেননি।
ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু। ১ নভেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচলার বাসিন্দা সহদেব ঘোষ। বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গিতে মৃত বেড়ে ৭০।
হুগলির উত্তরপাড়ায় গঙ্গা থেকে বালি চুরি নিয়ে এবার ED-CBI তদন্তের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। উত্তরপাড়া কোতরং পুরসভার সামনে চোর ধরো জেল ভরো কর্মসূচিতে গিয়ে তৃণমূলকে নিশানা করলেন তিনি। বিজেপিকে জবাব দিতে বাধ্য নই, সাফ জানালেন তৃণমূলের পুর চেয়ারম্যান।
জেলরক্ষীদের নজর এড়িয়ে আরজিকর হাসপাতাল থেকে পালালেন ডাকাতির মামলায় বিচারাধীন এক বন্দি।বুধবার সকালে হাসপাতাল থেকে উধাও হয়ে যান ইকো পার্ক থানার মামলায় বিচারাধীন বন্দি বছর আঠাশের মহম্মদ সাজিদ। ঘটনার তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ।
পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। খোদ দলের জেলা সভাপতিকেই অন্ধ ধৃতরাষ্ট্র বলে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কাউন্সিলর। তুললেন স্বজন পোষণের অভিযোগ। ফেসবুকে লড়াই করে দলের ক্ষতি না করার পরামর্শ জেলা সভাপতির। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।
বিশ্বভারতীতে ফলক-বিতর্কে উপাচার্যকে নোটিস পুলিশের। ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিস। ফলক-বিতর্কে শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনারের মামলায় উপাচার্যকে নোটিস।
'পার্টিতে কিছু কুলাঙ্গার আছে, দল তাদের দায়িত্ব নেবে না', একের পর এক তৃণমূল হেভিওয়েটের গ্রেফতারির মধ্যেই মন্তব্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। 'যেমন বাবা-মায়ের শাসনের পরও একটি ছেলে কুলাঙ্গার বেরিয়ে যায়, তেমন পার্টিতেও কিছু কুলাঙ্গার আছে, দল তাদের দায়িত্ব নেবে না', যে পাপ করবে তাকেই প্রায়শ্চিত্ত করতে হবে, কালিয়াচকের সভায় মন্তব্য সেচ প্রতিমন্ত্রীর।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকপালের সিবিআই নির্দেশ, দাবি বিজেপি সাংসদের। ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, দাবি নিশিকান্ত দুবের। 'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন, আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে কাল বিকেল চারটেয় ফের এথিক্স কমিটির বৈঠক।
ফের টিটাগড়ে শ্যুটআউট, একজনের মৃত্যু। মাথায় গুলি, মহম্মদ হাসান নামে একজনের মৃত্যু।
বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কের অফিস-চালকলে আয়কর হানা। ৫ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল-অফিসে আয়কর অভিযান। খবর পেয়েই বিধানসভা থেকে বিষ্ণুপুরের উদ্দেশে রওনা দিলেন বিধায়ক। বিষ্ণুপুরের হাইস্কুল মোড়ে বিধায়কের লজেই অফিস, সেখানেই আয়কর তল্লাশি। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়কের চালকলেও সকাল থেকে অভিযান।
১৩ হাজার কোটির আদানি কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রথমে এফআইআর করা উচিত সিবিআইয়ের। জাতীয় নিরাপত্তার কথাই যখন উঠছে, তখন কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কীভাবে সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলি কেনার জন্য আদানিকে ছাড়পত্র দিল? তার উত্তর দেওয়ার পর আমার জুতো গুণতে আসবেন। এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।
'মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকপালের সিবিআই নির্দেশ', দাবি বিজেপি সাংসদের। ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, দাবি নিশিকান্ত দুবের। 'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন, আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুূবের।
দুদিন আগে আদালতের ওপর আস্থা রাখলেও আজ ফের নিজেকে নির্দোষ দাবি করলেন রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের নির্দেশ মতো আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। সেই সময়ই নিজেকে নির্দোষ বলে দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা অনুপমের। 'বিজেপি রাজ্য সভাপতিকে বলব নিজের কেন্দ্রে মন দিন, নিজের ওয়ার্ডে ২০ জন লোক নিয়ে ঘোরেন, তার মধ্যে ১৮ জন নিরাপত্তারক্ষী।', দলে সিন্ডিকেট চলছে, বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা অনুপম হাজরার। তাঁর দাবি, 'অমিত শাহ বাংলায় ৩৫ আসন জয়ের লক্ষমাত্রা ঠিক করে দিয়েছেন, যে ভাবে দলে সিন্ডিকেট চলছে তাতে ৩৫ আসন স্বপ্নের মতো মনে হচ্ছে।'
