West Bengal News Live Updates: রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই রাজভবনে মুখ্যসচিব

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 09 Sep 2023 11:43 PM
WB News Live: আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-এর মাধ্যমে প্রতারণার অভিযোগ

আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-এর মাধ্যমে প্রতারণার অভিযোগ পঞ্চসায়রের বাসিন্দার। কোনও OTP বা CVV নম্বর ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ। ব্যাঙ্ক, পঞ্চসায়র থানা এবং লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

WB News Live: প্রদেশ নেতৃত্বকে ফের কটাক্ষ কৌস্তভের

এখনও না শোধরালে ভয়ঙ্কর দিন আসছে, প্রদেশ নেতৃত্বকে ফের কটাক্ষ কৌস্তভ বাগচীর।

WB News Live: ধূপগুড়িতে জোট প্রার্থীর জামানত জব্দ, ফের কটাক্ষ কৌস্তভ বাগচীর

ধূপগুড়িতে জোট প্রার্থীর জামানত জব্দ, ফের কটাক্ষ কৌস্তভ বাগচীর। বললেন, 'তৃণমূলের সঙ্গে কংগ্রেসের এই সম্পর্ক ভাল চোখে দেখছে না সাধারণ মানুষ। কলকাতায় এক রকম অবস্থান, দিল্লিতে আরেক অবস্থান, এটা চলতে পারে না।'

WB News Live: নতুন শিক্ষানীতি রাজ্যের

জাতীয় শিক্ষানীতির প্রেক্ষিতে এবার নতুন শিক্ষানীতি রাজ্যের। আগের মতোই মাধ্যমিক, উচ্চপ্রাথমিকে থাকছে ত্রিভাষা, অষ্টম থেকে সিমেস্টার। প্রকাশিত রাজ্যের শিক্ষানীতির বিজ্ঞপ্তি।

West Bengal News Live: মন্ত্রিসভার রদবদলের ফাইল সইয়ের সুপারিশ করতেই রাজভবনে মুখ্যসচিব: সূত্র

রাজভবনে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। মন্ত্রিসভার রদবদলের ফাইল সইয়ের সুপারিশ করতেই রাজভবনে মুখ্যসচিব: সূত্র। মুখ্য়মন্ত্রী বিদেশ সফরের আগেই মন্ত্রিসভার রদবদল করতে চান: সূত্র।

WB News Live: উপনির্বাচন, পঞ্চায়েত, পুরসভার লুঠ আসলে ভোট নয়: শুভেন্দু

'উপনির্বাচন, পঞ্চায়েত, পুরসভার লুঠ আসলে ভোট নয়। ভোট হবে ২০২৪-এ, তার আগে একসঙ্গে ভোট হলে সরকার গেল। ৫ বছর নয়, ৩ বছরেই সরকার পড়ে যাবে। তাই জোট বাঁধুন,' সালকিয়ার সভা থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB News Live: রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই রাজভবনে মুখ্যসচিব

রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই রাজভবনে মুখ্যসচিব। রাজভবনে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।

West Bengal News Live: সিপিএমের নিচুতলার কর্মীদের আহ্বান শুভেন্দুর

''বাংলাকে বাঁচাতে চাইলে 'নো ভোট টু মমতা' বলুন'', সালকিয়ার সভা থেকে সিপিএমের নিচুতলার কর্মীদের আহ্বান শুভেন্দু অধিকারীর।

WB Live Updates: ধূপগুড়িতে হারের দায় সিপিএমের উপর চাপালেন শুভেন্দু অধিকারী

ধূপগুড়িতে হারের দায় সিপিএমের উপর চাপালেন শুভেন্দু অধিকারী। 'ভোট কাটতেই ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী করেছিল সিপিএম, বাংলায় যাতে তৃণমূল চুরি করতে পারে, সেই কাজটাই করছেন সেলিমরা,' আক্রমণ শুভেন্দুর।

West Bengal Live: প্রতিক্রিয়া মেলেনি দেব, নুসরত, সায়নীর

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের আক্রমণের পর এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি দেব, নুসরত, সায়নীর। 'কবে অভিনেতা হলেন, কবে রাজনীতিক, এটাই তো বড় প্রশ্ন,' হিরণের অভিযোগের কোনও গুরুত্ব নেই, পাল্টা দাবি তৃণমূলের।

