West Bengal News Live: শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ

Get the latest West Bengal News and Live Updates: গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট এক ক্লিকেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Feb 2022 11:14 PM
West Bengal News Live: শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ

শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ। ভোটকেন্দ্রের সুরক্ষায় মোতায়েন থাকবে সাড়ে ৮ হাজার রাজ্য পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে ১টি বুথ থাকলে ১জন এএসআই, ২জন সশস্ত্র, ১জন লাঠিধারী পুলিশ।ভোটগ্রহণ কেন্দ্রে ৯টি বুথ থাকলে ১জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে ১০টি বুথ থাকলে ১জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ।

WB News Live : জলপাইগুড়িতে মহিলা নির্দল প্রার্থীকে হেনস্থা করে তাঁর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পুরসভা জয়ের দিনই, জলপাইগুড়িতে মহিলা নির্দল প্রার্থীকে হেনস্থা করে তাঁর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এসডিও অফিস থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নির্দল প্রার্থী। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। 

West Bengal News Live: পুরভোটের আগে অশান্তি চলছেই

পুরভোটের আগে অশান্তি চলছেই। বহরমপুরে বিজেপি প্রার্থীকে মারধর ও বোলপুরে সিপিএমের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও দুই জায়গাতেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

WB News Live : কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা।  বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  শুক্রবারের পর থেকে কমবে তাপমাত্রাও।

West Bengal News Live: ‘আইন না মানার’ দাবিতে অবরোধ

বাইক নিয়ে তাঁরা হেলমেট না পরে রাস্তায় বেরোবেন, কিন্তু পুলিশ ধরতে পারবে না। করা যাবে না জরিমানাও। অদ্ভূত এই দাবিতে আজ দফায় দফায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার আক্রা রোডে।  পরিবহণমন্ত্রী যদিও জানিয়েছেন, এ সব বিষয় পুলিশ দেখবে।

WB News Live : বাধা পেয়ে কোর্টে

নির্দল হিসেবে মনোনয়নে বাধা। কোভিড বিধিভঙ্গের অভিযোগে আটক। চ্যালেঞ্জ করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা।  

West Bengal News Live: মনোনয়নে উত্তপ্ত দিনহাটা

পুরভোটের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র দিনহাটা। ৭টি ওয়ার্ড বিরোধীশূন্য। বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ। সঙ্গে কেন বাহিনী? প্রশ্ন উদয়নের। 

WB News Live : কলকাতা হাইকোর্টের সামনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

কলকাতা হাইকোর্টের সামনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বেশ কয়েকজনকে আটক করল পুলিশ।

West Bengal News Live: একাধিক ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর কাছে তথ্য তলব রাজ্যপালের

একাধিক ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর কাছে তথ্য তলব রাজ্যপালের। সংবিধানের ১৬৭ নম্বর ধারা উল্লেখ করে তথ্য তলব। মহামারী মোকাবিলার সরঞ্জাম, বাণিজ্য সম্মেলন, মা ক্যান্টিন সহ একাধিক ইস্যুতে তথ্য তলব। ‘মুখ্যমন্ত্রীর কাছে ২৫ জানুয়ারি চাওয়া তথ্যের জন্য অপেক্ষা করছি’। ‘বর্তমান সরকার  সাংবিধানিক আদর্শ থেকে অনেক দূরে অবস্থান করছে’। ‘আশা করছি মুখ্যমন্ত্রী সংবিধানের প্রতি দায়বদ্ধতা দেখাবেন’। ফের ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

WB News Live : সিএমআরআই হাসপাতালের বিরুদ্ধে জোড়া অভিযোগ স্বাস্থ্য কমিশনে

সিএমআরআই হাসপাতালের বিরুদ্ধে জোড়া অভিযোগ স্বাস্থ্য কমিশনে। স্বাস্থ্য কমিশনের গাইডলাইন না মেনে বিল করায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। সাঁইথিয়ার এক রোগীর থেকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা নেওয়ার অভিযোগ। করোনা আক্রান্ত পুলিশ কর্মীর মৃত্যু, পরিবারের সদস্যকে ৭ ঘণ্টা আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ। মামলার রায়দান স্থগিত করল স্বাস্থ্য কমিশন। নির্দিষ্ট প্যাকেজের থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ বেলঘরিয়ার জেনিথের বিরুদ্ধে। জেনিথ হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের।

West Bengal News Live: ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু হবে মার্চেই, মেট্রো রেলের পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত

ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু হবে মার্চেই, মেট্রো রেলের পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত। সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর  কাজও শেষ। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে আরও সময় লাগবে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হলে তারপরই চলবে মেট্রো।
‘মাঝেরহাট থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পথে একাধিক জটিলতা’, নিকাশি ও জলের পাইপলাইনের কারণে জটিলতা: সূত্র। ১৬ ফেব্রুয়ারি পুরসভার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক

WB News Live : গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব, ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস। সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে আসার দাবি সিবিআইয়ের: সূত্র। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব, দাবি সিবিআই সূত্রে।

West Bengal News Live: ভোটের আগেই বজবজ পুরসভা দখল তৃণমূল

ভোটের আগেই বজবজ পুরসভা দখল তৃণমূল। বজবজ পুরসভার ১২টি ওয়ার্ডেই নেই বিরোধী প্রার্থী। ২৭ ফেব্রুয়ারি ভোটের জন্য আজই ছিল মনোনয়নের শেষ দিন।

WB News Live : মনোনয়নে মমতার নির্দেশ অমান্য, দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল

মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য, দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল। অরূপ বিশ্বাসকে সরিয়ে সমন্বয়ের দায়িত্বে কুণাল ঘোষ, সওকত মোল্লা। দঃ ২৪ পরগনা পুরভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতাদেরই দায়িত্ব।

West Bengal News Live: 'এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি', ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ আদালতের

এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ। অবিলম্বে অভিযুক্তদের বেতন বন্ধ করার নির্দেশ। যে বেতন এখন অবধি পেয়েছেন তা উদ্ধার করতে নির্দেশ। 

WB News Live : 'এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি', ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ আদালতের

নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল । এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ । ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ আদালতের । নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

WB News Live : কলকাতা হাইকোর্টের সামনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

কলকাতা হাইকোর্টের সামনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ । দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ । বেশ কয়েকজনকে আটক করল পুলিশ। 

WB News Live : মনোনয়ন জমা দিয়ে বেরোনর সময় মিহির গোস্বামীকে লক্ষ্য করে ডিম

কোচবিহারের দিনহাটায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে ফের উত্তেজনা। মনোনয়ন জমা দিয়ে বেরোনর সময় মিহির গোস্বামীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ।  এদিন বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় থেকেই গণ্ডগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, বিধায়ক উদয়ন গুহর সামনেই মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল কর্মীরা। 

West Bengal News Live : ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী কমিশন?’ কমিশনকে প্রশ্ন আদালতের

চার পুরনিগমের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মামলায় সওয়াল-জবাব কলকাতা হাইকোর্টে। ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী কমিশন?’ রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন আদালতের। ‘রাজ্য পুলিশ দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে তারা আত্মবিশ্বাসী’ আদালতকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । রায়দান স্থগিত রেখেছে আদালত। 

WB News Live Update : অশোকনগর-কল্যাণগড় পুরসভায় তৃণমূলে ভাঙন

ভোটের আগে অশোকনগর-কল্যাণগড় পুরসভায় তৃণমূলে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন দুই বিক্ষুব্ধ তৃণমূল নেতা। ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে তাঁদের প্রার্থী করেছে কংগ্রেস। এদের মধ্যে একজন তৃণমূলের চারবারের কাউন্সিলর। গতকাল তৃণমূল কর্মী, সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ দেন শাসকদলের দুই নেতা। দু’জনেই পুরনো দলকে নিশানা করেছেন। প্রার্থী বাছাই করেছে দল, প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 

WB News Live Update : বোলপুরে হকি খেলতে খেলতে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূল প্রার্থীরা

একদিকে, বোলপুর পুরসভায় মনোনয়ন জমা দিতে আসা বিজেপি প্রার্থীদের আটকে রাখার অভিযোগ। অন্যদিকে, হকি খেলতে খেলতে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূল প্রার্থীরা। মহকুমা শাসকের দফতরের সামনে চলছে ফুটবল খেলাও

Bengal News Live :মনোনয়ন জমা দিতে আসা বিজেপি প্রার্থীদের দলেরই নেতার দোকানঘরে আটকে রাখার অভিযোগ

মনোনয়ন জমা দিতে আসা বিজেপি প্রার্থীদের দলেরই নেতার দোকানঘরে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর পুরসভার ঘটনা। এদিন বিজেপি প্রার্থীরা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেইসময় মহকুমা শাসকের দফতরের সামনে স্থানীয় বিজেপি নেতা কাঞ্চন ঘোষের দোকানঘরে বিজেপি প্রার্থীদের আটকে রাখেন তৃণমূল কর্মীরা। ফেসবুকে লাইভে অভিযোগ জানান ওই বিজেপি নেতা। 

Bengal News Live : সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর চারঘাট গার্লস স্কুলের ঘটনা। গ্রেফতার ভারপ্রাপ্ত শিক্ষিকা-সহ ২। ভাইরাল সাইকেল পাচারের ভিডিয়ো। স্থানীয় সূত্রে খবর, ৮টি সবুজ সাথী সাইকেল ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। জিজ্ঞাসাবাদে ভ্যান চালক দাবি করেন, একেকটি সাইকেলের দাম ৩৭০ টাকা।

West Bengal News Live : এখনই খুলে দেওয়া উচিত ছোটদের স্কুল, প্রতিক্রিয়া নোবেলজয়ী অভিজিতের

সমীক্ষায় করোনাকালে স্কুল শিক্ষায় উদ্বেগের ছবি। এখনই খুলে দেওয়া উচিত ছোটদের স্কুল। জানাব সরকারকে। প্রতিক্রিয়া নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। একমত চিকিৎসক অভিজিত চৌধুরীও।

WB News Live Updates : টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন মেমারি পুরসভার তৃণমূলের ২ বারের কাউন্সিলর

টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন মেমারি পুরসভার তৃণমূলের ২ বারের কাউন্সিলর। ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ২০১০ ও ২০১৫-য় তৃণমূলের কাউন্সিলর ছিলেন রূপা খাঁড়া। তৃণমূলত্যাগী ওই নেত্রীর দাবি, এবার ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও দল ওই ওয়ার্ডে প্রার্থী করেছে পদ্ম ক্ষেত্রপালকে। 

Bengal News Live Updates : বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক

হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ। আটকদের মধ্যে অ্যাপ ক্যাব চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও দু’  জনের হদিশ মেলে। 

Bengal News Live Update : গোটা শহরজুড়ে BJP প্রার্থী স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের পোস্টার

দাঁইহাট পুরসভায় বিজেপি নেত্রীর ও তাঁর স্বামীর ছবি দিয়ে আপত্তিকর পোস্টার। এবার পাশাপাশি দুটি ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ওই দম্পতি। এরপরই গোটা শহরজুড়ে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের পোস্টার দেখা যায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live : ' এবার শিলিগুড়িতে দিদিই থাক' পুরভোটের আগে শিলিগুড়িজুড়ে পোস্টার

পুরনো বিজেপি দিচ্ছে ডাক। এবার শিলিগুড়িতে দিদিই থাক। পুরভোটের আগে শিলিগুড়িজুড়ে পোস্টার। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির কটাক্ষ, তৃণমূলের এমনই অবস্থা এ ধরনের পোস্টার লাগাতে হচ্ছে। তৃণমূলের পাল্টা দাবি, তাদের জয় এমনিতেই নিশ্চিত, এটা গেরুয়া শিবিরের সঙ্গে বাম-কংগ্রেস জোটের ষড়যন্ত্রের ফল।

WB News Live Update : পুরভোটে তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত

পুরভোটে তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত। টিকিট না পাওয়ায় ১৮ জন অনুগামী-সহ নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া-কোতরং পুরসভার উপ পুর প্রশাসক। এই পুরসভার ২ বারের চেয়ারম্যান পিনাকী ধামালি। এবার দলের টিকিট না পাওয়ায় ক্ষোভ, স্পষ্ট জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। তৃণমূলের জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া, গণতন্ত্রে যে কেউ নির্দল হিসেবে লড়তে পারে। তবে এখন যারা দলের বিরুদ্ধে তাদের আর কোনওভাবেই ফেরানো হবে না, হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির।

WB Live News : ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় ৩ জনের নামে হুলিয়া

ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় ৩ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই। দেবেন সরেন, রাজকিশোর মাহাতা ও হরেকৃষ্ণ মাহাতা এই তিনজনের ছবি প্রকাশ করে, তাদের ধরার জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২১-এর ৬ মে জামবনি থানায় অভিযোগ দায়ের করেন ফগল মান্ডি। অভিযোগে তিনি বলেন, আগের দিন অর্থাৎ ৫ মে, তাঁর দাদাকে রাজনৈতিক কারণে খুন করা হয়। সেই খুনের মামলার তদন্তভার নেয়ে সিবিআই।

WB News Live : তৃণমূল টিকিট না মেলায় কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান

তৃণমূল টিকিট না মেলায় কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তৃণমূল ত্যাগী নেতার দাবি, প্রাথী তালিকা বেরোনোর পর তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি।কেন তাঁকে বাদ দেওয়া হল তাও জানানো হয়নি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।

WB News Live : চড়চড় করে বাড়ছে মুরগির মাংসের দাম

চড়চড় করে বাড়ছে মুরগির মাংসের দাম। খোলা বাজারে ইতিমধ্যেই কাটা মুরগির বিক্রি হচ্ছে ২২০ টাকায়। যেখানে পাইকারি বাজারে গোটা মুরগির দাম ১২৩ টাকা। সরকারি ন্যায্য মূল্যের দোকানেও মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে। বিয়ের মরশুমে আগামী কয়েকদিনে মুরগির মাংসের দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। দামের ঠেলায় টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। 

West Bengal News Live: কোচবিহারে নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি!

নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি! বিতর্কে কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের কেউ নির্দল হয়ে দাঁড়ালে ব্যবস্থা নেবে দল। সতর্কবার্তা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতিরও। এটাই তৃণমূলের কালচার, কটাক্ষ বিজেপির। 

WB News Live : হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক

হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ। আটকদের মধ্যে অ্যাপ ক্যাব চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও দু’  জনের হদিশ মেলে। গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডের ওই লোহার দোকানে হানা দেয় তিন দুষ্কৃতী। মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ১ কোটি টাকা লুঠ করে বলে অভিযোগ।

WB Election live : টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা উত্তরপাড়া-কোতরং পুরসভার উপ পুর প্রশাসকের

পুরভোটে তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত। টিকিট না পাওয়ায় ১৭ জন অনুগামী-সহ নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া-কোতরং পুরসভার উপ পুর প্রশাসক। এই পুরসভার ২ বারের চেয়ারম্যান পিনাকী ধামালি। এবার দলের টিকিট না পাওয়ায় ক্ষোভ, স্পষ্ট জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। তৃণমূলের জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া, গণতন্ত্রে যে কেউ নির্দল হিসেবে লড়তে পারে। তবে এখন যারা দলের বিরুদ্ধে তাদের আর কোনওভাবেই ফেরানো হবে না, হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির।  

West Bengal News Live : বিজেপি প্রার্থী অরুণাভ রায়ের ওপর হামলার অভিযোগ

বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুণাভ রায়ের ওপর হামলার অভিযোগ। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ গান্ধী কলোনীর কাছে ঘটনাটি ঘটে। বিজেপি প্রার্থীর অভিযোগ, দেওয়াল লেখার জন্য বাইকে চড়ে গান্ধী কলোনীর দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ভোটার তৃণমূলের প্রার্থী? বিজেপির অভিযোগ হুগলিতে

তৃণমূলে প্রার্থী বিক্ষোভের মধ্যেই এবার ভিনরাজ্যের ভোটার-বিতর্ক। হুগলির রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থসারথী গুপ্ত। বিজেপির অভিযোগ, তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ভোটার। এ নিয়ে এলাকায় পোস্টারও লাগিয়েছে বিজেপি। প্রার্থী পদ বাতিলের দাবিতে মহকুমা শাসকের কাছে অভিযোগও জানিয়েছে তারা। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, গোটাটাই চক্রান্ত। প্রার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব। মহকুমা শাসক জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। 

WB News Live Updares : বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন। টাকা লুঠের অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়নার ঘটনা। মৃতের নাম হামিদ আলি খান। স্থানীয় সূত্রে খবর, লটারির দোকান বন্ধ করে গতকাল রাত সোয়া ১০টা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইক আরোহী তিন দুষ্কৃতী ব্যবসায়ীর পথ আটকে গুলি চালায়। সঙ্গে থাকা ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

WB News Live : ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি

সকাল থেকে ঘন কুয়াশা। ইএম বাইপাস-সহ কলকাতার পূর্ব প্রান্তে কুয়াশার চাদর। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। এদিকে, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল উত্তরবঙ্গে বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। 

West Bengal News Live : হরিদেবপুর থানা এলাকা থেকে বিদেশি প্রজাতির পোষা কুকুর চুরির অভিযোগ

হরিদেবপুর থানা এলাকা থেকে বিদেশি প্রজাতির পোষা কুকুর চুরির অভিযোগ। কুকুরটিকে বাইকে এসে দুজন নিয়ে যাচ্ছে, এমন ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।থানায় দায়ের হয়েছে অভিযোগ

West Bengal News Live : কংগ্রেসের মিছিলে পা মেলালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি পুরভোটের প্রচারে কংগ্রেসের মিছিলে পা মেলালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার। এখন জোট না হলেও, ভোটের পরে প্রয়োজনে দু’দল কাছাকাছি আসবে বলে জানালেন বাম ও কংগ্রেসের জেলা নেতৃত্ব। আর এনিয়েই কটাক্ষ করেছে তৃণমূল।

প্রেক্ষাপট

এক নজরে আজকের হেডলাইনস (Headlines Today)

- শুভেন্দু নিয়ে বিস্ফোরক কুণাল (Kunal Ghosh)। বললেন, শুভেন্দু (Suvendu Adhikari)আর ওর সঙ্গে যারা গিয়েছিল, তারাও ফিরতে চাইছে। 


- এবার অভিষেকের তত্ত্বের পক্ষে সরব সৌগত (Saugata Roy) । বললেন, অভিষেক (Abhishek Banerjee)  যা বলছে ঠিকই বলছে। পার্থ-মমতার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ।


- তৃণমূল (TMC) -আইপ্যাক (I Pac) সংঘাতের মধ্যেই পিকের হয়ে সওয়াল সৌগতর। বললেন, তৃণমূলের জয়ে ভাল ভূমিকা নিয়েছিল আইপ্যাক। 


-মতার নির্দেশ উড়িয়ে প্রথম তালিকা ধরেই ডায়মন্ড-বজবজে মনোনয়ন! প্রার্থীদের নিয়ে অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের মিছিল।


- প্রথম তালিকা ধরে বজবজে তৃণমূলে প্রার্থী। মনোনয়নে ভয় দেখানোর অভিযোগ অফিসিয়াল প্রার্থীদের।


- মমতা (Mamata Banerjee)-অনুমোদিত তালিকাই চূড়ান্ত। প্রার্থী নিয়ে ফের বার্তা পার্থর।


-টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ। বিজেপিকেই ভোট দিতে বারণ খড়গপুরে বিজেপি নেত্রীর।


- তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে ধুন্ধুমার। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। 


- -৪৫ বছরে এই প্রথম। কাঁথি পুরভোটে নেই অধিকারী পরিবার।


- লখনউয়ে অখিলেশকে পাশে বসিয়ে হুঙ্কার মমতার। বললেন, বিজেপি উত্তরপ্রদেশে হারলে, দেশেও হারবে। বিজেপি খতরনাক পার্টি।


- বিজেপির সঙ্গে আঁতাঁত নিয়ে নাম না করে কংগ্রেসের সঙ্গে মিমকেও আক্রমণে মমতা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.