কাঁথির সাংসদ শিশির অধিকারীর 'সম্পত্তি বৃদ্ধি'র তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবার চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আর এবার সারদা প্রসঙ্গ টেনে ট্যুইটে বিস্ফোরক কুণাল ঘোষ। কাঁথির সাংসদ শিশির অধিকারীর 'সম্পত্তি বৃদ্ধি'র তদন্তের দাবিতে সিবিআই, ইডি-কেও চিঠি পাঠিয়েছেন কুণাল ঘোষ। সেখানে তিনি দাবি জানিয়ে বলেছেন,'২০১১-১২ সালে সারদা কর্তা দাবি করেন, ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে কাঁথির অধিকারী পরিবার। ঠিক সেই সময়েই ১০ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি হয় সাংসদ শিশির অধিকারীর। সারদা মামলার আওতায় এনে এই অভিযোগেরও তদন্ত হোক।'
সপুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দফতরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ।
দক্ষিণ ২৪ পরগনায় দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান। DLEd ঐক্য়মঞ্চের ব্যানারে ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় থেকে মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আসেন চাকরিপ্রার্থীরা। পরে চেয়ারম্যানকে ডেপুটেশন দেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
ভূমিকম্প অনুভূত হল এই বাংলায়। বুধবার সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। ন্যাশনাল সিসমোলজি সেন্টার থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে আপাতত, ভূমিকম্পের জন্য প্রাণহানির কোনও খবর নেই। এর আগে ৮ নভেম্বর পঞ্জাবের রূপনগর এবং প্রতিবেশী দেশ চিনের জিনজিয়াংয়েও ভূমিকম্প অনুভূত হয়।
গত ৪ নভেম্বর, রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে রানাঘাট ও হরিণঘাটা-সহ নদিয়ার ৬টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। রানাঘাটে ১২ নম্বর ওয়ার্ডের মিশন রোডে মহিলা রেশন ডিলারের বাড়িতেও তল্লাশি চলে। এখানেই শেষ নয়, যেখানে যেখানেই সন্দেহের বীজ, সেখানেই তল্লাশি চালাচ্ছে ইডি। রানাঘাটের মহিলা রেশন ডিলারের ক্ষেত্রে ED-র দাবি, রেশনের চাল, গম পৌঁছে যেত খোলা বাজারে। সেখানে চড়া দামে বিক্রি করা হত রেশন সামগ্রী। দুর্নীতির চেন সিস্টেমে রেশন ডিলারদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ED।
রেশন দুর্নীতির তদন্তে এবার সামনে এল চাঞ্চল্য়কর তথ্য়। ইডি সূত্রে দাবি, কালো টাকা সাদা করতে খোলা হয়েছিল জোড়া সংস্থা। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সিএ-র নির্দেশেই জমা পড়েছিল কোটি কোটি টাকা।
গড়িয়া স্টেশনের কাছে বাঁশপোল এলাকায় কাটা গ্যাসের দোকানে আগুন (Fire Incident)। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বেআইনিভাবে অটোয় গ্যাস ভরার সময় বিস্ফোরণ। জখম কাটা গ্যাসের দোকানের এক কর্মী।শেষ অবধি পাওয়া খবরে, দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছোট্ট দোকানটিতে ৬০টি এলপিজি সিলিন্ডার মজুত ছিল বলে দমকল সূত্রে খবর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলছে কাটা গ্যাসের ব্যবসা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক কাটা গ্যাসের দোকান। পুলিশ কোনও ব্য়বস্থা নেয় না বলেও অভিযোগ স্থানীয়দের। গতকালের ঘটনার পরেও প্রশাসনের হুঁশ ফেরেনি বলে অভিযোগ। আজ সকালেও বিপজ্জনকভাবে চলছে কাটা গ্যাস বিক্রি। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ির কাছে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। দেহের সঙ্গে বাঁধা ছিল হাত। মৃতের নাম শুভদীপ মিশ্র। পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় বিজেপি নেতার প্রেমিকা, তাঁর স্বামী, দেওর-সহ ৩ জনকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, বাড়ি এসে খুনের হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই ভয়েই গত এক সপ্তাহ বাড়ি ফেরেননি শুভদীপ। দলীয় যোগ অস্বীকার করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি অভিষেক। বরং ED-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। আবারও এল কেন্দ্রীয় সংস্থার নোটিস। পুজো মিটতেই ফের সক্রিয় হয়েছে ED। দিকে দিকে চলছে বিভিন্ন দুর্নীতি মামলা সংক্রান্ত তদন্ত-তল্লাসি। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
নিয়োগ দুর্নীতি মামলায় কাল ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির
রেশন বণ্টনে দুর্নীতি, স্কুলে নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার আবহেই, সূত্রের দাবি, এবার রাজ্য়ের মন্ত্রী, অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে নোটিস পাঠাল আয়কর দফতর। ১৩ নভেম্বর আয়কর সংক্রান্ত নথি চেয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