West Bengal News Live: হিরণের নিশানায় দেব-নুসরত-সায়নী

দুর্নীতি ইস্য়ুতে হিরণের নিশানায় দেব-নুসরত-সায়নী। 'তৃণমূলে যোগ দেওয়ার পর চোর ও দুর্নীতির ভ্যাকসিন দেয়। দীপক অধিকারী থেকে নুসরত জাহান, সায়নী ঘোষ - তৃণমূলে যোগ দেওয়ার পরই অ্যাকশন শুরু হয়ে যায়, চোর হয়ে যায়। তৃণমূলের সঙ্গে যাওয়া মানে অসৎ সঙ্গে সর্বনাশ হবে,' আক্রমণে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

WB News Live: ধূপগুড়িতে পরাজয়ের পর উত্তরবঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

ধূপগুড়িতে পরাজয়ের পর উত্তরবঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। 'তৃণমূল থেকে অসৎ ব্যক্তিদের নিয়ে দল ভরানো হচ্ছে, তার পরিণামে এই ফল,' মন্তব্য জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক অজয় সাহার। 'চোর ধরো জেল ভরো পরিণত হয়েছে চোর ধরো, ঘর ভরোতে,' সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তর। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি সভাপতি।

WB News Live: রানিনগরকাণ্ডে গ্রেফতার ৩৬

মুর্শিদাবাদের রানিনগর থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলা। গ্রেফতার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বাম-কংগ্রেসের ৩৬ নেতা-কর্মী।

West Bengal News Live Updates: কী হবে মধ্যরাতে?

যা করেছি তাতে গর্বিত। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে দেখুন কী হয়, সংঘাত আরও তুঙ্গে তুলে শিক্ষামন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের।

WB News Live: থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ

থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর।

West Bengal News Live: সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ

খড়গপুরে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক গ্রেফতার, জেলায় জেলায় প্রতিবাদ।এসপি, এসডিও-র কাছে বিভিন্ন সংগঠনের স্মারকলিপি। বর্ধমানে প্রতিবাদ সভা।

WB News Live: উত্তরবঙ্গে অক্সিজেন তৃণমূলের

চব্বিশের আগে শেষ ভোটে উত্তরবঙ্গে অক্সিজেন তৃণমূলের। গড়েই ধাক্কা বিজেপির। ধূপগুড়ি পুনরুদ্ধার শাসকের। ৪ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায়। 

West Bengal News LIVE Updates: 'শহরে নতুন ভ্যাম্পায়ার, সবাই সাবধানে থাকুন', নতুন শ্লেষ শিক্ষামন্ত্রীর

রাজ্যপালের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন শ্লেষ শিক্ষামন্ত্রীর। 'শহরে নতুন ভ্যাম্পায়ার, সবাই সাবধানে থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী এখন রাক্ষস প্রহরের অপেক্ষায় আছি', রাজ্যপালের মধ্যরাত সংক্রান্ত মন্তব্যের পর ব্রাত্যর পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

WB News LIVE Updates: নতুন রাস্তা নতুন করে তৈরির জন্য লক্ষ লক্ষ টাকার টেন্ডার পাস করানোর অভিযোগ

নতুন রাস্তা নতুন করে তৈরির জন্য লক্ষ লক্ষ টাকার টেন্ডার পাস করানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। রাস্তা পরিদর্শনে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেন জেলা পরিষদের সভাধিপতি। দুর্নীতি হলে আগের বোর্ড বা সরকারি আধিকারিকরা, ছাড় পাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা সরকারি আধিকারিকদের ঘাড়ে দায় চাপিয়েছেন প্রাক্তন সভাধিপতি। 

West Bengal News LIVE Updates: রণক্ষেত্র রানিনগর, গ্রেফতার ৩৬ জন বাম-কংগ্রেস নেতা-কর্মী

রণক্ষেত্র রানিনগর, গ্রেফতার ৩৬ জন বাম-কংগ্রেস নেতা-কর্মী। গতকাল রানিনগরে থানা ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলা। গ্রেফতার কংগ্রেস নেতা ও রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলিকে। গতকাল পঞ্চায়েত সমিতির বিজয় সমাবেশের পর রণক্ষেত্র হয়ে ওঠে রানিনগর। অধীর চৌধুরীর সমাবেশে কংগ্রেস কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের

WB News LIVE Updates: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হুঁশিয়ারির একদিনের মধ্যেই পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হুঁশিয়ারির একদিনের মধ্যেই পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। 'যা করেছি, তাতে আমি গর্বিত', মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কী হয়, মন্তব্য সিভি আনন্দ বোসের

West Bengal News LIVE Updates: ডাকাতির ছক কষা হয়েছিল জেলে বসে

পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির ছক কষা হয়েছিল জেলে বসে। ধৃতদের জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, সেই পরিকল্পনা অনুযায়ী পুরুলিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে মিলিত হয় ডাকাতরা। সেখান থেকেই ২৯ অগাস্ট, দুুপুরে তারা পুরুলিয়া শহরের নামোপাড়ায় গয়নার শোরুমে হানা দেয়। ৯ দিন আগে ২০ অগাস্ট থেকে পুরুলিয়ায় রেকি শুরু করে
ডাকাতরা। এরপর ফাইনাল অপারেশনের দিন প্রায় ৮ কোটি টাকার সোনা, হিরের গহনা এবং শোরুমের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয় ৭ জনের ডাকাতদল। এই ঘটনায় ৬ সেপ্টেম্বর দিল্লি থেকে বিকাশ কুমার নামে এক দুষকৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বিহারের নালন্দায়। এরপর গতকাল করমজিৎ সিং সিধু নামে আরও এক ডাকাতকে ঝাড়খণ্ডের সুদামডি থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডেই। বাকিদের খোঁজ চলছে। 

WB News LIVE Updates: কৌশিকী আমাবস্যায় রাতেও খোলা থাকবে তারাপীঠ মন্দির? ভক্তদের জন্য সুখবর

তারাপীঠের (Tarapith) মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে দেশে ও বিদেশে। প্রতিদিনই ভক্তদের সমাগম লেগেই আছে মন্দিরে। নিত্য পুজোপাঠ তো হয়েই থাকে, তাছাড়াও শনি-মঙ্গলবার এবং বিশেষ দিনগুলিতে বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে এখানে। শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনও ভক্ত খালি হাতে ফেরে না। তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) সারা বছরই জনসমাগম হয়। কৌশিকী আমাবস্যায় পুণ্যার্থীদের কথা ভেবে আগামী ১৩ এবং ১৪ অক্টোবর সারাদিন সারারাত মন্দির খোলা থাকবে।  ভক্তদের কথা ভেবে কৌশিকী আমাবস্যায় পর পর দুদিন সারারাত তারাপীঠে মায়ের মন্দির খোলা থাকবে। এমনই সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। 

West Bengal News LIVE Updates: নিউটাউনের বনমালীপুরে গোষ্ঠীকোন্দলে পুড়ল তৃণমূলের বুথ সভাপতির গাড়ি

নিউটাউনের বনমালীপুরে গোষ্ঠীকোন্দলে পুড়ল তৃণমূলের বুথ সভাপতির গাড়ি। অভিযোগের তির রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রবীর মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল বুথ সভাপতি বাপি মণ্ডলের অভিযোগ, গতকাল রাতে তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেয় দলেরই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা। এর আগেও প্রবীর মণ্ডল তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের বুথ সভাপতি বাপি মণ্ডল। গতকালের ঘটনায় টেকনোসিটি থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটে থাকতে বলে দাবি করেছেন তৃণমূল সদস্য প্রবীর মণ্ডল। 

WB News LIVE Updates: অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল

ধূপগুড়ি বিধানসভা হাতছাড়া হওয়ার দিনেই অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সামনেই জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। দলীয় সভায় ঢুকে পড়ে বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, কীসের বিনিময়ে পুরসভা নির্বাচনে বোলপুরে তৃণমূলকে ওয়াক ওভার দিলেন জেলা সভাপতি? গতকাল কীর্ণাহারে এই ঘটনা ঘটে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের দাবি, কৃত্রিমভাবে বিক্ষোভ তৈরি করা হয়েছে। বিক্ষোভকারীরা বিজেপির কেউ নয়। জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

West Bengal News LIVE Updates: জাতীয় শিক্ষানীতি হুবহু মানছে না রাজ্য, বিজ্ঞপ্তিতে প্রকাশ

নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। জাতীয় শিক্ষানীতি হুবহু মানছে না রাজ্য, বিজ্ঞপ্তিতে প্রকাশ। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক থাকছে আগের মতোই। এক বছরের প্রাক প্রাথমিক, উচ্চ প্রাথমিকে থাকছে ত্রিভাষা নীতি। স্কুলস্তরে থাকছে সিমেস্টার পদ্ধতি, উল্লেখ বিজ্ঞপ্তিতে


 

WB News LIVE Updates: তিনদিনের শিশুর মৃত্যু ঘিরে মালদার চাঁচলে নার্সিংহোমে ধুন্ধুমার, চলল ভাঙচুর

তিনদিনের শিশুর মৃত্যু ঘিরে মালদার চাঁচলে নার্সিংহোমে ধুন্ধুমার। চলল ভাঙচুর। চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়ান মৃত শিশুর আত্মীয়রা। নার্সিংহোম কর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি বেধে যায়। পরিবার সূত্রে খবর, ৬ সেপ্টেম্বর সন্তান প্রসব করেন এক মহিলা। আজ সকালে মৃত্যু হয় সদ্যোজাতর। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে নার্সিংহোমে তাণ্ডব চালায় মৃত শিশুর পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News LIVE Updates: মেট্রো-বিভ্রাটে বিপত্তি

মেট্রো-বিভ্রাটে বিপত্তি। সকাল ৭টা ৫০-এর ট্রেন টালিগঞ্জ থেকে ছেড়ে কালীঘাটে পৌঁছনোর পর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহের সমস্যায় দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। কলেজের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা চলছে। সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। কেউ আবার অফিস যেতে নাকাল হন। কখনও বেশি ভাড়া, কখনও আবার ক্যান্সেলেশনের সমস্যা, অ্যাপ ক্যাব পেতে কালঘাম ছোটে যাত্রীদের। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকছে হলুদ ট্যাক্সি। বাসে বাদুড়ঝোলা ভিড়, ট্রামেও মাছি গলবার জায়গা নেই। অটো স্ট্যান্ডেও লম্বা লাইন। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। টালিগঞ্জ থেকে রাসবিহারীর ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। দিনটা শনিবার হলেও, মেট্রো-বিভ্রাটে সমস্যায় পড়েছেন কয়েক হাজার যাত্রী। 

WB News LIVE Updates: মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা

ফের মেট্রো যাত্রীদের ভোগান্তি। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মেট্রো সূত্রে খবর, কালীঘাট স্টেশনে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। তার জেরে সকাল ৮টা ১২ মিনিট থেকে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। টালিগঞ্জ ও ময়দান স্টেশনের মাঝে ব্যাহত হয় পরিষেবা। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান ও নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। 

West Bengal News LIVE Updates: ইলিশ নিলামে দুর্নীতির অভিযোগ উঠল মৎস্য দফতরের বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনায় খোকা ইলিশ নিলামে দুর্নীতির অভিযোগ উঠল মৎস্য দফতরের বিরুদ্ধে। সরকারি নিয়মে ২৩ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা আইনত দণ্ডনীয়।

WB News LIVE Updates: ধূপগুড়ি বিধানসভা হাতছাড়া হওয়ার দিনেই বীরভূমের কীর্ণাহারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

ধূপগুড়ি বিধানসভা হাতছাড়া হওয়ার দিনেই বীরভূমের কীর্ণাহারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সামনেই জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির । অভিযোগে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, কীসের বিনিময়ে বোলপুরে তৃণমূলকে ওয়াক ওভার দিলেন জেলা সভাপতি?  বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের দাবি, কৃত্রিমভাবে বিক্ষোভ তৈরি করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা

West Bengal News LIVE Updates: ফের মেট্রো যাত্রীদের ভোগান্তি।

ফের মেট্রো যাত্রীদের ভোগান্তি। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মেট্রো সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। তার জেরে সকাল ৮টা ১২ মিনিট থেকে রবীন্দ্র সরোবর ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। টালিগঞ্জ ও ময়দান স্টেশনের মাঝে ব্যাহত হয় পরিষেবা। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান ও নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। 

WB News LIVE Updates: মেয়রের ফোনে মানভঞ্জন

মেয়র ফিরহাদ হাকিমের ফোনে হল মানভঞ্জন। পদত্যাগ করছেন না তারক সিং। গতকাল কলকাতায় জমা জল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ফিরহাদ হাকিম। এরপরই পদত্যাগের কথা বলেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং। পরে, মেয়রের ফোন পাওয়ার পর ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি।

West Bengal News LIVE Updates: মুখ ফেরাচ্ছে উত্তরবঙ্গ?

এবার উত্তরবঙ্গেও ফুটল ঘাসফুল! বিজেপির হাতে থাকা ধূপগুড়ি আসনটি উপনির্বাচনে ছিনিয়ে নিল তৃণমূল। শক্তঘাঁটি উত্তরবঙ্গেও কি তাহলে আলগা হচ্ছে গেরুয়া শিবিরের রাশ? ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটা কি বিজেপির পক্ষে অশনি সংকেত? উঠছে প্রশ্ন।   

WB News LIVE Updates: দল-বদলে টাকার প্রলোভন?

পুরুলিয়ার ঝালদায় দলবদল করিয়ে কংগ্রেসের পুরবোর্ড ফেলে দেওয়ার নেপথ্যে রয়েছে টাকার প্রলোভন! ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেসত্যাগী কাউন্সিলর পিন্টু চন্দ্রের পরিবারের তরফে এমনই বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল! 

West Bengal News LIVE Updates: ধূপগুড়িতে ধরাশায়ী জোট

ধূপগুড়িতে কাজে এল না বাম-কংগ্রেসের সাগরদিঘি মডেল। ঈশ্বরচন্দ্র রায় রক্ষা করতে পারলেন না সিপিএম-কংগ্রেসকে। মুম্বইয়ে 'দোস্তি', ধূপগুড়িতে 'কুস্তি'! দ্বিচারিতার মাসুল গুণল সিপিএম-কংগ্রেস? উঠছে প্রশ্ন। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী লজ্জাজনক হারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। 

WB News LIVE Updates: ফের পরিযায়ী-মৃত্যু

মালদার পর এবার দক্ষিণ ২৪ পরগনা। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বাড়ি তৈরির ঋণ মেটাতেই গিয়েছিলেন গুজরাতে। সেখানেই ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। রাজ্যে কাজ না থাকায়, বাইরে যেতে হয়েছিল, আক্ষেপ করছেন মৃতের পরিজনেরা। 

West Bengal News LIVE Updates: ধূপগুড়ি তৃণমূলের

উপনির্বাচনে, বিজেপির হাতে থাকা ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! ২৮ মাস আগে জেতা আসনে দ্বিতীয় হল বিজেপি। মাত্র ৬.৫২ শতাংশ ভোট পেয়ে জমানত জব্দ হল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর। ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

প্রেক্ষাপট

কলকাতা: চব্বিশের আগে শেষ ভোটে উত্তরবঙ্গে (North Bengal) অক্সিজেন তৃণমূলের (TMC)। গড়েই ধাক্কা বিজেপির (BJP)। ধূপগুড়ি পুনরুদ্ধার শাসকের। ৪ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায়। 


মানুষের জয়, ধূপগুড়ি জিতে বললেন মমতা। জিততে নয়, লড়তে গিয়েছিলাম, বললেন অধীর। হারের কারণ পর্যালোচনা করবে দল, প্রতিক্রিয়া বিজেপির। 


তৃণমূলের সঙ্গে কুস্তিতে হার। ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের। ঘাসফুলকে রুখতে পারলেন না অধীর-সেলিম। ৬ শতাংশেই আটকে বামপ্রার্থীর ভোট।


ধূপগুড়িতে জোটের জামানত বাজেয়াপ্ত। কলকাতায় চোর, মুম্বইয়ে সাধু, এরই ফলাফল ধূপগুড়ি। যাই হোক সমুদ্র জিতেছে, পুকুর হারলে ক্ষতি কী! নাম না করে অধীরকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট কৌস্তভের। 



মহকুমা প্রতিশ্রুতিতেই ধূপগুড়ি জয় তৃণমূলের, দাবি খোদ বিজেপির পরাজিত প্রার্থীর। উন্নয়ন চলবে, মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট অভিষেকের। 
 
৬ রাজ্য়ে ৭ উপনির্বাচনে এনডিএকে টেক্কা ইন্ডিয়ার। চারটিতেই হারল গেরুয়া শিবির। যোগীরাজ্যের ঘোসিতেও ধাক্কা বিজেপির। ত্রিপুরা ও উত্তরাখণ্ডে জয় পদ্মের।


কংগ্রেস কর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়ার অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদের রানিনগর। থানায় তাণ্ডব, তৃণমূলের পার্টি অফিসে আগুন। 


রানিনগরে কংগ্রেসের তাণ্ডব। নিজেরা আইনের শাসনের কথা বলেও বামেদের সঙ্গে হাত মিলিয়ে হামলা, আক্রমণে তৃণমূল। নিন্দা করেও কারণ নিয়ে প্রশ্ন অধীরের। 


কেষ্ট-ভূমেই খোদ তৃণমূলের কোর কমিটির সদস্য কাজলের মুখে বিজেপির স্তুতি। 


শুভেন্দুকে হুমকি জগদ্দলের তৃণমূল বিধায়কের। উত্তেজনার বশে বলে ফেলেছেন। সাফাই তাপস রায়ের।


বোসের সঙ্গে সংঘাতের মধ্যেই ব্রাত্যর ডাকা বৈঠকে গরহাজির ১৯জন রেজিস্ট্রার! এলেন মাত্র ১২জন। 


রাজ্যপালের বিরুদ্ধে উচ্চশিক্ষায় অরাজকতা সৃষ্টির অভিযোগ। রাজভবনের সামনে বিক্ষোভ সরকারপন্থী প্রাক্তন উপচার্যদের। রেজিস্ট্রারদের নিয়ে বৈঠকে ব্রাত্য।


জি ২০ সম্মেলনের সাফল্য ও বাংলার মঙ্গল কামনায় রাজ্যপালের গঙ্গাপুজো। সঙ্গী বোস নিয়োজিত উপাচার্যরা।


ধোপে টিকল না অসুস্থতার যুক্তি, ফের খারিজ পার্থর জামিনের আর্জি। অধ্যাপকদের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত আমার নয়, সরকারের। সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 


পুলিশের সঙ্গে সিআরপিএফের উপস্থিতিতে খেজুরির পঞ্চায়েত উপ সমিতির বোর্ড গঠন। নির্দেশ হাইকোর্টের। ডিএম অফিসে হবে ভোটগ্রহণ। 


পুলিশ থাকলেও কেন অশান্তি? খেজুরিতে উপ সমিতির বোর্ড গঠনেও বোমাবাজিতে প্রশ্ন ক্ষুব্ধ হাইকোর্টের। বিস্ফোরক আইনের অন্য ধারা দেওয়ায় ভর্ৎসনা।


যাদবপুরে র‍্যাগিংয়ের শিকার ছাত্র, অবশেষে পকসোর ধারা যুক্ত। ধৃত ১২জনের বিরুদ্ধেই পকসো ধারা। যাদবপুর থানার হাত থেকে তদন্তে কলকাতা গোয়েন্দা পুলিশ। 


হরিদেবপুরের হোমে ২ নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ। প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ছাড়াও গ্রেফতার হোমের প্রাক্তন রাঁধুনি। পকসো আইনে মামলা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.