WB News Live : জয়নগর থেকে মোয়ার হাব তৈরির ঘোষণা মমতার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 09 Jan 2024 03:26 PM
WB News Live : জয়নগর থেকে মোয়ার হাব তৈরির ঘোষণা মমতার

জয়নগরে এবার খুলবে মোয়ার হাব। প্রশাসনিক সভা থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, জয়নগরের মোয়া ইতিমধ্যেই GI পণ্যের তকমা পেয়েছে। বিশ্বব্যাপী খ্যাতি হয়েছে জয়নগরের মোয়ার। তাই এবার জয়নগগরে মোয়ার হাব তৈরি করা হবে, যাতে একই জায়গা থেকে সব ধরনের মোয়া কিনতে পারেন গ্রাহকরা। জয়নগর থেকে নেতারা মোয়া পাঠালেও, মোটা হবেন বলে তিনি তা খেতে পারেন না বলেও এদিন জানান মমতা। (Mamata Banerjee)

West Bengal News Live :বিস্ফোরক মন্তব্য শোভনদেব

ইডি গেলেই জন বিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। 

WB News Live : 'এনআরসি, সিএএ-র নামে..', জয়নগরের প্রশাসনিক সভা থেকে হুঙ্কার মমতার

'এনআরসি, সিএএ-র নামে হইচই শুরু হবে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁরা নাম তুলে আসুন', জয়নগরের প্রশাসনিক সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live :প্রয়াত কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার

প্রয়াত কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার তালুকদার। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে দুপুর ১২,১৫ মিনিটে প্রয়াত তুষার তালুকদার। 
 

WB News Live : শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ

শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। 

West Bengal News Live :জয়নগরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী

জয়নগরের বহড়ু হাইস্কুল মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভা । এই সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে জয়নগরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সভা সেরে আজই ফিরবেন কলকাতায়। বাবুঘাটেও আজ তাঁর একটি কর্মসূচি রয়েছে।

WB News Live : বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিস ঘেরাও

সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিস ঘেরাও। বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বিডিও অফিসের দরজা বন্ধ করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। বিডিও অফিসের বাইরে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের। 

West Bengal News Live : ইডির ওপর হামলার ৪ দিন পর এখনও গ্রেফতারি শূন্য

ইডির ওপর হামলার ৪ দিন পর এখনও গ্রেফতারি শূন্য। খোঁজ নেই হামলার মাস্টারমাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও। কোথায় লুকিয়ে অনুরাগীরা যাকে গর্ব করে বাঘ বলে ডাকেন সেই শেখ শাহজাহান? শাসক শিবিরে পরস্পরবিরোধী একাধিক বক্তব্য ধোঁয়াশা বাড়াচ্ছে। যদিও সন্দেশখালির ঘটনা নিয়ে নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের নবনিযুক্ত ডিজি। 

WB News Live :অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায়, গুলি চালানোর হুমকি

অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায়, গুলি চালানোর হুমকি। গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দামি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয় দুই যুবক। অভিযোগ পেয়ে পৌঁছয় পাটুলি থানার পেট্রোলিং ভ্যান। আগ্নেয়াস্ত্র সমেত দুই যুবককে গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্র ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ দামি গাড়ি চড়ে মত্ত অবস্থায় আসে দুই যুবক। গড়িয়া মোড়ের অটো স্ট্যান্ডে গিয়ে সোনারপুর যেতে বলে অটো চালককে। তিনি রাজি না হওয়ায়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। ধৃত দীপায়ন দত্ত গড়িয়া নারকেলবাগানের বাসিন্দা। তার সঙ্গী চিরঞ্জিত কর্মকারকে পাকড়াও করেছে পাটুলি থানার পুলিশ।  

West Bengal News Live : শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

 সন্দেশখালির দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা, শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী! ৫ বছর আগে, সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মীকে খুন করে দেহ লোপাটের যে অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন শাহজাহান!২০১৯-এর সেই মামলায় রাজ্য় পুলিশের দেওয়া চার্জশিটকে চ্য়ালেঞ্জ করে CBI ও NIA-তদন্তেরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। পুলিশ সূত্রে খবর, সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই বিজেপি কর্মীর চোখে গুলি করা হয়েছিল। তপন মণ্ডল নামে অপর বিজেপি কর্মীর মাথায় গুলি করা হয়। বিজেপির অভিযোগ, গুলি চালিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।সেই ঘটনায় আদালতের নির্দেশে তদন্তভার নেয় CID.  CID যে মামলার তদন্ত করছিল সেখানে চার্জশিটে নাম থাকলেও শাহজাহান শেখ জামিন পেয়ে যান বলে দাবি। 

WB News Live :আজ ইডি-র আধিকারিকদের নিয়ে কলকাতায় বৈঠক ইডি ডিরেক্টরের

সন্দেশখালি, বনগাঁয় হামলার পর, আজ ইডি-র আধিকারিকদের নিয়ে কলকাতায় বৈঠক ইডি ডিরেক্টরের। বৈঠক করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই বৈঠকে ইডি-র জোন ওয়ান ও জোন টু-য়ের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সূত্রের খবর, সন্দেশখালি, বনগাঁয় হামলা প্রসঙ্গ ছাড়াও রেশন দুর্নীতি মামলার অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হবে, খবর সূত্রের।

West Bengal News Live :আসানসোলে অস্ত্র সহ আটক যুবক

আসানসোলে অস্ত্র সহ আটক যুবক। উত্তর আসানসোলের বি ব্লক এলাকা থেকে আটক সৌমিত্র তিওয়ারি নামের যুবক। সৌমিত্র তিওয়ারি তাদের কর্মী বলে দাবি বিজেপির। আসানসোল উত্তর থানার কল্যাণপুর ফাঁড়িতে বিজেপি নেতার উপস্থিতিতে বিক্ষোভ। 

WB News Live : ইডি গেলেই জন বিস্ফোরণ হবে, বিস্ফোরক মন্তব্য শোভনদেবের

ইডি গেলেই জন বিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। ইডি, সিবিআই থাকলে, তাঁদেরও আছে দলের ছাত্র-যুব সংগঠন, বোঝালেন শোভনদেব। ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়, মন্তব্য শোভনদেবের। সন্দেশখালি ও বনগাঁয় ইডি-র ওপর হামলার ঘটনার রেশ কাটার আগেই বিতর্ক উসকে দিলেন শোভনদেব। 

West Bengal News Live : অধরা শেখ শাহজাহান, কলকাতায় এলেন ইডি ডিরেক্টর

৪ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান। কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ইডি ডিরেক্টর। 

WB News Live : গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে কী বার্তা মমতার ?

যোগ্য লোকদের ৬০ বছরে বিদায় দিই না! অভিজ্ঞতাকে পুরো কাজে লাগাই। গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নবীন-প্রবীণ সংঘাতের চোরাস্রোতের মধ্যেই যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

West Bengal News Live : হাইকোর্টে হলফনামা পেশ করলেন রাজ্য় নির্বাচন কমিশনার

পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলায়, হাইকোর্টে হলফনামা পেশ করলেন রাজ্য় নির্বাচন কমিশনার। কমিশনার রাজীব সিনহা বলেন, অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। হলফনামা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত, মন্তব্য় প্রধান বিচারপতির।

WB News Live : সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি

 অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তির হিসেব প্রকাশের চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 

West Bengal News Live : জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার


  গ্রেফতারির পরেই সুরবদল, জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার শঙ্করের। 

WB News Live : ৪টি চার্জশিটেই পার্থর নাম

 


 


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিট। ৪টি চার্জশিটেই পার্থর নাম। সাক্ষী হিসেবে থাকা ৩জনকেও অভিযুক্ত বলে উল্লেখ। 
 

প্রেক্ষাপট


  •  শিক্ষক নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় আলিপুর কোর্টে সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিট। ৪টি চার্জশিটেই পার্থর নাম। সাক্ষী হিসেবে থাকা ৩জনকেও অভিযুক্ত বলে উল্লেখ। 
     

  •   গ্রেফতারির পরেই সুরবদল, জ্যোতিপ্রিয়র (Jyotipriyo Mallick) সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার শঙ্কর। 
     
     ৯৬ ঘণ্টা পরেও অধরা শাহজাহান। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ডিজিপির। ঝাঁপাল পুলিশ। শীঘ্রই জালে সন্দেশখালির বাদশা? তুঙ্গে জল্পনা। 
     

  •   ৪দিন পার, সন্দেশখালিতে হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এখনও অধরা! জল্পনা বাড়ালেন ভাই-বিধায়ক!  
     

  •  সন্দেশখালিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে কার্যত হামলায় ইন্ধনের অভিযোগ ইডির। এফআইআরে জামিনযোগ্য লঘু ধারা দেওয়ায় প্রশ্ন। কলকাতায় এলেন ডিরেক্টর। 
     

  •  রেশন দুর্নীতির (Ration scam) তদন্তে গিয়ে সন্দেশখালি-বনগাঁয় আক্রান্ত ইডি। হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বৃহস্পতিবার শুনানি।
     

  •  সন্দেশখালিকাণ্ডে কড়া পদক্ষেপের আশ্বাস রাজ্য পুলিশের ডিজির।  

  •  কলকাতায় এসে আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী। 

  •  আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের আক্রমণ, পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর।  

  •  অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তির হিসেব প্রকাশের চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 

  •  অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি। জবাব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  

  •  নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক কোর্টে রাজ্য সরকারের মামলা। কত খরচ, হিসেব প্রকাশের দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।  

  •   বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি-তলব। ভয়েস টেস্ট নিয়ে কালীঘাটের কাকুর প্রসঙ্গ টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

  •  দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিচারপতি, পাল্টা আক্রমণে কুণাল। 

  •   বয়স বিতর্কে অনড় অভিষেক, পরেরদিনই পাল্টা বার্তা মমতার। 

  •   বক্সী-সাক্ষাত এড়ালেও কোর কমিটির বৈঠকে অর্জুনের সঙ্গে দেখা হল সোমনাথের। অন্যায় হলে আবার প্রতিবাদ, বললেন বিধায়ক। কোনও দ্বন্দ্ব নেই, দাবি সাংসদের। 
     
     বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা গুজরাত সরকারের। ১১জন দোষীকেই ফিরতে হচ্ছে জেলে। মুক্তির সিদ্ধান্তকে এক্তিয়ার বহির্ভূত বলে ভর্ৎসনা। 
     

  •  হামলার পর ৪ দিন, এখনও বেপাত্তা শেখ শাহজাহান! DG-র হুঁশিয়ারির পর ঝাঁপাল পুলিশ, গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?  

  •  সন্দেশখালি ও বনগাঁয় হামলা, কলকাতায় এলেন ED-র ডিরেক্টর। 
     

  •  কী রয়েছে CBI-এর নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিটে? জয়নগরের প্রশাসনিক সভায় কী বার্তা মুখ্যমন্ত্রীর? দেগঙ্গায় কী বলবেন শুভেন্দু?
     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.