বেআইনি পুকুর ভরাটের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে। নিউ ব্য়ারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছে কাউন্সিলরের পরিবার। আর এই ঘটনায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার নেপথ্য়ে গোষ্ঠীকোন্দল নেই।
দলীয় অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে অপসারণের দাবিতে তুলকালাম বাঁধল। দিলীপ ঘোষের সামনেই হাতাহাতিতে জড়াল বিজেপির ২ পক্ষ। গেরুয়া শিবিরের এই কোন্দল নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।
নিয়োগ-দুর্নীতি মামলায় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে রাজারহাটের যে ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছিল তা কি হস্তান্তর করা হল? খবর পেয়ে মঙ্গলবার ওই ফ্ল্যাটে হানা দিল ইডি। ৯ তলার ওই ফ্ল্যাট তালাবন্ধ ছিল বলে খবর ইডি সূত্রের।
শুধু আটা নয়, ধানের এমএসপিতেও দুর্নীতি! ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে ন্যূনতম সহায়ক মূল্য আত্মসাৎ চালকল মালিকদের। কলকাতা পুলিশের এফআইআরের প্রসঙ্গ টেনে দাবি ইডির।
প্রেক্ষাপট
- শুধু আটা নয়, ধানের এমএসপিতেও দুর্নীতি! ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে ন্যূনতম সহায়ক মূল্য আত্মসাৎ চালকল মালিকদের। কলকাতা পুলিশের এফআইআরের প্রসঙ্গ টেনে দাবি ইডির (ED)।
- রেশনের ৩০ শতাংশ খাদ্যশস্য খোলাবাজারে বিক্রি, ভাগ যেত চালকল মালিক থেকে রেশন ডিলারদের কাছে, জেরায় স্বীকার অন্যতম মূল অভিযুক্তের, প্রেস রিলিজে দাবি ইডির।
- নিয়োগ-দুর্নীতির পরে এবার রেশন দুর্নীতিতেও (ration Scam) রাশি রাশি টাকার হদিশ। ইডির তল্লাশিতে প্রায় সাড়ে ১৮ কোটি বাজেয়াপ্ত। নজরে বাঁকুড়ার ২টি ভুয়ো সংস্থা।
- কালো টাকা সাদা করতে খোলা হয়েছিল জোড়া সংস্থা। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সিএ-র নির্দেশেই জমা পড়েছিল কোটি কোটি টাকা, দাবি ইডির।
- পুর-নিয়োগ দুর্নীতিতে (Recruitment SCam) ফের ইডির স্ক্যানারে বরানগরের পুরপ্রধান। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের সিজিওতে হাজিরা। টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকেও ফের জিজ্ঞাসাবাদ।
- রাজ্যপালের কেলেঙ্কারি ফাঁসের হুঙ্কারের মধ্যেই সপুত্র কারামন্ত্রীকে আয়কর নোটিস। ১৩ নভেম্বর হাজিরার নির্দেশ।
- পুকুরে মাছ ধরা নিয়ে বিবাদে রায়নায় পঞ্চায়েতমন্ত্রীর বাড়ি ভাঙচুর। মারধরের অভিযোগে গ্রামবাসীদের একাংশের তাণ্ডব।
- বাড়িতে হামলা, নেপথ্যে সিপিএমের হাত দেখছেন পঞ্চায়েতমন্ত্রী। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ। সবাই তো তৃণমূল, তাও ভয় পেয়ে মিথ্যে কথা, পাল্টা সুজন।
জেলা সভাপতি নিয়ে ক্ষোভ, মগরাহাটে দিলীপের (Dilip Ghosh) সামনেই তুলকালাম। দলীয় অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে ধস্তাধস্তি। - বিজেপির (BJP) অস্বস্তি বাড়িয়ে বিশ্বভারতীতে (Visva Bharati) তৃণমূলের ধর্না মঞ্চে অনুপম। ফলক-বিতর্কে পাশে থাকার বার্তা।
- বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক তথাগত রায়। নীতি নিয়ে দিশেহারা অবস্থার অভিযোগ।
- তৃণমূলের সঙ্গে হাত মেলালে, তার সঙ্গে নয়। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েই কড়া বার্তা নৌশাদের।
- ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়ার নিশানায় এথিক্স কমিটি। ভয় পেয়ে সংখ্যার জোরে রিপোর্ট পাসের চেষ্টার অভিযোগ। চোরের মধ্যে ভয়ই থাকে, পাল্টা নিশিকান্ত।
- মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে সরব নিশিকান্ত। তথাগতর নিশানায় বঙ্গ বিজেপির সাংসদরা।
- দীপাবলির (Diwali 2023) আগে ২৮টি রাজ্যকে কেন্দ্রের উপহার। ট্যাক্স ডিভ্যালুয়েশনে বাংলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ অর্থমন্ত্রকের। সবথেকে বেশি ১৩ হাজার কোটি উত্তর প্রদেশে।
- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে টিএমসিপির বিক্ষোভের মুখে রাজ্যপাল। ১০০দিনের কাজের বকেয়ার দাবিতে মেদিনীপুরে কনভয়ের সামনে কালো পতাকা।
- বকেয়া বেতনের দাবিতে হাজরায় ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার শিক্ষকদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা। টেনে হিঁচড়ে সরাল পুলিশ।
- ৩৭-এ পা অভিষেকের। জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটের ভিড়। ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে দেখা করলেন সমর্থকদের সঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -